Sohel Fouzder

Sohel Fouzder On my channel you will see beautiful and scenic views of different places of the world, All of you follow it and stay tuned. Thank you

প্রধান উপদেষ্টা ড.ইউনুস আজকে একেবারে স্পষ্ট দুইটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন।যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ না করত...
24/05/2025

প্রধান উপদেষ্টা ড.ইউনুস আজকে একেবারে স্পষ্ট দুইটা কঠিন হুঁশিয়ারি দিয়েছেন।

যদি পরাজিত শক্তির ষড়যন্ত্রে সরকার কাজ না করতে পারে, যদি এখতিয়ার বহির্ভূত কোন বক্তব্য দেওয়া হয়, তাহলে কাদের জন্য কাজ করতে পারতেছে না, সবকিছু জন সম্মুখে প্রকাশ করে দেওয়া হবে।

পরের ডিসিশন জনগণ দেবে।

দ্বিতীয়ত, সংস্কার, বিচার আর সুষ্ঠু নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলে সরকার জনগণকে নিয়েই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

দুর্দান্ত কামব্যাক।

এখতিয়ার বহির্ভূত বক্তব্যের ইঙ্গিত কোনদিকে সবাই জানেন। সেক্ষেত্রে সবকিছু জনসম্মূখে প্রকাশ করা হবে মানে ঐ পক্ষের পা হড়কানোর তথ্য সরকারের হাতে আছে।

দ্বিতীয় ইঙ্গিত কাদের দিকে, ঐটাও জানেন।

শুধু ইলেকশনের কোন প্রশ্নই নাই।

বিচার, সংস্কারের পরেই ইলেকশন হবে। এবং সুষ্ঠু ইলেকশন কথাটা উল্লেখ করছে। শুধু ইলেকশন না, সুষ্ঠু ইলেকশন।

শেষ লাইনটা গুরুত্বপূর্ণ।

যদি বিচার, সংস্কার বা সুষ্ঠু ইলেকশনের পথে এরপর কোন বাঁধা আসr, জনগণকে সাথে নিয়েই সরকার পরের পদক্ষেপ নেবে।

একা একা না। পদত্যাগ করবেও বলেনি। বলেছে জনগণকে সাথে নিয়ে পরের পদক্ষেপ ঠিক করবে।

কাজেই, ইউনূস পদত্যাগ করবে আর অমনি বিশেষ এক উপদেষ্টাকে প্রধান উপদেষ্টা বানাইয়া কোন সংস্কার না করেই দুই মাসের মধ্যে ইলেকশনের খোয়াব বাদ দেন।

সংস্কারের পরেই ইলেকশন হতে হবে।

এই দেশে আর কেউ যাতে কোনদিন হাসিনা হতে না পারে, সেই ব্যবস্থা করার জন্যই ইউনূসকে বসানো হয়েছে।

এইটা ইউনূসের দায়।

এই দায় তাঁকে পালন করতেই হবে।

যদি এরপরেও শুধু ইলেকশন দিয়ে চলে যাওয়ানোর চেষ্টা করা হয়, ইউনূস একবার বরং জনগণের সাহায্য চাক। একবার মানুষের কাছে আইসা বলুক যে আমার হেল্প লাগবে, আমার পিছে দাঁড়াও।

ইউনূসকে ক্ষমতায় কোন রাজনৈতিক দল বসায়নি। জুলাই এর জনগণ বসাইছে।

সেই জনগণই উনাকে রক্ষা করবে ইনশাআল্লাহ।

একজন পাগল হয়েছে 😌আরেকজন একই পথে পা বাড়িয়েছে 😔
12/05/2025

একজন পাগল হয়েছে 😌
আরেকজন একই পথে পা বাড়িয়েছে 😔

26/04/2025
20/04/2025
দেখুন তো, চেনা যায় তাকে? ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদামাটা!আসলেন। জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন। আশেপাশে কেউ ন...
19/04/2025

দেখুন তো, চেনা যায় তাকে?

ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদামাটা!

আসলেন। জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন। আশেপাশে কেউ নাই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপদেষ্টা – কোনো হইহুল্লোড় নাই। মানে উনি যে এখানে আসছেন আলাদা কোনো উত্তেজনা নাই।

একজন সাধারণ মুসুল্লির মতোই। শুধু সাধারণ না। গরীব একজন মুসুল্লির মতো যেন এলেন, জীর্ণশীর্ণ দেখতে!

এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল! জুলাই শহীদদের কারণে এই সৎ মানুষগুলার দেখা পেলাম।

আল্লাহ তাকে রহম করুন।

ড. ইউনুসকে ৭৫,০০০ ডলার খবর করে বক্তব্য দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়- কিন্তু কখনো তিনি কোন জায়গায় গিয়ে চোখের জল ফেলেন না। আজক...
09/04/2025

ড. ইউনুসকে ৭৫,০০০ ডলার খবর করে বক্তব্য দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়- কিন্তু কখনো তিনি কোন জায়গায় গিয়ে চোখের জল ফেলেন না। আজকে কাঁদলেন। এটা ক্ষমতায় থাকার জন্য কোন নাটক বা মেকি কান্না নয়, পৃথিবীর কেউ এটা বিশ্বাস করবে না। ড. ইউনুস কাঁদলেন এই দেশের দরিদ্র মানুষের কথা বলতে গিয়ে! আমরা যতটা ভাগ্যবান ইউনুসকে পেয়ে, আমাদের এরচে বেশি দূর্ভাগ্য লেজুড়বৃত্তিক রাজনীতির রোষানলের কারণে এই লোকটাকে আমাদের দ্রুত হারাতে হবে। মাঝেমধ্যে পাওয়ার চেয়ে- পেয়ে হারানোর কষ্টটা বেশি.....কেউ কেঁদেছে বাপের জন্য, আর কেউ কাঁদতেছে দেশের মানুষের জন্য।

Address

Rajshahi

Telephone

+8801752021606

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohel Fouzder posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohel Fouzder:

Share

Category