25/11/2025
ভূমিকম্পের দোলা সবাই দেখে,
কিন্তু মনভাঙার কাঁপন—নিঃশব্দেই শেষ হয়ে যায়।
জীবনে বাহিরের ঝড় সবাই বোঝে,
কিন্তু ভিতরের ঝড়—মন নড়ার ভয়—
কেউ দেখে না, কেউ বুঝেও না।
আজকের এই কয়েক সেকেন্ডের ভূমিকম্প মনে করিয়ে দিল—
মানুষ শুধু দালান কাঁপা দেখে,
মন কাঁপা দেখে না…
অথচ সবচেয়ে বড় ভাঙন হয় ভিতরেই।
#ভালোবাসার #রংধনু #ভূমিকম্প
#ভালোলাগা #মনভাঙা
#বাংলা_উক্তি