খোলা ডায়েরি

খোলা ডায়েরি ভালোবাসায় লিখা গল্প কথা

তোমাকে আর পেলাম কই 💔🥀😭😭
07/09/2025

তোমাকে আর পেলাম কই 💔🥀😭😭

তোমাকে ভুলে যাওয়ার চেষ্টার ফলাফল ঠিক এমন:ভালোবাসলে শ্বাসন করতে হয়, ভুল গুলোরে শুধরনোর সুযোগ দিতে হয়,  ভালোবাসার মানুষকে ...
06/09/2025

তোমাকে ভুলে যাওয়ার চেষ্টার ফলাফল ঠিক এমন:

ভালোবাসলে শ্বাসন করতে হয়, ভুল গুলোরে শুধরনোর সুযোগ দিতে হয়, ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয়, সারা জীবন পাশে থাকার শপথে,
জীবনটা কাটাতে হয়, কিন্তু ভালোবেসে ছেড়ে যেতে হয় জানতাম না। তোমাকে আর ভুলা হইলো না৷ মিষ্টি মেয়ে মায়া

02/09/2025

এই যে আমার অভীমানি ম্যাডাম মিষ্টি মেয়ে মায়া,
আপনাকে না অনেক miss করছি। দেখেন অভীমানটা একটু কমান৷
আমি অপেক্ষায় আছি থাকবো। আপনার ফিরে আসার অপেক্ষায়। ফিরে আসেন 🥺🥺🥺

01/09/2025
25/08/2025

তোমার সাথে আমার এমন একটা গল্প লিখা হলো, যা শুরুতেই সমাপ্তি আনলো। তুমি বলো তোমার মনে আমি অনেকটা জায়গা জুড়ে আছি। আবার সেই তুমিই আমার থেকে দূরে থাকছো৷ তোমার আমার মাঝে কথা বন্ধের এই দেওয়ালের জন্য আমি কখনই নিজে ক্ষমা করতে পারবো না৷ আমি হেরে গেলাম
একটা খারাপ সময় আমাকে হারিয়ে দিলো। একটা প্রতিকুল পরিবেশ আমাকে হারিয়ে দিলো৷ হাই আফসোস আমার কান্নার প্রতিটি অর্তনাথ যদি তুমি শুনতা৷ আমার চোখের জল দিয়ে যদি তোমাকে সুগন্ধি করে দিতে পারতাম। চোখের নিচের কালো দগ। প্রতিটি নির্ঘুম রাত যদি তোমাকে দেখাতে পারতাম। প্রতিনিয়ত হৃদয় ভাঙার শব্দ যদি তুমি শুনতা। আমার আত্নার আত্ত চিৎকার যদি তোমার কানে পৌছাতো। সত্যি বলছি জান্নাত তুমি সহ্য করতে পারতে না৷ বাক্য সাজিয়ে কি আর অনুভূতি প্রকাশ করা যায়। তুমি ফিরে আসো প্লিজ৷
আমার মহা রানি মিষ্টি মেয়ে মায়া

24/08/2025

ছোট এই জীবনে যা পেয়েছি আপন করে,
তাহার চেয়ে হারিয়েছি ভীষণ । কিছুটা অজান্তে
আর বাকিটা সেচ্ছায়। চেয়েছি বলতে, শুধু তোমার সাথে একটু খানি যোগাযোগ। আচ্ছা সব ভুলে আমাকে একটু ভালোবাসা যায় না৷ আগের মতো না হোক তার চেয়ে একটু কম, খুব সামান্য, আচ্ছা যাও একেবারেই কম, ভালোবাসা যায়। আমি না এই সামান্য ভালোবাসার অভাবেই নিজেকে ধ্বংস করে দিতেছি৷ অনিয়মের বেড়াজালে জড়িয়ে যাচ্ছি৷ একটু খানি ভালোবাসা যায়৷ যায় সামান্য একটু কথা বলা, এই ধরো সালামের উত্তর, কেমন আছো কিংবা সকালে আর রাতে উইস ব্যাস এতটুকু হলেই আমি ভালো থাকবো।
প্রিয় ছায়াবতী মিষ্টি মেয়ে মায়া

23/08/2025

প্রিয় ছায়াবতী , মিষ্টি মেয়ে মায়া
তোমার আমার এই গল্পটা যেন ছোট গল্প হয়ে থেকে গেলো। আগমনটা ছিলো যেমন স্বপ্নের মতো৷ ছেড়ে যাচ্ছো ঠিক তেমন৷

22/08/2025

আর কিছু লিখবো না৷ আর কিছু চাইবো না৷ বাকিটা আপনি আর আল্লাহর কাছে ছেড়ে দিলাম৷ যদি আপনি আমার জন্য উত্তম রহমত হন তবে আপনাকে কোনো একদিন একান্ত আমার হতেই হবে। ব্যাস শুধু সেই দিনের অপেক্ষা৷ আমি এই সব কিছু থেকে ফারেক হলাম শুধুমাত্র আল্লাহর হুকুমতের জন্য৷ জানি নিশ্চয় আল্লাহ উত্তম প্রতিদান কারি৷

21/08/2025

তুমি আমার অভ্যাস হয়ে গিয়েছো। যা পরিবর্তন করা অসম্ভব। আমি ধংসের খুবই নিকটে দাঁড়িয়ে।
আমাকে এই ভাবে শেষ হতে দিওনা প্লিজ।

প্রিয় ছায়াবতী মিষ্টি মেয়ে মায়া

21/08/2025

কত শত কথোপকথন ,
কত কোটি স্বপ্ন সব যেন আজ ধূসর বিবর্ণ।
তোমার লিখা প্রতিটি এস এম এস গুলা খুব যত্নে রাখা । যা আমাকে এখন আফসোসের যোগান দেই।
আমি হেরে গেলাম, তোমাকে বোঝাতে যে আমি তোমাকে কতটা ভালোবাসি৷ বাকি সব ঠিক হলেও
তোমার অভীমানের কাছে আমাদের ভালোবাসার পরাজয় দেখছি আমি। প্রেমে পড়লে হয়তো এত কষ্ট হইতো না৷ কিন্তু আমি যে তোমার মায়ায় পড়ে ভালোবেসেছি তাই এই কষ্ট সহ্য হচ্ছে না৷
প্রিয় ছায়াবতী মিষ্টি মেয়ে মায়া

20/08/2025

তাহারে যেন পাইয়াও হারাই ফেললাম।
আমার হৃদয়ের আর্তনাদ তার অভীমানের কাছে পরাজিত।
প্রিয় ছায়াবতী মিষ্টি মেয়ে মায়া

20/08/2025

আমি জানি না তুমি আর ফিরবে কি না
আর ভালোবাসবে কি না। আমাকে শাস্তি দিলে দিতে পারো যা মনে চাঈ তা। তবে যোগাযোগ বন্ধ কইরো না
এটা আমি মেনে নিতে পারবো না৷ দেখ ওই আকাশ পূর্ণ কারণ মেঘ আছে। সুন্দর লাগে তাই দেখতে।
আর আমি তোমাকেই আমার মেঘ মেনেছি।
তুমি যদি চাও করতে পারি সহ্রস কোটিবার কানে ধরে উঠবোস৷ তুমি যদি চাও হাসিমুখে মেনে নিতে পারি কোটি কোটি বেতাঘাত। তুমি যদি চাও ছাড়তে পারি সমগ্র পৃথিবিকে। কিন্তু কখনোই তোমাকে ছাড়তে পারবো না। তুমি চাইলে ভুলে যেতে পারি নিজের অস্তিত্ব কে। কিন্তু তোমাকে ভুলতে পারবো না।
আমি ভীষণ ছন্নছাড়া, এলোমেলো৷ হয়ে গিয়েছি।
শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে। আমার না তোমাকে ভীষণ প্রয়োজন। আমি তোমাকে হারিয়ে বুঝলাম আমি কতটা একা। নিরাবতা যে কত ভয়ংকর তা টের পেলাম৷ আমার ফোনের প্রতিটি নোটিফিকেশন এর আওয়াজ আমার মনকে উদবেগ করে তোলে এই ভেবে যে হয়তো তুমি ম্যাছেজ দিয়েছো। এক আকাস পরিমান আশায় ফোন হাতে নিয়ে দেখি তুমি না৷ মনটা কেদে ওঠে। ফিরে এসো। ফিরে এসো। ভালোবাসো তো আমাকে। তাহলে কেন এই কষ্টের পাহাড় বহন করছো আর করাচ্ছো৷ আর লিখবো না কিছু। কোনো দিন না৷ ফিরে এসো না....। আমার প্রিয়তমা। হৃদয়ের সুলতানা। জান্নাত

Address

Tanore
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when খোলা ডায়েরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to খোলা ডায়েরি:

Share