Urmi blog

Urmi blog - বৃক্ষ তলে শুয়ে,তোমার দুঃখ ছুঁয়ে...
- ঘুম আসে না ঘুম ও স্বার্থপর...😔
(1)

শুভ সকাল ❤️
18/06/2025

শুভ সকাল ❤️

জিয়া উদ্যান , ঢাকা ..
17/06/2025

জিয়া উদ্যান , ঢাকা ..

- বাসায় এত এত হিজাব থাকতে ও ঘুরে ফিরে বার বার রেড হিজাব পড়তে চাওয়া আমার মন..😊😊
14/06/2025

- বাসায় এত এত হিজাব থাকতে ও ঘুরে ফিরে বার বার রেড হিজাব পড়তে চাওয়া আমার মন..😊😊

মেয়েরাও কাঁদে..কখনও নিজের জন্য,কখনও বাবা মার জন্য! কখনও আবার ভাই বোনের জন্য! কখনও ছেড়ে যাওয়া প্রিয় মানুষ টার জন্য.!ক...
12/06/2025

মেয়েরাও কাঁদে..
কখনও নিজের জন্য,কখনও বাবা মার জন্য! কখনও আবার ভাই বোনের জন্য! কখনও ছেড়ে যাওয়া প্রিয় মানুষ টার জন্য.!

কখনও নিজের বাড়ির জন্য! কখনও ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য! কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট রুম টার জন্য! কখনো নিজের আত্ম সম্মান রক্ষার জন্য! আর শেষমেশ নিকস অন্ধকারে!

মেয়েদের জীবন টা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো! কোথাও স্থায়ীভাবে থাকতে চাইলে ও থাকে না। কখনো বাবার বাড়িতে; কখনো শ্বশুর বাড়িতে..!!

কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে..!! কখনো বা বাস্তবতার তাগিদে যান্ত্রিকতার শহরে পড়ে থাকে...! একটা সময় জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে..!

মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়..! মেয়েদের জীবনে কোন কিছু ফিক্সড হয় না! মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট! কোন বাড়িটা তার নিজের! কোন পরিবারের নির্দিষ্ট সদস্য সে..!

তারপরও মেয়েরা চারপাশে সামলিয়ে বেঁচে থাকে.! কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে! নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য.! মেয়েরাও ভালো থাকতে চায়.! শান্তিতে বেঁচে থাকতে চায়..!!

জীবন একটা হলে-ও মেয়েদের জীবনের জন্ম আসে কয়েকবার.! কারো সুখের জন্ম ; কারো বিষাদের জন্ম.! জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা.! চুরমুর করে ভাঙ্গার অধিকার কেবল মেয়েদেরই..!!

জীবন তো একটা..! পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক তার প্রাপ্য সম্মান নিয়ে...!

আজ অনেক দিন পর মনে হচ্ছে, জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়েও গেলো, কিন্তু কেও আমাকে আমার মতো করে বুঝলো...
01/06/2025

আজ অনেক দিন পর মনে হচ্ছে, জীবনে অনেক মানুষ আসলো আবার শীতের কুয়াশার মতো হারিয়েও গেলো, কিন্তু কেও আমাকে আমার মতো করে বুঝলো না!

কেও আমার খারাপ দিক গুলো ছুড়ে ফেলে, ভালো দিক গুলো খুঁজে নিলো না কেও জানতে চাইলো না আমি কি চাই, কি পেলে আমি খুশি হবো! সবাই শুধু নিজের দিকটাই বুঝিয়ে গেলো!

আমার মনের চিৎকার কারো কানে বাজেনি! কেও কখনো এই শক্ত খোলস ভেঙ্গে, নরম আমি টাকে খুঁজে নেই নি।

এমন না যে আমার জীবনে খুব বেশি মানুষ আসেনি! আনকেই এসে; শুধু থাকেনি। থাকেনি কেও! মানুষ এসেছে, পাশে বসেছে, বিশ্বাস গড়ে তুলেছে, আশ্বাস দিয়েছে আজীবন থেকে যাওয়ার!!

তবে দিনে শেষে আমি কাওকে পাইনি আমার পাশে সময়ের সাথে সাথে সবাই বদলে গিয়েছে! চলে যাওয়ার সময় কারো মনে আমার জন্য বিন্দু মাত্র মায়া লাগেনি! প্রয়োজনে কাছে এসেছিলো, আর প্রয়োজন শেষে মেঘের মতো ভেসে চলে গিয়েছে বহু দূরে।

আমার মাথায় হাত রেখে কেও দুঃখ ভাগাভাগি করতে চাইনি কখনো! আমার চোখের কোণের জল দেখে কারো বুক কেপে উঠেনি! কেও কখনো আমাকে আমার মতো করে গ্রহণ করতে চাইনি!

অপবাদ দিয়েছে, অভিযোগ করে গিয়েছে দিনের পর দিন তবে কেও কখনো আমাকে আমার করে বুঝতে চাইনি..!

মেয়েরাও কাঁদে....মেয়েরাও কাঁদে কখনও নিজের জন্য,কখনও বাবা মার জন্য! কখনও আবার ভাই বোনের জন্য! কখনও ছেড়ে যাওয়া প্রিয় ...
29/05/2025

মেয়েরাও কাঁদে....

মেয়েরাও কাঁদে কখনও নিজের জন্য,কখনও বাবা মার জন্য! কখনও আবার ভাই বোনের জন্য! কখনও ছেড়ে যাওয়া প্রিয় মানুষ টার জন্য.!

কখনও নিজের বাড়ির জন্য! কখনও ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য! কখনো নিজের সাজানো চার দেয়ালের ছোট রুম টার জন্য! কখনো নিজের আত্ম সম্মান রক্ষার জন্য! আর শেষমেশ নিকস অন্ধকারে!

মেয়েদের জীবন টা হচ্ছে একটা ভাসমান নৌকার মতো! কোথাও স্থায়ীভাবে থাকতে চাইলে ও থাকে না। কখনো বাবার বাড়িতে; কখনো শ্বশুর বাড়িতে..!!

কখনো বৃদ্ধ বয়সে সন্তানের বাড়িতে..!! কখনো বা বাস্তবতার তাগিদে যান্ত্রিকতার শহরে পড়ে থাকে...! একটা সময় জীবনের শেষ নিশ্বাস ত্যাগ করে শেষ অবধি জায়গা হয় অন্ধকার ঘরে..!

মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয়..! মেয়েদের জীবনে কোন কিছু ফিক্সড হয় না! মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট! কোন বাড়িটা তার নিজের! কোন পরিবারের নির্দিষ্ট সদস্য সে..!

তারপরও মেয়েরা চারপাশে সামলিয়ে বেঁচে থাকে.! কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে! নিজের জন্য, নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য.! মেয়েরাও ভালো থাকতে চায়.! শান্তিতে বেঁচে থাকতে চায়..!!

জীবন একটা হলে-ও মেয়েদের জীবনের জন্ম আসে কয়েকবার.! কারো সুখের জন্ম ; কারো বিষাদের জন্ম.! জন্মান্তরে মেয়েরা চিরকালই শুকনো পাতা.! চুরমুর করে ভাঙ্গার অধিকার কেবল মেয়েদেরই..!!

জীবন তো একটা..! পৃথিবীর সকল নারীরা বেঁচে থাকুক তার প্রাপ্য সম্মান নিয়ে...!

Wish_me_Happy_Birthday_22_May_On_My_Special_Day_
21/05/2025

Wish_me_Happy_Birthday_
22_May_On_My_Special_Day_

19/05/2025
ম্যাচিউরিটির শেষ ধাপ হলো-মানুষ যা খুশি বলুক' নিজের খুশি আর মানসিক শান্তি সবার আগে!❤️🌸
16/05/2025

ম্যাচিউরিটির শেষ ধাপ হলো-মানুষ যা খুশি বলুক' নিজের খুশি আর মানসিক শান্তি সবার আগে!❤️🌸

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urmi blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share