Bimurto Future Face, Rajshahi

Bimurto Future Face, Rajshahi Modeling Jobs are now worldwide. Whom are interested to became establish in media, please come and join with us and create your career as a Professional m

ফেসবুক ওপেন করলেই শুধু প্রতিবাদ, আন্দোলন আর অভিযোগ আর অর্থ কেলেঙ্কারীর ছড়াছড়ি। বৈষম্যবিরোধীদের হাহাকারে বাতাস ভারী হয়ে থ...
24/09/2024

ফেসবুক ওপেন করলেই শুধু প্রতিবাদ, আন্দোলন আর অভিযোগ আর অর্থ কেলেঙ্কারীর ছড়াছড়ি। বৈষম্যবিরোধীদের হাহাকারে বাতাস ভারী হয়ে থাকছে, বায়ু দূষণ ঘটছে। একবার ভাবি ফেসবুক একাউন্ট বন্ধ করে রাখি। আবার পরক্ষণেই ভাবি আমার বন্ধ করা না করাতে কি যায় আসে। যা হওয়ার তা হয়েছে, যা হবার তা হবেই। আমার থাকা না থাকাতে জগৎ সংসারের কিছু যায় আসে কি?

ক্ষমতার অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো দ্রুত সামনে চলে আসে।----------------------...
23/09/2024

ক্ষমতার অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো দ্রুত সামনে চলে আসে।
--------------------------
১৯৭৪ সালে, সার্বিয়ান পারফরম্যান্স শিল্পী মারিনা আব্রামোভিচ (Marina Abramović) "রিদম জিরো" (Rhythm Zero) নামে একটি বিতর্কিত ও অত্যন্ত সাহসী এক্সপেরিমেন্ট করেন। এই এক্সপেরিমেন্টটি মানুষের অন্ধকার দিক এবং ক্ষমতার অপব্যবহারের প্রবণতা নিয়ে এক গভীর প্রশ্ন তোলে।

এই পারফরম্যান্সে, আব্রামোভিচ একটি গ্যালারিতে ছয় ঘণ্টার জন্য দাঁড়িয়ে থাকেন এবং দর্শকদের সামনে ৭২টি বিভিন্ন প্রকারের জিনিস রেখে দেন, যেগুলোর মধ্যে ছিল ফুল, পালক, দড়ি থেকে শুরু করে এমনকি একটি লোডেড বন্দুকও। তিনি নিজেকে একটি "অবজেক্ট" হিসেবে ঘোষণা করেন এবং দর্শকদের মুক্তভাবে নির্দেশ দেন যে তারা যেকোনো কিছু করতে পারেন তার শরীরের উপর, এবং তিনি এর দায়ভার নেবেন।

প্রথমদিকে দর্শকরা অনেকটা নিস্তেজ ও সংযত আচরণ করলেও কিছু সময় পর পরিস্থিতি ধীরে ধীরে সহিংসতার দিকে মোড় নেয়। একজন বন্দুক তার মাথায় ধরে, অন্য কেউ তাকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে। কেউব তার জামা-কাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে দেয়। দর্শকদের এই আক্রমণাত্মক আচরণ এবং নিষ্ঠুরতার বৃদ্ধি মানব প্রকৃতির ভয়ংকর দিক তুলে ধরে, যেখানে আইন, নৈতিকতা বা প্রতিকারহীন পরিস্থিতিতে মানুষ কতটা নির্মম হতে পারে তা প্রকাশ পায়।

এই পারফরম্যান্স শেষ হবার পর যখন আব্রামোভিচ নিজে থেকে হাঁটতে শুরু করেন, তখন অনেকেই গ্যালারি ছেড়ে চলে যায়, কারণ তারা নিজেদের আচরণ নিয়ে লজ্জিত হয়ে পড়ে।

"রিদম জিরো" শিল্পের ইতিহাসে একটি অনন্য উদাহরণ, এই এক্সপেরিমেন্টের ফলে জানা যায় ক্ষমতার অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন পরিস্থিতিতে মানুষের ভেতরের অন্ধকার দিকগুলো দ্রুত সামনে চলে আসে।

ফেসবুকে ভারতবিরোধী কথা বলায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল---------------------পর্যটক ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্...
17/09/2024

ফেসবুকে ভারতবিরোধী কথা বলায় বাংলাদেশি যুবকের ভিসা বাতিল
---------------------
পর্যটক ভিসায় ভারতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভারতবিরোধী পোস্ট ও লাইভে কথা বলার অভিযোগে লালমনিরহাটের পাটগ্রামের এক যুবকের ভিসা বাতিল করা হয়েছে। ফেরত আসা যুবক আলমগীর শেখ লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার জুম্মাপাড়া এলাকার নুরু শেখের ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে ভিসা বাতিল করে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, সেপ্টেম্বর মাসের তিন তারিখে পর্যটন ভিসায় বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করেন আলমগীর হোসেন। ভারতে থেকে সেই দেশ সম্পর্কে বিরোধী মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট ও লাইভ করেন। রাষ্ট্রদ্রোহী দাবি করে তাৎক্ষণিক তাকে শনাক্ত করে ভারত সরকারের গোয়েন্দা বাহিনী। এরপর দীর্ঘ তদন্ত শেষে চ্যাংরাবান্ধা ইমিগ্রেশনের মাধ্যমে অভিযুক্ত যুবক আলমগীর হোসেনের ভিসা বাতিল করা হয়। এরপর রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশনের মাধ্যমে আলমগীর শেখকে বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
আলমগীর শেখের ফেসবুক পোস্ট থেকে জানা যায়, ভারতের আগ্রার তাজমহলে বেড়াতে গিয়ে তিনি একটি লাইভ করেন সেখানে বলেন, "১৯৭১ সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন। "

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা-------রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের ...
11/09/2024

রামেক হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিলেন এক মা
-------
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে ৫ ছেলে সন্তানের জন্ম দিয়েছেন এক মা। সিজারের মাধ্যমে জন্ম নেওয়া ৫টি সন্তানই সুস্থ রয়েছে। আজ বুধবার দুপুর একটার দিকে হাসপাতালের ২২ নম্বর প্রসূতি ও গাইনি ওয়ার্ডে চাঞ্চল্যকর এ ঘটনা টিঘটে। খবর পেয়ে জন্ম নেওয়া ৫ সন্তান দেখতে হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা ওই ওয়ার্ডে ভিড় করতে থাকেন।

৫ সন্তান জন্ম দেওয়া ওই প্রসূতির নাম মেরিনা খাতুন (২৮)। এর আগেও তার দুটি কন্যা সন্তান জন্ম নিয়েছিল দুই বারে। এবার তৃতীয় দফায় সন্তান প্রসব করতে গিয়ে একসঙ্গে ৫ ছেলে সন্তানের মা হোন তিনি। মেরিনার বাড়ি নওগাঁ জেলার বদলগাছী থানার শ্রীরামপুর গ্রামে। তিনি ওই গ্রামের মালেয়শিয়া প্রবাসী আব্দুল মজিদের স্ত্রী। তবে আব্দুল মজিদ বর্তমানে মালেয়শিয়ায় অবস্থান করছেন। বছর খানেক আগে তিনি ছুটিতে দেশে আসেন। সম্প্রতি তিনি আবার চাকরির সুবাদে মালেয়শিয়াতে পাড়ি দেন।

এদিকে হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের চিকিৎসক নিলুফার শারমিন বলেন, বুধবার বেলা ১১টার দিকে প্রসূতি মেরিনাকে তাঁর স্বজনরা হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসেন। এর পর সেখান থেকে ২২ নম্বর ওয়ার্ডে পাঠানো হয়। প্রসূতির অবস্থা আসাস্বাভাবিক দেখে তাঁকে দ্রুত ওটিতে নেওয়া হয়। সেখানে সিজার করে একে একে ৫টি নবজাতক বের করা হয়। এসময় চিকিৎসকরাও অবাক হয়ে যান। রামেক হাসপাতালে এই প্রথম ৫টি সন্তান এক সঙ্গে জন্ম নিলো বলেও জানান ওই চিকিৎসক। ৫টি নবজাতকই সুস্থ আছে বলেও জানান তিনি।

পারিবারিক সূত্র জানায়, এর আগেও মেরিনার দুটি কন্যা সন্তান জন্ম দেয় একজনের নাম সুমাইয়া( ১০) অপরজনের নাম সুরাইয়া (০৬) বছর। এরইমধ্যে মেরিনা ও মজিদের ঘরে যুক্ত হলো নতুন পাঁচ সন্তান।

মেরিনার আত্মীয় নয়ন বাবু জানান , গর্ভে ২টি সন্তান থাকলেই কোনও না কোনও সমস্যা হয় প্রসূতির। এক্ষেত্রে ৫ সন্তান জন্ম দিলেও তেমন কোনও সমস্যা হয়নি। প্রসূতির মেরিনার। পরিবারের সদস্যরা অনেকে খুশি হয়েছে।

এদিকে মেরিনার পাঁচ সন্তান জন্ম দেওয়ার খবর ছড়িয়ে পড়লে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য ওয়ার্ড থেকেও রোগীর স্বজনরা ভীড় করছেন এক নজর সেই নবজাতকগুলোকে দেখার জন্য।

এ বিষয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ জানান, নবজাতকগুলো এখন পর্যন্ত সুস্থ রয়েছে এবং তাদের সহ মা মেরিনাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

১১ সেপ্টেম্বর: ইতিহাসের এক কালো অধ্যায়আজ থেকে ২৩ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হা...
11/09/2024

১১ সেপ্টেম্বর: ইতিহাসের এক কালো অধ্যায়
আজ থেকে ২৩ বছর আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, নিউ ইয়র্কে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলা বিশ্ববাসীর জন্য এক চরম আতঙ্কের দিন হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে। এই ঘটনায় প্রায় ৩,০০০ মানুষ প্রাণ হারায়, যা আধুনিক যুগের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।
সকালের দিকে চারটি বাণিজ্যিক যাত্রীবাহী বিমান আল-কায়েদা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের দ্বারা হাইজ্যাক করা হয়। দুটি বিমান নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে আঘাত করে। প্রথম বিমানটি সকাল ৮:৪৬ মিনিটে উত্তর টাওয়ারে এবং দ্বিতীয়টি ৯:০৩ মিনিটে দক্ষিণ টাওয়ারে আঘাত হানে। এরপর, মাত্র এক ঘণ্টার মধ্যে দুটো টাওয়ারই ভেঙে পড়ে, যা শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করে।
একই সময়ে, তৃতীয় বিমানটি আঘাত হানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে, এবং চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়, যখন যাত্রীরা হাইজ্যাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
এই হামলায় প্রায় ৩,০০০ মানুষের মৃত্যু ঘটে, যা যুক্তরাষ্ট্র এবং বিশ্বজুড়ে একটি অভূতপূর্ব শোকের মুহূর্ত তৈরি করে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশাপাশি আশপাশের বেশ কিছু ভবন ধ্বংস হয় এবং বড় পরিসরে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় যুক্তরাষ্ট্র।
এই হামলার পর যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামার ঘোষণা দেয়, যা “ওয়ার অন টেরর” নামে পরিচিত। এর ফলস্বরূপ আফগানিস্তানে আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়, যা পরবর্তী দুই দশকেরও বেশি সময় ধরে চলে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করার জন্য নতুন সংস্থা যেমন- ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (TSA) গঠন করা হয়।
১১ সেপ্টেম্বরের আক্রমণের প্রভাব কেবল যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ থাকেনি; এটি সারা বিশ্বের নিরাপত্তা এবং রাজনৈতিক সম্পর্ককে পরিবর্তিত করেছে। বিভিন্ন দেশ সন্ত্রাসবিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
প্রতি বছর ১১ সেপ্টেম্বরকে যুক্তরাষ্ট্রে "Patriot Day" হিসেবে পালন করা হয়, যেখানে নিহতদের স্মরণে বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসাবশেষের উপর গড়ে তোলা **৯/১১ মেমোরিয়াল মিউজিয়াম** বিশ্ববাসীর জন্য এক শোকাবহ স্মৃতি হিসেবে রয়ে গেছে।
৯/১১-এর ঘটনা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শান্তি ও নিরাপত্তা রক্ষায় একতাবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ।

ভারত থেকে ডিম আমদানি: প্রতিটি কেনা যাবে ৭ টাকায়ভারতীয় পণ্য বর্জনকারী দেশভক্তরা কি এবার ডিম বর্জন করবে?--------------ভারত...
11/09/2024

ভারত থেকে ডিম আমদানি: প্রতিটি কেনা যাবে ৭ টাকায়
ভারতীয় পণ্য বর্জনকারী দেশভক্তরা কি এবার ডিম বর্জন করবে?
--------------
ভারত থেকে একটি ট্রাকে এই ডিম বাংলাদেশে আসে। ছবি: সংগৃহীত
ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ২ লাখ ৩১ হাজার পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় ভারতীয় একটি ট্রাকে এই ডিম আমদানি হয়।
বেনাপোল কাস্টমস চেকপোস্টের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এই প্রথম বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ডিমের চালান আমদানি হলো।
কাস্টমস সূত্র জানায়, আমদানি করা এসব ডিমের মূল্য ১১ হাজার ২৭২ মার্কিন ডলার। প্রতি ডজন ডিমের আমদানি মূল্য শূন্য দশমিক ৫৬ ডলার, বাংলাদেশি টাকায় প্রতিটি ডিমের মূল্য পড়ে ৫ টাকা। প্রতি ডজন ডিমের ইনভয়েস মূল্যের ওপর ৩৩ শতাংশ সরকারি রাজস্ব পরিশোধ করে প্রতিটি ডিমের মূল্য দাঁড়ায় ৭ টাকা।

যুগোপযোগী মূল্যবান কিছু কথা। শেয়ার না করে পারলাম না। সৈয়দ জামিল আহমেদ, অভিনন্দন আপনাকে।
10/09/2024

যুগোপযোগী মূল্যবান কিছু কথা। শেয়ার না করে পারলাম না। সৈয়দ জামিল আহমেদ, অভিনন্দন আপনাকে।

হিরো আলমকে কান ধরে উঠ-বস, এরপর যা ঘটলোবগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস করান...
08/09/2024

হিরো আলমকে কান ধরে উঠ-বস, এরপর যা ঘটলো
বগুড়ায় আদালত চত্বরে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমকে কান ধরে উঠ-বস করানোর পর হামলা চালানো হয়েছে। রোববার (৮ সেপ্টেম্ব) বেলা সোয়া ১২টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ এনে কয়েকজন যুবক এ হামলা চালান।

জানা গেছে, রোববার দুপুরে হিরো আলম ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রচারণার সময় মারধর ও ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি একই আসনে উপ-নির্বাচনে কারচুপির অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় ওবায়দুল কাদের, বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেন ও সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ ৩৯ জনকে আসামি করা হয়।

মামলা দায়ের করার পর আদালত চত্বরে হিরো আলম সাংবাদিকদের সঙ্গে মামলার বিষয়ে কথা বলার প্রস্তুতি নেন। এমন সময় কয়েকজন যুবক তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তারা হিরো আলমকে কান ধরে উঠ-বস করিয়ে ক্ষমা চাওয়ান পরে তারা সড়কে নিয়ে এসে বেধড়ক মারধর করেন।

সম্মানিত শিল্পীবৃন্দচ্যানেল বিমুর্তর জন্য ২ জন্য ফিমেল কণ্ঠস্বর শিল্পী প্রয়োজন।যোগাযোগ: চ্যানেল বিমুর্ত৬ ফ্লোর, পিজি টাও...
06/09/2024

সম্মানিত শিল্পীবৃন্দ
চ্যানেল বিমুর্তর জন্য ২ জন্য ফিমেল কণ্ঠস্বর শিল্পী প্রয়োজন।

যোগাযোগ:
চ্যানেল বিমুর্ত
৬ ফ্লোর, পিজি টাওয়ার (নিউ মার্কেটের উত্তরে)
রাজশাহী।
মোবাইল: ০১৭১২-১০০৯৫৫

চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান রেকর্ডিং ও ভিডিও ধারণ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর রবিবার। নিজেদের গান রেকর্ডিং ও ভিডি...
04/09/2024

চ্যানেল বিমুর্তর লাইভ সঙ্গীতানুষ্ঠান রেকর্ডিং ও ভিডিও ধারণ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর রবিবার। নিজেদের গান রেকর্ডিং ও ভিডিও ধারনে আগ্রহী শিল্পীবৃন্দ যোগাযোগ করুন- চ্যানেল বিমুর্ত- 01712-100955

কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের-বিমুর্ত ভিষন ডেস্ক-------------3 ...
03/09/2024

কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না, সতর্কতা জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের-বিমুর্ত ভিষন ডেস্ক
-------------
3 সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সতর্কীকরণ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে- কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তা ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দফতরে জানাতে হবে, কোনভাবেই কোনো প্রতিষ্ঠান ঘেরাও বা কোনো রকম সহিংস আচরণ করা যাবে না। সরকারের পক্ষ থেকে তল্লাশি ও মামলা গ্রহণে প্রচলিত আইন যথাযথভাবে মেনে চলা হবে এবং হয়রানিমূলক পদক্ষেপ দূর করার ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তকতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ আগস্ট, ২০২৪ তারিখে 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন' এর নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে কর্তৃত্ববাদী সরকারের পতন হলে দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে।
গণঅভ্যুত্থান দমন করতে পতিত সরকার নিষ্ঠুর বল প্রয়োগ করলে বহু প্রাণহানি ও হতাহতের ঘটনা ঘটে। দীর্ঘদিনের দুঃশাসনে বহু মানুষ অপহরণ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো নানা নির্যাতনের শিকার হয়েছে। ফলে বিদায়ী সরকারের প্রতি জনমনে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান। অন্তর্বর্তীকালীন সরকার এসব নিপীড়নের বিচার করতে বদ্ধপরিকর।

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী- বিমুর্ত ভিষন ডেস্ক ----------চলতি বছরেই নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষে...
03/09/2024

সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী- বিমুর্ত ভিষন ডেস্ক
----------
চলতি বছরেই নায়িকা হিসেবে রূপালী পর্দায় অভিষেক হয়েছে মন্দিরা চক্রবর্তীর। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
প্রথম সিনেমাতেই নিজের লুক, অভিনয়ের জন্য প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। এর আগে বিভিন্ন নাটকে কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন।
অভিনয়ের পাশাপাশি ফ্যাশন নিয়ে খুব সচেতন মন্দিরা। নিজেকে স্টাইলিশ ও নজড়কাড়া লুকে দর্শকদের সামনে প্রকাশ করতে ভালোবাসেন তিনি।
মাসখানেক ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই নায়িকা। সেখান থেকেই রীতিমতো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি।
প্রতিনিয়ত নতুন নতুন লুকে ভক্তদের সামনে ধরা দিচ্ছেন মন্দিরা। তার সাহসী অবতার নেটিজেনদের হৃদয়েও যেন ঝড় তুলছে।
কখনো শাড়ি, কখনো স্লিভলেস গাউন ও ছিমছাম সাজে মুগ্ধতা ছড়াচ্ছেন মন্দিরা। যুক্তরাষ্ট্রে অবকাশ যাপনের সময়টা দারুণ উপভোগ করছেন এই অভিনেত্রী।
অভিনয়, মডেলিংয়ের পাশাপাশি নৃত্যশিল্পী হিসেবেও খ্যাতি আছে মন্দিরার। কত্থক নাচের জন্য তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
২০১২ সালে নৃত্য প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘সেরা নাচিয়ে’তে অংশ নিয়ে হয়েছিলেন রানার্স আপ। এরপর নাচের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনে কাজ করে আসছিলেন।
চলতি বছরে নাম লিখিয়েছেন চলচ্চিত্রেও। অভিষেক সিনেমাতেই পেয়েছেন নাম চরিত্র আর ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমকে। এই নির্মাতার ‘কাজল রেখা’র পর যুক্ত হয়েছেন ‘নীল চক্র’-তে।
কাজের ফাঁকেই সামাজিক মাধ্যমে বেশ সরব এই অভিনেত্রী নিজের বিভিন্ন মুহূর্তের ছবি, অভিজ্ঞতার গল্প ভক্তদের মাঝে শেয়ার করছেন।

ওটিটিতে আসছে মেহজাবীনের ‘ফরগেট মি নট’দেশে ছাত্র আন্দোলন, সরকার পতন ‌এবং বন্যা পরিস্থিতি-পরপর তিন ধাক্কার এই অস্থির সময়ে ...
02/09/2024

ওটিটিতে আসছে মেহজাবীনের ‘ফরগেট মি নট’

দেশে ছাত্র আন্দোলন, সরকার পতন ‌এবং বন্যা পরিস্থিতি-পরপর তিন ধাক্কার এই অস্থির সময়ে দীর্ঘদিন ধরে ওটিটি প্ল্যাটফর্মে নতুন কোনো কনটেন্ট মুক্তি পায়নি। সেই স্থবিরতা কাটছে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মটি দিয়ে।

আগামী ৫ সেপ্টেম্বর থেকে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে এই সিনেমাটি। সর্বশেষ গত ১৬ জুন চরকিতে মুক্তি পেয়েছিল তাহসান খান অভিনীত সিরিজ বাজি। এক বিজ্ঞপ্তিতে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি জানিয়েছেন, বিষণ্ণ ও স্থবির জন-জীবনে চঞ্চলতা ফেরানোর লক্ষ্যে নতুন কনটেন্ট নিয়ে ফিরছে চরকি। মেহজাবীন চৌধুরী অভিনীত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’ শিগগিরই দেখতে পাবে দর্শক।

‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। এটি নির্মাণ করেছেন রবিউল আলম রবি। এর আগে চরকিতে তার নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ কনটেন্ট দুটি দর্শক পছন্দ করেছে। এই সিনেমাটি নিয়েও আশাবাদী এই পরিচালক।

পরিচালক রবি বলেন,” সম্পর্কের নানা ঘটনা ছড়িয়ে ছিটিয়ে থাকবে ওয়েব ফিল্মটিতে। আমার অন্য কনটেন্টগুলোর মত এটিও দর্শক জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। এর বেশি কিছু বলার নেই এখন। এই ফিল্মটি দিয়ে দর্শক মনে স্বস্তি ফিরুক এটাই চাওয়া।” মেহজাবীন চৌধুরী ছাড়াও এতে অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।

চরকির ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রেজেক্টর তিনটি ওয়েব ফিল্ম প্রচার হয়েছে। সেগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

বৃক্ষমেলা ২০২৪, রাজশাহী নগর ভবন গ্রিনপ্লাজা। ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর।https://www.facebook.com/share/p/DYjpkXKCZZ...
01/09/2024

বৃক্ষমেলা ২০২৪, রাজশাহী নগর ভবন গ্রিনপ্লাজা। ১ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর।

https://www.facebook.com/share/p/DYjpkXKCZZtCtqqq/

নগরীতে বৃক্ষ মেলার উদ্বোধন
------------
“বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” – শ্লোগানে রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রেলগেট থেকে রেলি করে নগর ভবনের গ্রীন প্লাজায় এসে ফিতা কেটে বেলুন পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি ছিলেন. ডিআইজি, রাজশাহী রেঞ্জ পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ আমিনুল ইসলাম, বন সংরক্ষক, সামাজিক বন অঞ্চল, বগুড়া

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামীম আহমেদ, জেলা প্রশাসক, রাজশাহী।
স্বাগত বক্তব্য দেন, ্বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ, রাজশাহী মো. রফিকুজ্জামান শাহ

শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে তা সমর্থনযোগ্য না: সারজিস আলমhttps://www.facebook.com/share/p/2VF3cSXHUxW2P26z/
31/08/2024

শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে তা সমর্থনযোগ্য না: সারজিস আলম
https://www.facebook.com/share/p/2VF3cSXHUxW2P26z/

শিক্ষক পদত্যাগের নামে যা হচ্ছে তা সমর্থনযোগ্য না: সারজিস আলম
-----------------
শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, সেটা সমর্থনযোগ্য না বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে সারজিস লেখেন, ‘শিক্ষক পদত্যাগের নামে সারা দেশে যা হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে সেটা সমর্থনযোগ্য নয়। কেউ যদি ফ্যাসিস্টদের ক্ষমতার অপব্যবহার করে অন্য শিক্ষক বা শিক্ষার্থীদের সাথে অন্যায় করে তাহলে নিয়মতান্ত্রিকভাবে আইনের মধ্য দিয়ে তদন্ত সাপেক্ষে তার বিচার হোক। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া, মব জাস্টিস করা কখনোই গ্রহণযোগ্য নয়।’

সারজিস লেখেন, ‘শিক্ষক-শিক্ষার্থীর যে শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আমাদের শিক্ষার পরিবেশকে সুন্দর করে তুলতে পারে সেই সম্পর্ক যেন তিক্ততার না হয়, দূরত্বের না হয়, ভীতির না হয়।’

যারা শিক্ষকদের জোর করে পদত্যাগে বাধ্য করছেন তাদের আইনের আওতায় নেওয়ার কথাও বলেন সারজিস আলম। তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী হয়ত জানেই না যে, তাদের ব্যবহার করে অন্য শিক্ষক এই কাজটি করাচ্ছে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য। যারা বিভিন্ন উদ্দেশ্যে অন্যায় প্রক্রিয়ায় এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

"বাহাই বিশ্বাসীগণের জন্য কোন রাজনৈতিক আন্দোলনে, বা আন্দোলনের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া বা রাজনৈতিক ...
21/08/2024

"বাহাই বিশ্বাসীগণের জন্য কোন রাজনৈতিক আন্দোলনে, বা আন্দোলনের উদ্দেশ্যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া বা রাজনৈতিক ইস্যুতে পক্ষ নেওয়াকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে।"
- ইউনিভার্সাল হাউস অফ জাস্টিস

Wanted: Talented Voice Over Artist!Are you the voice we're looking for?An established audio recording studio "Bimurto"  ...
21/08/2024

Wanted: Talented Voice Over Artist!

Are you the voice we're looking for?
An established audio recording studio "Bimurto" is seeking a dynamic and versatile Voice Over Artist to join our creative team!

Requirements:
Exceptional vocal range and clarity
Ability to adapt to various styles and tones
Professional experience in voice-over work (preferred)
Passion for storytelling and audio production
Perks:

Competitive pay
Collaborative and creative work environment
Opportunities for growth and development
Apply Now!
Send your demo reel and resume to [email protected]
Location: 6th floor, PG Tower (North side of Newmarket) Rajshahi-100. Mobile: 01712-100955
Let your voice be heard—join our team and bring stories to life!

Seeking Voice Over Artist ভয়েস ওভার আর্টিস্ট প্রয়োজন, বিমুত-01712100955Disclaimer ___________________ All Rights to Music Label Co. & No Copyright infringeme...

একটুও মনে রাখিনিকথা: হাসান হাফিজুর রহমানসুর ও সঙ্গীত: বিমুর্ত রেকর্ডিং স্টুডিও
21/08/2024

একটুও মনে রাখিনি
কথা: হাসান হাফিজুর রহমান
সুর ও সঙ্গীত: বিমুর্ত রেকর্ডিং স্টুডিও

Aktuo Mone Rakhini-Hasan Hafizur Rahman, একটুও মনে রাখিনি, Bimurto vision, বিমুর্তএকটুুও মনে রাখিনিকথা: হাসান হাফিজুর রহমানসুর ও সঙ্গীত: বিমুর্ত্Disclai...

Address

Seroil Dosor Mondol More
Rajshahi
6100

Telephone

+8801919100955

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bimurto Future Face, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bimurto Future Face, Rajshahi:

Videos

Share