Omor on fire

Omor on fire স্বপ্নের ইঞ্জিনিয়ার 👷

16/08/2024

👨...হাই জানু.... ?

👸...হুম জানু....

👨 কি করো ?

👸কিছু নাহ । তুমি কি করো ?

👨 আমি ভাবতাছি ।

👸 কি ভাবো 😕।

👨 এই ভাবতাছি চারটা 🏡
বাড়ি বানামু ।

👸 ওহ! ভালো তো । কিন্তু চারটা কেন জানু ?
একটায় হয় না ।

👨 নাহ আমার চারটা 🏡 বাড়িই লাগবে ।

👸 তা জানু কোথায় কোথায় বাড়ি 🏡বানাবা ?

👨 কেন একটা ঢাকাতে ,আমেরিকা
আর বরিশাল আর একটা তুমি বলো
কোথায় বানাবে 😊😊।

👸 আর একটা উমম তোমার বাড়িতে 😊।

👨 ওকে জানু তাই হবে 😊😊

👸 জানু 😕 ।

👨 হুম বলো 😊।

👸 সবই তো বুঝলাম কিন্তু জানু বাড়ি বানাতে
তো অনেক টাকা লাগবে তাই নাহ 😕😕

👨 হুম তা তো লাগবেই ।

👸 কত টাকা ?

👨 অনেক টাকা 😔।

👸 এত টাকা পাবে কোথায় ? জানু 😕😕

👨 দূর পাগলি 😡 ভাবতে কি টাকা লাগে ?
😁😂😎😏

👸 কি 😮😮😮😳😳😳

👨 হুম 😂😂😂😂 ।

গল্পটি ভালো লাগলে সবাই

Like Comment করবেন

আর নতুন নতুন সব মজারদার গল্প পেতে

Page টি Follow করবেন plz 🙏🙏

Follow --',
Omor on fire 🔥🔥
👇👇👇👇👇👇👇
https://www.facebook.com/profile.php?id=61558544642094

04/08/2024

Bf : বাবু কি করো? 😊

Gf : এই তো পড়ি! 📚

Bf : আর কি করে আমার বাবুটা? 🧐

Gf : আর লাল কলম দিয়ে পড়াগুলা দাগাই! 🙂

Bf : ধুর ম- রা!😑 আচ্ছা ধরো, এখন যদি তোমার কাছে আমি থাকতাম তাহলে কি করতে? 😊

Gf : তোমাকেও একসেট বই দিতাম, তারপর দুজনে একসাথে গ্রুপ স্টাডি করতাম!!😉

Bf : উফঃ আমি কি তোমার মতো, যে Gf এর বাসায় গিয়েও পড়াশুনা করবো? 🤬

Gf : ও পড়বে না, না? তাহলে তোমাকে নাস্তা খেতে দিয়ে আমি বারান্দায় গিয়ে একা একাই পড়তাম!!😊

Bf : ওরে **** লের বাচ্চা...ধরো, তোমার কাছে বই-খাতা কিচ্ছু নাই! একটা রুমে শুধু তুমি আর আমি!! তখন কি করতে?? ☺️

Gf : তখন তোমাকে রুম পাহারায় রেখে বন্ধুর বাড়িতে গিয়ে বই ধার করে আনতাম! 🙂

Bf: যাও... Break-up. 😐

পড়ুয়া_গফ 😆

Follow Omor on fire

04/08/2024

....."প্রিঁয়ঁ"....💕..!!"পৃথিবীতে ভালো লাগার মানুষ আমার অনেক আছে"...!!🌼
🍂 ....!!"কিন্তু".....!!🍁...💦"ভালোবাসার মানুষ একজনই সেটা হলো".....!!💙.........💕!!"তুমি জান".......!! 💞

03/08/2024

আমি ১ম বিশ্ব যুদ্ধো, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী, ১৯৭১ সালের কোনো ভয়াবহতা দেখেনি
কিন্তু ২য় বিশ্ব যুদ্ধো ২০২৪ সালের ১৬ জুলাই, ১৮ জুলাই, ২২ জুলাই দেখেছি।
১৯৭১ সালের যুদ্ধোও এত ভয়াবহ , নিষ্ঠুরতা
হয় নাই , যতটা হয়েছে ২০২৪ সালের কোটা আন্দোলোনের যুদ্ধো।
কতটা কাফির, মুনাফেক , জালিম, নাফারমান হলে কেউ কাউকে এতটা নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে ।
আমরা কি এমন ভুল করেছিলাম যার প্রতিদান আমার মায়েদের এভাবে দিতে হচ্ছে।
আমরা তো আমাদের অধিকার চেয়েছিলাম
তাই তো রাজাকার হয়ে গেলাম।
দেখুন কিভাবে আমাদের মায়ের বুক খালি করা হচ্ছে ।দেখলেই গা শিয়রে ওঠে।
😢😢😢😭😭😭😭😭😭😭😭😭👇👇👇
Omor on fire

03/08/2024

ফোন টিপতে টিপতে কলেজ যাচ্ছিলাম!
এমন সময় একটা সুন্দরী আপু এসে বললেন,
আমার ফোনে চার্জ নেই আপনার ফোনটা দেন তো-
একটু বাসায় কথা বলে দিয়ে দিচ্ছি ।
আমি হাসি মুখে ফোনখানা এগিয়ে দিলাম,
ডাটা অফ না করা-টাই আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে।
সুন্দরী আপুটা সবে মাত্র নাম্বারের দুইটা সংখ্যা তুলছে তখনি মেসেঞ্জারে তাসনিম মেসেজ আসছে একদম ফোনের স্ক্রিনের সামনে,
বাবু তুমি খেয়ে নিও। তুমি না খেলে আমার পেটে ভাত হজম হয় না।

সুন্দরী আপুটা মেসেজ দেখে মুচকি হেসে বললেন, প্রেমিকা খুব ভালোবাসে দেখা যাচ্ছে।
একটু পরে আরেকটা আইডি থেকে সানজিদা'র মেসেজ,
জান তুমি তাড়াতাড়ি অনলাইনে আসো আমি তোমাকে মিস করতেছি।
এবার আপুটা চোখ ত্যাড়া করে বললেন,
বাহ দুইজন প্রেমিকা।

৬টা সংখ্যা লিখা শেষ হতেই জান্নাত মেসেজ দিলো,
বাবু আমার দম বন্ধ লাগছে তাড়াতাড়ি এসে চুমু দিয়ে অক্সিজেন দাও।
এই মেসেজ দেখে মন চাইছিল জান্নাতকে ধরে পিডাই,
এত ভালোবাসা দিতে কে বলছে?
ক্যান যে ডাটা অফ করলাম না।
আপুটা এবার রাগি রাগি চেহারা বানিয়ে বললেন, প্রেমিকাদের গোডাউন খুলে বসেছেন।

নাম্বার তুলে কথা বলা শেষ করে ফোনটা হাতে ধরিয়ে বললো, আপনার ফেসবুক আইডিটা দিয়ে যান।
দেখতে হবে কিভাবে এতো মেয়ে পটাইছেন!
আপুটাকে আমার পেজ+আইডি দিয়ে চলে আসছি,
রাতে দেখি আইডিতে নক দিছে। প্রায় ১০০ টার মতো মেসেজ করার পর,
আপুটা বলতে শুরু করলেন তোমার পেজের গল্প গুলো কিন্তু অনেক ফানি ও মজার.!
আমিও যে বড্ড ভালোবেসে ফেলেছি তোমাকে।
তোমারে ছাড়া নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগছে..!

সব মুসিবত কেনো যে আমার উপর এসে পরে,
এর কারণ খুঁজে পাই না..!!😷😑🙃🤦‍♂️

#অনুগল্প

Follow - Omor on fire

02/08/2024

মুগ্ধ ছেলেটির প্রিয় মানুষটার লেখা কথা গুলো🙂🥀।
jaaan,
তুই আজ ধরা, ছোঁয়া, রাগ, অভিমান, ভালোবাসা সকল কিছুর ঊর্ধ্বে চলে গেছিস। আমি যতই তোকে ডাকি, তুই আর কোনদিন বলবি না, " hae jaan bolo"
আমি আর কখনো তোর গলা শুনব না। জীবন কত নিষ্ঠুর শিক্ষা দিয়ে দিলো আমাদের বল। আমার পোস্ট, স্টোরির একজন ও ভিউয়ার হলে সেটা তুই ছিলি। আজকে আমার এই লেখা ও তোকে আর স্পর্শ করবে না।
আমি অনেক কপাল করে তোকে পাইছি, আল্লাহ যেন এমন কপাল কাউকে না দেয়।
২০ জুন ২০২১,
তুই প্রথম আমাকে বললি তোর আমাকে ভালো লাগে। আমি টিপ পরি তাই তুই একটা ফেসবুক পোস্ট করলি টিপ নিয়ে। আমি ভাবলাম আতরা ফাতরা ছেলে তুই, খালি খালি ফ্লার্ট করতেছিস, তারওপর পড়াশোনায় ডাব্বা। এরকম ছেলের সাথে কথা বলতে আম্মু নিষেধ করে দিছে।
এরপর ইনবক্সে অনেক ফ্লার্ট চলল তোর.......

অক্টোবর ২০২১
করোনার পরে আমাদের টার্ম ফাইনাল শুরু। সেবার ফিজিক্স পরীক্ষার প্রশ্ন ভীষণ কঠিন, আমি হিমসিম খাচ্ছিলাম এনসার করতে। চোখ পরল তোর দিকে, দেখি বেঞ্চে থুতনি দিয়ে অসহায় এর মত তাকিয়ে আছিস খাতার দিকে। মায়া লাগল, আহারে লিখতে পারছিস না। রিটেক কোর্স টা এই বছর পাশ করলি।

২৫ নভেম্বর ২০২১,
তুই আমাকে বিকেলে কল করলি অর্পা কই তুই। ভার্সিটি ডে আমি বের হব না কেনো, জোরাজোরি করেও বের করতে পারলি না। আমি একটু পরে কল দিয়ে বললাম আমি বের হব, তুই ততক্ষণে শীববাড়ি চলে গেছিস। সেদিন বের হওয়া হলো না। পরেরদিন হলের নিচে তোর আগের হরনেট টা নিয়ে এসে কল দিলি, নাম। আমি তো অবাক এ পাগল বলে টা কি, এভাবে বাইকে চড়ে যাব সবাই কি বলবে! তুই তো নাছোড়বান্দা। নামতে বলছি নাম। তারপর আর কি নামলাম। গেলাম বার্গার খেতে। নাগা নিয়ে তোর সে কি নাকের জ্বল চোখের জ্বল এক হয়ে গেলো। এরপর আস্তে আস্তে শুরু হলো আমাদের ডেটিং পিরিয়ড।

১০ ফেব্রুয়ারি ২০২২,
তুই প্রপোজ করলি তাও এটা বলে যে আজকে থেকে সব মেয়ে বাদ, তুই আমার সেটেল হওয়া অবধি ওয়েট করবি। আমি তোকেই বিয়ে করব। সেদিন আমরা ভীর- জারা সিনেমাটা দেখছিলাম।

আমরা একবছর একদম উথাল পাথাল প্রেম করলাম।এরপর আমাদের লাগল একদিন মহা ক্যাচাল। ব্যাচমেট, কেউ কাউকে গুনলাম না। যাহ থাকবই না।
আমি কেঁদে একদম একাকার। তুই তো মুখ বোঝা এমনিই। কাউকে বলতে পারলি না খালি সিগারেট আর সিগারেট।
১২ দিন পর আমরা আর পারলাম না। সব ভেঙে চুরে কান্না কাটি শেষে আমি তোকে তপন দার দোকানে জড়ায়ে ধরলাম।
এরপর তিন মাস একদম একের প্রেম চ

01/08/2024

Ful Action Movie.. Allu Arjun

28/04/2024

Cricket is the excellent game

21/04/2024

ভোলা সদর উপজেলার রহিতা গ্রামের এক তরুণ যুবককে গলা কেটে হত্যা করলে , পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের জানিয়েছে যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হবে।

Omor on fire From Bangladesh 🇧🇩
20/04/2024

Omor on fire
From Bangladesh 🇧🇩

💔💔কতো জনকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায় সেই তুমি কিনা মুগ্ধ হও অন্য কারো ভালো বাসায় 💔💔💔আসলেই পৃথিবীতে ভালোবাসা বলে কি...
20/04/2024

💔💔কতো জনকে ফিরিয়ে দিলাম তোমাকে পাওয়ার আশায় সেই তুমি কিনা মুগ্ধ হও অন্য কারো ভালো বাসায় 💔💔💔
আসলেই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই
আছে শুধু মাত্র ভালো লাগাটা 😢😢

Address

Rajshahi

Telephone

+8801323747719

Website

Alerts

Be the first to know and let us send you an email when Omor on fire posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category