Doctors link Rajshahi office

Doctors link Rajshahi office Homoeopathic Doctor

সোরা সকল চিররোগের মুল কারন--আলোচনা  ।উত্তর- হ্যানিমান তাহার অর্গানন গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে , সকল প্রকার অযৌন প্রাকৃত...
24/10/2025

সোরা সকল চিররোগের মুল কারন--আলোচনা ।

উত্তর- হ্যানিমান তাহার অর্গানন গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে , সকল প্রকার অযৌন প্রাকৃতিক চিররোগসমূহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরস্পরের সহিত সম্পর্কযুক্ত এবং একই আদিমুল হইতে ইহাদের উৎপত্তি । এই আদি কারনকে হ্যানিমান সোরিক মায়াজম বলিয়া আখ্যায়িত করিয়াছেন । প্রথিবীতে আজ পর্যন্ত মনষ্যকৃত যতকিছু অঘটন এবং মানসিক অন্যায় সংঘটিত হইয়াছে তাহার মুল কারন এই সোরা দোষ ।
হাজার হাজার বছর ধরিয়া লক্ষ লক্ষ মানুষের মধ্য দিয়া সংক্রামিত হইয়া সোরা বিভিন্ন রুপে আত্মপ্রকাশ করিয়া চলিতেছে । চিররোগসমূহের আট ভাগের সাত ভাগেরই মূল কারণ সোরা, বাকী এক ভাগ সিফিলিস ও সাইকোসিস । সোরা আবির্ভাবের পরে আমাদিগকে সুশৃঙ্খল নির্মল মনে বিশৃঙ্খলার সৃষ্টি হইয়া অনিয়মের সূচনা করে । অথাৎ আমাদের পবিত্র মনকে সোরা কলুষিত বা দুষিত করে । দুষিত মনে দুষিত চিন্তা,কল্পনা ও অভিলাষ জন্ম নেয় এবং তদনুযায়ী যে কার্য হয় তাহাও দুষিত হইতে বাধ্য । কারন প্রথমে আমাদের মধ্যে অভিলাষ ও কল্পনায় সৃষ্টি হয় এবং পরে ওই কল্পনা অনুসারে কার্যাবলী সম্পাদিত হয় । সোরার বিষময় ফল শুধু যে মানুষের দেহকোষ ও মনকোষের উপর গভীর দাগ কাটে তাহা নয় , এক দুরপনেয় কলংকের মত দেহীর সমগ্র সত্তার সংগে মিশিয়া থাকে । ভ্রণের মধ্য দিয়া এই কলঙ্গ পরবর্তী বংশধরে সংক্রমিত হয় । সোরা প্রথমেই আমাদিগকে হৃদয় মন কলুষিত করিবার পর ফলরুপেই উক্ত কুকর্মের মানসে সিফিলিস ও সাইকোসিস তথায় আশ্রিত হয় । যেহেতু সিফিলিস ও সাইকোসিস বসবাসের উপযুক্ত ক্ষেত্রের প্রয়োজন সেহেতু প্রথমেই কুমনন দ্বারা সোরা উক্ত ক্ষেত্রটি প্রস্তুত করে । অতঃপর সোরা নিজে নিজেই নিজের প্ররোচনায় কুকর্ম সংঘটিত করিয়া সিফিলিস ও সাইকোসিসকে আমাদের দেহে চিরস্হায়ী আসন করিয়া দেয় । উন্মত্ততা ,হিস্টিরিয়া ,বুদ্ধিবৃত্তির জড়তা,মৃগী , ব্রংকাইটিস,ক্যান্সার ,গেটেবাত ,পক্ষাঘাত , অর্শ, হাঁপানি ,ধ্বজভঙ্গ ,বন্ধ্যাত্ব, যক্ষা,বিভিন্ন প্রকার চর্মরোগ প্রভৃতি রোগের কারণ হইল সোরা । শত শত বংশ পরম্পরায় লক্ষ লক্ষ মানবদেহের মধ্য দিয়ে সঞ্চালিত হইয়া প্রাচীনতম এই পীড়া নিত্যনতুন রুপ পরিগ্রহ করিয়া উপস্থিত হয় । তাই বলা যায় সোরাই সকল রোগের মূল কারণ, একমাত্র আদিরোগ প্রসবিনী সকল রোগের জননী ।

24/10/2025

মানবদেহে যাবতীয় রোগ সৃষ্টির মুল কারন সোরা , সিফিলিস ও সাইকোসিস । এই দোষগুলির সমন্বয়ে যে দোষ সৃষ্টি হয় তাহা হইল টিউবারকুলার দোষ । চিকিৎসা হবে ক্রনিক দোষের ভিত্তিতে এতে রোগের প্রতিকার ও প্রতিরোধ গড়ে তুলতে যাইবে । তাহলে ভবিষ্যতে মানবদেহের শোচনীয় অবস্থা হতে মানুষ রক্ষা পাইবে । তাই রোগীর শরীরে কোন মায়াজম বিকশিত কোনটা সুপ্ত জেনে সুগভীর ক্রিয়াশীল ঔষধের সাহায্যে সমাধান দিলে এক রোগী বার বার বিরক্ত করার সুযোগ পাবে না । রোগীকে ধরে রেখে চিকিৎসা করার দরকার নাই । রিজিক মানুষকে আল্লাহপাক দান করেন । তাই আমিত্বের উপর বেশি দখল দিয়ে চললে এক সময় নিজেই জটিল রোগীতে পরিনত হওয়ার সম্ভাবনা আছে ।

অতিরিক্ত হস্তমৈথুন বা তীব্র যৌন আকাঙ্ক্ষা এর পিছনের মায়াজম। সিফিলিস এর অপর নাম ধ্বংস, টিউবারকুলার এর অপর নাম ক্ষয়।কারন...
24/10/2025

অতিরিক্ত হস্তমৈথুন বা তীব্র যৌন আকাঙ্ক্ষা এর পিছনের মায়াজম।
সিফিলিস এর অপর নাম ধ্বংস, টিউবারকুলার এর অপর নাম ক্ষয়।
কারন সিফিলিস ছাড়া টিউবারকুলার বা যক্ষা বা ক্ষয় আসতেই পারে না।
Survivals are the fittest মানে হলো যোগ্যরাই টিকে থাকে।
প্রকৃতি চায় না,এ সকল অযোগ্য, অসুস্থ লোকেরা টিকে থাকুক, প্রকৃতি চায় যেভাবে হোক তারা যেন দ্রুত মারা যায়।
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, ইতিহাস হতে কেউ শিক্ষা নেয় না।
তেমনি প্রকৃতির সবচেয়ে বড় শিক্ষা হলো, প্রকৃতি প্রতিশোধ নিতে কখনও ভুল করে না,আজ হোক,কাল হোক বা দু'দিন পর হোক, প্রকৃতি প্রতিশোধ নেবেই।
বংশগত ভাবে প্রাপ্ত সিফিলিটিক মায়াজমের কারণে এমনিতেই অনেক শিশু গর্ভাবস্থায় ই নষ্ট হয়ে যায়, মানে মারা যায়।
প্রকৃতি চায়না এ সকল দুষিত ও অসুস্থ শিশু দুনিয়ায় আসুক।
তারপরও কোন দুষিত শিশু জম্ম গ্ৰহন করলেও প্রকৃতি চায় সে দুনিয়ায় না থাকুক,তাই শরীরে বিভিন্ন ক্ষত, নিউমোনিয়া,শয্যা মুত্র, মুখে ঘা,সর্দি,কাশি,মাঝ মধ্যে জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যায়।
তারপরও কিছু সংখ্যক বেঁচে গেলে তাদের মধ্যে বিভিন্ন রোগ দেখা দেয়, সবচেয়ে খারাপ কথা হলো যে খাদ্যে বা দ্রব্যে তার রোগ বাড়ে সেগুলোর প্রতি তার আসক্তি থাকে চরম,এ ভাবে প্রকৃতি চায় সে যেন অন্যদের আক্রান্ত না করে সে দ্রুত মৃত্যু বরণ করুক।
তারপরও না মারা গেলে প্রকৃতিগত ভাবেই তার মধ্যে প্রচন্ড যৌনাকাঙ্খা দেখা দেয়,তাও আবার অতি অল্প বয়সে,সে ছেলে হোক বা মেয়ে হোক।
কিন্তু সেতো অনেকটা বাচ্ছা বয়সী,তাঁর তো বিয়ে করানোর বা বিয়ে দেয়ার বয়স হয় নি।
তো এখন কি করার আছে ?
হাঁ আছে,আর সেটা হলো অবৈধ ভাবে যৌন ইচ্ছা পুরন।
যাদের বান্ধবী অথবা বন্ধু আছে, তাদের কথা আলাদা, তারা সুযোগ পেলে সরাসরি যৌন মিলন করতে পারে।
কিন্তু যাদের তা নেই, তারা তো আর বসে থাকতে পারে না, তাদের বিকল্প ব্যাবস্থা হলো হস্তমৈথুন।
অতিরিক্ত সঙ্গম বা হস্তমৈথুন এর পিছনের মুল মায়াজম হলো টিঊবারকুলার মায়াজমা।এই টিউবারকুলার মায়াজমা এর প্রভাবের দ্ধারা এরা নিজেদের ধ্বংস বা মৃত্যু ডেকে আনে।
কেউ যদি স্বাভাবিক ভাবে যৌন উত্তেজনা অনুভব করে তবে এটা স্বাভাবিক।
যদি অতিরিক্ত যৌন আকাঙ্ক্ষা থাকে তবে তা সোরা কে নির্দেশ করে, কিন্তু যদি অতি অস্বাভাবিক যৌন আকাঙ্ক্ষা থাকে, তবে তা অবশ্যই টিউবারকুলার মায়াজমা কে নির্দেশ করে।
একমাত্র গভীর দৃষ্টি ভঙ্গি সম্পন্ন একজন জ্ঞানী ও মায়াজমেটিক্যাল জ্ঞানে দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক দীর্ঘদিনের চিকিৎসায় একজন রোগী কে যথাসম্ভব মায়াজম মুক্ত করে তার অভ্যাস পরিবর্তনের মাধ্যমে তাকে সুস্থ্য করতে পারে।
এ ছাড়া আর কোন বিকল্প কিছু নেই, অন্য কোন প্যাথির পক্ষে মানসিক পরিবর্তন আনা সম্ভব নয়, এবং হস্তমৈথুন ও অতিরিক্ত কামভাব দুর করাও সম্ভব নয়।
তার শেষ পরিণতি বিভিন্ন রোগে ভুগে শেষ পর্যন্ত অকালে মৃত্যুবরণ।

পাইরোজেন - দোষজ - সোরিক, সুগভীর সাইকোটিক,সিফিলিটিক ও টিউবারকুলার ।---পাইরোজেন বৃহত্তম নোসোড সমূহের অন্যতম একটি গভীরতম সা...
23/10/2025

পাইরোজেন - দোষজ - সোরিক, সুগভীর সাইকোটিক,সিফিলিটিক ও টিউবারকুলার ।
---
পাইরোজেন বৃহত্তম নোসোড সমূহের অন্যতম একটি গভীরতম সাইকোটিক দোষজ ঔষধ । সাইকোটিক দোষটি প্রজনন যন্ত্রের উপরই সর্বাধিক ক্রিয়াশীল এবং ঐ দোষের প্রভাবে মানব মনটিও অতিশয় কামন্মত্ত হইয়া উঠে-- একথা আপনারা সকলেই অবগত আছেন । ইহা একটি সুগভীর সাইকোটিক ঔষধ । বহুবিধ টিকার বিষক্রিয়া নষ্ট করতে থুজা, ব্যর্থ হলে পাইরোজেন শ্রেষ্ঠ ঔষধ ।
ইহার চিত্রটি সহিত পরিচয় রাখিতে হইলে সর্ব প্রথম চারটি চরিত্র গত লক্ষন মনে রাখা দরকার । 1- নাড়ির গতির সহিত গাত্র তাপের অসামঞ্জস্যতা ও লাল বর্ণের জিব্বা । 2- অঙ্গ- প্রত্যঙ্গের অতিশয় টাটানি বেদনা ও বিছানা শক্তবোধ এবং তজ্জনিত অস্হিরতা । 3- বাঁচালতা ও শীতকাতরতা এবং 4 - স্রাব সমূহের দুর্গন্ধতা ও প্রদাহ স্হানে জ্বালা । বিস্তারিত জানার দরকার আছে ।

23/10/2025

Watch, follow, and discover more trending content.

23/10/2025

বাহির সজ্জিত করতে গেলে দেহ রোগাক্রান্ত হয়ে যায় । আর মানসিক নির্ভরতা করতে পারলে জীবন ধন্য হয়ে যায় ।

23/10/2025

Address

Khatakhali Bazar Rajshahi
Rajshahi

Telephone

+8801912314536

Website

https://websites.co.in/refer/559650, https://devpost.com/software/1087913/joins/vKbUyq8n71QL1V93zoF

Alerts

Be the first to know and let us send you an email when Doctors link Rajshahi office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctors link Rajshahi office:

Share