09/04/2025
আমি ছোট ছোট জিনিস খুব দারুণভাবে উপলব্ধি করি।
এই যেমন মাথার দু’ফুট উপর দিয়ে একটা পাখি উড়ে গিয়ে কৃষ্ণচূড়ার ডালে বসলে, আমি থমকে দাঁড়িয়ে তাকিয়ে থাকি। রাস্তায় আগাছার ভেতরের হলদে ফুল, আমি তুলে নিয়ে কয়েক ক্লিক ছবি তুলে নেই। তারপর বইয়ের মধ্যে রেখে দেই। বহুবছর পর কারো সাথে দেখা হলে প্রথমেই তার চিনে ফেলার সময়টা আমার দারুণ লাগে, তারপর যখন বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দেয় সেই অনুভূতিটা ভুলে যাবো না বলে খাতায় টুকে রাখি। গুন গুন করে গান গাইলে মা যখন তার সাথে গলা মিলায় আমার ভালো লাগে। রাস্তায় হাঁটার সময় ভুলের বসে যখন কারো সাথে ধাক্কা লাগে, তখন আগ বাড়িয়ে তার সরি বলাটা আমায় দারুণ টানে।
বন্ধুদের সাথে বিদায় বেলা যখন কেউ বলে ওঠে, “এই সাবধানে যাস, রাস্তায় আজ অনেক ভীর।” তখন তৃপ্তি লাগে।
আমি ছোট ছোট জিনিস খেয়াল করি। আনন্দ থেকে তিক্ততা সবই খুঁজি। কারো ভালো আচরণ খেয়াল করার বাতিক যেমন আছে আমার, তেমন খারাপ আচরণগুলো।
আমি টের পাই কেউ বিরক্তর দীর্ঘশ্বাস টানলে। আমি বুঝতে পারি কোন হাসিতে আন্তরিকতা নেই। আমি অনুভব করি কে দায়ে পরে কথা বলছে আমার সাথে। আমি খেয়াল করি কে দূরে যেতে চাইছে। সব বুঝি, কিচ্ছু এড়ায় না আমার থেকে।
এই যে বুঝি সব। এখানেই ঝামেলা আসলে। কাছের কেউ দূরের হয়ে যায় এতে, আবার দূরের কেউ হাসি হয়ে যায়।
_ নাবিলা তাসনিম