Rahat Ahamed

Rahat Ahamed আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। অসহায় মানুষ ও প্রাণীর পাশে থাকার চেষ্টা করি।

মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাইয়ের নতুন রেস্টুরেন্ট। জুয়েল ভাইয়ের নতুন রেস্টুরেন্টে সবাইকে স্বাগতম।
10/08/2025

মানবতার ফেরিওয়ালা জুয়েল ভাইয়ের নতুন রেস্টুরেন্ট। জুয়েল ভাইয়ের নতুন রেস্টুরেন্টে সবাইকে স্বাগতম।

Who Is he
10/08/2025

Who Is he

মানবতার দুই ফেরিওয়ালা একই সাথে। একজন আমাদের সিরাজগঞ্জের গর্ব আর একজন চট্টগ্রামের।
09/08/2025

মানবতার দুই ফেরিওয়ালা একই সাথে।
একজন আমাদের সিরাজগঞ্জের গর্ব আর একজন চট্টগ্রামের।

মামুন ভাইয়ের মত এমন মানবিক মানুষ সিরাজগঞ্জে এবং বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন।
07/08/2025

মামুন ভাইয়ের মত এমন মানবিক মানুষ সিরাজগঞ্জে এবং বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজন।

06/08/2025

হাল ছেড়ে দিও না,

আল্লাহ কাউকে নিরাশ করেন না, আল্লাহ উপর বিশ্বাস রাখো, সময় মতো সব আশা পূরণ হবে।
ইনশাআল্লাহ।♥️

ওমান থেকে ৩ বছর পর দেশে ফিরছেন তিনি। এতদিন পর বাড়ি ফেরা। প্রিয় মানুষ , বাড়ি, পথঘাট, বন্ধু-বান্ধব ঘিরে কত পরিকল্পনা!ফেরার...
06/08/2025

ওমান থেকে ৩ বছর পর দেশে ফিরছেন তিনি। এতদিন পর বাড়ি ফেরা। প্রিয় মানুষ , বাড়ি, পথঘাট, বন্ধু-বান্ধব ঘিরে কত পরিকল্পনা!
ফেরার আগে ফেসবুকেও লিখেছেন, 'স্বপ্ন যাবে বাড়ি আমার'। তিনি বাড়ি ফিরেছেন ঠিকই কিন্ত নিয়তির খেলায়,
মা-স্ত্রী, সন্তান সহ পরিবারের মোট ৭জনকে হারানোর অসহনীয় কষ্ট নিয়ে। উনার এ বেঁচে থাকা মৃ-ত্যুর মতই!

জীবনের সুখ-আনন্দ খুবই অনিশ্চিত। এ মানুষটা কি একবারও ভেবেছিল এমন একটা দিন তার জন্য অপেক্ষা করছে!!
আল্লাহ নিহতদের জান্নাত দান করুন এবং প্রবাসী ভাইকে সবরে জামিল নসিব করুন, আমিন।

06/08/2025
05/08/2025

📵আমি ৫ তারিখেও স্বাধীন ছিলাম না , ৬ তারিখেও স্বাধীন হই নাই , আমি বিবাহিত পুরুষ ; আমার স্বাধীনতা কেবল উনি ঘুমায় থাকলে বা সে কোন কাজের জন্য বের হয়ে গেলে! অথবা তার সাথে সমন্বয় করে চলতে পারার মধ্যে সীমাবদ্ধ!

একটি অসাধারণ উদ্যোগস্বচ্ছ মসজিদের পথে এক ধাপ এগিয়ে কেন্দ্রীয় জামে মসজিদ, সিরাজগঞ্জআজকের যুগে স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন...
04/08/2025

একটি অসাধারণ উদ্যোগ
স্বচ্ছ মসজিদের পথে এক ধাপ এগিয়ে
কেন্দ্রীয় জামে মসজিদ, সিরাজগঞ্জ

আজকের যুগে স্বচ্ছতা ও জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিরাজগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে লাগানো হয়েছে একটি QR কোডযুক্ত স্টিকার, যা স্ক্যান করলেই দেখা যাবে মসজিদের আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব।

মসজিদের হিসাব সবার জন্য উন্মুক্ত

এমন প্রযুক্তিনির্ভর এবং দায়বদ্ধতা-সম্পন্ন পদক্ষেপ আমাদের প্রত্যেকটি মসজিদে গ্রহণ করা উচিত।

অসহায় মানুষদের পাশে থাকার জন্য মামুন ভাইকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আপনার মত মানুষ সিরাজগঞ্জে আরো প্রয়োজন।
04/08/2025

অসহায় মানুষদের পাশে থাকার জন্য মামুন ভাইকে সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। আপনার মত মানুষ সিরাজগঞ্জে আরো প্রয়োজন।

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share