রাজশাহী

রাজশাহী রাজশাহী বিষয়ক সংবাদ Information about Rajshahi

12/02/2025

আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হলো কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি

12/11/2024
USA & Indo-Pacific Nation
06/11/2024

USA & Indo-Pacific Nation

The United States and The Indo-Pacific Nation

14/09/2024

Unrest Situation of South Asia.

ব্যারিস্টার সুমন ভাইয়ের পেছনে দাড়িয়ে মুখ চেপে লাবণ্যময়ী হাসি দিয়ে জাতির নতুন করে ক্রাশে পরিণত হয়েছেন পিয়া জান্নাতুল। তিন...
27/04/2024

ব্যারিস্টার সুমন ভাইয়ের পেছনে দাড়িয়ে মুখ চেপে লাবণ্যময়ী হাসি দিয়ে জাতির নতুন করে ক্রাশে পরিণত হয়েছেন পিয়া জান্নাতুল। তিনিও একজন আইনজীবী পাশাপাশি বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী।

চলুন তার সম্পর্কে জেনে নিই

Peya Jannatul (পিয়া জান্নাতুল)

পুরো নাম জান্নাতুল ফেরদৌস পিয়া। জন্ম ১৪ অক্টোবর, ১৯৯১। একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। অভিনয় জগতে পদার্পণের পূর্বে তিনি মডেল হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তার পেশা জীবন প্রায় সময়ই সমালোচিত হয়েছে এবং গণমাধ্যমে ব্যাপক প্রচার লাভ করেছে। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার তার তারকাখ্যাতি আরও বাড়িয়ে দেয়।

খুলনায় জন্মগ্রহণ করেন। পরিবারের মানুষ তাকে পিউ বলে ডাকেন। তিনি লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিস থেকে আইন বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন পিয়া। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে। ফ্যাশন মডেল হিসেবে পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি হয়ে।
২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। এছাড়া মিশরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড টপ মডেল প্রতিযোগিতায় শীর্ষ মডেল হওয়ার সাফল্য অর্জন করেন পিয়া। ২০১২ সালে চোরাবালি চলচ্চিত্রে সুজানা চরিত্রে অভিনয় করেন। ২০১৩ সালে বাহরাইনে আয়োজিত ‘ইন্টারন্যাশনাল প্রিন্সেস’ প্রতিযোগিতায় অংশ নেন। একইবছর শিরোনামহীনের আবার হাসিমুখ গানের মিউজিক ভিডিওতে তাকে দেখতে পাওয়া যায়। পরবর্তীতে ২০১৪ সালে তিনি একই সাথে বেশকটি চলচ্চিত্রে কাজ করছেন। এর মধ্যে রয়েছে, গ্যাংস্টার রিটার্নস, দ্য স্টোরি অফ সামারা এবং প্রবাসীর প্রেম।

মিস বাংলাদেশ (২০০৭)
ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি (দক্ষিণ কোরিয়া, ২০১১)
জেএওয়াই ফেইস ইন্টারন্যাশনাল - দ্বিতীয়স্থান (২০১২)
মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল (২০১৩)
টপ মডেল অব দ্যা ওয়ার্ল্ড (মিশর)

তথ্যসূত্র - উইকিপিডিয়া

19/09/2023

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য জ....

Address

Padma R/A, Chandrima
Rajshahi
6207

Alerts

Be the first to know and let us send you an email when রাজশাহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to রাজশাহী:

Share