28/10/2025
ঝগড়া করবো, রাগ করবো, হয়তো মাঝে মাঝে কষ্টও দিবো।
তবুও একটা জিনিস আমি নিশ্চিত করে বলতে পারি তোমাকে কখনোই ছেড়ে যাবো না। কারণ তুমি শুধু একটা মানুষ না, তুমি আমার শান্তি। তোমার সাথে থাকা মানে নিজেকে খুঁজে পাওয়া। জীবনের সবটা সময় যদি ঝগড়া করেই কেটে যায়, তবুও চাই সব ঝগড়ার শেষে,
তুমিই থাকো পাশে তোমার সাথেই সবকিছু শুরু, আর তোমার সাথেই যেন শেষ হয়।
📸 Ismail Ahamed Sakib