SHouRov

SHouRov Hey guys! I'm shourov Yash. from rajshahi, Bangladesh.

Join My Journey _ Shourov's Borderless Ways

From roads to skies, from cities to seas.I capture borderless travel moments.

23/07/2025
The match ⚽
04/07/2025

The match ⚽

20/05/2025

কুষ্টিয়া গিয়ে আমাদের সাথে কি হলো।
জানতে হলে ফুল ভিডিও দেখুন..?

15/05/2025

Bangladesh 🇧🇩 vs south Africa 🇿🇦

11/05/2025

রাবি ক্যাম্পাসে গিয়ে এ কি দেখলাম। দেখতে হলে ফুল ভিডিও দেখুন।
Oporna Saha Sunshine pinku

20/03/2025

যারা মিডিয়ায় কথা বলবেন দয়া করে কথাগুলো ঠিক এভাবে গুছিয়ে বলবেন।

ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পলিটেকনিক ইনস্টিটিউটে ক্রাফট ইন্সট্রাক্টর (ল্যাবরেটরি ইন্সট্রাক্টর) পদটি ছিল এইচএসসি ভোকেশনালদের। ২০২১ সালে করোনার মধ্যে অবৈধভাবে নিয়োগ বিধিমালা সংশোধন করে রাতারাতি ৩০০০+ ফিজিক্স/কেমিস্ট্রিতে গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়া হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে যোগদান হয়ে যায় মাত্র ১ মাসের মধ্যে।

এরপর তারা হাইকোর্টে জুনিয়র লেকচার পদে ৩০-৫০% পদোন্নতির জন্য রীট করে। রায়ে হাইকোর্ট তাদের পদোন্নতির আদেশ মঞ্জুর করেন। এখন কথা হলো কোন বিচারক এই রায় দিলেন? কিসের ভিত্তিতে দিলেন? ফিজিক্স/কেমিস্ট্রিতে অনার্স পাশ করে সে কিভাবে সিভিল, ইইই, মেকানিক্যাল পড়াবেন?

বিঃ দ্রঃ
জেনারেল থেকে যদি কারিগরি সেক্টরে চাকরি পাই, তাহলে আমাদের কারিগরি সেক্টর থেকে মেডিকেল সেক্টরে চাকরি দিতে হবে 🙂🙂

এইবার আপোষ নয়, সংগ্রাম সংগ্রাম✊✊

ক্রাফট ইন্সট্রাক্টরদের পদের আবেদন যোগ্যতা ছিল HSC(vocational ১৩তম গ্রেড)
সেখানে রাতের আঁধারে নিয়োগ বিধি পরিবর্তন করে... HSC(VOC) এর সাথে অনার্স ফিজিক্স এবং ক্যামিস্ট্রি যোগ্যতা দিয়ে রাখে।
যোগ্যতা অনুযায়ী তারা কখনোই ডিপ্লোমার বই পড়েনি।তাহলে তারা কিভাবে ডিপ্লোমার ছাত্র-ছাত্রীদের পড়াবে। শিক্ষকতা বিষয়টা কি এতই সহজ। এটা তো মানা যায় না।
এর থেকেও ভয়ংকর ব্যাপার হচ্ছে তারা ১৩ তম গ্রেড থেকে ১০ম গ্রেড জুনিয়র ইন্সট্রাক্টর আসতে চায় ৩০%প্রমোশন নিয়ে।জুনিয়র ইন্সট্রাক্টর পদটি শুধুই ডিপ্লোমার জন্য এবং এটা আমাদের পিএসসি ফেস করে আসতে হয়।

গতকাল (১৯-০৩-২০২৫)হাইকোর্টের রায়ে ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আমরা জানি, শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশকৃতদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার অধিকার রয়েছে। এই রায় কারিগরি শিক্ষার্থীদের প্রতি অবিচার ও বৈষম্যের দৃষ্টান্ত। পলিটেকনিক শিক্ষার্থীরা এ রায় ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

আমাদের দাবিসমূহ:

১. জুনিয়র ইন্সট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইন্সট্রাক্টরদের ৩০% প্রমোশন কোটা বাতিল করতে হবে।

২. জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক "ডিপ্লোমা প্রকৌশল" ডিগ্রি থাকতে হবে।

৩. ক্রাফট ইন্সট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে।

৪. কারিগরি (পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীদের জন্য) সকল বিভাগীয় শহর গুলোতে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

৫. কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ভিডপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে।

৬. ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।

Address

Connecting Bypass Road
Rajshahi
6201

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHouRov posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category