20/09/2025
কখনো ভাবিনি যাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, সেই মানুষটাই আমাকে ভাঙতে শিখাবে। হাসিমুখে কাছে আসা সেই ভালোবাসা একদিন আমার বুক ভরে দিলো রক্তাক্ত কষ্টে। বিশ্বাসটা ছিলো আমার সবচেয়ে বড় ভরসা, অথচ সেখানেই পেলাম সবচেয়ে বড় আঘাত। আজ মনে হয়—ধোঁকা শুধু সম্পর্ক ভাঙে না, মানুষটার ভেতরের জীবন্ত স্বপ্নগুলোও মেরে ফেলে।🥀