Rajshahi Republican

Rajshahi Republican সংবাদ প্রতিদিন, রাজশাহী সহ সারাদেশ

01/06/2025

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
******************************************
দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

১ জুন রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসের খবরে এ তথ্য জানা গেছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুরের মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

🎓 রাজশাহী কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত*************************************************************৩১ ম...
01/06/2025

🎓 রাজশাহী কলেজে অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
*************************************************************
৩১ মে ২০২৫ তারিখে রাজশাহী কলেজে ২০২৪-২০২৫ সেশনের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ৪,২৪০টি আসনের বিপরীতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

খুচরা বাজারে মসলার দাম বাড়তি**********************************ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর খুচরা বাজারে মসলার দাম বেড়...
01/06/2025

খুচরা বাজারে মসলার দাম বাড়তি
**********************************

ঈদুল আজহাকে সামনে রেখে রাজশাহীর খুচরা বাজারে মসলার দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে প্রতি কেজি মসলার দাম বেড়েছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এলাচ, জিরা, আদা ও রসুনের ক্ষেত্রে এই ঊর্ধ্বগতি সবচেয়ে বেশি।

🧅 বানেশ্বরে পেঁয়াজের দাম কম*********************************রাজশাহীর বানেশ্বর হাটে পেঁয়াজের দাম কমে গেছে। ক্রেতারা কম দা...
01/06/2025

🧅 বানেশ্বরে পেঁয়াজের দাম কম
*********************************

রাজশাহীর বানেশ্বর হাটে পেঁয়াজের দাম কমে গেছে। ক্রেতারা কম দামে পেঁয়াজ কিনতে পারছেন, যা বাজারে স্বস্তি এনেছে।

01/06/2025

🛵 মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু
************************************************

রাজশাহী শহরের মেহেরচণ্ডি ওভারপাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তারা ওভারপাস থেকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পরিবেশ রক্ষায় রাজশাহীতে মানববন্ধন***************************************রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও রাজধানীর পান্থক...
31/05/2025

পরিবেশ রক্ষায় রাজশাহীতে মানববন্ধন
***************************************
রাজশাহীর প্রাণ-প্রকৃতি, পরিবেশ ও রাজধানীর পান্থকুঞ্জ-হাতিরঝিল রক্ষায় রাজশাহীতে সংহতি সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও সবুজ সংহতি এই সমাবেশের আয়োজন করে।

🐄 কোরবানির পশুর হাট বেচা কেনা জমজমাট*************************************************অনলাইন ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে রাজ...
31/05/2025

🐄 কোরবানির পশুর হাট বেচা কেনা জমজমাট
*************************************************
অনলাইন ডেস্কঃ ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পশুর হাটে বেচাকেনা জমজমাট। শুক্রবার তাহেরপুর হাটে প্রায় ২,৫০০ গরু ও মহিষ এর সমাগম হয়েছে, যা আগামী শুক্রবার ৫,০০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। রাজশাহী বিভাগে মোট ৩০২টি পশুর হাট নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে ১৬১টি স্থায়ী ও ১৪১টি অস্থায়ী। সিটি বাইপাস হাট উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত, যেখানে ঈদের আগে প্রতিদিনই হাট বসবে।

27/05/2025

সৌদি আরবে জিলহজের চাঁদ দেখা গেছে, ৬ জুন ঈদুল আজহা

সৌদি আরবে আজ ২৭ মে (মঙ্গলবার) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল ২৮ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। এই অনুযায়ী সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ৬ জুন, শুক্রবার। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও একই দিন ঈদ পালিত হবে। বাংলাদেশে ঈদের তারিখ চাঁদ দেখার পর ঘোষণা করা হবে।

সূত্র : https://www.banglanews24.com/islam/news/bd/1526305.details?utm_source=chatgpt.com

আজকের আবহাওয়া
17/05/2025

আজকের আবহাওয়া

**রাজশাহীতে ‘মার্চ ফর গাজা’: ব্যান্ড মিউজিক কমিউনিটি ও সন অফ সয়েলের আয়োজনে প্রতিবাদ**ডেস্কঃ গতকাল ঢাকার ধারাবাহিকতায় রাজ...
13/04/2025

**রাজশাহীতে ‘মার্চ ফর গাজা’: ব্যান্ড মিউজিক কমিউনিটি ও সন অফ সয়েলের আয়োজনে প্রতিবাদ**

ডেস্কঃ গতকাল ঢাকার ধারাবাহিকতায় রাজশাহীতেও অনুষ্ঠিত হলো ‘মার্চ ফর গাজা’। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হন এই আয়োজনে। রাজশাহীর ব্যান্ড মিউজিক তারকা, জনপ্রিয় রেডিও ও সংবাদমাধ্যমের কর্মী, অভিনয় শিল্পী, মুক্তিযোদ্ধা ও নাটোর ফিল্ম মেকার সোসাইটির সদস্যরা এই আয়োজনে একাত্মতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের মূল আয়োজক ছিল **ব্যান্ড মিউজিক কমিউনিটি অফ রাজশাহী** এবং **সন অফ সয়েল**। আয়োজনে সভাপতিত্ব করেন **মোঃ সাজিদ** – ফাউন্ডার, *জেনেসিস মিউজিক হোম* ও লিড গিটারিস্ট, *সায়ানাইড ব্যান্ড* এবং **কাজী নাঈম** – ফ্রন্টম্যান, *রিভার্সন ব্যান্ড* ও ফাউন্ডার, *ব্যান্ড মিউজিক কমিউনিটি অফ রাজশাহী*।

এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে রাজশাহীর সংস্কৃতি অঙ্গনের মানুষজন গাজায় চলমান মানবিক সংকট ও সহিংসতার বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। ব্যান্ড সঙ্গীতের ছন্দে, প্ল্যাকার্ড ও স্লোগানে মুখর ছিল রাজশাহীর রাস্তাঘাট, যা এই প্রতিবাদকে দেয় এক অনন্য মাত্রা।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা গাজাবাসীর পাশে থাকার বার্তা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাবেন।

25/03/2025

ঘটনাটি মিরপুর ১০ নাম্বারে, একজন মহিলার সাথে ভিডিওতে দৃশ্যমান ব্যাক্তির বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
ঘটনা সম্পর্কে যতটুকু জানা গিয়েছে, ভিডিও তে দেখা যাওয়া জুতার দোকানে মেয়েটি যায় জুতা কিনতে, এক সময় দরদাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মেয়েটাকে টিজিংমূলক কথা বলে দোকানের থাকা ব্যক্তি তারপরে এক পর্যায়ে মেয়েটিকে লাত্থি ও পোশাক ধরে টানাটানি করতে থাকে ।
মেয়েটি যখন রাগে উত্তেজিত হয়ে যায়, আশে-পাশে ভীড় হতে থাকে তখন লোকটি চোর বলে অপবাদ দিয়ে মব ক্রিয়েট করতে চেয়েছিলো।
গোটা দেশে নারীদের অবস্থান স্পষ্ট হয়ে উঠছে...

25/03/2025

Address

34 Shantibag
Rajshahi
6100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Republican posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi Republican:

Share