An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center

  • Home
  • An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center

An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center "তোমরা যে সকল পদ্ধতিতে চিকিৎসা করো তার মধ্যে হিজামা (কাপিং থেরাপি) সর্বত্তম।" সহি বুখারী -৫৬৯৭।
(1)

হিজামা/কাপিং থেরাপি চিকিৎসা কী?
💠💠হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকাল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)। রাসূল সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।
#হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।
এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
আধুনিক পরিভাষায় Cupping ( #কাপিং),বাংলাতে #শিংগা লাগানো।
💠💠হিজাম

া কিভাবে কাজ করে::
শরিরের বিভিন্ন স্থান থেকে নেগেটিভ সাকশনের মাদ্ধমে চামড়ার নিচে ছড়িয়ে থাকা অপ্রয়োজনীয় রক্ত বের করে আনা হয়।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
💠💠আবু হুরাইরা রাঃ থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:)বলেছেন-
জিবরীল আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যতসব উপায় অবলম্বন করে তার মধ্যে হিজামাই হল সর্ব উত্তম।
আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০.
💠💠জাবির রাঃ থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।
” সহীহ মুসলিম, হাদীছ নম্বর: ২২০২
💠💠হিজামা/কাপিং থেরাপি দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। চুল পড়া
৫। ঘুমের ব্যাঘাত
৬। পায়ে ব্যথা
৭। বাতের ব্যথা
৮।নার্ভের সমস্যা
৯। আথর্রাইটিস
১০।গেটে বাত
১১। ত্বকের বর্জ পরিস্কার
১২।ঘাড়ে ব্যথা
১৩। দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
১৪। কিডনী রোগ
১৫। মাংস পেশীর ব্যথা
১৬।হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা
১৭।সাইনুসাইটিস
১৮।অবস(প্যরালাইসিস)
১৯।গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি
২০।হাঁপানি (Asthma)
২১।হৃদরোগ
২২।থাইরয়েড
২৩। শারিরিক দুর্বলতা
২৪।গোড়ালি ব্যাথা
২৫।ব্লাক ম্যাজিক বা কালো জাদুর সমস্যা
২৬।বমির সমস্যা
২৭।হাটু ব্যাথা
২৮।কোমর ব্যাথা
২৯।হাড় ক্ষয়জনিত ব্যাথা
৩০।লিভার ডিজিজ
৩১।মিসক্যারেজের সমস্যা
৩২।ইরেগুলার প্রিয়োড
৩৩।হরমনাল সমস্যা
৩৪।ডিপ্রেশন ...
ইত্যাদি ভিবিন্ন রোগ...।।
💠আমাদের সেন্টারে মহিলাদের জন্যে পরিপূর্ণ পর্দার সাথে মহিলা থেরাপিস্ট দ্বারা হিজামা চিকিৎসা করানো হয়।
🏘️🏘️🏘️🏘️🏘️রাজশাহী🏘️🏘️🏘️🏘️
-----------------------------------------
🏘️আমাদের ঠিকানাঃ আব্দুস সাত্তার সুপার মার্কেট, নওদাপাড়া বাজার,রাজশাহী।
🤳মোবাইলঃ 01937364681, 01537736170
🏘️🏘️🏘️🏘️🏘️ঝিনাইদহ🏘️🏘️🏘️🏘️
-----------------------------------------
ঠিকানাঃ ভাইবন্ধু ফার্মেসী,সদর হাসপাতালের সামনে #ঝিনাইদহ।
🤳মোবাইলঃ 01937364681, 01537736170
📘আমাদের ফেসবুক পেজঃ
https://fb.watch/bg2dAEE5tE/
#হিজামা_রাজশাহী
#হিজামা_সেন্টার_রাজশাহী
#হিজামা_চিকিৎসা
#রাজশাহী
#হিজামা




#রাজশাহী_হিজামা_সেন্টার
#রাজশাহী_হিজামা

26/09/2025

নিয়মিত হিজামা এবং রুকিয়াহ শারিয়াহ ট্রিটমেন্ট চলছে আমাদের সেন্টারে। আপনি কবে আসছেন?

26/09/2025

গতকাল একজন পেশেন্ট উনার ঘরে যাদু খুঁজতে গিয়ে দেখেন অনেক বড় একটা বিদঘুটে কালো টিকটিকি রুমের দেয়ালে লেপ্টে বড় বড় চোখ করে উ...
24/09/2025

গতকাল একজন পেশেন্ট উনার ঘরে যাদু খুঁজতে গিয়ে দেখেন অনেক বড় একটা বিদঘুটে কালো টিকটিকি রুমের দেয়ালে লেপ্টে বড় বড় চোখ করে উনার দিকে তাকিয়ে আছে। উনি সেটাকে লাঠি দিয়ে মারতে যাবার সাথে সাথেই টিকটিকি অদৃশ্য হয়ে যায়। এভাবে'ই বিভিন্ন সুরতে জ্বিন শায়াত্বিন আপনার ঘরে অবস্থান নিয়ে থাকতে পারে এবং যাদু রেখে যেতে পারে, সংরক্ষণ করতে পারে, রিনিউ করতে পারে।

সামনের কিছু দিন ধরেই চলতে থাকবে হিন্দুদের বিভিন্ন পূজার অর্চনার কার্যক্রম। এই পূজার সময়গুলোতে প্রচুর পরিমাণে যাদু রিনিউ হয়ে থাকে। জ্বিন যাদুর পেশেন্টরা এই সময় খুবই অসুস্থ হয়ে পরতে পারেন। তাই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। দৈনিক সকাল, সন্ধ্যা ও রাতে ঘুমানোর আগে অবশ্যই অবশ্যই নিরাপত্তা/হেফাজতের মাসনুন আমলগুলো নিয়মিত করুন। সকাল, সন্ধ্যা ঘরে সুরা বাকারা তিলাওয়াত করতে চেষ্টা করুন। তেলাওয়াত করতে না পারলে সুরা বাকারা এবং সুরা কাহাফ এর অডিও লাউড স্পিকারে সকাল, সন্ধ্যা ঘরে প্লে করুন। রুকইয়াহ করা পড়া পানি সকাল সন্ধ্যা ও রাতে ঘুমানোর আগে ঘরে ছিটিয়ে দিন। পুজোর গান-বাজনার আওয়াজ ঘর থেকে শুনা গেলে ঘরের দরজা/জানালা 'বিসমিল্লাহ্' বলে বন্ধ করে রাখুন। পুজো মন্ডপের আশপাশ দিয়ে যাতায়াত করা থেকে বিরত থাকুন। সর্বদা মহান আল্লাহ্'র দরবারে নিরাপত্তার জন্য আশ্রয় প্রার্থনা করুন।

মহান আল্লাহ্ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের সবাইকে পূজার অনিষ্ট থেকে হেফাজত করুন এবং জ্বিন ও জ্বিন যাদুর ভয়াবহ প্রভাব থেকে হেফাজতে রাখুন, আমীন।

Raqi Kamrul Haider

21/09/2025

আপনি কি দীর্ঘদিন যাবৎ অসহ্য ঘাড় ব্যথা, কোমর ব্যথা, পিঠ ব্যাথা, হাঁটু ব্যাথা জনিত রোগে ভুগছেন?😰 আর নয় চিন্তা এখন আমাদের সেন্টারে ফিজিওথেরাপি+হিজামা চিকিৎসার মাধ্যমে ঘাড়, কোমর ও হাটু ব্যথা স্থায়ীভাবে দুর করতে পারবেন।😍
তাই রোগকে শরীরে না পুষে রেখে এখনই অ্যাপয়েন্টমেন্ট নিন আর সুস্থ জীবনে ফিরে আসুন, আপনার সুস্থতায় আমাদের প্রধান লক্ষ্য। 😍
🔷হিজামা/কাপিং থেরাপি রক্তসঞ্চালন বাড়ায় এবং শক্তভাবে আবদ্ধ পেশী টিস্যুর স্তরকে নরম করে।
🟨আমাদের কম্মাইন্ড চিকিৎসা নিয়ে ফিরে আসতে পারেন সুস্থ জীবনে।
👰👰মহিলাদের জন্যে রয়েছে মহিলা চিকিৎসক।
আমাদের সার্ভিস সূমহ:
🔷ফায়ার কাপিং ম্যাসেজ
🔶হিজামা
🔷ফিজিওথেরাপি
🔶আকুপাংচার
🔷বডি ম্যাসেজ
🔶ফেসিয়াল কাপিং (ব্রোন এর ট্রিটমেন্ট) করে থাকি।
🔷রুকইয়াহ (জিন, যাদু,বদ নজরের কুর'আনিক ট্রিটমেন্ট)
📘আরো বিস্তারিত জানতে আমাদের পেজে চোখ রাখুন:
An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center
অথবা
Hijama And Ruqayah Rajshahi-হিজামা এবং রুকইয়াহ রাজশাহী
🔹🔸▫️▪️🔹🔸▫️▪️🔹🔸▫️▪️🔹
সেন্টারে এসে কথা বলতে পারেন:
🩺আপনার রোগ সম্পর্কে বিস্তারিত বলুন।
📞সিরিয়াল নিতে ফোন করুনঃ 0️⃣1️⃣9️⃣0️⃣7️⃣2️⃣5️⃣2️⃣4️⃣9️⃣0️⃣
🩺মহিলা: 01516572235 (WhatsApp)
🩺পুরুষ: 01537736170 (WhatsApp)
🌐বালিয়াপুকুর মেইন রোড, আর এইচ গেট (রুয়েট ২য় গেট) এর অপজিটে,উপর ভদ্রা, রাজশাহী।
Google লোকেশনঃ https://maps.app.goo.gl/AgYEcMFdPesp1fT58
,
,
,
,
,
,
,
,
#হিজামা #রাজশাহী_হিজামা_সেন্টার #রাজশাহী_হিজামা #কাপিং #অফার #কোমরের_ব্যথা #সায়াটিকা #স্ট্রোক

21/09/2025

ভাইটাকে দেখলে মনে হয় গরীবের রাজপুত্র,
খুবই সহজ সরল নম্র ভদ্র,
পরিবারের একমাত্র ভরসা,
ছোটখাটো একটা জব করে পরিবার চালিয়ে নিচ্ছে।

বছরখানেক আগে প্রতিবেশী এক লোকের সাথে পরিবারের ঝগড়া হওয়ার পর থেকে তিনি অসুস্থ।

ডায়াগনোসিস সেশনে আমরা নিশ্চিত হলাম তিনি সিহরুল মারদ ( অসুস্থতার) যাদুতে আক্রান্ত।

আল্লাহ আপনি সকল যাদুকর ও যাদুর ইন্দনদাতা দেরকে সমূলে ধ্বংস করে দিন।

রুকইয়াহ কীভাবে কাজ করে বা এর "মেকানিজম" কী?রুকইয়াহ শারইয়াহ কীভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি বা "মেকানিজম" বোঝার জন্য আমাদে...
18/09/2025

রুকইয়াহ কীভাবে কাজ করে বা এর "মেকানিজম" কী?

রুকইয়াহ শারইয়াহ কীভাবে কাজ করে, এর কার্যপদ্ধতি বা "মেকানিজম" বোঝার জন্য আমাদের শারীরিক চিকিৎসার পাশাপাশি আধ্যাত্মিক জগতের কার্যকারণকেও বুঝতে হবে। এটি শুধু কিছু শব্দ পাঠ করা নয়, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক বাস্তবতা ও ক্রিয়া-প্রতিক্রিয়া জড়িত। ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) তাঁর বিখ্যাত গ্রন্থ "আত-তিব্ব আন-নববী"-তে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।

তাঁর আলোচনার আলোকে, রুকইয়াহর কার্যপদ্ধতিকে আমরা কয়েকটি ধাপে বুঝতে পারি:

১. রোগের আধ্যাত্মিক উৎস ও রূহের লড়াই (Spiritual Origin of Disease & The Battle of Souls):

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) ব্যাখ্যা করেন যে, অনেক রোগ, বিশেষ করে বিষাক্ত প্রাণীর দংশন বা যাদুর মতো বিষয়গুলো, খবিস বা মন্দ রূহের (النفوس الخبيثة) প্রভাবের ফল। যাদুকর বা বিষাক্ত প্রাণী তাদের মন্দ রূহের শক্তিকে ব্যবহার করে অন্যের ক্ষতি করে।

এর বিপরীতে, রাক্বীর রূহ (نفس الراقي) রুকইয়াহ পাঠের মাধ্যমে শক্তিশালী হয়ে ওঠে এবং রোগীর উপর প্রভাব বিস্তারকারী সেই মন্দ রূহকে প্রতিহত করে। এখানে মূলত দুটি রূহের মধ্যে একটি আধ্যাত্মত্মিক লড়াই সংঘটিত হয়। যেমনভাবে শারীরিক রোগের সাথে ঔষধের একটি ক্রিয়া-প্রতিক্রিয়া (فعل وانفعال) ঘটে, ঠিক তেমনিভাবে আধ্যাত্মিক রোগের সাথে আধ্যাত্মিক চিকিৎসার (রুকইয়াহ) একটি ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে।

সুতরাং, রুকইয়াহর প্রথম মেকানিজম হলো—রাক্বীর শক্তিশালী ও পবিত্র রূহ, আল্লাহর কালামের শক্তিতে বলীয়ান হয়ে, রোগীর উপর প্রভাব বিস্তারকারী মন্দ রূহকে আল্লাহর ইচ্ছায় পরাজিত ও বিতাড়িত করে।

২. ফুঁ (النفث) দেওয়ার গুরুত্ব ও এর পেছনের রহস্য:

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) ফুঁ দেওয়ার বিষয়টিকে শুধু একটি সাধারণ কাজ হিসেবে দেখেননি, বরং এর পেছনে গভীর আধ্যাত্মিক ও ভৌত কারণ খুঁজে পেয়েছেন।

আধ্যাত্মিক উপাদানের শারীরিক সংমিশ্রণ:

ফুঁ দেওয়ার মাধ্যমে রাক্বীর মুখ থেকে যে সামান্য থুতু (الريق), বাতাস (الهواء) এবং শ্বাস (النفس) নির্গত হয়, তা সাধারণ কোনো উপাদান নয়। এগুলো রাক্বীর অন্তর থেকে উৎসারিত যিকির, দোয়া এবং আল্লাহর কালামের সাথে সরাসরি সম্পৃক্ত। যখন এই আধ্যাত্মিক শক্তি বহনকারী শারীরিক উপাদানগুলো একত্রিত হয়, তখন এর প্রভাব বহুগুণে বেড়ে যায়। এটি অনেকটা বিভিন্ন উপাদান মিশিয়ে একটি শক্তিশালী ঔষধ তৈরি করার মতো।

রূহের শক্তিকে বাহ্যিক রূপ দেওয়া:

ফুঁ দেওয়া হলো রাক্বীর রূহের শক্তিকে একটি বাহ্যিক ও শারীরিক রূপ দেওয়ার মাধ্যম। বিষাক্ত প্রাণী যেমন তার বিষকে হুল বা দাঁতের মাধ্যমে প্রয়োগ করে, তেমনি রাক্বী তার রূহের শক্তিকে ফুঁ-এর মাধ্যমে প্রয়োগ করেন।

রাক্বীর রূহের শক্তির উপর নির্ভরশীলতা:

রুকইয়াহর কার্যকারিতা নির্ভর করে রাক্বীর রূহের শক্তি, তার তাকওয়া এবং ইখলাসের উপর। রাক্বীর রূহ যত বেশি শক্তিশালী ও পবিত্র হবে, তার রুকইয়াহ এবং ফুঁ তত বেশি প্রভাবশালী হবে।

৩. ফুঁ দেওয়ার ভিন্ন একটি গোপন রহস্য: পবিত্র ও অপবিত্র রূহের লড়াই:

ইমাম ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ) আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করেন যে, ফুঁ দেওয়ার এই কৌশলটি পবিত্র রূহ (أهل الإيمان) এবং অপবিত্র রূহ (السحرة) উভয়ই ব্যবহার করে, কিন্তু তাদের উদ্দেশ্য ও ফলাফল সম্পূর্ণ বিপরীত।

যাদুকরদের ফুঁ:

যাদুকররা তাদের মন্দ রূহের ক্রোধ ও বিদ্বেষকে ফুঁ-এর মাধ্যমে প্রয়োগ করে। আল্লাহ তা'আলা সূরা ফালাকে বলেছেন, "এবং গিরায় ফুঁ দানকারিণীদের অনিষ্ট থেকে (আশ্রয় চাই)।" (وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ)। তারা তাদের ফুঁ-কে শয়তানি রূহের জন্য একটি অস্ত্রের মতো ব্যবহার করে।

মুমিনের ফুঁ:

এর বিপরীতে, একজন মুমিন বা রাক্বী তার পবিত্র ও পরিশুদ্ধ রূহকে (الروح الزكية الطيبة) ব্যবহার করে, আল্লাহর কালাম পাঠ করে এবং ফুঁ-এর মাধ্যমে সেই খবিস রূহের প্রভাবকে প্রতিহত ও ধ্বংস করেন।

ফলাফল: এই দুটি রূহের লড়াইয়ে যার রূহ অধিকতর শক্তিশালী, তারই জয় হয়। একজন মুমিনের রূহ যখন ঈমান, তাওয়াক্কুল এবং সূরা ফাতিহার মতো শক্তিশালী কালামের শক্তিতে বলীয়ান হয়, তখন তা আল্লাহর ইচ্ছায় শয়তানি রূহের সকল প্রভাবকে দূরীভূত করতে সক্ষম হয়।

অতএব, রুকইয়াহর মেকানিজম হলো একটি গভীর আধ্যাত্মিক প্রক্রিয়া, যেখানে:

রাক্বীর পবিত্র ও শক্তিশালী রূহ, আল্লাহর কালাম ও দোয়ার শক্তিতে বলীয়ান হয়ে, রোগীর উপর প্রভাব বিস্তারকারী মন্দ রূহকে প্রতিহত করে।

ফুঁ দেওয়ার মাধ্যমে এই আধ্যাত্মিক শক্তি একটি শারীরিক রূপ লাভ করে এবং এর প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়।

চূড়ান্ত ফলাফল নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর, এবং এই প্রক্রিয়ায় রাক্বী ও রোগী উভয়েরই ঈমান, তাওয়াক্কুল ও ইখলাস অপরিহার্য।

যাদের আধ্যাত্মিক জগতের বাস্তবতা সম্পর্কে গভীর বিশ্বাস নেই বা যারা বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে সবকিছু বিচার করে, তাদের পক্ষে রুকইয়াহর এই গভীর কার্যপদ্ধতি অনুধাবন করা কঠিন।

আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন।

🖋️ Raqi Abdul Malik

#রুকইয়াহ #ইসলামিক_জ্ঞান #তিব্বে_নববী #আত্মশুদ্ধি

17/09/2025

হিজামা/কাপিং থেরাপিতে ব্লেড দিয়ে কিভাবে কাটিং দেওয়া হয় সেটা দেখানোর চেষ্টা করেছি।
#সাপ_জ্বীন #রুকইয়াহ #অলৌকিক_ঘটনা #জ্বীন #সাপ #হিজামা_তারিখ #রাজশাহী_হিজামা_সেন্টার #সুন্নাহ_চিকিৎসা #হিজামা

17/09/2025

মাশা-আল্লাহ, কি চমৎকার তাই না? বেশি বেশি শেয়ার করে দেন। ভালো কিছু বেশি বেশি শেয়ার করতে হয়।
#ইসলামিক

16/09/2025

হাসিও পায়, দুঃখও লাগে 😄
কি একটা অবস্থা বলুন।

13/09/2025

অধিকহারে Popularity (জনপ্রিয়তার) কারনেও আপনি হাসাদ (হিংসা) ও আইন (বদনজরে) আক্রান্ত হতে পারেন।

ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তিনি জনপ্রিয় একজন চিকিৎসক। এই জনপ্রিয়তাই এখন তার অসুস্থতার কারণ হয়ে দাড়িয়েছে।

আলেম হওয়া সত্ত্বেও তার রিয়াক্ট দেখুন।

আল্লাহ তায়ালা আমাদেরকে জ্বীন জাদুর অনিষ্টতা থেকে হেফাজত করুন।

©️Raqi Rahat Al Ahnaf

#রুকইয়াহ #জিন #জাদু
#হিজামা_তারিখ #রাজশাহী_হিজামা_সেন্টার #সুন্নাহ_চিকিৎসা #রুকইয়াহ #হিজামা

12/09/2025

স্বামীকে রুকইয়াহ করাতে নিয়ে এসেছিলেন, স্বামীর রুকইয়াহ চলাকালীন সময় তিনি পাশে বসে তিলাওয়াত শুনতেছিলেন, কিছুক্ষণ পর এই বোনের শরীরে রিয়েকশান শুরু হয়।

ভাবতেও পারেনি স্বামীর থেকে বড় রোগী তিনি নিজেই।

আল্লাহ আমাদের সবাইকে শ/য়তানি অপশক্তি থেকে হেফাজত করুন।

©️Raqi Solaiman Siddiq
#হিজামা_তারিখ

#রুকইয়াহ
#রাজশাহী_হিজামা_সেন্টার
#সুন্নাহ_চিকিৎসা




#হিজামা

Address

9J9F+JHF আর এইচ গেট রুয়েট, এর অপজিটে, বালিয়াপুকুর মেইন রোড, উপর-ভদ্রা

6204

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Telephone

+8801937364681

Alerts

Be the first to know and let us send you an email when An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to An-Naba Hijama Rajshahi: Hijama & Physiotherapy Center:

  • Want your business to be the top-listed Media Company?

Share

হিজামা/কাপিং থেরাপী চিকিৎসা । রাসুল (সা) এর সুন্নতি চিকিৎসা ।

#হিজামা এমন একটি চিকিৎসা যাতে অন্যান্য মেডিকেল ড্রাগসের মত কোন সাইড ইফেক্ট নেই। কেবল নিরাময় আছে (সুবাহনাল্লাহ)। রাসূল সাল্লাল্লাহু আলায়হি সাল্লাম তাঁর নিজের জন্য এ চিকিৎসাটি করিয়েছিলেন।

#হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।

#আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামা /কাপিং থেরাপীর মাধ্যমে শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।এবং রোগ পতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

#আবু_হুরাইরা_রাঃ_থেকে_বর্ণিত_রাসূলুল্লাহ (সা:)বলেছেন- #জিবরীল_আমাকে_জানিয়েছেন_যে_মানুষ_চিকিৎসার_জন্য_যতসব_উপায়_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হল_সর্ব_উত্তম। আল-হাকিম, হাদিস নম্বরঃ ৭৪৭০.