11/07/2025
সোরা ,সিফিলিস, সাইকোসিস ও টিউবারকুলারের মনের প্রধান পরিচায়ক লক্ষণের তুলনা মূলক সংক্ষিপ্ত আলোচনা করা হইলঃ
সোরার মন ঃ সোরা মানুষের মনকে কলুষিত করে কিন্তু ইহার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ , অনুভূতিশীল,নানা কল্পনায় পূর্ণ কিন্তু তা কাজে পরিনত করার প্রবণতা নাই । নানা কাজ করার জন্য ব্যাকুলতা কিন্তু একটু কাজ করা পর আর ভাল্লাগেনা অবসাদ দুর্বলতা কারনে । ভ্রান্ত দার্শনিক, সামান্য পরিশ্রমে মানসিক ও দৈহিক ক্লান্তি আসে , উৎকণ্ঠা ও উদ্বেগ , একাকী থাকতে এবং যে কোন কাজে ব্যর্থতার ভয় কাজ করে ।
------------- আনোয়ার-----------
সিফিলিসের মনঃ সিফিলিস মনকে বোকাটে ও মেদাটে করে । স্হুলবুদ্ধি , একগুঁয়ে,বিষন্ন, বদ্ধমূল ধারনা, নিজেকে ধ্বংস করিতে চায় ,আত্মহত্যার প্রবনতা । ঠান্ডা মাথায় খুন বা মুল্যবান বস্তু ধ্বংস করে ।
---------------------আনোয়ার-------
সাইকোসিসের মন ঃ সাইকোসিসের মন অত্যন্ত সন্দেহপূর্ণ,গোপনপ্রিয় ও অসহিষ্ণু । মনোস্তরে নানা অসমন্বয় , বিস্মৃতি,ভুলোমন অমনোযোগী,ধীরে ধীরে কথা বলে , দ্রুত উত্তর দিতে অক্ষম সত্য কথা বলে না,হিংসুটে , রাগী,রুক্ষ ও নিষ্টুর প্রকৃতির ।
----------------আনোয়ার ---------
টিউবারকুলারের মনঃ টিউবারকুলারের মন চঞ্চল ও সদা সর্বদা পরিবর্তনশীল,প্রায়ই পরস্পর বিরোধী । নিজের রোগের গুরুত্ব সম্বন্ধে উদাসীন, আরোগ্য সম্বন্ধে সর্বদাই আশাশ্বিত । দ্রুত অভ্যাস পরিবর্তন করে,বাসস্হানের পরিবর্তন চায় । এক কাজে বেশীক্ষণ মন দিতে চায় না । সংগ্রহ হ্যানিম্যান ক্রনিক ডিজিজেস ও তার প্রতিকার ।