Imtiyaj Ahnaf Ayan

Imtiyaj Ahnaf Ayan স্বার্থ ছাড়া কেউ কারো না

সকল মা তার সন্তানদের অনেক কষ্ট করে বড় করে। হোক তা ছেলে বা মেয়ে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর চোখে ছেলের মা তাদের অনে...
11/05/2025

সকল মা তার সন্তানদের অনেক কষ্ট করে বড় করে। হোক তা ছেলে বা মেয়ে। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর চোখে ছেলের মা তাদের অনেক কষ্টে লালন-পালন করে ,এমন করে বলবেন যেনো মেয়ের মায়েরা মেয়েটাকে অনলাইন থেকে অর্ডার করেছে।

সব মায়েরাই ভালো কিন্তু যখনই সে শাশুড়ি হন তখন প্রেক্ষাপট পরিবর্তন হয়। কারণ সেও তো নারী। নারীর ঈর্ষা তাঁকে মা থাকতে দেয় না, সে তখন তার নিজের ছেলের বউ এর সাথে কম্পিটিশন করে। যেন তাঁকে সব বিষয়ে ফার্স্ট হতে হবে, ছেলে মা ছেড়ে বঊকে সময় দিবে এটা মানতে নারাজ,ছেলে মায়ের চেয়ে বউয়ের হাতে রান্না খেলে,প্রশংসা করলে তাদের ভাল লাগে না,মানসিক অশান্তি লাগে,ছেলে বউ নিয়ে ঘুরতে গেলে সেটা অপচয় মনে হয়, বঊ সংসারে মনোযোগী না বলে ডাক ঢোল পিটানো হয়।

অনেকেই ধারণা করে নেয় ছেলের বউ মানেই ভালো না, সংসার ভাঙ্গতে এসেছে। আসলে বিষয়টা পুরোটাই উল্টো একটা রূপ।কোনো বউ খারাপ বউ হয়ে আসে না, একটি মেয়ে যখন বিয়ে হয়ে আসে তার মনে অনেক স্বপ্ন,আশা ,পরিবারের প্রতিটা সদস্যের জন্য অনেক ভালোবাসা নিয়ে আসে। কিন্তু তাদের নতুন পরিবারের ব‍্যবহারের জন্য সব ক্ষতবিক্ষত হয়ে যায়।

আমার মনে হয় যে সকল মায়েদের মনে হয় বিয়ের পর তার ছেলে আর তার থাকবে না, এই আশঙ্কা নিয়ে ছেলে-ছেলে বউয়ের মাঝে দুরুত্ব তৈরি করে, ঐ সকল মায়ের উচিত ছেলেকে বিয়ে না করানো।তাতে করে সারা জীবন ছেলেকে তার আঁচলের নিচে রাখতে পারবে।এমন অনেক মা কে নিজের চোখে দেখছি বিয়ের পরও ছেলের প্রতি অগাধ ও অবাধ অধিকার ছাড়তে চায় না।ছেলের আলাদা জগতে মেতে নিতে পারে না!!! আকড়ে ও আটকে ধরে রাখতে চায়!!!

মা ও বউয়ের মাঝে ব্রিজ ছেলে, এই ব্রিজ হতে না পারলে একদিন ASP পলাস সাহার মতই ঘটনা ঘটবে,হয় ছেলে মরবে না হয় বউ। বউ মরলে খুব একটা ক্ষতি অবশ্য নেই,আবার বউ পাওয়া যাবে।মা মরলে মা তো আর পেতেন না, এই ভেবেই খুশি থাকে ছেলেরা।

ছেলেদের যদি সুযোগ ও সামর্থ্য থাকে আলাদা রাখা উচিৎ মা ও বউকে ট্রাস্ট মি সব সম্পর্ক ভাল থাকবে,সুন্দর থাকবে। ইসলামেও বলা আছে বউ চাইলে সে আলাদা থাকতে পারে!

পরিশেষে প্রিয় ছেলেজাতী, ম্যা ম্যা ছাড়তে না পারলে প্লিজ বিয়ে করে অন্য মেয়ের জীবন ও সংসারের স্বপ্ন নষ্ট করবেন না!!!

সংসার ভাল রাখার সবচেয়ে উত্তম উপায় স্বামী স্ত্রী উভয়ের বাপ-মা কেই তাদের সংসার থেকে দূরে রাখা!!!!

বি:দ্র: সব বউ যেমন খারাপ না, সব শ্বাশুড়ি ও দেবতা না,ব্যতিক্রমকে উদাহরণ হিসেবে আনবেন না। ভাল না লাগলে ইগনর করবেন প্যাচাতে আসবেন না।

অবিবাহিত ছেলে-মেয়েরা কমেন্ট করা থেকে বিরত থাকবেন কারন বিয়ে না হওয়া পর্যন্ত আপনারা এই গ্যারাকল বুঝবেন না 🤪

(লেখা সংগৃহিত : তাসনিমা হক)

27/02/2025

আমারে কেউ বুঝলো না রে,,😅🥀🥀

27/02/2025

😅🥀

26/02/2025

🥀🥀

26/02/2025

😞🥀🥀

26/02/2025

🥹🥀🥀

26/02/2025

😓💔🥀

26/02/2025

বাস্তবতা🖤💔🥀

26/02/2025

💔🖤🥀

25/02/2025

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Imtiyaj Ahnaf Ayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share