Sadia Khandoker Setu

Sadia Khandoker Setu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sadia Khandoker Setu, Digital creator, Rajshahi.
(5)

09/06/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

24/05/2025

জীবনের অনেক চড়াই-উৎরাই সময় পার করে নতুন করে আবার কাজ শুরু করলাম। আশা করি সবাই পাশে থাকবেন

01/05/2025

নতুন মনিটাইজেশন পেতে:
১.পর্যাপ্ত ফলোয়ার্স লাগবে।
২.ভিডিওতে প্রচুর এনগেজমেন্টের লাগবে।
৩.পেআউট একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
৪.রেগুলার কনটেন্ট দিতে হবে।

যাদের হেল্প লাগবে,আমার প্রোফাইলে টাইমলাইন এবং রিভিউ চেক করে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ মনিটাইজেশন অন করতে হেল্প করা হবে।....

Client এর পেজ মনিটাইজেশন পেয়েছে❤️❤️
01/05/2025

Client এর পেজ মনিটাইজেশন পেয়েছে❤️❤️

01/05/2025

⚠️গুরুত্বপূর্ণ নোটিশ 👇

(১) এখন থেকে ফেসবুকে আপনারা যদি অতিরিক্ত হ্যাশট্যাগ ইউজ করেন সেটা হোক রিল ভিডিও অথবা বড় ভিডিও তাহলে যেকোনো সময়ে আপনাদের প্রোফাইল আইডি অথবা পেজ পার্মানেন্ট ডিজেবল অথবা রিমুভ হয়ে যেতে পারে ⭕ সে ক্ষেত্রে করনীয় হচ্ছে আপনারা দুই
থেকে চারটা হ্যাশট্যাগ ইউজ করবেন 👍 একটা কথা মনে রাখবেন ফেসবুকে যে কোন জিনিস অতিরিক্ত করলে সেটা স্প্যামিং হিসাবে ধরে ⭕

(২) নিজের পোস্ট বা ভিডিও একাধিক অ্যাকাউন্ট থেকে নিজে অনেক শেয়ার দেওয়া যাবে না ❌

নোট: 👉 যারা পেইড গ্রুপ কিনতে চাচ্ছেন অথবা অনেকে কিনে সেখানে ভিডিও শেয়ার দেন একটা কথা সবসময় মাথায় রাখবেন এগুলো কখনো অথেনটিক না❌
ধরুন এর ফলাফল কি হতে পারে 👉আপনার ভিডিওতে লাইক পড়ে দশটা অথচ আপনারা শেয়ার দেন ৫০ টা ১০০ টা এগুলো করতে থাকলে যেকোনো সময় অ্যাকাউন্ট রিমুভ হয়ে যাবে অথবা সাসপেন্ড হয়ে যাবে এগুলো থেকে বিরত থাকবেন ⭕

এখন বলি পেইড গ্রুপ কাকে বলে? পেইড গ্রুপ হচ্ছে আপনি কারো কাছ থেকে প্রতিমাসে টাকা দিয়ে আপনার ভিডিওতে শেয়ার করাচ্ছেন আন অফিসিয়াল ভাবে🙂 এখন শুনুন ফেসবুকে মানুষ কনটেন্ট বানাচ্ছে দুই এক দিন ধরে না বছরের পর বছর ধরে, তাদেরও ভিউ হচ্ছে তারাও ভাইরাল হয়েছে কিন্তু এসব শেয়ার কখনো তারা কেনেনি 👍 আর এসব গ্রুপ কেনা কিনি ভাওতাবাজি তখন ছিল না রিসেন্টলি অনেক মেয়েরা এসে বলে আমি গ্রুপ কিনে ভিডিও শেয়ার দি এটাতে কোন ক্ষতি হবে কিনা? অবশ্যই ক্ষতি হবে কি কি ক্ষতি হবে জেনে নি 👇

⭕প্রথমত সাময়িক কিছু ভিউ পাবেন তবে যে ভিউ পাবেন তাতে আপনার পয়সা উসুল হবে না ❌ কিছু মেয়েরা এসে বলে এক মাসের জন্য কয়েক হাজার টাকা দিয়ে গ্রুপ কেনে 😳 যখন এক মাস শেষ হয়ে যায় তখন শেয়ার করা ও বন্ধ করে দেয় 🥴
⭕ দ্বিতীয়তঃ যখন গ্রুপ কেনা বন্ধ করবেন তখন সেই পেজ আগের অবস্থানে চলে যাবে মানে এক কথায় এগুলা বাদ দিন, অনেক মেয়েরা এভাবে তাদের পেজ নষ্ট করেছে😓 একটা সময় ভিউ পেয়ে অনেক খুশি ছিল তবে তাদের পেজের কাজ করার মন মানসিকতা এখন উঠে গেছে এসব গ্রুপকে কিনে নিয়ে

💥 এখন প্রশ্ন তাহলে ভিউ হবে কিভাবে? নিজের সুন্দর সাবলীল ইউনিক কনটেন্ট অডিয়েন্স কে দেখাতে থাকো আপনার কনটেন্ট যখন আপনার ফলোয়ার্স বা অডিয়েন্সদের হার্ট টাচ করবে তখনই তারা বিভিন্নভাবে শেয়ার করবে আপনার কন্টেন এবং আমাদেরও কন্টেন্ট সেভাবে শেয়ার হয় 👍 আর তাছাড়া অনেক ভিডিওতে বলে দিয়েছে কিভাবে নিজের ভিডিও আপনারা শেয়ার করবেন তাও অল্প কিছু গ্রুপে সেই ভিডিও গুলো আপনারা দেখে নিতে পারেন তাহলে আর আপনাদের এসব গ্রুপ কেনার চিন্তা মাথায় থাকবে না,

👉 ফেসবুকের আপডেট মেনে চলুন সঠিক গাইডলাইন মেনে চলুন ইনশাল্লাহ ভালো কিছু হবে ❤️

৩১ আগষ্ট ২০২৫ থেকে Instream Ads, Ads On Reels & Performance Bonus মনিটাইজেশন টুলস-গুলো off করে দিচ্ছে Facebook.বেশি বেশি...
22/04/2025

৩১ আগষ্ট ২০২৫ থেকে Instream Ads, Ads On Reels & Performance Bonus মনিটাইজেশন টুলস-গুলো off করে দিচ্ছে Facebook.
বেশি বেশি কাজ করুন রিলস, লং ভিডিও, স্টোরি, ছবি, লেখা নিয়ে।

নতুন মনিটাইজেশন পেতে করনীয়-১.পর্যাপ্ত ফলোয়ার্স লাগবে।২.ভিডিওতে প্রচুর এনগেজমেন্টের লাগবে। ৩.পেআউট একাউন্ট ভেরিফাই করে ন...
13/04/2025

নতুন মনিটাইজেশন পেতে করনীয়-

১.পর্যাপ্ত ফলোয়ার্স লাগবে।
২.ভিডিওতে প্রচুর এনগেজমেন্টের লাগবে।
৩.পেআউট একাউন্ট ভেরিফাই করে নিতে হবে।
৪.রেগুলার কনটেন্ট দিতে হবে।

যাদের হেল্প লাগবে,আমার প্রোফাইলে টাইমলাইন এবং রিভিউ চেক করে ইনবক্স করবেন, ইনশাআল্লাহ মনিটাইজেশন অন করতে হেল্প করা হবে।....

13/04/2025

১৫ এপ্রিল থেকে ফেসবুক নতুন একটি একাউন্ট আনতে যাচ্ছে।
যেটি হবে আন্ডার এজ বাচ্চাদের জন্য তারা এই Program এর নাম দিয়েছে Teen Account!
সেই Teen Account এ বাচ্চাদের কন্টেন্ট ছাড়া অন্য সকল কনটেন্ট Restricted থাকবে।
পাশাপাশি বাচ্চাদের একাউন্ট গুলো মনিটর করার জন্য ও বিভিন্ন রকম ফিচার থাকবে।।

30/01/2025

জীবনে এতো টেনশন যে, বুঝতে পারছিনা কোন সময় কোন টেনশন-টা নিয়ে টেনশন করবো...🤧

বাগানবিলাস
10/11/2024

বাগানবিলাস

02/11/2024

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadia Khandoker Setu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share