04/06/2025
প্রেস বিবৃতি
তারিখ: ৪ জুন ২০২৫
ছাত্র ফেডারেশনের নেতৃত্বের নামে ছাত্র শিবিরের আইনি নোটিশের নিন্দা বাংলাদেশ ছাত্র ফেডারেশেনের
জুলাই অভ্যুত্থানের পর হামলা-মামলার পুরানো সংস্কৃতি ছাত্রসমাজ বরদাশত করবে না
আজ ৪ জুন ২০২৫, বুধবার, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এক যৌথ বিবৃতিতে ছাত্র ফেডারেশনের ৪জন নেতৃত্বের নামে (বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্পাদক সাকিবুর রনি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আইনি নোটিশ পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর ছাত্র-জনতা প্রত্যাশা করেছিলো সকল পক্ষ ভিন্নমত স্বত্বেও একটি গণতান্ত্রিক সংস্কৃতি ও সহবস্থানের অলিখিত বিধান মেনে চলবে। আমাদের অনেক দ্বিমত থাকবে কিন্তু তার প্রকাশ হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম, রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলা-মামলার সংস্কৃতি আর ফেরত আসবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচীতে হামলার মধ্য দিয়ে তারা সেই অলিখিত বিধান ভঙ্গ করেছে। ছাত্র শিবিরের বিভিন্ন পযায়ের বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা সেসকল হামলায় অংশগ্রহণ করেছে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, “শিবিরের এই তৎপরতা আবারো প্রমাণ করে- তারা জুলাই গণঅভ্যূত্থানে সৃষ্ট ঐক্যে ফাটল ধরাতে ভূমিকা পালন করেছে। যেমনটা তাদের পূর্বসূরীরা ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করে গোটা জাতির সাথে প্রতারণা করেছিল! আমরা দেখেছি- বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিবিরের নেতা-কর্মীরা নিজেদের পরিচয় গোপন করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের আশ্রয়ে থেকে পুষ্টি নিয়েছে। যারা নিজেদের রাজনৈতিক অবস্থান জাতির সামনে প্রকাশ করার সাহস রাখে না তারা এখন ফ্যাসিবাদের বিরুদ্ধে সদা লড়াকু সংগঠন ছাত্র ফেডারেশনের নামে বিশদগারের ঔদ্ধত্য দেখাচ্ছে। শিবিরের এখনকার তৎপরতা বিগত ফ্যাসিবাদের গনবিরোধী কার্যকলাপের সাথে মিলে যাচ্ছে। তাদের পরোক্ষ ইন্ধনে বিভিন্ন ভুঁইফোর ব্যানারে দেশের বিভিন্ন প্রান্তে ভিন্ন মতাবলম্বি শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে।”
নেতৃবৃন্দ আরো বলেন, “৭১' ও ২৪' গণশত্রুদের বিচারিক প্রক্রিয়ায় উপযুক্ত শাস্তি ও জাতীর কাছে ক্ষমা প্রত্যাশা ছাড়া নতুন বাংলাদেশে তাদের কোন জায়গা হবে না। আমরা আশা করি, ছাত্র শিবির তাদের গুপ্ত সাংগঠনিক কর্মপদ্ধতি এড়িয়ে ছাত্রলীগের দেখানো হামলা ও মামলার মতো নিপীড়নমূলক ঐতিহ্যের অনুসারী না হয়ে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার পথ গ্রহন করবে। পাশাপাশি তারা ফ্যাসিবাদবিরোধি লড়াইয়ের ভ্যানগার্ড ছাত্র ফেডারেশনসহ অপরাপর গণতন্ত্রকামী সংগঠনগুলোর বিরুদ্ধে মিথ্যা হয়রানী ও বিদ্বেষমূলক প্রচারনার পথ পরিহার করবে। তাদের মনে রাখতে হবে জুলাইয়ের অভ্যুত্থানের হাজারো শহীদের আত্মত্যাগের পর হামলা-মামলার পুরানো সংস্কৃতি ছাত্রসমাজ বরদাশত করবে না।”
বার্তা প্রেরক
অনুপম রায় রূপক
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন