Zannatul lifestyle

Zannatul lifestyle আসসালামু আলাইকুম সবাইকে
life my rules@
😎 OKK !😎
16.09.2024
♥️♥️

24/02/2025

পরিষ্কার চামড়া দেখে মানুষটির মন ভালো এটি চিন্তা করা নিঃসন্দেহে বোকামি।

24/02/2025

পাঞ্জাবির সুতোতে গন্ধ খুঁজে পাই বাঙালির,
রংতুলি দিয়ে রাঙাচ্ছি কিছু সময়ের স্মৃতিকে;
প্রকৃতির সবুজ ঝর্ণায় দেখা না মিললে খুঁজো,
আমায় কোনো এক অচেনা উপন্যাসের ইতিতে।

14/02/2025

মনে হয়

মনে হয় স্মৃতি জমিয়ে রাখাই ভালো।
যদি কখনো কপালে জুটে যায় একটা বিকেল,
শুধু নিজের সাথে নিজে বসে থাকা-
পশ্চিমের লালসূর্য আর নিরবতার চাদর;
স্মৃতির পাহাড় থেকে খসে পড়া নুড়ি
কুড়িয়ে কুড়িয়ে হাতভর্তি করে,
চোখ জ্বলে ওঠা খুশির একটু সুযোগ!
যদি মিলে যায় কখনো একদিন!

পান পিঠা তক্তি পিঠা 😊😊
12/02/2025

পান পিঠা তক্তি পিঠা 😊😊

05/02/2025

যে বা যারা আমাকে ধ্বংস করার জন্য ব্যস্ত তারা যেনে রাখো আমার জন্য একজন-ই যথেষ্ট। আর তিনি হচ্ছেন আমার আল্লাহ☝️☝️!!! সাবধান

31/01/2025

আমি আপনারে খুঁজিয়া বেড়াই...!

31/01/2025

মিথ্যা সম্পর্ক আর ফেইক মানুষ গুলোর থেকে আল্লাহ যেন আমাকে দূরে রাখে।জুম্মার দিনে আল্লাহর কাছে আর কিছু চাই না।

30/01/2025

যে ভালোবাসবে সে কখনোই মুগ্ধতা হারায় না 💓

30/01/2025

সময় এমন একটা জিনিস যখন সময় কথা বলে তখন কিছু করার থাকে না।

29/01/2025

একদিন এক উকিল এর কাছে গেলাম ডিভোর্স এর বিষয়ে কথা বলতে ।উকিল আক্ষেপ করে বললেন, জীবনে এত (স্বামী-স্ত্রীর) ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেছি, কিন্তু আমার জীবনে কোন আলেম বা হুজুর কে বা হুজুরের স্ত্রী কে ডিভোর্সের জন্য আসতে দেখিনি।আমার কাছে কোন বিষয় নিয়ে কথা বলতে।এতেই বোঝা যায় ইসলামের ছায়াতলে থাকলে আল্লাহর রহমত থেকে কেউ শয়তানের ধোঁকায় পড়ে না

29/01/2025

ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧِ ﻭَﺑَﺮَﻛَﺎﺗُﻪ
" আস-সালামু আ,লাইকুম ওয়া "রহমাতুল্লাহি" ওয়া 'বারাকাতুহ'🤝

"বিসমিল্লাহির 'রহমানির" "রহিম'

সকালের অভিনন্দন ☕

আজ বুধবার 🕒🇧🇩
২৮ রজব 🌙 ১৪৪৬ হিজরি...
১৫ মাঘ ১৪৩০ বঙ্গাব্দ...
২৯ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ....

আলহামদুলিল্লাহ 🤲
আল্লাহ সুবহানাল্লাহ তায়া'লা সবার জন্য দিনটি শুভ করুন☺😊

28/01/2025

সবচেয়ে ঘৃ'ণিত ব্যক্তি হচ্ছে তারা যারা মানুষের শরীর বা গঠন নিয়ে নি'ন্দা করে। চেহারা দেখতে কেমন, নাকটা এমন কেন,এত খাটো কেন, আরেকটু ফর্সা হলে সুন্দর হতো। কারো চেহারা নিয়ে নি'ন্দা করার আগে একবার ভাবা উচিত আমি নিজে দেখতে কেমন! ইংরেজিতে একটা কথা আছে, "The beauty you see in anything is actually just a reflection of the Beauty in you ".

স্রষ্টার সৃষ্টি কখনো অসুন্দর হতে পারে না। হতেই পারে না! যত সমস্যা আপনার চোখের দেখায়। আপনাদের 'কুৎসিত হৃদয়, চোখ দিয়ে সুন্দর মানুষকেও কু'ৎসিত লাগবে এটাই স্বাভাবিক।

Big shout out to my newest top fans! 💎 Hujaifa Hujaifakhan, Soikat Ahmed, Jahid Hasan, Mehedi Hasan, Mofijul SkDrop a co...
28/01/2025

Big shout out to my newest top fans! 💎 Hujaifa Hujaifakhan, Soikat Ahmed, Jahid Hasan, Mehedi Hasan, Mofijul Sk

Drop a comment to welcome them to our community, fans

28/01/2025

যে পুরুষের সংসার করার ইচ্ছা থাকে, সে পুরুষ সব কিছু তে স্ত্রীর ভুল ধরে না। সব কিছু তে ছাড় দিয়ে সংসার টা কে এগিয়ে নিয়ে যায়।আর যে পুরুষের সংসার করার ইচ্ছা নাই সেই পুরুষ
কথায় কথায় স্ত্রীর ভুল ধরে ,দোষ না থাকলে ও পরিবারের কুপরামর্শে স্ত্রী কে দোষী বানায়।

27/01/2025

জীবনে ভালোবাসার মানুষ খুঁজে পাওয়া সহজ, কিন্তু ভালো রাখার মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন!
ভালোবাসতে সবাই পারে, কিন্তু সেই ভালোবাসায় যত্ন আর দায়িত্বের পরশ সবাই দিতে পারে না।
তাই জীবনে এমন একজনকে বেছে নিন, যে শুধু ভালোই বাসবে না, আপনার সাথে প্রতারণা করবেনা । অন্য নারীর সাথে পরকীয়া করবে না ,
বরং আপনাকে ভালো রাখার প্রতিশ্রুতিও দেবে মৃত্যুর আগ পর্যন্ত....

✍️

16/01/2025

স্ত্রী সন্তানকে বোঝার চেয়ে যদি সমাজকে বোঝা বেশী জরুরী হয়, তাহলে বিয়ে করে স্ত্রী, সন্তান জন্ম না দিয়ে সমাজসেবায় মন দেয়া উচিৎ।

16/01/2025

I am not perfect person
I make a lot of mistakes
But I really appreciate those people who stay with me
after knowing who really I am.....!☆☆

16/01/2025

আমার বিয়ে হয়েছে ৫ বছর।বেবি নেই।
স্বামী-স্ত্রী মিলে ছোট সংসার।তার পরিবার গ্রামে থাকে।
আমার স্বামী খুব পরিবার ভক্ত,তাতে আমার আপত্তি নেই।
কিন্তু সে আমার সাথে খুব কৃপনতা করে।সে দিনের বেলায় অফিসে থাকে আর লাঞ্চ সে বাইরে করে।আর রাতে সে ভারি খাবার খেতে চায়না।তার ডায়াবেটিস আছে তাই রাতে সে ওটস খায়।

সে আমার প্রতি খুব উদাসিন।আমার প্রয়োজন সে কখনও পুরন করেনি,করতে চায় ও না।সে দিনের বেলা বাইরে খায় আর রাতে ভাত খায়না বলে ঠিক মত বাজার করতে চায়না।হয় ফার্মের মুরগী নাইলে তেলাপিয়া মাছ এই ২ টা আমার জন্য হাতে উঠে।এইসব খেতে খেতে আমি বিরক্ত হয়ে গিয়েছি।

আজকে ৫ বছর এই তার বাজার।৫ বছরে ৬ টা জামা কিনে দিছে বাসায় পরার জন্য।সে বলে তুমি একজন মানুষ তোমার এত কিসের চাহিদা।

এমন না যে আমার হাসবেন্ড টাকা ইনকাম করেনা।৬৫,০০০ টাকা তার বেতন।কিন্তু হাতে উঠবে ২ কেজি বয়লার আর ২ কেজি তেলাপিয়া।
আর মাসে ৩০, ০০০ টাকা তার মা বাবা আর এক বোনের জন্য পাঠায় সে।

আমি যদি বলি শুধু মাসে ১০০০ টাকা আমার হাত খরচের জন্য দিও তাও সে দে না,সে বলে বউ এর আবার কিসের হাত খরচ।কিন্তু যখন দেখি ছোট বোনকে গাড়ি ভাড়ার জন্য মাসে ৩,০০০ টাকা পাঠায় আমার বুক টা ফেটে যায়।না খেতে খেতে এখন পুস্টিহিনতায় ভুগতেছি।

আর আমার মা আমাকে ফোনে রিচার্জ করে দে আর মাঝে মাঝে রান্না করে খাবার পাঠায় আমার জন্য।

আমি এইটা ভেবে নিজেকে শান্তনা দেই, আমি ত জেলখানা থেকে ভালো আছি,অন্তত ২ বেলা খেতে হলেও পারি।অন্য মেয়েদের জামাই ত পরকিয়া করে আমার টা করেনা।

এমন স্বামী যেন আর কারো কপালে না জুটে।
( নাম প্রকাশে অনিচ্ছুক )
এসব কুলাঙ্গার গুলো মেয়েদের কপালে কেন যে পড়ে আল্লাহ। 🤲🤲🤲

Address

Godagari
Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zannatul lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share