
29/05/2025
"রান্নার মশলায় যতটা স্বাদ নেই, তার চেয়ে অনেক বেশি স্বাদ লুকিয়ে থাকে একটা মুহূর্তে, যখন তুমি একা, আকাশটা নরম ধূসর,কখনো কখনো শুধু একা বসে, নিজের বানানো খাবার খেতে খেতেই বোঝা যায়—নিজেকেও কেউ ভালোবাসে। সেই কেউ, আমিই…" 🫶✨