Rajshahi Television

Rajshahi Television Latest News of Bangladesh.

পবিত্র রমজানের ১৫ দিনে ৩৭৯  #ধর্ষণ! অর্থাৎ প্রতি ঘণ্টায় ১ জন করে নারী-শিশু  #ধর্ষণ
18/03/2025

পবিত্র রমজানের ১৫ দিনে ৩৭৯ #ধর্ষণ!
অর্থাৎ প্রতি ঘণ্টায় ১ জন করে নারী-শিশু #ধর্ষণ

12/02/2025

ক্ষমতায় বসার একেবারে শুরুতেই ট্রাম্প জাতিসংঘ মানবাধিকার কমিশন থেকে আমেরিকাকে কেন বের করে নিয়ে আসলেন? এটা তিনি এনেছেন ডিপ স্টেটের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসাবে।

ট্রাম্প বললেন জাতিসংঘের অনেক সম্ভাবনা আছে ভাল কিছু করার কিন্তু তারা সেটা ঠিকমত করেনি। তারা আমেরিকার বিরুদ্ধে কাজ করেছে। এখানে আমেরিকার বিরুদ্ধে বলতে তিনি ডিপ স্টেটের পক্ষে বুঝিয়েছেন।

তাকে প্রশ্ন করা হয় ঠিকমত বলতে তাদের কি করা উচিত ছিল? ট্রাম্প বললেন তাদের ন্যায্য বা নিরপেক্ষভাবে কাজ করা উচিত। অনেক দেশ আছে যারা তাদের কাছে ন্যায্যতা দাবী করে কিন্তু তারা সেটা করে না। অনেক দুষ্ট লোক আছে মিথ্যা কথা বলে এবং তারা তাদের পক্ষে থাকে। তিনি আবার বললেন জাতিসংঘের সম্ভাবনা অনেক, যদি তারা ঠিকমত চলে।

এই ট্রাম্প সরকারের থিংকট্যাংকগুলো বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনকে আমেরিকান ডিপ স্টেটের একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক জঘন্য কাজের উদাহরণ হিসাবে নিয়েছে। সেই থিংকট্যাংক অত্যন্ত মেধাবী ও সক্রিয়। এই থিংকট্যাংকের আইনজ্ঞরা নিশ্চই বাংলাদেশ জুলাই-আগস্টেের ঘটনা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তদন্ত প্রতিবেদন বিশদভাবে দেখবে|

এই রিপোর্ট জাতিসংঘের এই রিপোর্ট তৈরিতে জড়িতদের এবং পুরো জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নির্বুদ্ধিতা, অসততা, দায়িত্বহীনতা এবং মার্কিন ডিপস্টেট তথা ডেমোক্র্যাটদের মিথ্যা ও প্রোপাগান্ডার একটি দলিল হিসাবে বিবেচিত হবে।

31/07/2024

#আন্দোলনের তিন সমন্বয়কারীর বৈঠক। #আন্দোলনকারীদের আট দফা দাবি পেশ। এই বৈঠক নিয়ে #সমন্বয়কদের মধ্যে মতভেদ।
--
যেই আদালতের রায়কে আন্দোলনের #সমন্বয়করা সাধুবাদ জানিয়েছে তার ভিত্তিতে #কোটাসংস্কার করে #প্রজ্ঞাপন প্রদান। কিন্তু তারপরও কোটা আন্দোলনের সমন্বয়কদের একটি অংশের থেকে বিভিন্ন দাবি পেশ। #ফেসবুকে কোটা সংশ্লিষ্ট গ্রুপে বিচ্ছিন্নভাবে #সরকারপতনের ডাক। সমন্বয়কদের মধ্যে দাবি ও #কর্মসূচি নিয়ে #সমন্বয়হীনতা।

01/07/2024

পাত্তা পায়নি তাসনিম-জিল্লুরদের চক্রান্ত, বাংলাদেশ থেকে আরও শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ l
----

বাংলাদেশিদের দিয়ে পরিচালিত যেসব সংস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা পায় তাদের মধ্যে অন্যতম নেত্রনিউজ বা তাসনিম খলিলরা। এই টাকা দেয় দেশটির ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমোক্রেসি বা এনইডি। এই এনইডিকে বলা হয় আধুনিক সিআইএ। এদের সঙ্গে অপপ্রচারে যুক্ত হয়েছেন বাংলাদেশে মার্কিনপন্থী সাংবাদিক জিল্লুর রহমান । বিদেশি প্রভুদের মদদপুষ্ট এই চক্রটির সম্মিলিত ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাংলাদেশের সেনা, নৌ, বিমানবাহিনী তথা সামরিক বাহিনী ও বাংলাদেশ পুলিশের সদস্যরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌরবময় ভূমিকা অব্যাহত রেখেছে। অপশক্তির ঘৃণ্য চক্রান্ত এভাবেই বারবার পরাজিত হয়।

02/06/2024

ই*সরাই*লের #হত্যাযজ্ঞের নিয়ে নিশ্চুপ থাকায় বিএনপির পক্ষে মেটার প্রতিবেদন

#ইসরাইলের #হত্যাযজ্ঞ নিয়ে কেনো #বিএনপি সোচ্চার নয়, তার আরেকটি প্রমাণ উঠে এলো সম্প্রতি প্রকাশিত মার্কিন টেক জায়েন্ট মেটার #ফেসবুক প্রতিবেদনে। সম্প্রতি মেটার প্রকাশিত প্রতিবেদনে 'বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ' নিয়ে পোস্ট করাসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা ও কার্যক্রম পরিচালনার জন্য 'আওয়ামী লীগপন্থী' ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট বন্ধে করে দেয়ার কথা জানানো হয়েছে।

যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্য এবং #আওয়ামীলীগ নিয়ে বিএনপি ও সমমনা গোষ্ঠীগুলোর অপপ্রচার এবং বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একাধিকবার মিথ্যা তথ্য পরিবেশনা করা হলেও সে বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি মেটা।

24/05/2024

আইসিসি নিয়ে ব্লিনকেনের স্যাংশনের ইঙ্গিত, কর্তৃত্ববাদী আচরণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ যুক্তরাষ্ট্রের
---------

আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে সম্ভাব্য পরোয়ানা ইস্যুতে সম্প্রতি এই ইঙ্গিত দেন তিনি। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে আমেরিকার কর্তৃত্ববাদী আচরণের সর্বোচ্চ বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গাজায় ইসরাইলের চালানো হত্যাযজ্ঞের বিপক্ষে অবস্থান না নিয়ে দেশটির পক্ষে শক্ত অবস্থান নেয়ায় যুক্তরাষ্ট্রের স্যাংশন নীতি একান্তই দেশটির কর্তৃত্ববাদী কর্মকাণ্ডের অংশ হিসেবে মনে করা হচ্ছে।গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলি গত এপ্রিলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা জানায় আইসিসি।

পরে এর বিরোধীতা করে সরব হয় ইসরায়েল এবং এর বন্ধু দেশ আমেরিকা।

Address

Rajshahi Sadar
Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share