NRN Tv

NRN Tv We provide update news and movies clip

10/08/2025

আইএবির দ্বিতীয় শী*র্ষ নে*তা মুফ*তী ফয়*জুল করী*ম বলেছিল, প্রতিটি দোকানে বাঁ*শের লা*ঠি রাখ*তে। চাঁ"দা নিতে আসলেই উ*ত্তম মাধ্য*ম দিয়ে দিতে। সদরঘাটে চাঁ*দা*বা*জ ক*র্মীরা এসে*ছে চাঁ*দা নিতে। সবা*ই লা*ঠি হাতে গণ*ধোলাই দি*য়ে দি*লো। মাশা-আল্লাহ 🖤🇧🇩

09/08/2025

এদেরকে কোন ভাষায় গা*লি দিলে ঠিক হবে! এখানে ধ*র্ম জি*জ্ঞা*সা করে মা*রা হ*চ্ছে! এরা বেশির*ভাগ এক*সাথে ১০-১৫ জন এক*ত্রিত হয়ে এক মাজ*লুমের উপর অ*ত্যা*চা*র করে! যত*বার এরকম ভি*ডি*ও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে ততবার এরা কা*পু*রু*ষে*র পরিচয় দিয়েছে।! এরা নিশ্চয়ই জা*রজ স*ন্তান আজ এদে*রকে কিছু না বলে বলে এরা মা*থায় উঠে পড়েছে

স্কুলভ্যান উ*ল্টে গেছে...ভেতরে ছোট ছোট বা*চ্চারা পড়ে আছে-ভী*ত কাঁপা চোখে চার পাশে তাকিয়ে আছে..আর বাইরে মানুষ দাড়িয়ে...কে...
09/08/2025

স্কুলভ্যান উ*ল্টে গেছে...
ভেতরে ছোট ছোট বা*চ্চারা পড়ে আছে-
ভী*ত কাঁপা চোখে চার পাশে তাকিয়ে আছে..
আর বাইরে মানুষ দাড়িয়ে...কে যেনো ভিডিও করছে, কেউ আবার ছবি তুলছে, কেউ লাইভে ব্যস্ত।
জীব*নটা কেমন হয়ে গেলো?
মান*বতা কি শুধু শব্দে বেঁ*চে আছে এখন?
একটি বারও কি ভাব*লেন,যদি ভেতরে আপনার সন্তা*নটা থাকতো?
একটিবারও কি মনে হলো,বাঁচা*নোর জন্য দৌড়ে যান?
আজকাল আমরা প্রতিটি মুহূর্ত ছবি তুলে রাখি,কিন্তু মানুষ হয়ে পাশে দাঁড়া*নোটা ভুলে যাই..
আসুন,একটু বদলাই।
ক্যামেরা নামিয়ে হাত বাড়িয়ে দেই,,,,ভেঙে পড়া শিশুটির পাশে দাঁড়াই...

মানুষ হয়ে বাচতে শিখি.....

09/08/2025

🥰🥰

এই ল*জ্জা মানব*জাতির ভাবলেই গায়ে কা*টা দেয়ভোর দুইটা নাগাদ ত্রি*পুরার তেলিয়া*মুড়া মহ*কুমার অন্ত*র্গত চাকমা ঘাটে এই ট্...
09/08/2025

এই ল*জ্জা মানব*জাতির ভাবলেই গায়ে কা*টা দেয়
ভোর দুইটা নাগাদ ত্রি*পুরার তেলিয়া*মুড়া মহ*কুমার অন্ত*র্গত চাকমা ঘাটে এই ট্রা*ক গাড়িটি দু*র্ঘট*না*গ্র*স্ত হয় এবং ভোর তিনটার মধ্যে দু*র্যো*গ মোকাবিলা কর্মীরা চলে আসে।

সকাল ছয়টা পর্যন্ত এই মিহির দেবনাথ জী*বিত ছিলেন কিন্তু তাকে ট্রা*ক থেকে বের করতে পারেনি। এক সময় রনে ভঙ্গ দিয়ে মৃ*ত্যু*র কোলে ঢলে পড়ে সে। হায়*রে মানব সভ্য*তা।

ছবি দেখে কী বুঝলেন কমেন্ট করেন,,,,
07/08/2025

ছবি দেখে কী বুঝলেন কমেন্ট করেন,,,,

লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁ*দা*বা*জির বিরু*দ্ধে নি*উজ করেছিল। এই মুহুর্তে লো*কটা ম*রে পড়ে আছে গা*জীপুর চৌরা*স...
07/08/2025

লোকটার একমাত্র অপরাধ, আজ বিকেলে সে চাঁ*দা*বা*জির বিরু*দ্ধে নি*উজ করেছিল।

এই মুহুর্তে লো*কটা ম*রে পড়ে আছে গা*জীপুর চৌরা*স্তায়।
হয়তো বিকেলেও লোকটা ভাবছিল, দেশটাকে উন্নত করবে, চাঁ*দাবা*জি বন্ধ করবে।
বিকেল থে*কে রাত হতে পারল না।

লোকটা খু*ন হয়ে গেল। একটা পরি*বার শে*ষ।
কা*রা করেছে, আমরাও জানি, আপনারাও জানেন।
কিন্তু কিছুই বলা যাবে না।

এক জা*হেলি*য়াত থেকে যে আবার কোন জাহে*লিয়াতে যাচ্ছি, আল্লাহই ভালো জানেন।

এক সময় নিজে কত স্ব*প্ন দেখতাম।এখন আর দেখি না। কেউ দেখতে চাই*লেও না করি।

আজকাল কাউকে আর ভালো কথা বলতে মন চায় না।
দেশ নিয়ে, রা*জনী*তি নিয়ে কেউ স্বপ্নের কথা বলতে আসলেই আমার ভ*য় হয়, আমি বলি, রা*ন ফরে*স্ট, রা*ন!!

আহারে এই ছোট্ট বাচ্চাদের উপর দিয়ে কি যাচ্ছে প্রিয় সহপাঠীদের হারিয়ে 😓 ১৫ দিন পর..,, গতকাল মাইলস্টোন কলেজে ক্লাস শুরু হয়েছ...
07/08/2025

আহারে এই ছোট্ট বাচ্চাদের উপর দিয়ে কি যাচ্ছে প্রিয় সহপাঠীদের হারিয়ে 😓 ১৫ দিন পর..,, গতকাল মাইলস্টোন কলেজে ক্লাস শুরু হয়েছে 😔

যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশবাসী 💔ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছ"য় মা"স পরই ওমান চ"লে যাই। তখন আমার সন্তা"ন তার মা"য়...
07/08/2025

যাদের হারিয়ে কাঁদছে পুরো দেশবাসী 💔

ওমান ফেরত বাহার বলেন, আমার বিয়ের ছ"য় মা"স পরই ওমান চ"লে যাই। তখন আমার সন্তা"ন তার মা"য়ের পেটে। সেই সন্তানকে আজ মা"ত্র একবার জড়িয়ে ধরার সুযোগ পেয়েছি। এখন মনে হ"চ্ছে কেন মেয়ে"টাকে আরেকটু আ"দর কর"লাম না। কেন আমার স্ত্রী"কে একটু জড়িয়ে ধর"লাম না। কেন আমার মা"কে জড়িয়ে ধর"লাম না।
সবকিছু এতো দ্রুত শে"ষ হয়ে যাবে ভাব"তেই পারিনি 😢

Pic collected

এদেরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা; ওবায়দুল কাদের কাকা🙂
05/08/2025

এদেরকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা; ওবায়দুল কাদের কাকা🙂

না ঠিক আছে🙂🙂
04/08/2025

না ঠিক আছে🙂🙂

"বিয়ের গাড়িতেই বরের মৃ"ত্যু"😭😭😭২ দিনের এই দুনিয়া।আজ আছি তো কাল নেই।মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্ত...
03/08/2025

"বিয়ের গাড়িতেই বরের মৃ"ত্যু"😭😭😭

২ দিনের এই দুনিয়া।আজ আছি তো কাল নেই।
মা পথ চেয়ে বসে ছিল ছেলে তার পুত্রবধু নিয়ে আসবে। কিন্তু ছেলে ফিরে আসল নি'থ'র দেহ হয়ে। 😭😭

সাজানো বিয়ের গাড়িতে ওঠার আগে শেষবারের মতো মাকে জ*ড়ি*য়ে ধরেন তিনি। পাশে ছিল আরও কয়েকটি গাড়ির ব*হ*র সবই কনের বাড়ির পথে যাত্রার জন্য প্রস্তুত।
কিন্তু কে জানতো, জীবনের সবচেয়ে সুখের এই মুহূর্তটিই হবে অমিতের জীবনের শে*ষ যা*ত্রা?
যাত্রা পথেই হঠাৎ অমিতের তী*ব্র শ্বা*স*ক*ষ্ট শুরু হয়। সঙ্গে থাকা স্বজনেরা দ্রুত তাকে হাস'পাতালের দিকে নিয়ে যান, আর কিছুক্ষণের মধ্যেই সবাইকে কাঁ*দি*য়ে না ফেরার দেশে চলে যান অমিত কুমার সরকার।

এই হৃদয়*বিদা*রক মৃ*ত্যু শুধু একটি প্রাণকেই নি*ভি*য়ে দেয়নি, ভে*ঙে দিয়েছে দুটি পরিবারের সব স্বপ্ন, সব প্রস্তুতি আর ভবিষ্যতের রঙিন ক্যান'ভাস। সদ্য বিয়ের সিঁদুর পরা কনের জন্য এ যেন এক অ*ন্ধ*কা*র পৃথিবীর দ্বার।

Address

Rajshahi
6201

Website

Alerts

Be the first to know and let us send you an email when NRN Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category