Salaf Zone

Salaf Zone 'Salaf Zone' Is a Islamic Dawah Platform.Its main purpose is to change people and bring them to the path of Allah.

19/12/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম💚

21/11/2025

ভূমিকম্প সম্পর্কে শায়খ বিন বায রাহ.-এর নসিহত‍‌
=========

বিভিন্ন সময় বিভিন্ন স্থানে যে সকল ভূমিকম্প দেখা যায়, নি:সন্দেহে তা আল্লাহর এক প্রকার নিদর্শন। তিনি এর মাধ্যমে বান্দাদেরকে ভীতি প্রদর্শন করতে চান।

যেমন: তিনি বলেন,
وَمَا نُرْسِلُ بِالْآيَاتِ إِلا تَخْوِيفًا
“আমি শুধু ভ'য় দেখানোর জন্য আমার নিদর্শন সমূহ প্রেরণ করে থাকি।”
[বনি ইসরাঈল: ৫৯]

ভূমিকম্প আল্লাহর এক প্রকার বড় নিদর্শন। যা ঠেকানোর ক্ষমতা পৃথিবীতে কারো নেই। উন্নত বিশ্বের সব ধরণের টেকনোলোজি এখানে ব্যর্থ। কিন্তু ভূমিকম্পের মাধ্যমে মানুষের যে ক্ষয়-ক্ষতি হয়, বিপদে পড়ে তাদের জান-মাল নষ্ট হয় তার মূল কারণ হচ্ছে শি'রক ও পা'পাচার।

যেমন: আল্লাহ বলেন,
وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ
“তিনি তোমাদের ওপর যে মসিবতই এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে। আর বহু সংখ্যক অপরাধের শা'স্তি না দিয়েই তিনি ক্ষমা করে দিয়ে থাকেন।”
[সূরা শূরা: ৩০]

তিনি আরও বলেন,
مَا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّهِ وَمَا أَصَابَكَ مِنْ سَيِّئَةٍ فَمِنْ نَفْسِكَ
“হে মানুষ! যে কল্যাণই তুমি লাভ করে থাকো তা আল্লাহর দান এবং যে বিপদ তোমার ওপর এসে পড়ে তা তোমার নিজের উপার্জন ও কাজের বদৌলতেই আসে।
[সূরা নিসা: ৭৯]

তিনি আরও বলেন,
فَكُلًّا أَخَذْنَا بِذَنْبِهِ فَمِنْهُمْ مَنْ أَرْسَلْنَا عَلَيْهِ حَاصِبًا وَمِنْهُمْ مَنْ أَخَذَتْهُ الصَّيْحَةُ وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ وَمِنْهُمْ مَنْ أَغْرَقْنَا وَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
“শেষ পর্যন্ত প্রত্যেককে আমি তার অপকর্ম ও গু'নাহের জন্য পাকড়াও করি। তারপর তাদের কারোর ওপর আমি পাথর বর্ষণকারী বাতাস প্রবাহিত করি এবং কাউকে একটি প্রচণ্ড বি'স্ফোরণ আ'ঘাত হানে। আবার কাউকে আমি ভূমিকম্পের মাধ্যমে ভূমি ধস দিয়ে ভূগর্ভে প্রোথিত করি এবং কাউকে (বন্যা-জলোচ্ছ্বাস-প্লাবন প্রভৃতির মাধ্যমে) পানিতে ডুবিয়ে দিই। আল্লাহ তাদের প্রতি জু'লুমকারী ছিলেন না, কিন্তু তারা নিজেরাই নিজেদের ওপর জু'লুম করছিল।
[আনকাবূত: ৪০]

তাই সকলের উপর আবশ্যক হচ্ছে, আল্লাহর কাছে তওবা করা, তাঁর দ্বীনকে আঁকড়ে ধরে তার উপর অটল থাকা। শিরক-বিদআতসহ সকল প্রকার অন্যায়-অনাচার পা'পাচার থেকে সতর্ক থাকা। যাতে করে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা দান করেন।

আল্লাহ তাআলা বলেন,
وَلَوْ أَنَّ أَهْلَ الْقُرَى آمَنُوا وَاتَّقَوْا لَفَتَحْنَا عَلَيْهِمْ بَرَكَاتٍ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَكِنْ كَذَّبُوا فَأَخَذْنَاهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ
“যদি জনপদসমূহের অধিবাসীরা ঈমান আনতো এবং তাকওয়া অবলম্বন করতো, তাহলে আমি তাদের জন্য আসমান ও জমিনের রবকত সমূহের দুয়ার খুলে দিতাম। কিন্তু তারা তো সত্যকে প্রত্যাখ্যান করেছে। কাজেই তারা যে অপকর্ম করে যাচ্ছিলো তার জন্য আমি তাদেরকে পাকড়াও করেছি।”
[আরাফ: ৯৬]

ওমর বিন খাত্তাব রা.-এর যুগে মদিনায় ভূমিকম্প হলে তিনি মানুষকে ওয়াজ-নসিহত করেছিলেন।
এতে তিনি বলেছিলেন,
ما أسرع ما أحدثتم والله لئن عادت لأخرجن من بين أظهركم
(رواه بن عيينة عن عبيد الله بن عمر عن نافع عن صفية)
“কত দ্রুত তোমরা অপরাধে জড়িয়ে পড়েছো! পুনরায় যদি ভূমিকম্প হয় তবে আমি তোমাদের মাঝ থেকে (মদিনা থেকে) বের হয়ে অন্যত্র চলে যাব।”
বর্ণিত হয়েছে যে, ওমর বিন আবদুল আজিজের যুগে একবার ভূমিকম্প হয়েছিল। তখন তিনি বিভিন্ন শহরের আমিরদেরকে চিঠি লিখে জনগণকে দান-সাদকা করতে উদ্বুদ্ধ করেছিলেন।”

[মূল আরবী রচনাটি নেট থেকে সংগৃহীত]

অনুবাদক: আবদুল্লাহ আল কাফী বিন আব্দুল জলীল মাদানি

সম্পাদনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি

07/11/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ (ﷺ)

05/11/2025

যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজই সহজ হয়ে যায়, যখন তারা জানে যে আল্লাহ তাদেরকে শুনছেন (দেখছেন)।

‎— ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.)
[সূত্র : ‎আল-ফাওয়াঈদ, পৃষ্ঠা: ১১৯]

05/11/2025

বেশি বেশি মৃ/ত্যুকে মনে করো।

01/11/2025

ড. জাকির নায়েককে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে নিয়ে আসতে হবে।
- আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফি.)

09/10/2025

রাসূল (ﷺ)‌ বলেছেন, “যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার ওপর দশটি রহমত নাযিল করেন, দশটি গুনাহ মাফ করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন।”

—সুনানে আন-নাসাঈ
📘 হাদীস নম্বর: ১২৯৭

18/09/2025

হে মুসলমান যুবক!

আমাদের উস্তাদ শাইখ সুলাইমান আর রুহাইলী পড়ে গিয়ে বাহুতে ব্যাথা পেয়েছেন।  মারাত্মক ব্যাথা সম্ভবত হাড়ে ইনজুরি হয়েছে। আমরা দ...
08/09/2025

আমাদের উস্তাদ শাইখ সুলাইমান আর রুহাইলী পড়ে গিয়ে বাহুতে ব্যাথা পেয়েছেন।
মারাত্মক ব্যাথা সম্ভবত হাড়ে ইনজুরি হয়েছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিন। তার অফিসিয়াল একাউন্টে এভাবে এসেছে,
" দয়ালু ও করুণাময় আল্লাহর প্রশংসা, যিনি আমার মাথা ও মেরুদণ্ড রক্ষা করেছেন, আমার ভাঙা হাড়গুলো মেরামত করেছেন এবং আমার অসুস্থতা নিরাময় করেছেন।

আল্লাহর ইচ্ছায়, আমি রবিউল-সানির প্রথম দিন থেকে স্বাভাবিক সময়সূচী অনুসারে কুবা মসজিদ এবং মসজিদে নববীতে আমার ক্লাসে ফিরে আসব।

শেখ সুলাইমান আল-রুহাইলির অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে, আল্লাহ তাকে রক্ষা করুন এবং রক্ষা করুন।
©

06/09/2025

▌ঈদে মিলাদুন্নবী (ﷺ) পালন করা শতাব্দীর শ্রেষ্ঠ বিদ'আত!
🎤শেখ নওয়াফ আল-সালেম (হাফি:)

04/09/2025

‎ حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ قُلْنَا أَوْ قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَمَرْتَنَا أَنْ نُصَلِّيَ عَلَيْكَ وَأَنْ نُسَلِّمَ عَلَيْكَ فَأَمَّا السَّلاَمُ فَقَدْ عَرَفْنَاهُ فَكَيْفَ نُصَلِّي عَلَيْكَ قَالَ ‏ "‏ قُولُوا اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَبَارِكْ عَلَى مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ‏"‏ ‏.‏

কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একদা আমরা বললাম অথবা লোকজন বললো, হে আল্লাহর রসূল ! আপনি আমাদেরকে আপনার উপর দরুদ ও সালাম পড়ার আদেশ করেছেন। সালাম পাঠের নিয়ম আমরা জানতে পেরেছি। কিন্তু আপনার উপর দরূদ কিভাবে পাঠ করবো? রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তোমরা বলো- “আল্লাহুম্মা সল্লি ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলি মুহাম্মাদিন কামা সল্লাইতা ‘আলা ইবরাহীমা ওয়া বারিক ‘আলা মুহাম্মাদিন ওয়া ‘আলি মুহাম্মাদিন কামা বারাকতা ‘আলা ইবরাহীমা ইন্নাকা হামীদুম্ মাজীদ”- (অর্থঃ হে আল্লাহ, আপনি মুহাম্মাদ, তাঁর বংশধরদের উপর রহমত বর্ষন করুন যেরূপ রহমত বর্ষন করেছেন ইবরাহীমের উপর। আপনি ইবরাহীমকে যেমন বরকত দান করেছেন তেমনি মুহাম্মাদ ও তাঁর বংশধরদের বরকত দান করুন। নিশ্চয়ই আপনি প্রশংসিত ও মহান।)

(সুনানে আবু দাউদ, হাদিস নং ৯৭৬)

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Salaf Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category