Doctors link Rajshahi office

Doctors link Rajshahi office Homoeopathic Doctor

11/07/2025

সোরা ,সিফিলিস, সাইকোসিস ও টিউবারকুলারের মনের প্রধান পরিচায়ক লক্ষণের তুলনা মূলক সংক্ষিপ্ত আলোচনা করা হইলঃ

সোরার মন ঃ সোরা মানুষের মনকে কলুষিত করে কিন্তু ইহার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ , অনুভূতিশীল,নানা কল্পনায় পূর্ণ কিন্তু তা কাজে পরিনত করার প্রবণতা নাই । নানা কাজ করার জন্য ব্যাকুলতা কিন্তু একটু কাজ করা পর আর ভাল্লাগেনা অবসাদ দুর্বলতা কারনে । ভ্রান্ত দার্শনিক, সামান্য পরিশ্রমে মানসিক ও দৈহিক ক্লান্তি আসে , উৎকণ্ঠা ও উদ্বেগ , একাকী থাকতে এবং যে কোন কাজে ব্যর্থতার ভয় কাজ করে ।
------------- আনোয়ার-----------
সিফিলিসের মনঃ সিফিলিস মনকে বোকাটে ও মেদাটে করে । স্হুলবুদ্ধি , একগুঁয়ে,বিষন্ন, বদ্ধমূল ধারনা, নিজেকে ধ্বংস করিতে চায় ,আত্মহত্যার প্রবনতা । ঠান্ডা মাথায় খুন বা মুল্যবান বস্তু ধ্বংস করে ।
---------------------আনোয়ার-------
সাইকোসিসের মন ঃ সাইকোসিসের মন অত্যন্ত সন্দেহপূর্ণ,গোপনপ্রিয় ও অসহিষ্ণু । মনোস্তরে নানা অসমন্বয় , বিস্মৃতি,ভুলোমন অমনোযোগী,ধীরে ধীরে কথা বলে , দ্রুত উত্তর দিতে অক্ষম সত্য কথা বলে না,হিংসুটে , রাগী,রুক্ষ ও নিষ্টুর প্রকৃতির ।
----------------আনোয়ার ---------
টিউবারকুলারের মনঃ টিউবারকুলারের মন চঞ্চল ও সদা সর্বদা পরিবর্তনশীল,প্রায়ই পরস্পর বিরোধী । নিজের রোগের গুরুত্ব সম্বন্ধে উদাসীন, আরোগ্য সম্বন্ধে সর্বদাই আশাশ্বিত । দ্রুত অভ্যাস পরিবর্তন করে,বাসস্হানের পরিবর্তন চায় । এক কাজে বেশীক্ষণ মন দিতে চায় না । সংগ্রহ হ্যানিম্যান ক্রনিক ডিজিজেস ও তার প্রতিকার ।

10/07/2025

যে ইবাদতে দুনিয়ায় আপনার স্বাদ মিলে না , আখেরাতে তাতে কোন সওয়াব বা পুরস্কার পাবে না । আল্লাহর দরবারে ইবাদত কবুল হওয়ার চিহ্ন এই যে , সেই ইবাদতে আপনি মনে স্বাদ অনুভব করবেন । দুনিয়ার মোহ থাকিলে ইবাদতে স্বাদ মিলে না । আর নফসকে না চিনিলে ইবাদতের পথে অগ্রসর হওয়া যায় না ।

10/07/2025

সাইকোসিসের রোগীর চিকিৎসা পদ্ধতিঃ
মহাত্বা হ্যানিম্যান মতে সাইকোসিস রোগীর চিকিৎসার ক্ষেত্রে সুপ্ত অথবা বিকশিত এই উভয় অবস্থার যে কোন অবস্হায়ই রোগ ও রোগীর অতীত ইতিহাস, রোগীর বংশগত ইতিহাস এবং বংশগত ইতিহাস সংগ্রহ করিয়া লক্ষণসমষ্টির সামগ্রিক চিত্রের ভিত্তিতে একটি সদৃশ এন্টিসাইকোটিক ঔষধ দ্বারা দীর্ঘ দিন যাবৎ চিকিৎসা করিলে অতি সহজেই রোর আরোগ্য হয় । এ ক্ষেত্রে মনে রাখিতে হইবে নির্বাচিত ঔষধটি যেন রোগীর ধাতুগত লক্ষণের পরিবর্তন ঘটাতে সক্ষম হয় । ইহার পরে এন্টিসোরিক ঔষধ দ্বারা চিকিৎসা সমাপ্ত করিতে হইবে । আবার সাইকোসিস যদি বিকশিত সোরার সহিত প্রকাশ পায় তাহা হইলে প্রথমেই এন্টিসোরিক ঔষধ দ্বারা সোরা প্রশমন করিয়া পরে এন্টিসাইকোটিক ঔষধ দ্বারা চিকিৎসা করিতে হইবে এবং সাইকোসিস আরোগ্য হইলে অবশেষে এন্টিসোরিক ঔষধ দ্বারা চিকিৎসা সমাপ্ত করিতে হইবে । আর ষদি সুপ্ত সোরা এবং বিকশিত সিফিলিসের সহিত সাইকোসিস প্রকাশ পায়, তাহা হইলে সিফিলিস ও সাইকোসিসের মধ্যে যেটি প্রকটরুপে বিরাজমান প্রথমেই সেটির চিকিৎসা করিতে হইবে এবং পরে দ্বিতীয়টির চিকিৎসা করিয়া সব শেষে এন্টিসোরিক ঔষধ দ্বারা চিকিৎসা করিতে হইবে ।

10/07/2025

সুপ্ত সাইকোসিসের লক্ষণাবলীঃ
রোগীর মনটি গোপনতায় সমাচ্ছন্ন , সর্ব বিষয়ে গোপন করার প্রবৃত্তি । রোগী দেহে যে কোন প্রকার রোগই বিকাশ লাভ করুক না কেন , তাহার আরোগ্য গতিটি অতিশয় ধীর ও বিলম্বিত । একটি পর আর একটি রোগলক্ষণ চলিতেই থাকে । তাহার পাতে কোন কারন খুঁজিয়া পাওয়া যায় না । যে কোন প্রকার তরুণ রোগ খুবই মন্থর গতিতে আরোগ্য লাভ করে ।
রোগীর মনটি রোগের উপর পড়িয়া থাকে । দ্রুত আরোগ্যের জন্য ঘনঘন চিকিৎসক পরিবর্তন করে । রোগী অস্বাভাবিক স্রাবপ্রবন, যে কোন রোগে অস্বাভাবিক স্রাবে উপশম বোধ করে ।
রোগীর স্বভাব - সন্দিগ্ধ , হিংসা প্রবন ও নিষ্টির প্রকৃতির । রোগীর স্বরণশক্তি হ্রাস পায় , এমনকি ইদানিং কালের ঘটনাবলীও বিস্মৃত হয় কিন্তু দীর্ঘদিন পূর্বের ঘটনাও তাহার পুংখানুপুংখ স্মরণ থাকে । রোগীর দেহের কোন স্হান হইতে কেশগুচ্ছ উঠিয়া গিয়ে বৃত্তাকারে টাক পড়ে । রোগী বর্ষাকালে বা আদ্র আবহাওয়ায় অতি সহজেই রোগাক্রান্ত হয় ।
রোগী পদচারনা করিলে বা হাল্কা পরিশ্রম করিলে রোগ লক্ষণের উপশম বোধ করে ।

10/07/2025

সিফিলিস দোষের শেষ পরিনতি হইল পচনশীল দুর্গন্ধযুক্ত ক্ষত ও অঙ্গ প্রত্যঙ্গের ক্ষয় সাধন করা । ইহাতে সাধারণতঃ মস্তিস্কঝিল্লী , স্বরযন্র , গলা ,চক্ষু ,নাসিকা , কান ,অস্হি ও অস্হ আবরক ঝিল্লী , মুত্রযন্র , উদর ,ধমনী , হৃদপিন্ড প্রভৃতি যত্ন সমূহ আক্রান্ত হয় ।

10/07/2025

বিকশিত সাইকোসিসের লক্ষণাবলীঃ
নির্মমতা বা কঠোরতা , ক্রোধান্ধতা , অপরাধপ্রবনতা ও নীচতা পূর্ণ মনোভাব ।
সন্দিচিত্ততা , ভীরুতা , অসন্তোষ বা চিত্তচাঞ্চল্যসহ স্মৃতিশক্তির বিপর্যয় ,বুদ্ধিবৃত্তির বিশৃঙ্খলা ও আত্মহননের অভিলাষ দৃষ্ট হয় । দৈহিক গঠনগত অস্বাভাবিকতা । যথা হস্তপদের অঙ্গুলি সংখ্যায় কম বেশি , কপাটিকার ক্ষয় ও অস্বাভাবিকতা । যে কোন কলার অত্যধিক স্ফীতি বা বৃদ্ধির ফলে আচিল , টিউমার প্রভৃতি সৃষ্টি হওয়া ।
মৎস্য গন্ধযুক্ত ক্ষতহীন নাসিকাস্রাব দৃষ্ট হয় এবং নাসিকার গন্ধের শক্তি বিন হইয়া যায় । স্হানীয় বা সামগ্রিক রুপে দেহের নানা স্হানে পানি সঞ্চয় জনিত স্ফীতি দৃষ্ট হয় । মস্তক ,ললাট ও ব্রক্ষতালুর ব্যথা রাত্রিতে বৃদ্ধি ।

10/07/2025

সাইকোসিস দোষের উৎপত্তি কি ভাবে হয় ? এটা হয়ত অনেকের জানা নাই , তাদেরকেই জানাতে চাই ।
উত্তর- সাইকোসিস মানব শরীরে যত্নের একটি অবস্থা । দুষিত সংসর্গের ফলে গনোকক্কাস নামক এক প্রকার জীবাণুর তরুন সংক্রমণে জননেন্দ্রিয় পথে যে জ্বালা যুক্ত দূষিত স্রাব দেখা দেয় উহা ষদি আদর্শ চিকিৎসক দ্বারা সুচিকিৎসিত হয় তবে কোন প্রকার ধাতুদোষ সৃষ্টি না হইয়াই নিরাময় হয় । কিন্তু সুচিকিৎসার ফলে বা এলোপ্যাথিক ইনজেকশনাদির দ্বারা অবৈধ উপায়ে বাহ্য স্রাবটি লুপ্ত হইলে বা চাপা পড়িলে রোগশক্তি অন্তমুখী হইয়া যে ধাতুদোষ সৃষ্টি হয় এবং অন্যান্য যন্ত্রাদি আক্রান্ত হয় তখনই সাইকোসিস দোষের ভিত্তি পত্তন হয় এবং সাইকোসিস দোষের উৎপত্তি হয় ।

Address

Rajshahi

Telephone

+8801912314536

Website

https://developer.chrome.com/docs/devtools/open#auto,

Alerts

Be the first to know and let us send you an email when Doctors link Rajshahi office posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctors link Rajshahi office:

Share