Shila

Shila Hey,this is shila. stay with me and always support me❤️

09/04/2025

আমি ছোট ছোট জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করি।
এই যেমন মাথার দু’ফুট উপর দিয়ে একটা পাখি উড়ে গিয়ে কৃষ্ণচূড়ার ডালে বসলে, আমি থমকে দাঁড়িয়ে তাকিয়ে থাকি। রাস্তায় আগাছার ভেতরের হলদে ফুল, আমি তুলে নিয়ে কয়েক ক্লিক ছবি তুলে নেই। তারপর বইয়ের মধ্যে রেখে দেই। বহুবছর পর কারো সাথে দেখা হলে প্রথমেই তার চিনে ফেলার সময়টা আমার দারুণ লাগে, তারপর যখন বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় সেই অনুভূতিটা ভুলে যাবো না বলে খাতায় টুকে রাখি। গুন গুন করে গান গাইলে মা যখন তার সাথে গলা মিলায় আমার ভালো লাগে। রাস্তায় হাঁটার সময় ভুলের বসে যখন কারো সাথে ধাক্কা লাগে, তখন আগ বাড়িয়ে তার সরি বলাটা আমায় দারুণ টানে।
বন্ধুদের সাথে বিদায় বেলা যখন কেউ বলে ওঠে, “এই সাবধানে যাস, রাস্তায় আজ অনেক ভীর।” তখন তৃপ্তি লাগে।

আমি ছোট ছোট জিনিস খেয়াল করি। আনন্দ থেকে তিক্ততা সবই খুঁজি। কারো ভালো আচরণ খেয়াল করার বাতিক যেমন আছে আমার, তেমন খারাপ আচরণগুলো।
আমি টের পাই কেউ বিরক্তর দীর্ঘশ্বাস টানলে। আমি বুঝতে পারি কোন হাসিতে আন্তরিকতা নেই। আমি অনুভব করি কে দায়ে পরে কথা বলছে আমার সাথে। আমি খেয়াল করি কে দূরে যেতে চাইছে। সব বুঝি, কিচ্ছু এড়ায় না আমার থেকে।

এই যে বুঝি সব। এখানেই ঝামেলা আসলে। কাছের কেউ দূরের হয়ে যায় এতে, আবার দূরের কেউ হাসি হয়ে যায়।

_ নাবিলা তাসনিম

দরকার শুধু একজন মুসলিম নেতার যে পারবে সবাইকে একত্র করতে
06/04/2025

দরকার শুধু একজন মুসলিম নেতার যে পারবে সবাইকে একত্র করতে

গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাযা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহ্‌র কুরআনিক ওয়াদা এবং র...
06/04/2025

গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাযা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহ্‌র কুরআনিক ওয়াদা এবং রাসূলের (স.) ভাষায় ঘোষণা। কেয়ামতের আগে পৃথিবীর রাজধানী হবে আল-আকসা, আর সেন্টার পয়েন্ট হবে ফিলিস্তিন।

কোন এক রাতে হয়তো শুনবো, প্যালেস্টাইন ও স্বাধীন। ইনশাআল্লাহ।

রাসূলুল্লাহ (সা.) বলেন:

"তুমি শামের বরকতের কথা শুনোনি? আমি দেখেছি আল্লাহর ফেরেশতারা শামের উপর তাদের ডানা বিছিয়ে দিচ্ছে।"
— (তিরমিযি: 3954)

"তোমরা শামে অবস্থান করো, কেননা শাম হচ্ছে ঈমানদারদের ঘাঁটি।"
— (আবু দাউদ: 2483)

গাজা—বাইতুল মাকদিসের প্রান্তবর্তী অঞ্চল:

রাসূল (সা.) বলেন:
"আমার উম্মতের একটি দল সবসময় আল্লাহর আদেশ পালন করে যাবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আদেশ (কিয়ামত) এসে যায়।"
সাহাবীরা জিজ্ঞাসা করলেন: তারা কোথায় থাকবে?
তিনি বললেন: 'বাইতুল মাকদিস এবং তার আশেপাশে।'"
— (মুসলিম: 156, আহমাদ: 502)

গাজা হচ্ছে ঠিক সেই অঞ্চল যা বাইতুল মাকদিসের উপকণ্ঠে অবস্থিত। আজকের দিনে যারা গাজায় আল্লাহর জন্য সংগ্রাম করছে, তারা সেই প্রতিশ্রুত দল হতে পারে ইনশাআল্লাহ।

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।এ...
06/04/2025

রা|ফা|হ আর নেই। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে রা|ফা|হ।
অল্প সময়ের মধ্যে গা.জাও নিঃশব্দে মিলিয়ে যাচ্ছে দুনিয়ার মানচিত্র থেকে।

একটি একটি করে আলো নিভে যাচ্ছে, একটি একটি করে নিঃশ্বাস থেমে যাচ্ছে।
আমরা বাঁচার আর্তনাদ পাঠালেও — পৃথিবী কানে দেয়নি।
"আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত..."
— গা.জা থেকে ফেসবুকে সালেহ আল জাফরীর শেষ চিঠি।😭😭

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।মি...
06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগর তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্সগুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'🥲🥲🥲

ঈধিকা পাল যে পজিশনে চলে আসছে সেটা বাংলাদেশের নায়িকাদের জন্য আফসোসের। একজন সিরিয়ালের নায়িকা শাকিব খানের সাথে পর পর বড় দুট...
04/04/2025

ঈধিকা পাল যে পজিশনে চলে আসছে সেটা বাংলাদেশের নায়িকাদের জন্য আফসোসের। একজন সিরিয়ালের নায়িকা শাকিব খানের সাথে পর পর বড় দুটো ছবিতে কাজ করে এখন সুপারস্টার হওয়ার পথে। আর আমাদের নায়িকারা???
ঈধিকাকে ঘিরেই বরবাদ এর মতো ছবির গল্প তৈরী হয়েছে। সুপারস্টার শাকিব খানের সাথে তার জমজমাট পারফরম্যান্স । তার অভিনয় দর্শকদের ভাল লেগেছে, আমার কাছেও৷ তবে এই জায়গায় বাংলাদেশের কোনো অভিনেত্রী হলে গর্ব করতে পারতাম৷ আক্ষেপটা এখানেই।

কিছু মেয়ে মানুষ একলা থাকা ফিনিক্স পাখির মত । যে ধ্বংস থেকে জেগে উঠে নিজের  পাখায় ভর করেই সকাল নিয়ে আসে । সে মেয়ে গুলোর আ...
01/04/2025

কিছু মেয়ে মানুষ একলা থাকা ফিনিক্স পাখির মত । যে ধ্বংস থেকে জেগে উঠে নিজের পাখায় ভর করেই সকাল নিয়ে আসে । সে মেয়ে গুলোর আশা আকাংঙ্খা পূর্ন করার জন্য কোন এ জগতের জীব কিংবা মানুষ তাদের জন্য আসে না ।তারা কারো নিকট আশা কখনো করে না । কিন্তু দূর্ভাগ্য বশত কারো কাছে যদি সামান্যতম ও আশা করে সে মানুষ গুলো প্রমান করে দেয় তারা সে মেয়ের ভরসা করার ও যোগ্যতা রাখে না ।

অথচ এই ফিনিক্স পাখির মত মেয়ে গুলো যার জীবনেই ডানা মেলে যেখানেই তার নিজস্ব আলোয় অন্য কেউ জীবন দেখা শিখে । সে মেয়ে গুলো প্রেম শেখায় নিজের আলোকিত মনকে সামনে রেখে অথচ ওরা কখনো প্রেম পায় না ।
তারা সবার জীবনে লাইট হাউজ হয়ে আলো দেখায় কিন্তু তার অন্ধকার জীবনটা তাকে একাই বয়ে নিয়ে যেতে হয় ।এই যে মেয়ে গুলো তাল পবনের হাওয়ায় ভাসে কত দুঃখ রোজ বুকে পোষে অথচ তার আপন মানুষ গুলোই কখনো টের পায়না তার দুরন্ত ডানায় কত শত দুঃখ লুকানো থাকে ।

~মাসুমা ইসলাম নদী-

ড.ইউনূস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফরে ১৫হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা,১২হাজার কোটি টাকার চারটি মহাসাগ...
28/03/2025

ড.ইউনূস যখন পৃথিবীর দক্ষিণ মেরু চীন সফরে ১৫হাজার কোটি টাকার বিশ্বমানের মেডিকেল প্রতিষ্ঠা,১২হাজার কোটি টাকার চারটি মহাসাগরীয় বাণিজ্য হাজার ক্রয়, ১০ হাজার কোটি টাকার তিস্তা ব্যারেজ তৈরি,বিনা শুল্কে ২০২৮ সাল পর্যন্ত মুক্ত পণ্য বাণিজ্য সহ বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির ১ ট্রিলিয়ন ডলারের চুক্তি হতে যাচ্ছে। তখনি

পৃথিবীর উত্তর মেরু থেকে খবর এলো বাংলাদেশের সবথেকে বড় সমস্যা জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব পাস হয়েছে ১৪০ দেশের প্রত্যক্ষ ভোটে।যেখানে কোন দেশ বিপক্ষে ভোট দেয়নি। রোহিঙ্গাদের আগে যেখানে খাবার বাবদ মাসিক সাত ডলার তথা ৮৪৭টাকা দেওয়া হতো।
নতুন বাজেটে সেটি বাড়িয়ে এখন থেকে জনপ্রতি খাবারে ১২ ডলার তথা ১৪৫২ টাকা দেওয়া হবে।

এখানেই শেষ নয়, ফেডারেল থেকে খরব এলো, দীর্ঘ একযুগ পর বাংলাদেশের রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার।শুধু এমাসে দেশে এসেছে ৪ বিলিয়ন ডলার তথা প্রায় ৫০ হাজার কোটি টাকা!
©️

অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দি...
27/03/2025

অধ্যাপক ড. ইউনুসের আজকের বক্তব্য যারা শুনেন নাই, তার দেয়া প্রায় ৩৫ মিনিটের ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি ছাড়া বিগত কিছু দিনের কিছু কার্যকরী বিষয় নিয়ে তার আলাপের খন্ডচিত্র আপনাদের কাছে লিখে দিলাম। ফেসবুক যতদিন থাকবে ততদিন যেন এই পোস্ট মেমোরি তে এসে মনে করায় দেয় আমাদের একজন খন্ডকালীন সত্যিকারের নেতা ছিল।

1. সরকার দায়িত্ব নেয়ার পর থেকে কন্টেইনার হ্যান্ডেলিং জানুয়ারী মাসেই ৭% বেড়েছে।

2. রপ্তানি বেড়েছে ১৩%

3. বিডা প্রত্যাবর্শন আইন জটিলতা দূরিকরনে কাজ করছে

4. আগামি মাসে ৪ দিন ব্যাপি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করবে, যেখানে ইতিমধ্যেই বিশ্ব বিখ্যাত ডিপি ওয়ার্ল্ড, সিংগাপুর পিএসএ, এপি মোলান মার্ক্স কয়েক বিলিয়ন ডলার প্রস্তাব দিয়েছে

5. গত জানুয়ারি মাসের সুইজারল্যান্ডের ডাবলস এ ৪৭ টি আলাদা ইভেন্টে অংগ্রহণ করে সেখানে বিভিন্ন সরকার প্রধান, ইনভেস্টরদের সাথে মিটিং এ তারা বাংলাদেশ এ বিনিয়োগ নিয়ে আগ্রহ দেখায়ছে।

6. সং্যুক্ত আরব আমিরাতের ভিসা ইস্যু শীঘ্রই সমাধান হয়ে যাবে

7. আরব আমিরাতকে শিল্পাঞ্চল গড়ে তোলার কথা বলায় তারা আগ্রগ দেখায়ছে এবং ২ টি কাজ দিয়ে তারা শুরু করবে। ক) মুসলিম বিশ্বের জন্য হালাল গোসত প্রসেস কারখানা খ) মৎস্য প্রসেস কারখানা চালু করবে। গ) নতুন সমুদ্র বন্দর পরিচালনার জন্যেও আগ্রহ দেখায়ছে।

8. আসিয়ান সদস্য হওয়ার জন্য ড ইউনুস আগ্রহ দেখিয়েছেন, আসিয়ান বর্তমান চেয়ারম্যান মালয়েশিয়া। তাদের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম ড. ইউনুসের আবেদনে সারা দিয়েছেন। তিনি ড ইউসুসকে তাদের দেশে আমন্ত্রণ জানায়ছে। মালয়েশিয়া রহিংগা সমাধান ইস্যুতে জাতিসংঘের সম্মেলন আয়োজন করবে। দ্রুত সময়ে শ্রমিক ইস্যু সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছে।

9. চায়না সফরে চীন প্রেসিডেন্ট, বিজনেস ডেলিকেটস সহ বিশ্বের সর্ব বৃহৎ সোলার নির্মাতা লংজি বাংলাদেশে কারখানা করবে। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, চিকিৎসা সেবা বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে দ্রুত মৌসুমি ফল নিয়ে যাবে।

10. সাউথ এশিয়ান অর্থনৈতিক অঞ্চল এবং আমাদেএ বিস্তৃত সমুদ্র অঞ্চল নিয়ে যে একটা দারুন অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব। নেপাল এবং ভুটান আমাদেরকে জলবিদ্যুৎ দিতে আগ্রহী এতে জীবাশ্ম জ্বালানীর উপর নির্ভরতা কমবে। যা ইন্টারন্যাশ্নালী রেকগ্নাইজ হবে।

11. দুর্নীতি রোধে হাইয়েস্ট জিরো টলারেন্স, সরকারি অফিসে ই ফাইলিং এবং যত জায়গায় সম্ভব অনলাইন সেবা চালু করা হবে। এমনকি ই সেবা দেয়ার ব্যাপারে পরামর্শ দেয়ার জন্য সরকারকে ইমেইল করার জন্য আহব্বান করা হয়েছে, যে কেউ এটার স্টেক হোল্ডার হিসেবেও কাজ করতে পারবে।

12. মধ্যপ্রাচ্যের এয়ার টিকিটের দাম ৭৫% কমে গেছে।

13. টোটাল ভূমি সেবা অনলাইন করার কার্যক্রম শুরু হয়েছে

14. হাজীদের হজ্জ যাত্রা সহজ করতে রিয়েল টাইম এপ্স চালু করেছে- এপ্স এ কি কি থাকছে যেখানে যেই প্রয়োজনীয় দুয়া সেটা মনে করায় দিবে, প্রয়োজনীয় রুট নির্দেশনা, শরীর খারাপ হলে ডাক্তারের সাথে অনলাইন পরামর্শ, প্রতিটি পবিত্র স্থানের ছবি সংবলিত ইতিহাস বর্ননা করা, কল সেন্টার সাপোর্ট

15. স্টার লিংক চালুর মাধ্যমে ভবিষ্যতে কোন সরকার আর ইন্টারনেট কন্ট্রোল করতে পারবে না।

16. জুলাই চার্টে সংস্কারে কোন পার্টি কি চায় কি চায় না সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।

17. ঢাকার পাশা পাশি চিটাগং এবং রাজশাহীতে ডিএনএ ল্যাব তৈরি করা হচ্ছে।

18. তারুণ্যের উৎসব সারা বছর ব্যাপী করা হবে, এতে শহর থেকে গ্রামে সৃজনশীল কর্মকান্ড এগিয়ে আসবে এবং সেরাদের রেকগ্নাইজ করা হবে স্বস্ব ক্ষেত্রে।

পরিশেষে খুব চমৎকার কিছু কথা-
হিন্দু, মুসলিম, পাহাড়ি, সমতল সকলের নাগরিক অধিকার বজায় রাখতে হবে। সবাই শবে কদরের রাতে দেশের জন্য দুয়া করবেন, ঈদের শুভেচ্ছা। *ঈদে বাড়িতে গিয়ে আত্ত্বীয়স্বজনের কবর জিয়ারত করবেন। গরীব রিলেটিভসদের সাথে সন্তানের পরিচয় করায় দিবেন। তাদের খোজখবরের পাশা পাশি তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তাভাবনা করবেন*। ঈদের জামাতে সকলেই যেন ঐক্যবদ্ধ থাকতে পারি সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে দুয়া করবেন।

প্রিয় হতভাগা জাতি আমাদের এই সময়কালটা মনে রাইখেন।

©

আজকের ৩৫ মিনিটের সার্কাজম সংক্ষিপ্ত তুলে ধরলাম!*এখন আর আপনাদের কোন সরকারি অফিসে যেতে হবেনা। কারণ সরকারি সকল কাজ অনলাইনে ...
26/03/2025

আজকের ৩৫ মিনিটের সার্কাজম সংক্ষিপ্ত তুলে ধরলাম!

*এখন আর আপনাদের কোন সরকারি অফিসে যেতে হবেনা। কারণ সরকারি সকল কাজ অনলাইনে হচ্ছে।ঘুষের রাজত্ব হয়তো বন্ধ হয়ে যাবে।

*প্রবাসীরা আমাদের অর্থনীতিকে ঘুরিয়ে দিয়েছে।
যা এদেশে ইতিহাসের সরকারের পক্ষে প্রথম কৃতজ্ঞতা প্রকাশ।

*আমরা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি।অর্থাৎ পণ্যের দাম কমেছে ২৫ রজমানের একদিন রাতও কারেন্টের সমস্যা কেউ ফেইস করতে হয়নি।

*পৃথিবীর সকল দেশের সরকার বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে শিল্প উন্নত দেশগুলো।

*আরব আমিরাতের ভিসা কয়েক বছর ধরে বন্ধ। দ্রুত খোলার জন্য একমত হয়েছে আমিরাতের সরকার।
এমনকি সরকার বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

*আসিয়ান সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। যা দেশের কূটনৈতিক সম্পর্ক ও দেশের অর্থনীতিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

*আমাদের দেশ থেকে শ্রমিক যাবে মালয়েশিয়া ,যেখানে সকল সমস্যার অবশান ঘটানো হচ্ছে কোন জটিলতা ছাড়াই যেতে পারবেন।

*চীন দিবে প্রযুক্তি সহায়তা,মেডিক্যাল সহায়তা ও সৌরবিদ্যুৎ সুবিধা ও চিকিৎসা সেবা সহায়তা যেখানে আর ভারতে যেতে হচ্ছেনা।

*নেপাল থেকে জলবিদ্যুৎ আনার আলোচনা চলছে। মানে ভারতের দাসত্ব থেকে বের হতে পারবেন।

*আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে। বাহিরের পণ্য বাংলাদেশে আসবে।এতে করে কৃষকরা লাভবান হবে।দেশের কৃষকরা নতুন স্বপ্ন দেখবে কর্মসংস্থান তৈরি হবে।

*দুর্নীতি মুক্ত করার জন্য চালু হচ্ছে অনলাইনে সকল ধরনের সরকারি সেবা।

*জমি সংক্রান্ত সকল কাজ অনলাইনে হবে। যেখানে বড় অংকের ঘুষ আর হয়রানি পোহাতে হবেনা হয়তো।

*জাতীয় রাজস্ব বিভাগ ভেঙ্গে দেওয়া হচ্ছে। অর্থাৎ বড় বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার সুযোগ হয়তো আর পাবেনা।

*জিডি করার জন্য আর থানায় যেতে হবেনা।
ঘরে বসেই থানায় জিডি করা যাবে। সেই কার্যক্রম দ্রুত সময়ের ভিতরেই অনলাইনে চালু হচ্ছে।

*নারীদের অভিযোগ কেন্দ্রের সবকয়টা কল সেন্টারে নারী নিয়োগ করা হচ্ছে।এখন সবাই মন খোলে সকল অভিযোগ বলতে পারবেন।

*নারীদের নিয়ে স্বপ্ন দেখছে। নারী পুরুষের বৈষম্য দূর করতে সর্বোচ্চ সংস্কার হয়তো এদেশে হবে।

*প্রবাসী বাংলাদেশীদের হয়রানি বন্ধ করা হচ্ছে।
বিমানের টিকেট সম্পূর্ণ অনলাইন করা হয়েছে যার কারণে ৭৫% টিকেটের দাম কমেছে। মানে দালাল সিন্ডিকেট মুক্ত টিকেট বাজার।প্রবাসীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবে।

*হাজীদের জন্য মোবাইল অ্যাপ চালু করেছে। যেখানে থাকবে, লাগেজ না হানোর ভয়। ডাক্তারি সেবা পাবেন। যেখানে যাবেন সেখানের ইতিহাস বাংলায় পড়তে পারবেন। থাকছে নিরাপদে ভ্রমণের সুবিধা।

*স্টারলিংকের কথা যদি বলি, কোন সরকার চাইলে আর তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেনা।

*দেশের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই সরকারের মূল লক্ষ্য। পাসপোর্ট এখন ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাবে আপনার ঘরে। সহজেই বাহিরে যেতে পারবেন।

*গুজব নিয়ন্ত্রণে হেল্প করবে জাতিসংঘ, অর্থাৎ বাংলাদেশের কেউ হেল্প না করলেও বিদেশি শক্তি সহায়তা করবে।(যেটা অপকারও আছে বটে)

*গণহত্যাকারীদের বিচার হবেই কারণ এটাই সরকারের মূল উদ্দেশ্যে। দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে।
পাচার হওয়া টাকা ফেরত আনছে।

*জুলাই চার্টার হচ্ছে। কে কোন সংস্কার চাচ্ছে কিংবা কে কি কি সংস্কার চাচ্ছেনা সবই জনগণ দেখতে পারবে কারণ সরকার সবকিছু ওয়েবসাইডে দিয়ে দিবে অর্থাৎ কোন দলটা দেশপ্রেমিক জনগণ দ্রুতই জানতে পারবেন।

*ডিএনএ টেস্টের ল্যাব নির্মাণে কাজ চলছে তার মানে অপরাধীকে দ্রুত সনাক্ত করার সহজ উপায় থাকছে।

*মুদ্রাস্ফীতি কমেছে। রেমিট্যান্স সর্বোচ্চ আসছে। দূতাবাসগুলো যেন দ্রুত কাজ করে সেই বিষয়েও কাজ করছে।

আবারও বলছি ইউনূস স্যার আপনি কল্পনার থেকেও মেধাবী। এমন মেধাবী ,দেশপ্রেমিক জনবান্ধব মানুষই আমরা চেয়েছিলাম।দলমতের ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক মানুষগুলোকে সহায়তা করলে হয়তো দেশ বিশ্বের উন্নত দেশে পরিনত হতে বেশি সময় লাগবেনা।

একদম করে না। কারণ একটা ভুল বিয়ের থেকে, দেরি তে বিয়ে অনেক ভালো। আর বিয়ে টাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। বহু মেয়ে ১৮/১৯...
26/03/2025

একদম করে না। কারণ একটা ভুল বিয়ের থেকে, দেরি তে বিয়ে অনেক ভালো। আর বিয়ে টাই জীবনের একমাত্র লক্ষ্য নয়। বহু মেয়ে ১৮/১৯ এ মনে করে, বিয়ে করলেই জীবন সর্টেড। কিন্তু ৩/৪ বছর পর যখন দেখবে, তোমার বয়সী বন্ধু বান্ধবের জীবন আলাদাই সুন্দর, তারা ডানা মেলে উড়ছে, পড়াশোনা করছে, চাকরি করছে, বিজনেস বড় করছে, পছন্দের পোশাক পরে, একা একা দেশ বিদেশ ঘুরছে, আর তোমাকে একটা বেগুন কাটার সময় শুনতে হবে, বেগুনের বোঁটা বেশি কেন বাদ দিলে, ওটা টাকা দিতে কিনতে হয়, তখন বুঝতে পারবে, জীবনে নিজের সমস্ত সখ পূরণ করে, কিছুটা ব্যাংক ব্যালেন্স রেখে, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার মত বয়সে, অভিজ্ঞতায় গিয়ে তবেই বিয়ে টা করা উচিত। যাতে কেউ বাড়ি থেকে মাঝরাতে বেড়িয়ে যেতে বললে, একটা ঘর ভাড়া নেওয়ার ক্ষমতা, দক্ষতা, সোর্স তোমার থাকে। বিয়ে একটা সুন্দর সিদ্ধান্ত। মাঝরাতে চোখের জল ফেলে আফসোস করার বস্তু বিয়ে নয়।
©️

22/03/2025

বিষাক্ত সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার জন্য কখনো আফসোস করো না।

আপাতত অনেক কষ্ট পেতে পারো, কিন্তু সারাজীবন কষ্ট পাওয়ার চেয়ে ভালো। আমি জানি এটা ছেড়ে দেওয়া কঠিন, কিন্তু এমন কিছু ধরে রাখা কঠিন যা তোমাকে একজন ভালো মানুষ হতে বাধা দেয়। হয়তো এটা বলা সহজ যে তোমার এমন কিছুর জন্য মীমাংসা করা উচিত নয় যেটার তুমি প্রাপ্য নও।এটা বলা সহজ, কিন্তু আমি জানি এটা করা তোমার পক্ষে কখনোই সহজ নয়।

তাই তোমার যা প্রাপ্য নয় তার জন্য মীমাংসা না করার কথা বলার পরিবর্তে, আমি তোমাকে বলবো অনেক চিন্তা করো এবং তোমার আসলে কী প্রাপ্য তা বের করো।❤️

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share