M Ferdous Islam

M Ferdous Islam বাংলাদেশের একজন গর্বিত নাগরিক, যে বিশ্বাস রাখে যে এই তরুন সমাজের দ্বারা গঠিত হবে একটি উন্নত, দুর্নীতিমুক্ত এবং সমৃদ্ধ বাংলাদেশ

দুনিয়াতে যা কিছু ইউনিক তাই নিয়ে কথা বলি। ভালো লাগলে লাইক দিয়ে পেজের সাথে থাকুন।

14/11/2025

চাঁপাইনবাবগঞ্জ–রাজশাহী অঞ্চলের তরুণরা আজও কেন পিছিয়ে আছে?

কোথায় সমস্যা, কোথায় ঘাটতি, আর কিভাবে এই অঞ্চলের তরুণরা সামনে এগিয়ে যেতে পারে — এসব নিয়ে নিজের পরিষ্কার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন সফল তরুণ ব্যবসায়ী ও সমাজবদলের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)।





13/11/2025

সফল তরুণ ব্যবসায়ী ও সমাজবদলের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন) তুলে ধরেছেন —

👉 তরুণদের যে একটি গুণ অবশ্যই থাকতে হবে,
👉 রাজনীতিতে তরুণদের ভূমিকা ও প্রভাব কেমন হওয়া উচিত।


12/11/2025

রাজনীতিতে সততা ও মানবিকতার গুরুত্ব কতটা?

সফল তরুণ ব্যবসায়ী ও সমাজবদলের স্বপ্নদ্রষ্টা ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন) তুলে ধরেছেন রাজনীতিতে সততা ও সহনশীলতার মূল্যবোধ, তরুণদের ভূমিকা এবং তাদের মানসিক গঠন নিয়ে বাস্তবমুখী ভাবনা।






11/11/2025

কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়ে সফল তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)-এর একান্ত সাক্ষাৎকার 💙




রাজনীতিতে সহনশীলতা শুধু একটি গুণ নয় — এটি সুস্থ রাজনীতির ভিত্তি। ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন) বলেন,  “আমাদের সমা...
09/11/2025

রাজনীতিতে সহনশীলতা শুধু একটি গুণ নয় — এটি সুস্থ রাজনীতির ভিত্তি।

ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন) বলেন, “আমাদের সমাজে এক পরিবারে কেউ বিএনপি করে, কেউ জামায়াত বা আওয়ামী লীগে থাকে — কিন্তু তাই বলে পারস্পরিক শ্রদ্ধা ও মমতা হারিয়ে ফেলা ঠিক নয়। বিএনপি কখনো মা*রামা*রি, স*ন্ত্রা*স বা বি*শৃঙ্খলা চায় না। আমরা চাই, সবাই মতের ভিন্নতা সত্ত্বেও একে অপরকে সম্মান করুক।”

তিনি আরও বলেন, তরুণদের মধ্যেই আছে আগামী সমাজ ও দেশের নেতৃত্বের সম্ভাবনা। “আমি চাই তরুণরা যেন শুধু রাজনীতি নয়, কর্মসংস্থান, শৃঙ্খলা ও সম্মানের শিক্ষা গ্রহণ করে।”

তিনি বিশ্বাস, তরুণদের মাঝে যদি নৈতিকতা, শৃঙ্খলা ও সহনশীলতার বীজ বপন করা যায় — তবে তারাই একদিন হবে আগামীর নেতৃত্বের প্রতীক, যারা বাংলাদেশকে এগিয়ে নেবে শান্তি, সম্মান ও ঐক্যের পথে। 🇧🇩✨

তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)-এর একান্ত সাক্ষাৎকারের কিছু অংশ। সম্পুর্ন সাক্ষাৎকারের ভিডিও'টি কমেন্টে দেওয়া হল।





তরুণদের শক্তি ও মুরুব্বিদের জ্ঞানেই গড়ে উঠবে আগামীর ভবিষ্যৎএম. ফেরদৌস ইসলাম দেশে ফিরে আসার পর ২০১৭ সাল থেকে তরুণদের সঙ্গ...
08/11/2025

তরুণদের শক্তি ও মুরুব্বিদের জ্ঞানেই গড়ে উঠবে আগামীর ভবিষ্যৎ

এম. ফেরদৌস ইসলাম দেশে ফিরে আসার পর ২০১৭ সাল থেকে তরুণদের সঙ্গে নিয়ে কাজ করছেন — তবে কখনোই মুরুব্বিদের অভিজ্ঞতা, পরামর্শ নিতে ভুলে যাননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি সবসময় তরুণদের শক্তি ও ভাবনাকে সামনে রাখি, কিন্তু মুরুব্বিদের পরামর্শ, অভিজ্ঞতা ও চিন্তাচেতনা নিয়েই কাজ করি।”

তিনি আরও বলেন “আমি চাই, তরুণদের ৫০০ টাকা বা ২০০০ টাকা সাহায্য না দিয়ে তাদের জন্য চাকরির সুযোগ তৈরি করতে। কারণ, একটা চাকরি শুধু একজন তরুণকেই নয়, তার পুরো পরিবারকেই স্বচ্ছল করে তোলে।”

তিনি বিশ্বাস করেন "কর্মসংস্থানই উন্নতির চাবিকাঠি। একজন তরুণ যদি নিজের কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে, তাহলে সে তার পরিবারকেও নিরাপদ, সচ্ছল ও সম্মানজনক জীবনে রাখতে পারবে।"





মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি।• ...
07/11/2025

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সকলের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

• এম. ফেরদৌস ইসলাম (খোকন)
বিশিস্ট তরুণ ব্যাবসায়ি এবং সমাজসেবি
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের, ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল

06/11/2025

রাজনীতিতে সহনশীলতার গুরুত্ব কতটা?

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও মানবিক মূল্যবোধ কতটা প্রয়োজন?

সফল তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)-এর একান্ত সাক্ষাৎকার 💙





04/11/2025

তরুণদের ভবিষ্যৎ নিয়ে ভাবনা নিয়ে সফল তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)-এর একান্ত সাক্ষাৎকার 💙




শিল্পায়নের অঙ্গীকারে চাঁপাইনবাবগঞ্জে আলোচনায় ইঞ্জিনিয়ার খোকনচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়...
03/11/2025

শিল্পায়নের অঙ্গীকারে চাঁপাইনবাবগঞ্জে আলোচনায় ইঞ্জিনিয়ার খোকন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ফেরদৌস ইসলাম খোকন শিল্পায়ন ও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তরুণ ভোটারদের মন জয় করছেন। তাঁর উন্নয়নমুখী বার্তা ইতোমধ্যেই এলাকাজুড়ে আলোচনায়।

ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা ঘুরে দেখা গেছে, ইঞ্জিনিয়ার খোকনের প্রচারণা এখন ভোটারদের মুখে মুখে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে একটি পূর্ণাঙ্গ ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার। এর মাধ্যমে কৃষি ও শিল্প—দুই খাতেই কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদী তিনি।

ইঞ্জিনিয়ার ফেরদৌস ইসলাম খোকনের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে—

• শিল্পায়নের মাধ্যমে অর্থনৈতিক রূপান্তর
• আম ও ধান উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার
• তরুণদের জন্য দক্ষতা ও কর্মসংস্থানের ব্যবস্থা
• সুশিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠা

ইঞ্জিনিয়ার খোকন বলেন, “আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, একটি আত্মনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়া। এখানে শিল্প আসবে, কাজ আসবে, উন্নয়ন আসবে।”

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি স্থানীয় তরুণরাও তাঁর এই অঙ্গীকারে আশাবাদী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তরুণ ও প্রবাসী ভোটারদের মধ্যে খোকনের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে।

________________________________

সংবাদটি অবিকল নিউজ ওয়ান থেকে নেওয়া হয়েছে,
ধন্যবাদ NEWS1, বিস্তারিত নিউজের লিংক কমেন্টে।

02/11/2025

কঠিন সময়ের অভিজ্ঞতা নিয়ে সফল তরুণ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার এম. ফেরদৌস ইসলাম (খোকন)-এর একান্ত সাক্ষাৎকার 💙




Address

Rahanpur, Gomstapur, Chapainawabganj
Rajshahi
6320

Telephone

+8801934311439

Website

Alerts

Be the first to know and let us send you an email when M Ferdous Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to M Ferdous Islam:

Share

Category