Arman Habib

Arman Habib ___
(2)

এটাই রাজনীতি! একটা সময় বিরোধী দলের অনেক নেতাই পিতামাতার মৃত্যু সংবাদ শুনেও শেষবারের মতো মুখটা দেখতে পারেননি। কারও স্থান ...
16/05/2025

এটাই রাজনীতি! একটা সময় বিরোধী দলের অনেক নেতাই পিতামাতার মৃত্যু সংবাদ শুনেও শেষবারের মতো মুখটা দেখতে পারেননি। কারও স্থান হয়েছিল কারাগারে, কেউবা ছিলেন পলাতক। আজ ইতিহাস যেন নিজেকে পুনরাবৃত্তি করছে।

সাদ্দাম হোসেনও আসতে পারেননি তাঁর বাবার জানাজায়।

সম্ভবত এটাই প্রকৃতির শাস্তি, সময় ঘুরে ফিরে সবার হিসাব মিটিয়ে দেয়।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মালুদের পাইলটরা  আধুনিক যু*দ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে গেল রাশিয়ায়,  প্রশিক্ষণের সময় রাশিয়ান প্রশিক্ষক তাদের শিখা...
10/05/2025

মালুদের পাইলটরা আধুনিক যু*দ্ধবিমান চালানোর প্রশিক্ষণ নিতে গেল রাশিয়ায়, প্রশিক্ষণের সময় রাশিয়ান প্রশিক্ষক তাদের শিখাতে লাগলো "এই বাটন টিপলে বিমানটি উপরে উঠবে, এই বাটন টিপলে বিমানটি ডানদিকে ঘুরবে এবং এটি টিপলে বিমানটি বাম দিকে ঘুরবে।"

প্রশিক্ষণ শেষে, মালু আগ্রহের সাথে জানতে চাইলো সব তো বুঝলাম কিন্তু "বিমানটি নামাবো কীভাবে?

রাশিয়ান প্রশিক্ষক একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের পাইলটদের উদ্দেশ্যে করে বলতে লাগলেন, "তোমাদের এই বিষয়ে চিন্তা করার দরকার নেই, এটা পাকিস্তানি পাইলটদের উপর ছেড়ে দাও, তারা বিমানের সাথে সাথে তোমাদেরও নামিয়ে ছাড়বে।"

উর্দূ লতিফা থেকে অনুদিত

-আহমেদ আব্দুল কাহহার হাফি.

Loud and clear..🫠
06/05/2025

Loud and clear..🫠

05/05/2025
সমবয়সী প্রেম যেভাবে টিকে থাকে !!
03/05/2025

সমবয়সী প্রেম যেভাবে টিকে থাকে !!

28/04/2025

শেষ ৩ ম্যাচে বার্সা গোল হজম করেছে মাত্র ৩টি।মানে ম্যাচ প্রতি ১টি করে।আর রিয়াল হজম করেছে ১২টি।মানে ম্যাচ প্রতি ১ হালি করে।

হালা মাদ্রিদ❌
হালি মাদ্রিদ✅ (প্রমানিত)

এই সেই দুই মহান রমনী,যারা মনে করেছিলো তাদের দেখে পারভেজ হেসেছে।শুধুমাত্র এই সামান্য একটা বিষয়ের জের ধরে একটা ছেলের জীবন ...
20/04/2025

এই সেই দুই মহান রমনী,যারা মনে করেছিলো তাদের দেখে পারভেজ হেসেছে।
শুধুমাত্র এই সামান্য একটা বিষয়ের জের ধরে একটা ছেলের জীবন গেলো! ৩ টা ছেলে আ"সামী হলো, ক্যারিয়ার নষ্ট করলো।
আর তারা দু'জন নিষ্পাপ ফুল।!🙂

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arman Habib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share