Mr.ZeRo

Mr.ZeRo সফলতার মালিক আল্লাহ্,একদিন ঠিকই সফল হবো ইনশাআল্লাহ ♥️🥰

চাইলেই তুমি হারিয়ে যাও বাধাহীন কোনো রাজ্যে ♥️♥️
26/06/2025

চাইলেই তুমি হারিয়ে যাও বাধাহীন কোনো রাজ্যে ♥️♥️

21/06/2025

**"সব কিছু ঠিক ছিল, শুধু মানুষটাই বদলে গিয়েছিল..."**

একটা সময় ছিল, প্রতিটা সকালে ঘুম ভাঙত তার 'গুড মর্নিং' মেসেজে। বিকেল হলে যেন পৃথিবীর সব গল্প জমে থাকত আমাদের চ্যাটবক্সে। হাসি, অভিমান, ঝগড়া—সব কিছুর মধ্যেই ছিল একটুকরো ভালোবাসা। মনে হতো, জীবনটা যেন ঠিক এখানেই থেমে যাক।

কিন্তু সময় এক অদ্ভুত খেলোয়াড়। ধীরে ধীরে তার মেসেজ কমে গেল, কথার মাঝে শূন্যতা জমে উঠলো। এক সময় সে আর জানতে চাইত না আমি কেমন আছি, খেয়েছি কি না, মন খারাপ কিনা...। আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেলাম, অথচ সে যেন ভুলেই গেল, একসময় আমিই ছিলাম তার সবচেয়ে কাছের মানুষ।

আজ আর কেউ জিজ্ঞেস করে না আমি ভালো আছি কি না। আজ আর কেউ অভিমানে ফোনটা কেঁপে ওঠে না। শুধু রাত গভীর হলে স্মৃতিগুলো ফিরে আসে—যেমনটা সে আর কোনোদিন ফেরে না।

আমার দোষ ছিল না, ভালোবেসে ফেলেছিলাম। আর তার দোষ? সে হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিল আমার মত এক চুপচাপ ভালোবাসায়।

**"ভালো থেকো তুমি... যেখানেই থাকো। আর আমি? আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি… না থাকার মধ্যেও তোমার ছায়া খুঁজে নিতে।"**

21/06/2025

গ্লাসে যে হলুদ মিশাবো,মেস এ তো কাঁচের গ্লাস নাই 🙂🙂😩😁

12/06/2025

ভাবো তো, হঠাৎ যদি একদিন ইন্টারনেট না থাকে —
তুমি কী করবে? 📵
অনেকেই তখন ‘নিজেকে’ একটু ফিরে পায়…

তুমি কী করো এমন দিনে?
👉 পড়া, গল্প, হাঁটাহাঁটি না ঘুম?

18/05/2025

"যেটা করবা, মন দিয়ে করবা..."

যেটা করবা, মন দিয়ে করবা। তাহলেই ওই কাজটা শুধু একটা দায়িত্ব না থেকে একসময় হয়ে উঠবে উপভোগের অংশ, হয়ে উঠবে জীবনকে বোঝার, ভালোবাসার এক মাধ্যম।

একটা মুভি দেখছো? মন দিয়ে দেখো। চরিত্রগুলোতে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করো।
একটা গান শুনছো? কেবল সুর না, কথাগুলো মন দিয়ে শোনো—দেখবে জীবনের একেকটা অনুভূতির সাথেই তার মিল খুঁজে পাবে।

যে কাজটাই করো—চাকরি, পড়াশোনা, লেখালেখি, ভিডিও বানানো, রান্না করা, এমনকি কারও পাশে সময় কাটানো—মন দিয়ে করো। তখন সেই কাজটাই হয়ে উঠবে তোমার নিজস্ব গল্পের অংশ।

এই মুহূর্তে যেটা করছো, সেটাই এখনকার জন্য সবকিছু। ভাবো, এই কাজটাই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তাহলেই তাতে মিলবে আনন্দ, শান্তি, সার্থকতা।

জীবনটা অনেক ছোট, আর এই ছোট জীবনের প্রতিটা মুহূর্তেই সৌন্দর্য লুকিয়ে আছে—শুধু দরকার মন দিয়ে দেখা, অনুভব করা।♥️♥️

07/02/2025

Alhamdulillah for everything ❤️❤️

21/01/2025

এক গামলা ভাত নিয়ে বসেছি ,আজ কিছু একটা হয়ে যাবে 🥱😬😬

#পাতিহাঁস

20/01/2025

জীবন চলে জীবনের নিয়মে ,কোনো মোটিভেশন ই জীবন পরিবর্তন করতে পারে না ,তবে সহায়ক ভূমিকা পালন করতে পারে । ওরিয়েন্টেশন প্রোগ্রাম এর অথিতি মোহাম্মদ কায়কোবাদ এবং ফারজানা আলম ।❤️

20/01/2025

এত কথা বলি ,পাখি হয়ে উড়ে যায় সব তোমাকে ছুঁতে পারে না 😖🙁

19/01/2025

ব্যাচেলর লাইফ এর কিছু দিন আনন্দময় হলেও বড় একটা দিক পেরাদায়ক। আর সেটা যদি হয় পরিবার ছেড়ে থাকা তাহলে তো আর কোথায় নাই 😁🥱


18/01/2025

সব মিলিয়েই আমাদের জীবন । জীবনে চলার পথে সবকিছু মেনে নিয়ে চলার নাম ই হয়তো জীবন 🥱😢

With cousin ❤️❤️❤️
09/01/2025

With cousin ❤️❤️❤️

Address

Fultola
Rajshahi
9600

Telephone

+8801740015595

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr.ZeRo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mr.ZeRo:

Share