
15/04/2025
আলহামদুলিল্লাহ🥰
মহান আল্লাহর অশেষ রহমতে আমার প্রথম বিদেশী ক্লাইন্ট( মালয়েশিয়ান) এর থেকে প্রথমবারের মতো ১৫০$ পেমেন্ট রিসিভ করেছি, যেটা আমার কাছে অতীব আনন্দের।যা বাংলাদেশি টাকায় ১৮,০০০ টাকা 💵🇧🇩।
গতকালকে মেহেদী ভাইয়াকে নক দিলাম, ভাইয়া আমার একটা ক্লায়েন্টের মিটিং করে দিতে হবে, সাথে হাসান ভাইকেও দিলাম। ঘটনাটা কাকতালীয় হলেও সত্যি মেহেদী ভাইয়া ছিল হসপিটালে , আর ফোন দিয়ে হাসান ভাইয়ের ঘুম ভাঙিয়েছিলাম। তারা কোন কাল বিলম্ব না করে বলার সাথে সাথে ক্লাইন্টকে জুমে নিয়ে এসে প্রায় 40 মিনিট এত সুন্দর করে ক্লাইন্টকে বুঝিয়েছে, সাথে whatsapp গ্রুপে one after another কনভারসেশন করে ক্লাইন্টকে ম্যানেজ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ ক্লায়েন্ট আজকে ১৫০$ পেমেন্ট করে দিয়েছে, মান্থলি প্রজেক্ট ছিল ২০০ ডলার প্রথম মাসের জন্য।
Biswas Mehedi Hasan ভাই & mahmudul hasan ভাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, শুধু এতোটুকুই বলবো ভালোবাসা নিয়েন ভাই।
ওই আল্লাহর পরে আপনারা দুইজন ছিলেন বলেই প্রথম বিদেশি ক্লায়েন্ট থেকে প্রথম প্রেমেন্ট রিসিভ করলাম ।
আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া রাখবেন যেন ভবিষ্যতে এই ধারাবাহিকতা বজায় রাখতে।
ইনশাআল্লাহ ❤️
কৃতজ্ঞতা
Multi Skill It Park
#আলহামদুলিল্লাহ_প্রথমপেমেন্ট
Note: Late post