16/01/2025
আমার বিয়ে হয়েছে ৫ বছর।বেবি নেই।
স্বামী-স্ত্রী মিলে ছোট সংসার।তার পরিবার গ্রামে থাকে।
আমার স্বামী খুব পরিবার ভক্ত,তাতে আমার আপত্তি নেই।
কিন্তু সে আমার সাথে খুব কৃপনতা করে।সে দিনের বেলায় অফিসে থাকে আর লাঞ্চ সে বাইরে করে।আর রাতে সে ভারি খাবার খেতে চায়না।তার ডায়াবেটিস আছে তাই রাতে সে ওটস খায়।
সে আমার প্রতি খুব উদাসিন।আমার প্রয়োজন সে কখনও পুরন করেনি,করতে চায় ও না।সে দিনের বেলা বাইরে খায় আর রাতে ভাত খায়না বলে ঠিক মত বাজার করতে চায়না।হয় ফার্মের মুরগী নাইলে তেলাপিয়া মাছ এই ২ টা আমার জন্য হাতে উঠে।এইসব খেতে খেতে আমি বিরক্ত হয়ে গিয়েছি।
আজকে ৫ বছর এই তার বাজার।৫ বছরে ৬ টা জামা কিনে দিছে বাসায় পরার জন্য।সে বলে তুমি একজন মানুষ তোমার এত কিসের চাহিদা।
এমন না যে আমার হাসবেন্ড টাকা ইনকাম করেনা।৬৫,০০০ টাকা তার বেতন।কিন্তু হাতে উঠবে ২ কেজি বয়লার আর ২ কেজি তেলাপিয়া।
আর মাসে ৩০, ০০০ টাকা তার মা বাবা আর এক বোনের জন্য পাঠায় সে।
আমি যদি বলি শুধু মাসে ১০০০ টাকা আমার হাত খরচের জন্য দিও তাও সে দে না,সে বলে বউ এর আবার কিসের হাত খরচ।কিন্তু যখন দেখি ছোট বোনকে গাড়ি ভাড়ার জন্য মাসে ৩,০০০ টাকা পাঠায় আমার বুক টা ফেটে যায়।না খেতে খেতে এখন পুস্টিহিনতায় ভুগতেছি।
আর আমার মা আমাকে ফোনে রিচার্জ করে দে আর মাঝে মাঝে রান্না করে খাবার পাঠায় আমার জন্য।
আমি এইটা ভেবে নিজেকে শান্তনা দেই, আমি ত জেলখানা থেকে ভালো আছি,অন্তত ২ বেলা খেতে হলেও পারি।অন্য মেয়েদের জামাই ত পরকিয়া করে আমার টা করেনা।
এমন স্বামী যেন আর কারো কপালে না জুটে।
( নাম প্রকাশে অনিচ্ছুক )
এসব কুলাঙ্গার গুলো মেয়েদের কপালে কেন যে পড়ে আল্লাহ। 🤲🤲🤲