02/12/2024
বাংলাদেশ ভারত উত্তেজনা মুহূর্তে কিছু কথা বলতে চাই!
(পুরোটা পড়ে মন্তব্য করবেন)
আসসালামু আলাইকুম
অন্তর্বর্তী সরকারের দুর্বলতার কারণে আজকে এ অবস্থা বলে আমি মনে করি। তার কিছু কারণ আপনাদের সামনে স্পষ্ট করব।
কেননা ভারতের মতো একটি দেশ পাকিস্তান সীমান্তের নাকানি চুবানি খায়, চীন সীমান্তে পারেনা, নেপালের সাথেই পাত্তা পায় না সে দেশ বাংলাদেশের মত স্বাধীন দেশে হস্তক্ষেপ করতে আসে, সীমান্ত দিয়ে ঢুকতে চাই, জাতীয় পতাকা অবমাননা করে এ সাহস কিভাবে পাই এটা কি সরকারের দুর্বলতা না? এর জন্য সরকার কি কি পদক্ষেপ নিল?
তারা আজ বাংলাদেশ সীমান্তে আসে বাস ভাড়া করে প্রবেশ করবে বাংলাদেশ দখল করবে।
এখন আমরা কি বসে থাকবো? যখন চলে আসবে তখন কি করবেন? আমাদের পক্ষ থেক কড়া কোন বার্তা কি দেওয়া হচ্ছে?
তারা রীতিমত বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে তাদের গণমাধ্যমগুলো ভুয়া খবর প্রচার করছে, এর জন্য সরকার কি ব্যবস্থা নিল আর আমাদের কোন মাধ্যমগুলোয় বা কি তাদের বিরুদ্ধে খবর প্রচার করলো? এছাড়া আরো বিভিন্ন দূর্বলতার দিক রয়েছে যেমন বেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে আজও পারিনি ভারতীয় এজেন্ট দালালদের চাকরিচ্যুত করতে। যার কারনে তারা ভেতরে হাত দেওয়ার চেষ্টা করে আসছে।
শক্তিশালী সরকার তো এটাও করতে পারতো
আমরা সবাই জানি আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনুস স্যারের কতটা গ্রহণযোগ্যতা, এতকিছু ঘটনা ঘটে যাওয়ার পরও মাননীয় প্রধান উপদেষ্টা ইউনুস স্যার একটি টুইট করতে পারবেন না ভারতীয় গণমাধ্যম কিভাবে বাংলাদেশের ওপর উঠে পড়ে লেগেছে।
"ইউনুস স্যার কে বলতে চাই "স্যার! প্লিজ একটা টুইট করুন বিশ্বকে জানান ১০ মিনিটের একটা ইংরেজি ভাষণ রেকর্ড করে পাবলিশ করুন। বিশ্বকে বলুন আমাদের সার্বভৌমত্বের উপর কিভাবে আঘাত করছে!
মিডিয়া গুলোকে বলছি, যদি বিন্দু পরিমাণ দেশপ্রেম থেকে থাকে তাহলে ভারতীয় মিডিয়াদের মিথ্যা গুজব তথ্যগুলোকে বিশ্ববাসীর সামনে তুলে ধরুন। প্রত্যেকটা মিথ্যা সংবাদের বিপরীতে জবাব দিয়ে প্রতিবেদন তৈরি করুন।
সরকারে দায়িত্বশীল স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিটা দেশের রাষ্ট্রদূতদের ডেকে ভারতীয় মিথ্যাবাদের ঘটনাগুলো তুলে ধরুন। সাথে সাথে প্রয়োজনে প্রতিদিন ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করুন।
সেনা, নৌ, বিমান প্রত্যেকটা বাহিনীকে চারপাশ কঠোর নজরদারি রাখতে বলুন।
নিশ্চয়ই জনগণ আশা করে সরকার দুর্বল থেকে সফল হয়ে উঠবে।
মনে রাখবেন " দুর্বলদের জন্য তারা ভয়ংকরী আর ভয়ংকরীদের জন্য তারা দুর্বল "
যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ।
আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন (আমিন)