24/10/2025
সোরা সকল চিররোগের মুল কারন--আলোচনা ।
উত্তর- হ্যানিমান তাহার অর্গানন গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে , সকল প্রকার অযৌন প্রাকৃতিক চিররোগসমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরস্পরের সহিত সম্পর্কযুক্ত এবং একই আদিমুল হইতে ইহাদের উৎপত্তি । এই আদি কারনকে হ্যানিমান সোরিক মায়াজম বলিয়া আখ্যায়িত করিয়াছেন । প্রথিবীতে আজ পর্যন্ত মনষ্যকৃত যতকিছু অঘটন এবং মানসিক অন্যায় সংঘটিত হইয়াছে তাহার মুল কারন এই সোরা দোষ ।
হাজার হাজার বছর ধরিয়া লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়া সংক্রামিত হইয়া সোরা বিভিন্ন রুপে আত্মপ্রকাশ করিয়া চলিতেছে । চিররোগসমূহের আট ভাগের সাত ভাগেরই মূল কারণ সোরা, বাকী এক ভাগ সিফিলিস ও সাইকোসিস । সোরা আবির্ভাবের পরে আমাদিগকে সুশৃঙ্খল নির্মল মনে বিশৃঙ্খলার সৃষ্টি হইয়া অনিয়মের সূচনা করে । অথাৎ আমাদের পবিত্র মনকে সোরা কলুষিত বা দুষিত করে । দুষিত মনে দুষিত চিন্তা,কল্পনা ও অভিলাষ জন্ম নেয় এবং তদনুযায়ী যে কার্য হয় তাহাও দুষিত হইতে বাধ্য । কারন প্রথমে আমাদের মধ্যে অভিলাষ ও কল্পনায় সৃষ্টি হয় এবং পরে ওই কল্পনা অনুসারে কার্যাবলী সম্পাদিত হয় । সোরার বিষময় ফল শুধু যে মানুষের দেহকোষ ও মনকোষের উপর গভীর দাগ কাটে তাহা নয় , এক দুরপনেয় কলংকের মত দেহীর সমগ্র সত্তার সংগে মিশিয়া থাকে । ভ্রণের মধ্য দিয়া এই কলঙ্গ পরবর্তী বংশধরে সংক্রমিত হয় । সোরা প্রথমেই আমাদিগকে হৃদয় মন কলুষিত করিবার পর ফলরুপেই উক্ত কুকর্মের মানসে সিফিলিস ও সাইকোসিস তথায় আশ্রিত হয় । যেহেতু সিফিলিস ও সাইকোসিস বসবাসের উপযুক্ত ক্ষেত্রের প্রয়োজন সেহেতু প্রথমেই কুমনন দ্বারা সোরা উক্ত ক্ষেত্রটি প্রস্তুত করে । অতঃপর সোরা নিজে নিজেই নিজের প্ররোচনায় কুকর্ম সংঘটিত করিয়া সিফিলিস ও সাইকোসিসকে আমাদের দেহে চিরস্হায়ী আসন করিয়া দেয় । উন্মত্ততা ,হিস্টিরিয়া ,বুদ্ধিবৃত্তির জড়তা,মৃগী , ব্রংকাইটিস,ক্যান্সার ,গেটেবাত ,পক্ষাঘাত , অর্শ, হাঁপানি ,ধ্বজভঙ্গ ,বন্ধ্যাত্ব, যক্ষা,বিভিন্ন প্রকার চর্মরোগ প্রভৃতি রোগের কারণ হইল সোরা । শত শত বংশ পরম্পরায় লক্ষ লক্ষ মানবদেহের মধ্য দিয়ে সঞ্চালিত হইয়া প্রাচীনতম এই পীড়া নিত্যনতুন রুপ পরিগ্রহ করিয়া উপস্থিত হয় । তাই বলা যায় সোরাই সকল রোগের মূল কারণ, একমাত্র আদিরোগ প্রসবিনী সকল রোগের জননী ।