Digital Image

Digital Image A Unique Multimedia studio For the Graphic Design, Photography, Audio-video recording, Digital Print & Offset print. For details Call : 01712100955

বাজার দরশুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪রাজশাহী নগরীর বিভিন্ন বাজার দর।কাঁচামরিচ ২০০ টাকা দেশি পেঁয়াজ ১২০ টাকা আমদানি পেঁয়াজ ১০০...
01/12/2024

বাজার দর
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
রাজশাহী নগরীর বিভিন্ন বাজার দর।
কাঁচামরিচ ২০০ টাকা
দেশি পেঁয়াজ ১২০ টাকা
আমদানি পেঁয়াজ ১০০ টাকা
আলু ৫৫ টাকা
শিম, গাজর ও টমেটো ছাড়া প্রায় সবজি ৪০-৭০ টাকায় নেমেছে।
বেগুন ৫০ টাকা,
করলা ৪0,
পটোল, ঢ্যাঁড়স, ধুন্দুল, ঝিঙা ৩০-৪০ টাকা।
মুলা, পেঁপে ৪০, শসা ৮০,
বরবটি, কচুর মুখি ৬০-৭০ টাকা।
টমেটো, গাজরের কেজি ১৩০-১৫০ টাকা,
লাউ ৪০ টাকা,
চালকুমড়া ৬০ টাকা
মিষ্টি কুমড়া ৫০
চিচিঙ্গা ৪০
ঢেঁড়স ৪০,
পুঁইশাক ৪০ টাকা,
লাল শাক ৬০ টাকা
পালং ও পাটশাক ১০-১৫ টাকা আঁটি।
সাহেববাজারের সবজি বিক্রেতাদের প্রদত্ত তথ্য অনুসারে, সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দাম কেজিতে কমেছে ১০-২০ টাকা। শুক্রবার বলে বাজারে সবজির গ্রাহক বেশি হওয়ায় খুব তাড়াতাড়ি সবজি শেষ হয়ে গেছে।
নগরীর মুদি দোকানিরা বলেন, আদার কেজি ২৮০-৩০০ টাকা ও রসুন ২০০-২৩০ টাকা কেজি, মসুর ডাল ১২৫-১৩৫, ছোলা ১১০-১১৫, এক লিটার সয়াবিন তেল ১৬৫ ও পাঁচ লিটার ৮০০-৮১০, চিনির কেজি ১৩০-১৩৫ ও দেশি লাল চিনি ১৬০-১৭০ টাকায় বিক্রি করা হয়। তবে চালের দাম কমেনি বলে জানিয়েছেন দোকানিরা।
নাজিরশাইল চালের কেজি ৭৮ টাকা
মিনিকেট ৭০-৭২ টাকা
আটাশ চাল ৫৫-৫৮ টাকা
মোটা চাল ৫২-৫৫ টাকা।
গত সপ্তাহের মতো বাজার দর ছিল
ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা,
সোনালি ২৩০ টাকা
দেশি মুরগির কেজি ৫০০-৫৫০ টাকা
পাতিহাঁস ৪০০ টাকা কেজি
গরুর মাংস ৭৫০
খাসির মাংস ১,০৫০/১,১০০ টাকা।
মাছ ও মাংসের দাম আগের মতো থাকলেও ডিমের দাম বাড়তি ছিল।
সাদা ডিম ৪৬ টাকা হালি
লাল ডিম ৫০ টাকা হালি
গত কয়েক সপ্তাহ থেকে মাছের বাজার বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। মাছের দাম কমেনি। অন্য বছরের চেয়ে এবার ইলিশের সরবরাহ কম। এ জন্য দাম কমছে না।
এক কেজির বেশি ওজনের ইলিশ ১,৫০০/- থেকে ১,৬০০/- টাকা
এক কেজির কম ১,০০০/- থেকে ১,৩০০ টাকা।
রুই, কাতলা আকার ভেদে ৩০০-৬৫০ টাকা কেজি,
চিংড়ি ৫০০/-থেকে ১,৪০০/- টাকা কেজি।
ট্যাংরা ৬০০/- থেকে ১,২০০/- টাকা,
কাচকি, মলা মাছ ৫০০/-৭০০/-
তেলাপিয়া ১৮০/- থেকে ২৫০/-
শিং মাছ ৫০০/- থেকে -৭০০/-
মাগুর ৬০০/-
কই মাছ ৪০০/- থেকে ৬০০/- টাকা
পাবদা ৪০০/- থেকে ৫০০/- টাকা
সিলভার ২৫০/- থেকে ৩০০/- টাকা
পাঙ্গাস ৩০০/- টাকা কেজি।

কথাটা সত্যি- যে দান করার সময় সেলফি তোলে সে শুধুই বিজ্ঞাপনদাতা।  এই সকল দান কার্যক্রমের মাঝে সেবার মনোভাব এর চেয়ে নিজেকে ...
08/10/2024

কথাটা সত্যি- যে দান করার সময় সেলফি তোলে সে শুধুই বিজ্ঞাপনদাতা। এই সকল দান কার্যক্রমের মাঝে সেবার মনোভাব এর চেয়ে নিজেকে জাহির করার প্রবনতা বেশি পরিলক্ষিত হয়।

১১ সেপ্টেম্বর: ইতিহাসের এক কালো অধ্যায়আজ থেকে ২৩ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হা...
11/09/2024

১১ সেপ্টেম্বর: ইতিহাসের এক কালো অধ্যায়

আজ থেকে ২৩ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা বিশ্ববাসীর জন্য এক চরম আতঙ্কের দিন হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। এই ঘটনায় প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারায়, যা আধুনিক যুগের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।

সকালের দিকে চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের দ্বারা হাইজ্যাক করা হয়। দুটি বিমান নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত করে। প্রথম বিমানটি সকাল ৮:৪৬ মিনিটে উত্তর টাওয়ারে এবং দ্বিতীয়টি ৯:০৩ মিনিটে দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। এরপর, মাত্র এক ঘণ্টার মধ্যে দুটো টাওয়ারই ভেঙে পড়ে, যা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে।

একই সময়ে, তৃতীয় বিমানটি আঘাত হানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে, এবং চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়, যখন যাত্রীরা হাইজ্যাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

এই হামলায় প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু ঘটে, যা যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে একটি অভূতপূর্ব শোকের মুহূর্ত তৈরি করে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশাপাশি আশপাশের বেশ কিছু ভবন ধ্বংস হয় এবং বড় পরিসরে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় যুক্তরাষ্ট্র।

এই হামলার পর যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামার ঘোষণা দেয়, যা “ওয়ার অন টেরর” নামে পরিচিত। এর ফলস্বরূপ আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, যা পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে চলে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার জন্য নতুন সংস্থা যেমন- ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA) গঠন করা হয়।

১১ সেপ্টেম্বরের আক্রমণের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকেনি; এটি সারা বিশ্বের নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ককে পরিবর্তিত করেছে। বিভিন্ন দেশ সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

প্রতি বছর ১১ সেপ্টেম্বরকে যুক্তরাষ্ট্রে "Patriot Day" হিসেবে পালন করা হয়, যেখানে নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষের উপর গড়ে তোলা **৯/১১ মেমোরিয়াল মিউজিয়াম** বিশ্ববাসীর জন্য এক শোকাবহ স্মৃতি হিসেবে রয়ে গেছে।
৯/১১-এর ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শান্তি ও নিরাপত্তা রক্ষায় একতাবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ।

চ্যানেল বিমুর্ত-র কার্টুন ভিডিও-র জন্য শিশু কণ্ঠস্বরশিল্পী প্রয়োজন। আগ্রহী শিশুশিল্পীগণ অভিভাবকসহ যোগাযোগ করুন।চ্যানেল ব...
06/09/2024

চ্যানেল বিমুর্ত-র কার্টুন ভিডিও-র জন্য শিশু কণ্ঠস্বরশিল্পী প্রয়োজন। আগ্রহী শিশুশিল্পীগণ অভিভাবকসহ যোগাযোগ করুন।
চ্যানেল বিমুর্ত
৭ম তলা (লিফট-6), পিজি টাওয়ার, (নিউমার্কেটের উত্তরে), রাজশাহী।
মোবাইল: 01841-100955

কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের-বিমুর্ত ভিষন ডেস্ক-------------3 ...
03/09/2024

কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের-বিমুর্ত ভিষন ডেস্ক
-------------
3 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে- কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দফতরে জানাতে হবে, কোনভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তকতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট, ২০২৪ তারিখে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
গণঅভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। ফলে বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর।

বিমুর্ত রেকর্ডং স্টুডিও- মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউসআমাদের সেবাসমূহঅডিও রেকর্ড,         ভিডিও রেকর্ড,           ওয়েলকাম ...
02/09/2024

বিমুর্ত রেকর্ডং স্টুডিও- মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস

আমাদের সেবাসমূহ
অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ওয়েলকাম টিউন রেকর্ড
নির্বাচনী গান ভযেস রেকর্ড, ডকুমেন্টারি তৈরি,
টিভি বিজ্ঞাপান ফেসবুক বিজ্ঞাপন কেবলটিভি টিভি বিজ্ঞাপন
ধর্মীয় গান রেকর্ড ভিডিও এডিটিং, মিউজিক ভিডিও নির্মাণ,
থ্রিডি নিমেশন প্রচ্ছদ ডিজাইন পোস্টার ডিজাইন
ডিজিটাল প্রিন্ট অফসেট মুদ্রণ অফসেট প্রিন্ট
----------------------------------------------------------------------
যোগাযোগ করুন-01712100955

বিজয়ের আনন্দ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী ধারাবাহিক প্রতিবাদ উৎসব। প্রতিদিন মঞ্চস্থ হবে দেশের খ্যাতিমান ব্যক্তিত্...
26/08/2024

বিজয়ের আনন্দ উদযাপন উপলক্ষে শুরু হয়েছে মাসব্যাপী ধারাবাহিক প্রতিবাদ উৎসব। প্রতিদিন মঞ্চস্থ হবে দেশের খ্যাতিমান ব্যক্তিত্ব, শিল্পী, সংগঠনের আকর্ষনীয় পরিবেশনা। আপনাদের সহৃয় উপস্থিতিতে ধন্য হবে মহতী উৎসব।

ছাত্ররা যেভাবে একের পর এক থলের বিড়াল বের করা শুরু করেছে তাতে মনে হচ্ছে আগামীর দিনগুলিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।শি...
15/08/2024

ছাত্ররা যেভাবে একের পর এক থলের বিড়াল বের করা শুরু করেছে তাতে
মনে হচ্ছে আগামীর দিনগুলিতে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মুকেশ চন্দ্রের অনিয়ম ও দুর্নীতত
----------------------------------------------------------
ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়ম ও যত্রতত্র ঘুষ গ্রহণ, কর্মকর্তা কর্মাচরীদের হয়রানিসহ নানা অভিযোগে অভিযুক্ত দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে ব্যাপক পরিচিত শিক্ষা মন্ত্রণালয়ের আইন ও শৃঙ্খলা শাখায় কর্মরত মুকেশ চন্দ্র বিশ্বাস।
সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশির্বাদপুষ্ট এই কর্মকর্তা প্রায় ৯ বছর যাবৎ শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত।১১তম ব্যাচের কর্মকর্তা মুকেশ চন্দ্র বিশ্বাস একই পদে এই মন্ত্রণালয়ে পদোন্নতিবিহীনভাবে রয়েছেন নয় বছর।

সূত্র থেকে জানা যায়, তিনি ২০১৫ সালে ঠাকুরগাঁও এর ডিসি থাকাকালে জেলায় নানা দুর্নীতি ও ঘুষের কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন।তাঁর ঘুষগ্রহণের অন্যতম সহযোগী তাঁর স্ত্রী বিউটি বিশ্বাস।ভূমি অফিসের তহশীলদার, অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের অনুমোদন, হাট-ঘাট জলাশয় বন্দোবস্ত এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে গ্রহণ করতেন মোটা অঙ্কের উৎকোচ।এই বিষয়ে মন্ত্রী পরিষদ সবিচালয় ও জনপ্রশাসন সচিবালয় থেকে তার বিরুদ্ধে তদন্তে এইসব তথ্য প্রমাণিত হয়।এরপরেও তিনি একসময় রাজউক এর কর্মকর্তা থাকাকালে ঢাকায় নিজ নামে ও আত্মীয় স্বজনের নামে একাধিক প্লটের মালিক হন।এবিষযে নানা অনিয়ম ও দূর্নীতি করায় দুদকে তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।

শিক্ষা ক্যাডারের সবচেয়ে বিতর্কিত কর্মকর্তা সমিতির সাবেক মহাসচিব ও পরিচালক (প্রশাসন) শহিদুল খবির চৌধরীর সঙ্গে ছিল তার বিশেষ সখ্যতা।ফলে তার প্রতিহিংসা ও প্রতারণার ফাঁদে পড়ে সর্বসান্ত হয়েছেন অনেক কর্মকর্তা। শিক্ষা ক্যাডারের সৎ, মেধাবী কর্মকর্তাদের হয়রানি ও মিথ্যা অভিযোগ দিয়ে দণ্ডারোপের ভয় দেখিয়ে উৎকোচ গ্রহণ করেন তিনি।কোন কোন নির্দোষ কর্মকর্তাকে দণ্ড দিয়ে অমানুষিক হয়রানি অব্যাহত রেখেছেন তিনি। যেমনটি তিনি করেছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক পদে দায়িত্বপালন কালে।

গত এক বছরে শিক্ষা মন্ত্রণালয়ের আইন ও শৃঙ্খলা শাখায় অনুসন্ধান করে জানা যায়, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আমির হোসেন মোল্লা, পাবনা এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবীর মজুমদার, বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শাজাহান আলী সহ আরো কর্মকর্তার নামে মনগড়া মিথ্যা অভিযোগ গঠন করে তিনি নিজেই তদন্ত করে মিথ্যা অভিযোগ দাখিল করে নিজেই নথিতে দণ্ডের সুপারিশ করেন। এই বিষয়ে জানা যায় তিনি শিক্ষামন্ত্রণালয়ের আইন ও শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব পদে চলতি দায়িত্বপ্রাপ্ত একজন যুগ্ম সচিব।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের বেশকিছু অতিরিক্ত সচিব কর্মরত থাকলেও কেন তাকে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে-এই বিষয়ে প্রশ্ন করা হলে কোন পর্যায় থেকে সদুত্তর পাওয়া যায় নি।শিক্ষা মন্ত্রণালয়ের নৈরাজ্য সৃষ্টিকারী তিনি একটি গোষ্ঠীর উদ্দেশ্য বাস্তবায়নে দীর্ঘদিন এখানে রয়েছেন বলে জানা যায়।বিশেষ করে, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের নেপত্থ্যে ভারতীয় ঠিকাদারদের সাথে গোপন চুক্তি বাস্তবায়নে তিনি কাজ করেন।এনসিটিবির বই মুদ্রণ, কারিকুলাম বিকৃতির নেপথ্যে এক ধরণের হিন্দুত্যবাদী কর্তৃত্ব প্রতিষ্ঠার গোপন এজেণ্ডা বাস্তবায়নে তাঁর রয়েছে সক্রিয় ভূমিকা।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকল্পসমুহের কাজ শুরুর পুর্বেই আশি ভাগ অর্থ ব্যয় হয়ে যায় তারই তৎপরতায়।এ বিষয়ে পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে সংবাদ প্রচারিত হলওে কোন কার্যকর পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি।

অনুসন্ধান থেকে আরো জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ে দুর্নীতিবাজদের সাথে সরাসরি যুক্ত যুগ্ম সচিব মুখেশ বিশ্চাস ও তার স্ত্রী বিউটি বিশ্বাস।নগদ অর্থ ও স্বর্ণাঙ্কার সহ ডলার ও রূপীতে তিনি উৎকোচ গ্রহণ করেন।

বিশেষ সূত্র থেকে জানা যায়, স্ত্রী বিউটি বিশ্বাসের নামে কোলকাতার সল্ট লেকে এবং দুই কন্যার নামে কানাডায় বাড়ি ক্রয় করেছেন মুকেশ বিশ্বাস।নামে বেনামে রয়েছে আয় বহির্ভূত বিশাল সম্পদ।

এছাড়াও পশ্চিমবঙ্গে পরিবারের সকল সদস্যের আছে নাগরিকত্ব।শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়-দূর্নীতিতে আকষ্ঠ নিমজ্জিত একজন অসৎ কর্মকর্তা কিভাবে একই মন্ত্রণালয়ে দীর্ঘ নয় বছর কর্মরত থাকেন।এটাই আশ্চর্যের বিষয়।তাঁর ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, দুর্নীতি, লোভ ও প্রতিহিংসার কারণে শত-শত কর্মকর্তা-ও.এস.ডি অবস্থায় অবসরে গেছেন।যা শিক্ষা মন্ত্রণালযের দু:শাসনের দৃষ্টান্ত হয়ে থাকবে।

এ বিষয়ে তাঁর বক্তব্য নেয়ার জন্য মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাক্ষাৎ পাওয়া যায় নি।

আমাদের সেবাসমূহঅডিও রেকর্ড,         ভিডিও রেকর্ড,           ওয়েলকাম টিউন রেকর্ডনির্বাচনী গান            ভযেস রেকর্ড,    ...
15/08/2024

আমাদের সেবাসমূহ
অডিও রেকর্ড, ভিডিও রেকর্ড, ওয়েলকাম টিউন রেকর্ড
নির্বাচনী গান ভযেস রেকর্ড, ডকুমেন্টারি তৈরি,
টিভি বিজ্ঞাপান ফেসবুক বিজ্ঞাপন কেবলটিভি টিভি বিজ্ঞাপন
ধর্মীয় গান রেকর্ড ভিডিও এডিটিং, মিউজিক ভিডিও নির্মাণ,
থ্রিডি নিমেশন প্রচ্ছদ ডিজাইন পোস্টার ডিজাইন
ডিজিটাল প্রিন্ট অফসেট মুদ্রণ অফসেট প্রিন্ট
----------------------------------------------------------------------
যোগাযোগ করুন-01712100955

প্রতিটি ধ্বংসের পরেই আসে নব সৃষ্টি। বন্ধু প্রসূনের টাইম লাইন থেকে নেয়া গ্রাফিটি, অন্তর্নিহীত ভাবটি স্মরণ রাখার মতো।
08/08/2024

প্রতিটি ধ্বংসের পরেই আসে নব সৃষ্টি। বন্ধু প্রসূনের টাইম লাইন থেকে নেয়া গ্রাফিটি, অন্তর্নিহীত ভাবটি স্মরণ রাখার মতো।

খাদকের চেয়ে ক্ষুধার্তরা অধিক হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে দেখা দেয় ...
08/08/2024

খাদকের চেয়ে ক্ষুধার্তরা অধিক হিংস্র এবং ভয়ঙ্কর হয়ে দেখা দেয় ...

বিবেক এখনো জেগে আছে----------------------------ফিরে আসতে শুরু করেছে নগর ভবন থেকে লুট হয়ে যাওয়া মালামাল। বাংলাদেশ আর্মি...
07/08/2024

বিবেক এখনো জেগে আছে
----------------------------
ফিরে আসতে শুরু করেছে নগর ভবন থেকে লুট হয়ে যাওয়া মালামাল।
বাংলাদেশ আর্মির গাইডেন্সে সাধারণ শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক দল বিভিন্ন মহল্লায় মাইকিং করে লুট হয়ে যাওয়া মালামাল ফিরিয়ে দেওয়ার আহ্বান জানায়। সানন্দে এই আহ্বানে সাড়া দেয় সচেতন নাগরিক সমাজ।

বাংলাদেশ আর্মির পক্ষ থেকে জানানো হয়েছে রাষ্ট্রীয় সম্পদ যারা লুট করেছে তাদের বিষয়ে বিস্তর ভাবে তদন্ত চলছে। অতি শীঘ্রই সম্পূর্ণ শহর ব্যাপী সাঁড়াশি অভিযান চালানো হবে।
লুট হয়ে যাওয়া সকল মালামাল নির্দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে ফিরিয়ে দেওয়ার জন্য যোগাযোগ করুন। সিটি কর্পোরেশন থেকে গাড়ি গিয়ে আপনার নিকট হতে মালামাল সংগ্রহ করবে। মোবাইল: রেড ক্রিসেন্ট: 01718347213

Address

Digital Image, 6th Floor, P. G Tower, (North Side Of Rajshahi Newmarket), Bangladesh. +88-01842100955
Rajshahi
6100

Telephone

+8801712100955

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Image posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Image:

Share