Rahat Ahamed

Rahat Ahamed আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। অসহায় মানুষ ও প্রাণীর পাশে থাকার চেষ্টা করি।

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,আজ তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। প্রথমেই, তোমাদ...
10/07/2025

প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আজ তোমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে। প্রথমেই, তোমাদের সবাইকে জানাই শুভকামনা ও আগাম অভিনন্দন।

এই ফলাফল তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও আত্মত্যাগের প্রতিফলন—তবে এটি জীবনের একমাত্র মাপকাঠি নয়। কেউ কাঙ্ক্ষিত ফল পাবে, কেউ পাবে না—তাই বলে হতাশ হবার কিছু নেই। মনে রাখো, জীবনের প্রকৃত সাফল্য নির্ধারণ হয় ধৈর্য, সততা ও চেষ্টা দিয়ে।

🔹 ভালো রেজাল্ট করলে গর্ব করো, কিন্তু অহংকার কোরো না। এই সাফল্য ধরে রাখতে হবে ভবিষ্যতেও।
🔹 যারা প্রত্যাশিত ফল পায়নি, তারা ভেঙে পড়ো না। এটা শেষ নয়, বরং নতুনভাবে ঘুরে দাঁড়ানোর শুরু। আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে সামনের পথ গড়তে হবে।

🎯 জীবনের প্রতিটি ধাপেই চ্যালেঞ্জ থাকবে। শিক্ষাকে জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করো। নিজের লক্ষ্যে স্থির থেকো এবং কখনো হাল ছেড়ো না।

তোমাদের আগামী পথ হোক আরও উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত।
সবার জন্য রইলো আন্তরিক দোয়া ও ভালোবাসা।

07/07/2025
কেমন
07/07/2025

কেমন

07/07/2025

I got over 1,000 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

আলহামদুলিল্লাহ Good time. Friends Fast Food
03/07/2025

আলহামদুলিল্লাহ
Good time. Friends Fast Food

পুরুষ সস্তা নয় পুরুষ দায়িত্বশীল 😭
03/07/2025

পুরুষ সস্তা নয় পুরুষ দায়িত্বশীল 😭

৫ লাখ রিয়েক্ট পড়লে ছবির ইনকাম ফলোয়ারদের দিবো,  না পড়লে আমার থাকবে।
01/07/2025

৫ লাখ রিয়েক্ট পড়লে ছবির ইনকাম ফলোয়ারদের দিবো, না পড়লে আমার থাকবে।

01/07/2025

নেতা

01/07/2025

আলহামদুলিল্লাহ, OrdhekDeen.com এর মাধ্যমে ২৪০০ বিবাহ পূর্ণ হয়েছে। ক্বারী, হাফেজ, আলেম পাত্রপাত্রী সন্ধানে পেজটি ফলো করে রাখুন।

প্লিজ কেউ টাকা পাঠাবেন না। আলহামদুলিল্লাহ প্র'তি'ব'ন্ধী আছিয়ার জন্য ১ লক্ষ ৫ হাজার টা'কা'র ব্যবস্থা হয়েছে। সব টাকার হিসা...
29/06/2025

প্লিজ কেউ টাকা পাঠাবেন না। আলহামদুলিল্লাহ
প্র'তি'ব'ন্ধী আছিয়ার জন্য ১ লক্ষ ৫ হাজার টা'কা'র ব্যবস্থা হয়েছে।

সব টাকার হিসাব:
আলহামদুলিল্লাহ আনিসুর ভাই ৬ হাজার টাকা +সোহাগ ভাই ৫ হাজার ১৫০ টাকা+সালেহ ভাই ৩ হাজার ১৫ টাকা+পরিচিত ভাই ১৭৫৫ নাম্বার থেকে ৩ হাজার টাকা +৩৫৪৫ নাম্বার থেকে ১ হাজার টাকা +ব্যাংকে টান্সফার ৫০০ টাকা+ ব্যাংকে ট্রান্সফার ২০ টাকা+৭৯১৬ নাম্বার থেকে ১৫০ টাকা+৮১২১ নাম্বার থেকে ২০ টাকা+১০০১ নাম্বার থেকে ১০ টাকা+২৭৫২ নাম্বার থেকে ১০০ টাকা+৭৬১২ নাম্বার থেকে ১০০ টাকা+২৯৯৮ নাম্বার থেকে ১৫০ টাকা+৩৩৮২ নাম্বার থেকে ৪ টাকা+ইতি আপু ১০০ টাকা+৭০০১ নাম্বার থেকে ৩০০ টাকা+৯৭৮৩ নাম্বার থেকে ৫০ টাকা+৬৫৮৯ নাম্বার থেকে ২০০ টাকা+২৮৮৫ নাম্বার থেকে ২০০ টাকা+০২৩০ নাম্বার থেকে ৩০ টাকা+রেমিট্যান্স ৩১৩ টাকা+৩৫০০ নাম্বার থেকে ৫০ টাকা+১০৮০ নাম্বার থেকে ২০ টাকা+৯২২৮ নাম্বার থেকে ২০ টাকা+ব্যাংক টু বিকাশ ৫০০ টাকা+২৮৮৩ নাম্বার থেকে ৩১০ টাকা+৯৫৫৭ নাম্বার থেকে ৫০০ টাকা+৬০২২ নাম্বার থেকে ৫০ টাকা+৯৩৮৬ নাম্বার থেকে ৫০ টাকা+৫৮৬১ নাম্বার থেকে ১০০ টাকা+১৮৩২ নাম্বার থেকে ১০০ টাকা+৫৮০২ নাম্বার থেকে ২০ টাকা+৬৪৪৫ নাম্বার থেকে ১০০ টাকা+৭৩৫০ নাম্বার থেকে ১০০ টাকা+৮৪১১ নাম্বার থেকে ১০ টাকা+২৮৮৫ নাম্বার থেকে ৩০ টাকা+৯২৪৯ নাম্বার থেকে ১০ টাকা+১২১২ নাম্বার থেকে ৬০ টাকা+৪২৪৯ নাম্বার থেকে ২০০ টাকা+
২৯৩৯ নাম্বার থেকে ৫০০ টাকা+১৮০৪ নাম্বার থেকে ৩০ টাকা+৩৭৬৭ নাম্বার থেকে ৫০ টাকা+৮৭৬৮ নাম্বার থেকে ৩১০ টাকা+৬৩৩৩ নাম্বার থেকে ৫০ টাকা+৩২৪৫ নাম্বার থেকে ১০০ টাকা+৫০৫০ নাম্বার থেকে ১০০ টাকা+৩৪৩০ নাম্বার থেকে ১০০ টাকা+৬৮৭৮ নাম্বার থেকে ৪২ টাকা+এড ম্যানি ১০০ টাকা+৮০২৬ নাম্বার থেকে ১০০ টাকা+৪০২০ নাম্বার থেকে ২০০ টাকা+২৭১৭ নাম্বার থেকে ১০০ টাকা+৭৬২৮ নাম্বার থেকে ২০ টাকা+১৯১৫ নাম্বার থেকে ১৯৫ টাকা+৭৫২০ নাম্বার থেকে ২০ টাকা+৪৪৭৪ নাম্বার থেকে ৮৫ টাকা+৯৯৮০ নাম্বার থেকে ১০০ টাকা+৫৮৭০ নাম্বার থেকে ১০০ টাকা+৪৩৯৯ নাম্বার থেকে ২০ টাকা+২০২৯ নাম্বার থেকে ১ হাজার টাকা + আনোয়ার পারভেজ ভাই ১ হাজার টাকা + সোমা আপু ২ হাজার টাকা +রহমত ভাই ১ হাজার ৫ টাকা + তারেক ভাই ১ হাজার টাকা +৮৪১০ নাম্বার থেকে ৫০ টাকা+৬৭৮৭ নাম্বার থেকে ৩০ টাকা+৯১৪৪ নাম্বার থেকে ১০০ টাকা+৮৩৮৮ নাম্বার থেকে ৫০ টাকা+৯৫৯৮ নাম্বার থেকে ২০ টাকা+৫৪৬২ নাম্বার থেকে ৫০ টাকা+ব্যাংক টু বিকাশ ৭০ টাকা+৯৫৫৮ নাম্বার থেকে ২০০ টাকা+রেমিট্যান্স ৩১২ টাকা+৫৯৯৫ নাম্বার থেকে ১৫ টাকা+৯৭৮৪ নাম্বার থেকে ৫০ টাকা+০৫৬৪ নাম্বার থেকে ১ হাজার টাকা+৩৪২৭ নাম্বার থেকে ৫০ টাকা+৮০৬৭ নাম্বার থেকে ৬০ টাকা+ব্যাংক টু বিকাশ ৮০ থেকে ৫০০ টাকা+৬৩৮৪ নাম্বার থেকে ১০০ টাকা+৫৬৯০ নাম্বার থেকে ৫০০ টাকা+২৪৫৯ নাম্বার থেকে ৫০ টাকা+৭২৬৬ নাম্বার থেকে ৫০ টাকা+৪১৩৫ নাম্বার থেকে ১৫০ টাকা+৮৮০৫ নাম্বার থেকে৷২০ টাকা+৭৯৬৭ নাম্বার থেকে ১৫০ টাকা+১১৭৮ নাম্বার থেকে ৪৫ টাকা +৮৫৫১ নাম্বার থেকে ৫০ টাকা+৩৩৯৬ নাম্বার থেকে ৩০০ টাকা + নাম প্রকাশে অনিচ্ছুক পরিচিত ভাই ৫ হাজার ৫০ টাকা+ নাহিদ হাসান ভাই ৫ হাজার টাকা + মমতাজ আপু ২ হাজার ১০ টাকা +আবিদ চৌধুরী ১ হাজার ২০ টাকা+আরিফ ভাই ১ হাজার টাকা +৫৫৮৪ নাম্বার থেকে ২০০ টাকা+৩০৫০ নাম্বার থেকে ১০ টাকা+০৭৩৯ নাম্বার থেকে ৮ টাকা+০৫৪৫ নাম্বার থেকে ৫০ টাকা+০১৭৯ নাম্বার থেকে ৫০ টাকা+১১২৩ নাম্বার থেকে ১০০ টাকা+৫৮৫০ নাম্বার থেকে ৫০ টাকা+৫৯৫৫ নাম্বার থেকে ৫০০ টাকা+৬২০০ নাম্বার থেকে ১০ টাকা+৯৩২৪ নাম্বার থেকে ৫০ টাকা+২৪৬৮ নাম্বার থেকে ৫০০ টাকা+৩৫১৭ নাম্বার থেকে ১০ টাকা+৮৮৮০ নাম্বার থেকে ২০০ টাকা+৬১১৪ নাম্বার থেকে ১০০ টাকা+১৫০৭ নাম্বার থেকে ৫০ টাকা+৪৩৯৬ নাম্বার থেকে ৪০ টাকা+৯৬৫০ নাম্বার থেকে ৫০ টাকা+০৬৯৯ নাম্বার থেকে ৫০ টাকা+৭৪৫৩ নাম্বার থেকে ১১০ টাকা+৩৯৮০ নাম্বার থেকে ৫০ টাকা+রেমিট্যান্স ৫১১ টাকা+রেমিট্যান্স ৩৫৮ টাকা+ব্যাংক টু বিকাশ ১০০ টাকা+৫০৫০ নাম্বার থেকে ৫০ টাকা+২৫৪০ নাম্বার থেকে ৫০০ টাকা+৪৫৫৫ নাম্বার থেকে ৫০ টাকা+৩৫৯৬ নাম্বার থেকে ৫০ টাকা+৪৫৪০ নাম্বার থেকে ৫০ টাকা+৩৪৭৮ নাম্বার থেকে ৫০ টাকা+৪২৬৬ নাম্বার থেকে ১০০ টাকা+রেমিট্যান্স ৩৭৫ টাকা+রেমিট্যান্স ৩০৭ টাকা + শাহরিয়ার ভাই ব্যাংকে ১২ হাজার ৪৭২ টাকা + কাজল ভাই ২ হাজার টাকা +ময়নুল ভাই ২ হাজার ১০ টাকা+৬২৫২ নাম্বার থেকে ৭৫ টাকা+১০৫৬ নাম্বার থেকে ২০ টাকা+৫৯১৭ নাম্বার থেকে ৫০ টাকা+৬৮৭৭ নাম্বার থেকে ১০০ টাকা+১৪৩২ নাম্বার থেকে ১০০ টাকা+৬৩৯৭ নাম্বার থেকে ১৫ টাকা+৮৫৯২ নাম্বার থেকে ১০ টাকা+৪৯৭৬ নাম্বার থেকে ১০০ টাকা+৯৫৯৮ নাম্বার থেকে ১০ টাকা+৬৫৪৫ নাম্বার থেকে ১ হাজার টাকা +১১৩১ নাম্বার থেকে ৫০০ টাকা+৪২৬৬ নাম্বার থেকে ১০০ টাকা+৮৪১২ নাম্বার থেকে ২০০ টাকা+৪৩৪৩ নাম্বার থেকে ২০০ টাকা + শামীমা দেওয়ান আপু ব্যাংকে ৩২ হাজার টাকা + সুইটি আপু ১ হাজার ১০ টাকা+৬৩১৮ নাম্বার থেকে ২০০ টাকা+১৯৯৯ নাম্বার থেকে ২০০ টাকা+১৪৮৪ নাম্বার থেকে ১০০ টাকা+রেমিট্যান্স ৭৩২ টাকা পাঠিয়েছেন

মোট ১ লক্ষ ৫ হাজার ৫১১ টাকা।

বিস্তারিত:
প্র'তি'ব'ন্ধী মেয়েকে গ'লা'য় দ'ড়ি দিয়ে বেঁ'ধে রে'খে অ'স'হা'য় মা গ্রামে ছুটে চলেন খাবারের আশায়।

জন্মগত প্র'তি'ব'ন্ধী আছিয়া । কথা বলতে পারেন না।
তার মা ঝালেকা বেগম প্রতিদিন ভোরে মেয়েকে গ'লা'য় দ'ড়ি দিয়ে বেঁ'ধে রে'খে এক গ্রাম থেকে আরেক গ্রামে ছুটে চলেন খাবার ও সাহায্যের আশায়। ফিরেন বিকালে তার পর রান্না, মেয়েকে গোছল খাওয়ানো সব কাজ এক হাতে করতে হয়।

দরিদ্র হওয়ায় মেয়েকে ঠিকমত ভাল খাবারও মুখে তুলে দিতে পারে না। মেয়েকে এভাবে রেখে বাহিরে যেতে তার ও অনেক খারাপ লাগে। তিনি মা'রা গেলে মেয়ের কি হবে চোখ মুছতে মুছতে কথা গুলো বলছিলেন ঝালেকা বেগম।

তিনি আরো বলেন আপনারা সবাই মিলে যদি কিছু ছাগল ও খাদ্যসামগ্রীর ব্যবস্থা করতেন তাইলে আর আমি বাহিরে যাওয়া লাগবে না। তাইলে মেয়েকে নিয়ে সারাদিন বাড়িতে থাকতে পারবো। আছিয়ার ভাতা কার্ড আছে। ২০১৯ সালে তাদের একটা ঘর দিয়েছিলাম।

ধন্যবাদান্তে
মামুন বিশ্বাস

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahat Ahamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share