Amina's caring001

Amina's caring001 I am a normal person who likes to get along with everyone.
(4)

15/09/2025

সকাল থেকে আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব আর গরম গরম চা খুব ভালো লাগে আপনাদের এলাকায় কার কোথায় বৃষ্টি হচ্ছে কমেন্টস এর মাধ্যমে জানাবেন

14/09/2025

প্রিয় বন্ধুরা, আমি একটা চুলা বানাচ্ছি সেটা হচ্ছে চুলার এখনকার প্রাথমিক যে একটা সেভ সেটা দিছি আস্তে আস্তে পুরাটা বানাবে এবং আপনাদেরকে দেখাবো

14/09/2025

হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে গেল আমি শুয়েছিলাম আমার বাচ্চাটা দেখছে মা খুব একটা চলাফেরা করছে না তাই কাছে এসে মাথায় হাত দিচ্ছে মুখের দিকে তাকায় আছে। আসলে ওরা মানুষ না হলেও করা কিন্তু তাদের ভালোবাসার মানুষগুলোকে ঠিকই ভালোবাসে ওরা ও বুঝতে পারে আমাদের কখন মন খারাপ হয় শরীর খারাপ হয়|

  মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কত কিছু হয়ে যায় । সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে আধো আধো ঘুম চোখে চুলায় ভাত বসিয...
14/09/2025

মাত্র কয়েক মিনিটের ব্যবধানে কত কিছু হয়ে যায় । সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে আধো আধো ঘুম চোখে চুলায় ভাত বসিয়ে দিলাম বৃষ্টি হোক আর ঝড় হোক চাকরিতে তো যেতেই হবে। তাই ভাবলাম ভাত বসিয়েছি আস্তে আস্তে হোক। চোখ দুটো ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে আসছিল হাতে মোবাইল নিয়ে বেডে গিয়ে শুয়েছি আর সঙ্গে সঙ্গে মনে হচ্ছে কোথায় যেন হারিয়ে গেছি । যখন নিজেকে খুঁজে পেলাম তখন দেখলাম চুলার ভাত পুড়ে ধোঁয়া উঠছে। এটাই জীবন এরকম কার কার হয়েছে জানিও।

13/09/2025

সবাই বলে ফেসবুক মামা নাকি ডিম ভাজা অনেক পছন্দ করে তাই আজকে দুপুরবেলা ডিম ভেজে ভেজে ভাইরাল হতে চাই আপনারা কি বলেন

13/09/2025

ভালবাসলে গাছ পশু পাখিকে এবং মানুষ বুঝে ভালোবাসবেন যেন আপনার এই নিঃস্বার্থ ভালোবাসা বৃথা না যায়। এখন হয়তো অনেকে বলবেন মানুষকে কিভাবে বুঝব যে সে আমাকে ঠকাবে ?আসলে এটা সঠিক তারপরও একটা মানুষের সাথে কিছুদিন মিশলে আপনি বুঝতে পারবেন তার গতিবিধি কেমন

  ঘুমে দুই চোখ বন্ধ হয়ে আসছে। আমার সাথে সবাই ঘুমিয়ে যাও। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলাম আজকের মত।
12/09/2025

ঘুমে দুই চোখ বন্ধ হয়ে আসছে। আমার সাথে সবাই ঘুমিয়ে যাও। সবাইকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিলাম আজকের মত।

12/09/2025

ভালোবাসতে হলে একটা সুন্দর মন দরকার সেটা প্রাণীর জন্যই হোক আর মানুষের জন্যই হোক।

12/09/2025
  আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সু...
12/09/2025

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে জুম্মা মোবারক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর একটা দিন পবিত্র একটা দিন এই দিনে সবাই সবাইকে নিয়ে আনন্দে থাকেন সাথে আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাইকে নিয়ে ভালো থাকতে পারি।

মনোযোগ গভীর মনোযোগ একটা মানুষের কখন আসে বলতে পারেন? আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে । তাহলে আমি মনে করি গভীর মনোযোগ তখনই আ...
11/09/2025

মনোযোগ গভীর মনোযোগ একটা মানুষের কখন আসে বলতে পারেন? আমার ধারণা যদি সঠিক হয়ে থাকে । তাহলে আমি মনে করি গভীর মনোযোগ তখনই আসে যখন হয় কোন বিষয় নিয়ে খুব খারাপ লাগছে না হয় কোন বিষয় নিয়ে খুব ভালো লাগছে তখনই একটা মানুষ সে বিষয়ের উপর খুব মনোযোগ দেয়।

আবহাওয়া যেমন সবসময় একরকম থাকে না কখনো গরম কখনো ঠান্ডা কখনো বা নাতিশীতোষ্ণ। ঠিক তেমনি মানুষের জীবনে সব সময় যে ভালো কাট...
10/09/2025

আবহাওয়া যেমন সবসময় একরকম থাকে না কখনো গরম কখনো ঠান্ডা কখনো বা নাতিশীতোষ্ণ। ঠিক তেমনি মানুষের জীবনে সব সময় যে ভালো কাটবে এমন কোন কথা নয় কখনো দুঃখ আসবে কখনো যন্ত্রণা আসবে না কখনো সব অস্বাভাবিক লাগবে। তখন নিজেকে ধৈর্য ধরাটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রাকৃতিক নিয়মে সবকিছু আবার হয়তো স্বাভাবিক হয়ে যায় আবার কারো হয় না সবই উপরওয়ালা নির্দেশই হয় কেউ মানতে পারে কেউ মানতে পারে না যে মানতে পারে তার জীবনটা হয়ে যায় সহজ। আর যে মানতে পারেনা তার জীবন হয়ে যায় কঠিন এরি মাঝে বেঁচে থাকা ভালো থাকা সুস্থ থাকা সবার সাথে সুসম্পর্ক করে জীবনটাকে পার করে দেয়া এরই নাম জীবন

Address

Adamdighi. Bogura
Rajshahi
5891

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amina's caring001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share