Salaf Zone

Salaf Zone 'Salaf Zone' Is a Islamic Dawah Platform.Its main purpose is to change people and bring them to the path of Allah.

অনলাইন ক্লাসে ফিতনার ভয়াবহতা: আমাদের করণীয় কী?কালকে একটি হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। একটি অনলাইন শিক্ষাপ্ল্যাটফর্ম...
10/07/2025

অনলাইন ক্লাসে ফিতনার ভয়াবহতা: আমাদের করণীয় কী?

কালকে একটি হৃদয়বিদারক ও লজ্জাজনক ঘটনা ঘটেছে। একটি অনলাইন শিক্ষাপ্ল্যাটফর্মে একজন শিক্ষিকা লাইভ ক্লাস চলাকালীন সময়েই অশালীন কাজের সঙ্গে যুক্ত হন, যা সরাসরি শিক্ষার্থীদের চোখের সামনে সম্প্রচারিত হয়। এটি শুধু একটি দুর্ঘটনা নয়—বরং এটি প্রমাণ করে, অনলাইন শিক্ষার আড়ালে আমাদের সমাজে কীভাবে ফিতনা দিন দিন বেড়ে চলেছে।

আজকাল অনেক প্ল্যাটফর্মে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে লাইভে ক্লাস নেওয়া হচ্ছে, যারা হয়তো সাজসজ্জিত, পর্দাহীন এবং নিজেদের অজান্তেই অনেক সময় ফিতনার কারণ হয়ে দাঁড়াচ্ছেন—বিশেষ করে তরুণদের জন্য। অথচ প্রিয় নবী ﷺ আমাদের সতর্ক করে দিয়ে বলেছেন:

> "আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে অধিক ক্ষতিকর কোনো ফিতনা রেখে যাচ্ছি না।"
(সহীহ বুখারী: 5096, সহীহ মুসলিম: 2740)

📌 প্রশ্ন হচ্ছে—আমরা কি আদৌ সচেতন?
ফিতনার এই যুগে, যেখানে এক ক্লিকেই মানুষ গুনাহে জড়িয়ে পড়ছে, সেখানে আমরা কেন এমন পরিবেশ তৈরি করছি যেখানে পর্দাহীনভাবে নারীকে সামনে এনে ক্লাস করানো হয়?

🛑 তাই এখনই সময় সচেতন হওয়ার।
✅ ইসলামের সীমারেখা মেনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
✅ নারীদের জন্য নারী শিক্ষক, পুরুষদের জন্য পুরুষ শিক্ষক—এটাই নিরাপদ ও পরিশুদ্ধ পদ্ধতি।
✅ অশ্লীলতা ও পর্দাহীনতা যেখানে আছে, সেখান থেকে নিজেকে এবং অন্যদের দূরে রাখার চেষ্টা করতে হবে।

ফিতনার এই যুগে ঈমান রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজেদের পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

(হে আল্লাহ! আমাদেরকে প্রকাশ্য ও গোপন সকল ফিতনা থেকে হেফাজত করুন।)
~মেহরাব হোসেন।

07/07/2025

গোসলের আগে ওযু করা সুন্নাহ্!
আলোচক: শায়খ ইবনে সালেহ আল-উসাইমিন (রহ.)

05/07/2025

পৃথিবীর সবচেয়ে দামি বস্তু মহিলা!

04/07/2025

একজন নারী যত বড় শিক্ষিতই হোক না কেন, যদি সে টিকটকে নিজেকে প্রদর্শনের মাধ্যমে ভিডিও বানায়—তা শালীন হোক কিংবা নিকাব পরিহিত—সে কখনো সত্যিকার পর্দার মর্ম বুঝেছে বলা যায় না।

আর আফসোস লাগে সেই তথাকথিত দ্বীনি ভাইদের দেখে, যারা এসব মেয়েদের ভিডিওতে গিয়ে ‘মাশাআল্লাহ’ বলে বাহবা দেয়। ভাই, আপনার গায়রাত কোথায়? আপনার হায়া কোথায়? এটা কি ইসলামের শেখানো পর্দা ও লজ্জাশীলতা?

পর্দা মানে শুধু কাপড় দিয়ে মুখ ঢেকে ফেলা নয়, বরং নিজেকে অপ্রয়োজনীয় প্রদর্শন থেকে বিরত রাখা। যারা ‘দ্বীনি’ লেবাস পরে টিকটকে ভিডিও বানায়, তারা আসলে নিজেদেরও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং অন্যদেরও ফেতনায় ফেলছে।

যারা নিজের কন্টেন্ট দিয়ে অন্যকে ফিতনায় ফেলছে, তারা শুধু নিজের গুনাহেই নয়, অন্যের গুনাহের অংশীদারও হচ্ছে।

সত্যিকারের পর্দা কখনো ক্যামেরার সামনে এসে নিজেকে প্রদর্শনের অনুমতি দেয় না। যারা পর্দার নাম ভাঙিয়ে ভিডিও বানায়, তারা নিজেরাও ধোঁকায় আছে, সমাজকেও ধোঁকায় ফেলছে।

~মেহরাব হোসেন।

02/07/2025

অনেকে শরমে নামাজ পড়ে!

আল্লাহর উদ্দেশ্যে দোয়ার আবেদন,উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, পিস টিভি বাংলার প্রিয় মুখ, অসাধারণ বাগ্মী ও চিন্তাশীল দাঈ, ...
02/07/2025

আল্লাহর উদ্দেশ্যে দোয়ার আবেদন,
উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ, পিস টিভি বাংলার প্রিয় মুখ, অসাধারণ বাগ্মী ও চিন্তাশীল দাঈ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ও প্রথিতযশা অধ্যাপক শাইখ ড. মুহাম্মাদ মুসলেহ উদ্দীন স্যার হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটালে চিকিৎসাধীন আছেন।
আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে আন্তরিক দোয়ার আহ্বান জানাই।
আল্লাহ তাআলা যেন তাঁকে পরিপূর্ণ শিফায়ে কামেলা দান করেন, রোগমুক্ত করে তাঁর দ্বীনি খিদমতকে আরও বেগবান করে দেন।
لا بأس طهور ان شاء الله ،اسأل الله العظيم رب العرش العظيم ان يشفعه شفاء كاملا عاجلا غير آجل
اللهم رب الناس، أذهب البأس، واشفِ أنت الشافي، لا شفاء إلا شفاؤك، شفاء لا يغادر سقما
আমিন ইয়া রব।
জাজাকাল্লাহ খাইরান।
— কামাল আহমেদ সাইফি (হাফি.)

ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও গ্রুপে ইনভাইট করতে পারেন ইনশাআল্লাহ।📌...
01/07/2025

ইসলাম প্রচারের স্বার্থে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনার বন্ধুদেরকেও গ্রুপে ইনভাইট করতে পারেন ইনশাআল্লাহ।
📌 গ্রুপ লিঙ্ক কমেন্ট বক্সে...

30/06/2025

যেকোন বিপদে যে দোআ পড়বেন!
🎙️শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসূফ (হাফি.)

❝ গান হচ্ছে অন্তরের ম'দ ❞।~ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)(মাজমু'আল ফাতাওয়া,১০/৪১৭)
28/06/2025

❝ গান হচ্ছে অন্তরের ম'দ ❞।
~ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

(মাজমু'আল ফাতাওয়া,১০/৪১৭)

14/06/2025

দুনিয়াতে একটা জান্নাত আছে!
🎙️ শায়খ ড. আবু বকর মুহাম্মদ জাকারিয়া (হাফি.)

12/06/2025

যেই যুবকদের জন্য আল্লাহ বিশেষ নিয়ামত রেখেছেন।
🎙️ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক (হাফি.)

❝হে দুর্বল মনের অধিকারী!তুমি কোথায় আর রাস্তা কোথায়?!এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম।এর জন্যই কেঁদেছেন নূহ।আ'গুনে নিক্ষিপ্ত ...
09/06/2025

❝হে দুর্বল মনের অধিকারী!
তুমি কোথায় আর রাস্তা কোথায়?!

এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম।
এর জন্যই কেঁদেছেন নূহ।
আ'গুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহীম।
য'বাই হওয়ার জন্য শুয়েছেন ইসমাঈল।
স্বল্প মূল্যে বিক্রীত হয়েছেন ইউসুফ, থেকেছেন কা'রাগারে।
ক'রাতে টুকরো টুকরো হয়েছেন যাকারিয়া।
য'বাই হয়ে গেছেন চরিত্রবান ইয়াহইয়া।
কষ্ট সহ্য করেছেন আইয়ূব।
অনেক কান্না করেছেন দাউদ।
নানা প্রকার কষ্ট ও দারিদ্র্য সহ্য করেছেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

আর এদিকে তুমি খেল-তামাশায় মেতে আছ!❞

— ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)
[সূত্র : আল-ফাওয়াইদ, পৃষ্ঠা - ৫৪]

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salaf Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category