Bangladesh Awami League, Gabtali, Bogura

Bangladesh Awami League, Gabtali, Bogura Gabtoli Upazila Awami League, Bogura.

14/11/2025
14/11/2025
14/11/2025
14/11/2025
14/11/2025
14/11/2025
14/11/2025

ঢাকায় সফল‌ লকডাউনের পর এবার গোটা বাংলাদেশে শাটডাউনের ডাক দিল আওয়ামী লিগ।‌ শুক্র ও শনিবার গোটা বাংলাদেশে মিটিং ...

14/11/2025

ইউনুস সরকারের কাউন্টডাউন শুরু, পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
-----

দেশের রাজনৈতিক আকাশে এখন ঘন কালো মেঘ। ঘটনাপ্রবাহ এত দ্রুত পাল্টে যাচ্ছে যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরাও হতবাক। আজ থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচী—যার লক্ষ্য একটাই, “ইউনুস হটাও, দেশ বাঁচাও।” এই কর্মসূচী চলবে ২০ তারিখ পর্যন্ত, আজকের লকডাউনের প্রতিধ্বনি ইতোমধ্যেই দেশজুড়ে পাল্লাভর্তি সাড়া জাগিয়েছে।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে—মানুষ আর চুপ নেই। অবৈধ, অগণতান্ত্রিক ও জনগণবিমুখ সরকারের বিরুদ্ধে এই লকডাউন যেন এক নতুন জাগরণের সূচনা। মানুষ এখন বুঝে গেছে, দেশ বাঁচাতে হলে প্রথমেই ইউনুসের পদত্যাগ নিশ্চিত করতে হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউনুস সরকারের অবস্থান এখন লেজেগোবরে। প্রশাসন বিভক্ত, আমলারা দ্বিধাগ্রস্ত, আর মাঠের কর্মীরা দিশাহারা। এই অবস্থায় একটুখানি চাপ বা জনতার এক জোয়ারই হতে পারে সরকারের পতনের কারণ। কেউ কেউ মনে করেন, পরিস্থিতি আরও ঘনীভূত হলে ইউনুস পালানোর পথ খুঁজবেন; আর পালাতে না পারলে, আত্মহননের পথও বেছে নিতে পারেন—ইতিহাসের বহু স্বৈরশাসকের মতোই।

আওয়ামী লীগের নেতৃত্বে দেশজুড়ে যে গণআন্দোলনের ধারা তৈরি হচ্ছে, তা এখন থামার নয়। এই আন্দোলন কেবল কোনো রাজনৈতিক দলের নয়, এটি জনগণের আন্দোলন—অত্যাচার, নিপীড়ন ও মিথ্যাচারের বিরুদ্ধে ন্যায়ের লড়াই। আজকের লকডাউন প্রমাণ করেছে, জনতা একজোট হলে কোনো শক্তিই তাদের রুখতে পারে না।

ইউনুস পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে—এ ঘোষণা এখন রাস্তায়, জনসভায়, প্রতিটি মানুষের কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছে। এই আন্দোলনের সমাপ্তি ঘটবে কেবল তখনই, যখন ইউনুস স্বেচ্ছায় গদি ছাড়বেন অথবা জনগণের ঢেউয়ে তা ভেসে যাবে।

দেশের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে—যেখানে ভয় নয়, আশা কথা বলে; যেখানে প্রজন্মের শপথ একটাই—বাংলাদেশকে মুক্ত করতে হবে দুর্বৃত্তের শাসন থেকে, আবার ফিরিয়ে আনতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের মুক্তিযুদ্ধের ধারক বাহক, মেহনতি মানুষের আশার আলো, দেশের মানুষের মুক্তির একমাত্র ভরসা তিনি তাকে মিথ্যা মামলায় ফাসানো হচ্ছে যা দেশের ৮০ ভাগ মানুষ মেনে নিতে পারছে না। তাই জনগন স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতা আর দেখতে চায় না, ইউনুস গংরা দেশের শত্রু এদের বিচায় মানুষ।

আন্দোলনকারীরা স্পষ্টভাবে বলেছেন —ইউনুস পদত্যাগ না করা পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।

14/11/2025

অবৈধ, দখলদার, ফ্যাসিস্ট, মাফিয়া সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : প্রতিবাদ-বিক্ষোভ-প্রতিরোধ কর্মসূচি ও সর্বাত্মক শাটডাউন সফল করুন।

বাংলাদেশের এ ক্রান্তিলগ্নে, বাংলাদেশ ছাত্রলীগ গণতন্ত্র পুনরুদ্ধার, প্রহসনমূলক বিচার বন্ধ ও খুনি-ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগের দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের ঘোষিত পরবর্তী কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ সংগ্রাম ও ত্যাগ স্বীকারে প্রস্তুত। অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় চলমান অপশাসনের চূড়ান্ত পতন ঘটাতে ছাত্রসমাজসহ দেশের সকল গণতান্ত্রিক শক্তি এবং আপামর জনতাকে আহ্বান জানানো হচ্ছে-

১৪ ও ১৫ নভেম্বর দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচিতে রাজপথে দুর্বার গতিতে অংশগ্রহণ করুন।

আগামী ১৬ ও ১৭ নভেম্বর সারা দেশে ঘোষিত 'সর্বাত্নক শাটডাউন' কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন।

বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক ইউনিটকে সকল কর্মসূচি সফল করতে সর্বোচ্চ নির্দেশনা প্রদান করা হচ্ছে ।

ইতোমধ্যে বঙ্গবন্ধুতনয়া জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বানে ঘোষিত ঐতিহাসিক ‘লকডাউন’ কর্মসূচি স্বতঃস্ফূর্তভাবে সফল ও সার্থক করায় বাংলাদেশ ছাত্রলীগ সংগ্রামী দেশবাসী এবং বিশেষভাবে অগ্রণী ভূমিকা রাখা শিক্ষার্থী সমাজকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছে । রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী, শিক্ষক, চাকুরীজীবী, ব্যবসায়ী, কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের অকুণ্ঠ সমর্থনে এই কর্মসূচি প্রমাণ করেছে বাংলার প্রতিটি ঘর আজ খুনি-ফ্যাসিস্ট ইউনূস গংয়ের দানবীয় শাসনের বিরুদ্ধে অধিকারহারা মানুষের দুর্গে পরিণত হয়েছে।

বাংলাদেশকে এই কলঙ্কিত, গণবিরোধী অপশাসন থেকে মুক্ত করাই আমাদের অপরিবর্তনীয় অঙ্গীকার । ঐক্যবদ্ধ প্রতিরোধ ও যৌথ সংগ্রামের মাধ্যমে আমরা জনগণের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও আইনের শাসনে বিশ্বাসী একটি প্রগতিশীল বাংলাদেশ গড়বো । বাংলাদেশ ছাত্রলীগ স্পষ্ট করে বলছে : যত বেশি দমন হবে, ততই প্রতিবাদ ও প্রতিরোধ জোরালো হবে, আর জালিম ইউনূসের দুর্ভেদ্য শাসনের প্রাচীর একে একে ভেঙ্গে পড়বে।

জয় বাংলা।
জয় বঙ্গবন্ধু।

14/11/2025
14/11/2025

আমাদের সংগ্রাম চলবেই...

১৪, ১৫ তারিখ শুক্রবার ও শনিবার সারাদেশে প্রতিবাদ, বিক্ষোভ, প্রতিরোধ কর্মসূচি।

১৬, ১৭ তারিখ রবিবার ও সোমবার সারাদেশে সর্বাত্মক শাটডাউন।

ইউনুসের পদত্যাগ না হওয়া পর্যন্ত
আন্দোলন চলবে...

14/11/2025

Address

Gabtali
Rajshahi
5820

Telephone

+8801670031297

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Awami League, Gabtali, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share