
22/07/2025
যাচ্ছ কোথা?
স্বর্গ যেথা।
কিসের জন্য?
পৃথিবী জঘন্য।
নিষ্ঠুর মৃত্যু বুঝি?
হ্যা, বাবুজি।
কেমন মৃত্যু তবে?
পুড়ে মরেছে সবে।
মরলো কজন?
শিশুরা অনেকজন।
কেমনে হলো?
কারণ স্কুলে গেল।
কী বলো ভাই?
সত্যি- দেখতে এসেছিল সবাই।
কী হল কি কেমন করে?
মাথার উপর প্লেন পড়ে।
আঃ বল কি।
পুরো শরীর পুড়েছে বৈকি।
এই কেবলি?
হলো মায়ের বুকও খালি।
বাঃ কী দেশ!
বাংলা শেষ।
এবার থামো।
মরে যেন বাঁচলাম আমিও।
আমিও যাই?
তৈরী থেকো রোজ, মশাই।
- MD Emroul Sajeeb