The Akhi Approach

The Akhi Approach I’m Akhi Rahman, sharing style tips and daily inspiration for a fulfilling life. Thanks for watching.
(1)

অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম
29/07/2025

অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম

01/04/2025
12/10/2024

রতন টাটা'রা ভারতে জন্মে, ভারতে ব্যবসা করে, ভারতে মারা যায়।
আমাদের টাটা'রা বাংলদেশে জন্মে, কানাডায় বাড়ি করে, মারা যায় ব্যাংককে।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
08/10/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

25/09/2024

Dr Yunus Sir এর ৩ দিনের সংক্ষিপ্ত নিউ ইয়র্ক সফরে যাদের সাথে bilateral মিটিং করবেন:
১) আমেরিকান প্রেসিডেন্ট Biden
২) আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী Blinken
৩) জাতিসংঘের মহাসচিব
৪) জাতিসংঘের মানবাধিকার প্রধান
৫) ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট
৬) বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট
৭) USAID administrator
৮) নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী
৯) পাকিস্তানের প্রধানমন্ত্রী
১০) নেপালের প্রধানমন্ত্রী
১১) ইতালির প্রেসিডেন্ট
১২) কুয়েতের crown prince
১৩) চীনের পররাষ্ট্রমন্ত্রী

Dr Yunus এর আন্তর্জাতিক অঙ্গনে সম্মান ও গ্রহণযোগ্যতা বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। ছোটখাটো বিষয়ে অভিযোগ অনুযোগ না করে এই মানুষটিকে সবাই মিলে সাহায্য করেন আমাদের দেশটাকে সঠিক পথে নিয়ে আসতে। উনি ৮৪ বছরের বয়স্ক মানুষ। বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে তার পাওয়ার কিছুই নাই। সম্মান, পরিচিতি, খ্যাতি, টাকা তার সবই আছে। আমাদের দেশকে উনি দিতে পারেন অনেক কিছু যদি আমরা ফালতু বিষয় নিয়ে বিতর্ক না করে, নিজেদের মধ্যে ভেদাভেদ বাদ দিয়ে তাঁকে একটু সহযোগিতা করি। এমন সুযোগ এই জাতির জীবনে নিকট ভবিষ্যতে আর আসবেনা!

আমাদের দেশ এই মুহূর্তে পৃথিবীর একমাত্র দেশ যার সরকার প্রধান একজন নোবেল laureate। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে Dr Yunus যখন বক্তৃতা দিতে দাঁড়াবেন, টিভির পর্দায় চোখ রাখুন; আমার বিশ্বাস যে সারা পৃথিবীর সরকার প্রধানরা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লম্বা সময় নিয়ে হাত তালি দিয়ে উনাকে সম্মান জানাবে। আমাদের দেশ, আপনি, আমি আমরা সবাই এই অনন্য সম্মানের অংশীদার!

16/09/2024

শুভ জন্মদিন
মুসলিম জাহানের কলিজার টুকরা আমার প্রিয় নবী
হযরত মোহাম্মদ(সাঃ) (ﷺ)
আলহামদুলিল্লাহ্

15/09/2024

সীমানা জুড়ে পাঁচিল তুলেছো
উঠোন করেছো আঁটো ।
বাইরে রেখেছো ইয়া বড়ো গেট
মনের দরজা খাটো ।

যতদিন ছিলো হাঁড়িগুলো বড়ো
পিসি কাকা কাকিমাতে ,
হাসিতে গল্পে দিন কেটে যেতো
ঝোলে ঝালে আলু ভাতে ।

পাশাপাশি বাড়ি বোঝাই যেতো না
কার সীমা কত দূর ।
এ বাড়ির গান উঠোন পেরিয়ে
ও বাড়ি তুলতো সুর ।

এ বাড়ির গাছে ফুল ফল হলে
ও বাড়িতে যেতো আধা ।
হেঁসেলের ঘরে চিনি কম হলে
চেয়ে আনা ছিলো বাঁধা ।

এ বাড়ির খুড়ো ও-বাড়ি চা খেতো
ও বাড়ির খুড়ো ভাত ।
এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে
ও বাড়ি বাড়াতো হাত ।

আজকে সবার বড়ো বড়ো বাড়ি
পাঁচিলে লাগানো কাঁচ ।
এ বাড়ির কারো হৃদয় ভাঙলে
ও বাড়ি পায়না আঁচ ।

বড়ো বাড়ি আর ছোটো পরিবার
চেয়েছিলো বুঝি তারা ।
এ বাড়িতে কেউ মারা গেলে তাই
ও বাড়ি দেয়না সাড়া ।

'ইচ্ছে কথা' ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

05/09/2024

আমার স্বরবর্ণ তুমি
বিরহী কাব্য তুমি,
কবিতা লেখার শব্দ তুমি
তিমির রাতের জ্যোতি তুমি।
ক্ষণজন্মা এ জীবনে তুমি আমার সুখ,
তুমিহীনা থাকব একা, চলব একা
এর চেয়ে হয়নাকো বড় কোন দুঃ'খ।
তুমি আমার প্রারম্ভিকা, তোমাতেই শেষ
তোমাতে আমি বিভোর আসক্ত
আ'মৃ'ত্যু আমি তোমারই প্রাণসখা।😍😍😍

05/09/2024

“মানুষ মাঝে মাঝে এমন পর্যায়ে চলে যায় যখন খোঁদাতালা তাকে হেদায়েত দেয়া বন্ধ করে দেয়।আপনে ভীত হন,এই পর্যায়ে যেয়েন না যেখানে আল্লাহ আপনাকে হেদায়েত দেয়া বন্ধ করে দিবে”

Address

Padma Residence
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Akhi Approach posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share