09/11/2025
রাজনীতিতে সহনশীলতা শুধু একটি গুণ নয় — এটি সুস্থ রাজনীতির ভিত্তি।
ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন) বলেন, “আমাদের সমাজে এক পরিবারে কেউ বিএনপি করে, কেউ জামায়াত বা আওয়ামী লীগে থাকে — কিন্তু তাই বলে পারস্পরিক শ্রদ্ধা ও মমতা হারিয়ে ফেলা ঠিক নয়। বিএনপি কখনো মা*রামা*রি, স*ন্ত্রা*স বা বি*শৃঙ্খলা চায় না। আমরা চাই, সবাই মতের ভিন্নতা সত্ত্বেও একে অপরকে সম্মান করুক।”
তিনি আরও বলেন, তরুণদের মধ্যেই আছে আগামী সমাজ ও দেশের নেতৃত্বের সম্ভাবনা। “আমি চাই তরুণরা যেন শুধু রাজনীতি নয়, কর্মসংস্থান, শৃঙ্খলা ও সম্মানের শিক্ষা গ্রহণ করে।”
তিনি বিশ্বাস, তরুণদের মাঝে যদি নৈতিকতা, শৃঙ্খলা ও সহনশীলতার বীজ বপন করা যায় — তবে তারাই একদিন হবে আগামীর নেতৃত্বের প্রতীক, যারা বাংলাদেশকে এগিয়ে নেবে শান্তি, সম্মান ও ঐক্যের পথে। 🇧🇩✨
তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)-এর একান্ত সাক্ষাৎকারের কিছু অংশ। সম্পুর্ন সাক্ষাৎকারের ভিডিও'টি কমেন্টে দেওয়া হল।