29/08/2025
আমার কাছে আপাতত ভালো কোন ডিভাইস নাই। চাইলেও ভালো কোয়ালিটির কোন ভিডিও আপলোড করতে পারবো না কিন্তু আমার কোয়ালিটিটা আমার মধ্যেই আছে এখনো।
ফোন হারিয়ে যাওয়ার পর যখন আমি ভিডিও আপলোড করার আশা একদম ছেড়ে দিয়েছি তখনই দেখেছি অনেকে আমাকে ইনবক্সে নক দিয়ে বলছে যে, আমি কেন ভিডিও আপলোড করি না।
তখন ভাল্লাগছে যে আসলে আমি আমার কনটেন্ট আপলোড করে অন্তত কাউকে হাসাইতে পারি।
আসলে ফোন হারিয়ে যাওয়ার পর আমি মানসিকভাবে ভেঙ্গে পড়েছি আমি চাইলেও সেই রিকভারিটা করতে পারছি না মন থেকে।
এই যে দেখেন না আজকে এক ভাই বলল, কিরে তোর ভিডিও আর দেখিনা বহুদিন আমি শুধু হাসলাম কি বলবো?
বললাম ভাই আর দেখবেনও না
ভাই শুধু বলল, তোর পোটেনশিয়ালিটি আছে, কনসিসটেন্সিটা ধরে রাখ। তোর মতই এই ব্লগিং ট্যালেন্ট আমার মধ্যেও নাই আসলে সবকিছু সবার মধ্যে থাকে না তোর মধ্যে আছে তাই বললাম চালিয়ে যা, এখন তুই যা ভালো বুঝিস
আপনাদের রিয়াক্ট আমার মোটিভেশন, আপনাদের কমেন্ট আমার মোটিভেশন, আমার পেজের প্রত্যেকটা ফলোয়ার আমার মোটিভেশন