Muslim's WORLD

Muslim's  WORLD LA ILAHA ILLALLAH
You have to accept that we all are IBNE-ADAM 💖

আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো

আছেন।




❤️🇵🇸🇧🇩🧡🇵🇰🇸🇦❤️

17/09/2025
15/09/2025

মেসি রোনালদো সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ

14/09/2025

মেসি ও রোনালদো নিয়ে অবাক তথ্য দিলেন শায়খ আহমাদুল্লাহ। Shaikh Ahmadullah

11/09/2025

🥹🥹🥹😭😭😭😥

09/08/2025

আল্লাহর ক্ষমার ব্যাপারে হতাশ হতে নেই

31/07/2025

আমি ভয় পাচ্ছি যে আল্লাহ আমার পাপের জন্য আমাকে শাস্তি দেবেন এবং ফজরের নামাজ থেকে বঞ্চিত করবেন, তাই ভাববেন না যে আপনি এটি আপনার ইচ্ছামতো করছেন! কিন্তু এটি আপনার জন্য আল্লাহর সারিবদ্ধতা কারণ তিনি আপনাকে ভালোবাসেন 💛।
- তোমাদের অভিনন্দন, ফজরের লোকেরা
আল্লাহ আমাদের এবং আপনাকে এতে দৃঢ় রাখুন।

27/07/2025

হে আল্লাহ, ফিলিস্তিনের আমাদের ভাইবোনেরা ক্ষুধার্ত, তাদের শরীর দুর্বল, তাদের খাবার কমে গেছে, এবং তাদের চারপাশের অবরোধ আরও শক্ত হয়ে গেছে। হে আল্লাহ, তাদের ক্ষুধার্তদের খাওয়াও, তাদের তৃষ্ণা নিবারণ করো এবং তাদের একটি শক্তিশালী এবং বিজয়ী সাহায্য দান করো। হে আল্লাহ, তোমার ক্রোধ নাজিল করো সেই জালিম, দখলদার ইহুদিবাদী শাসনব্যবস্থার উপর যারা তাদের খাদ্য ও ওষুধ বন্ধ করে দেয়, তাদের জীবিকার উৎস শুকিয়ে দেয়, তাদের শক্তি ধ্বংস করে দেয়, তাদের ঐক্যকে ছিন্নভিন্ন করে দেয় এবং তাদের শক্তিকে নিজেদের বিরুদ্ধে পরিণত করে। হে আল্লাহ, তাদের পতাকা কখনো উঁচু হতে দিও না, তাদের লক্ষ্য কখনো পূর্ণ হতে দিও না এবং তাদেরকে সকল জাতির জন্য শিক্ষা হিসেবে গড়ে তোলো।

14/07/2025

মজলিসের শেষ প্রান্তে বসা এবং মজলিসের অভ্যন্তরে ফাঁক দেখে সেখানে বসা।

৬৬. আবূ ওয়াক্বিদ আল-লায়সী (রাযি.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে বসে ছিলেন; তাঁর সাথে আরও লোকজন ছিলেন। এমতাবস্থায় তিনজন লোক আসলো। তন্মধ্যে দু’জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর দিকে এগিয়ে আসলেন এবং একজন চলে গেলেন। আবূ ওয়াকিদ (রাযি.) বলেন, তাঁরা দু’জন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নিকট কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তাঁদের একজন মাজলিসের মধ্যে কিছুটা খালি জায়গা দেখে সেখানে বসে পড়লেন এবং অপরজন তাদের পেছনে বসলেন। আর তৃতীয় ব্যক্তি ফিরে গেল। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবসর হলেন (সাহাবীদের লক্ষ্য করে) বললেনঃ আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তি সম্পর্কে কিছু বলব না? তাদের একজন আল্লাহর আশ্রয় প্রার্থনা করল, আল্লাহ্ তাকে আশ্রয় দিলেন। অন্যজন লজ্জাবোধ করল, তাই আল্লাহ্ও তার ব্যাপারে লজ্জাবোধ করলেন। আর অপরজন (মাজলিসে হাযির হওয়া থেকে) মুখ ফিরিয়ে নিলেন, তাই আল্লাহ্ও তার থেকে মুখ ফিরিয়ে নিলেন। (৪৭৪; মুসলিম ৩৯/১০ হাঃ ৬১৭৬, আহমাদ ২১৯৬৬) (আধুনিক প্রকাশনীঃ ৬৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৬৬)

باب مَنْ قَعَدَ حَيْثُ يَنْتَهِي بِهِ الْمَجْلِسُ وَمَنْ رَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا‏.‏

حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّ أَبَا مُرَّةَ، مَوْلَى عَقِيلِ بْنِ أَبِي طَالِبٍ أَخْبَرَهُ عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَيْنَمَا هُوَ جَالِسٌ فِي الْمَسْجِدِ وَالنَّاسُ مَعَهُ، إِذْ أَقْبَلَ ثَلاَثَةُ نَفَرٍ، فَأَقْبَلَ اثْنَانِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَهَبَ وَاحِدٌ، قَالَ فَوَقَفَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَمَّا أَحَدُهُمَا فَرَأَى فُرْجَةً فِي الْحَلْقَةِ فَجَلَسَ فِيهَا، وَأَمَّا الآخَرُ فَجَلَسَ خَلْفَهُمْ، وَأَمَّا الثَّالِثُ فَأَدْبَرَ ذَاهِبًا، فَلَمَّا فَرَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَلاَ أُخْبِرُكُمْ عَنِ النَّفَرِ الثَّلاَثَةِ أَمَّا أَحَدُهُمْ فَأَوَى إِلَى اللَّهِ، فَآوَاهُ اللَّهُ، وَأَمَّا الآخَرُ فَاسْتَحْيَا، فَاسْتَحْيَا اللَّهُ مِنْهُ، وَأَمَّا الآخَرُ فَأَعْرَضَ، فَأَعْرَضَ اللَّهُ عَنْهُ ‏"‏‏.‏

11/07/2025

হাদীস:
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন:

"যে ব্যক্তি মুমিনদের দুঃখ-কষ্টের একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করে দেবেন।"

— [সহীহ মুসলিম, হাদীস: 2699]

---

সমসাময়িক শিক্ষা:
এই হাদীস আমাদের শেখায়—
- গরিব, অসহায়, বিপদে পড়া ভাই-বোনদের পাশে দাঁড়ানো শুধু মানবতা নয়, এটা ইবাদত।
- সমাজে শান্তি ও সহযোগিতা ছড়িয়ে দিতে পারলে, পরকালের জন্য মহান পুরস্কার নিশ্চিত।

আসুন, একে অপরের সহায়ক হই — অন্তত একটা মানুষকে স্বস্তি দিতে চেষ্টা করি।

Address

Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim's WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share