
01/12/2024
বাজার দর
শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
রাজশাহী নগরীর বিভিন্ন বাজার দর।
কাঁচামরিচ ২০০ টাকা
দেশি পেঁয়াজ ১২০ টাকা
আমদানি পেঁয়াজ ১০০ টাকা
আলু ৫৫ টাকা
শিম, গাজর ও টমেটো ছাড়া প্রায় সবজি ৪০-৭০ টাকায় নেমেছে।
বেগুন ৫০ টাকা,
করলা ৪0,
পটোল, ঢ্যাঁড়স, ধুন্দুল, ঝিঙা ৩০-৪০ টাকা।
মুলা, পেঁপে ৪০, শসা ৮০,
বরবটি, কচুর মুখি ৬০-৭০ টাকা।
টমেটো, গাজরের কেজি ১৩০-১৫০ টাকা,
লাউ ৪০ টাকা,
চালকুমড়া ৬০ টাকা
মিষ্টি কুমড়া ৫০
চিচিঙ্গা ৪০
ঢেঁড়স ৪০,
পুঁইশাক ৪০ টাকা,
লাল শাক ৬০ টাকা
পালং ও পাটশাক ১০-১৫ টাকা আঁটি।
সাহেববাজারের সবজি বিক্রেতাদের প্রদত্ত তথ্য অনুসারে, সপ্তাহের ব্যবধানে প্রায় সবজির দাম কেজিতে কমেছে ১০-২০ টাকা। শুক্রবার বলে বাজারে সবজির গ্রাহক বেশি হওয়ায় খুব তাড়াতাড়ি সবজি শেষ হয়ে গেছে।
নগরীর মুদি দোকানিরা বলেন, আদার কেজি ২৮০-৩০০ টাকা ও রসুন ২০০-২৩০ টাকা কেজি, মসুর ডাল ১২৫-১৩৫, ছোলা ১১০-১১৫, এক লিটার সয়াবিন তেল ১৬৫ ও পাঁচ লিটার ৮০০-৮১০, চিনির কেজি ১৩০-১৩৫ ও দেশি লাল চিনি ১৬০-১৭০ টাকায় বিক্রি করা হয়। তবে চালের দাম কমেনি বলে জানিয়েছেন দোকানিরা।
নাজিরশাইল চালের কেজি ৭৮ টাকা
মিনিকেট ৭০-৭২ টাকা
আটাশ চাল ৫৫-৫৮ টাকা
মোটা চাল ৫২-৫৫ টাকা।
গত সপ্তাহের মতো বাজার দর ছিল
ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা,
সোনালি ২৩০ টাকা
দেশি মুরগির কেজি ৫০০-৫৫০ টাকা
পাতিহাঁস ৪০০ টাকা কেজি
গরুর মাংস ৭৫০
খাসির মাংস ১,০৫০/১,১০০ টাকা।
মাছ ও মাংসের দাম আগের মতো থাকলেও ডিমের দাম বাড়তি ছিল।
সাদা ডিম ৪৬ টাকা হালি
লাল ডিম ৫০ টাকা হালি
গত কয়েক সপ্তাহ থেকে মাছের বাজার বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। মাছের দাম কমেনি। অন্য বছরের চেয়ে এবার ইলিশের সরবরাহ কম। এ জন্য দাম কমছে না।
এক কেজির বেশি ওজনের ইলিশ ১,৫০০/- থেকে ১,৬০০/- টাকা
এক কেজির কম ১,০০০/- থেকে ১,৩০০ টাকা।
রুই, কাতলা আকার ভেদে ৩০০-৬৫০ টাকা কেজি,
চিংড়ি ৫০০/-থেকে ১,৪০০/- টাকা কেজি।
ট্যাংরা ৬০০/- থেকে ১,২০০/- টাকা,
কাচকি, মলা মাছ ৫০০/-৭০০/-
তেলাপিয়া ১৮০/- থেকে ২৫০/-
শিং মাছ ৫০০/- থেকে -৭০০/-
মাগুর ৬০০/-
কই মাছ ৪০০/- থেকে ৬০০/- টাকা
পাবদা ৪০০/- থেকে ৫০০/- টাকা
সিলভার ২৫০/- থেকে ৩০০/- টাকা
পাঙ্গাস ৩০০/- টাকা কেজি।