BanglaTweet.com

BanglaTweet.com Bangla Tweet is THE site for news, information and smart opinions about online, broadcast and print m

Our goal is to provide both a superior experience and tremendous value for our Readers. We love our Readers and welcome your feedback and suggestions. Use our Contact Us page to tell us what we’re doing right or what we can improve on.

নেতানিয়াহু থাকবে না, ইরান থাকবে : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট
22/06/2025

নেতানিয়াহু থাকবে না, ইরান থাকবে : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট

❤️❤️
18/06/2025

❤️❤️

বিপ্লবী ইরানের পতন হলেও এই ইরান শতাব্দীর পর শতাব্দী আমাদের হৃদয়ে থাকবে।
17/06/2025

বিপ্লবী ইরানের পতন হলেও এই ইরান শতাব্দীর পর শতাব্দী আমাদের হৃদয়ে থাকবে।

ইরান-ইসরায়েল সং/ঘা/তে অবস্থান স্পষ্ট করল কাতার...
17/06/2025

ইরান-ইসরায়েল সং/ঘা/তে অবস্থান স্পষ্ট করল কাতার...

  এই মুহূর্তে ইরানের সংসদে NPT চুক্তি থেকে বের হয়ে যাবার পক্ষে বিপক্ষে ভোটাভুটি হচ্ছে। NPT হচ্ছে এমন একটা চুক্তি, যাতে স...
16/06/2025


এই মুহূর্তে ইরানের সংসদে NPT চুক্তি থেকে বের হয়ে যাবার পক্ষে বিপক্ষে ভোটাভুটি হচ্ছে।

NPT হচ্ছে এমন একটা চুক্তি, যাতে স্বাক্ষরকারী দেশগুলো কখনো পারমাণবিক অস্ত্র তৈরী করবেনা বলে অঙ্গিকারাবদ্ধ।
ইরান এখান থেকে বের হয়ে গেলে পরমাণু অস্ত্র অর্জন করার ক্ষেত্রে তার আন্তির্জাতিক আইন সংক্রান্ত কোনো বাধ্য বাধকথা থাকবেনা।

  ইরান থেকে ই/স/রা/য়েলের উদ্দেশ্যে নতুন মিসাইল ব্যারেজ ফায়ার করা হয়েছে।হাইফার একটি বিদ্যুৎকেন্দ্র আঘাত হেনেছে ইরানি মিসা...
16/06/2025


ইরান থেকে ই/স/রা/য়েলের উদ্দেশ্যে নতুন মিসাইল ব্যারেজ ফায়ার করা হয়েছে।
হাইফার একটি বিদ্যুৎকেন্দ্র আঘাত হেনেছে ইরানি মিসাইল।

16/06/2025
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হা'মলা আরও তীব্র হচ্ছে। দুই পক্ষেই মা'রা পড়ছে মানুষ, বাড়ছে হ'তাহ'তের সংখ্যা। আলজাজিরা, বিবিসি,...
15/06/2025

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হা'মলা আরও তীব্র হচ্ছে। দুই পক্ষেই মা'রা পড়ছে মানুষ, বাড়ছে হ'তাহ'তের সংখ্যা। আলজাজিরা, বিবিসি, দ্য টাইমস অব ইসরায়েলসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংঘাতের লাইভ সংবাদ প্রচার করছে। সেসব সূত্রের বরাতে এক নজরে দেখে নেওয়া যাক গত ২৪ ঘণ্টায় যা যা ঘটল-

ইরানের নতুন করে ক্ষেপণা'স্ত্র হা'মলার পর ইসরায়েলে কমপক্ষে সাতজন নি'হত হয়েছেন বলে চিকিৎসক এবং ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে। এছাড়া আরও কয়েক ডজন মানুষ আ'হত হয়েছেন। এই হতাহতের ঘটনা ঘটে ইসরায়েলের ইরানজুড়ে বেশ কয়েকটি হা'মলার পর। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনাসহ ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করে নতুন হা'মলা চালিয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, যুক্তরাজ্য মধ্যপ্রাচ্যে “আঞ্চলিক সমর্থন” প্রদানের জন্য আরও সামরিক সম্পদসহ যু'দ্ধবিমান স্থানান্তর শুরু করছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটন ডিসি-তে অনুষ্ঠিত এক সামরিক কুচকাওয়াজে দেশের শ'ত্রুদের উদ্দেশে কঠোর সতর্কবার্তা জারি করেন। যা ইরানের বিরুদ্ধে প্রচ্ছন্ন হু'মকি হিসেবে দেখা হচ্ছে।

এপি নিউজ এজেন্সি দুজন নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলের আইন আল-আসাদ বিমানঘাঁটির দিকে নি'ক্ষেপ করা তিনটি ড্রোন গু'লি করে ভূপাতিত করা হয়েছে। ওই ঘাঁটিতে মার্কিন সৈন্যরা অবস্থান করছে। এ হা'মলায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ইসরায়েলকে হু'মকি দেন। তিনি বলেন, ইসরায়েল যদি হা'মলা বন্ধ না করে তবে আরও কঠোর প্রতিশো'ধ নেওয়া হবে।

ইসরায়েলের সঙ্গে চলমান হা'মলা-পাল্টা হা'মলার মাঝে ইরানের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে পাকিস্তান। পাশাপাশি, বিশ্বের সব মুসলিম দেশকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাব। তিনি আরও জানান, ইসরায়েল ইরান, ইয়েমেন ও ফিলিস্তিনকে লক্ষ্যবস্তু করে আ'ক্রমণ চালাচ্ছে। মুসলিম দেশগুলো যদি এখন ঐক্যবদ্ধ না হয়, তাহলে প্রত্যেককেই একই পরিণতির মুখোমুখি হতে হবে।

মাত্র এক ঘণ্টায় ইসরায়েলের ১০টি যু'দ্ধবিমান ভূপাতিত করার দাবি করে ইরান।

ইরানের রাজধানী তেহরানে একটি আবাসিক ভবন কমপ্লেক্সে ইসরায়েলের চালানো বিমান হা'ম'লায় অন্তত ৬০ জন নি'হত হয়েছেন, যার মধ্যে ২০ শিশু রয়েছে। ইসরায়েলের তৃতীয় দফা আ'ক্রমণে তারা নি'হত হন।

ই'স'রায়েলি হা'ম'লায় অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নি'হ'তের ঘটনাকে কেন্দ্র করে আ'ঘাত-পাল্টা আ'ঘ...
15/06/2025

ই'স'রায়েলি হা'ম'লায় অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নি'হ'তের ঘটনাকে কেন্দ্র করে আ'ঘাত-পাল্টা আ'ঘাতে র'ক্ত ঝরছে দুদেশেই। এদিকে ই'সরায়েলি হা'ম'লার অন্যতম লক্ষ্যবস্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও হতে পারেন বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা।

রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তা।

প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। পরিচয় প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারের এক পর্যায়ে ইসরায়েলি সেনা কর্মকর্তা বলেন, যে তালিকার প্রতি লক্ষ্য নির্ধারণ করে হা'ম'লা চালানো হয়েছে আয়াতুল্লাহ খামেনি এর বাইরে নন।

তার এমন মন্তব্যে শুধু ইরানি শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাই নয়। বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হ'ত্যা'র ব্যাপারে ইসরায়েলি পরিকল্পনার তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়।

ই রানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ই স রা য়েলের হাইফা তেলশোধনাগারকে আঘাত করেছে।
14/06/2025

ই রানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ই স রা য়েলের হাইফা তেলশোধনাগারকে আঘাত করেছে।

তৃতীয় এফ-৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত, দুই ইসরাইলি পাইলট আটক ইরানে
14/06/2025

তৃতীয় এফ-৩৫ যুদ্ধ বিমান ভূপাতিত, দুই ইসরাইলি পাইলট আটক ইরানে

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইরানে হা'মলা করে বসে ই'সরায়েল। দখলদাররা বলেছে, ইরানকে কোনোভাবেই...
14/06/2025

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার মধ্যেই ইরানে হা'মলা করে বসে ই'সরায়েল। দখলদাররা বলেছে, ইরানকে কোনোভাবেই পরমাণু অ'স্ত্র শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না। তাই এবারের হা'মলা হবে দীর্ঘমেয়াদি এবং সুনির্দিষ্ট। বাস্তবেও তাই করে দেখিয়েছে ইসরায়েল। হঠাৎ হা'মলায় ইরানের পরমাণু বিজ্ঞানীসহ শীর্ষ সামরিক কমান্ডাররা নি'হত হয়েছেন।

ই'সরায়েলের হা'মলার পর একের পর এক ধারবাহিক ঘটনা ঘটতে থাকে। শুক্রবার (১৩ জুন) রাতভর নানা ঘটনায় বিশ্বজুড়ে উত্তেজনা ছড়ায়। তারই এক ঝলক জেনে নিন-

ইরানি মিডিয়া দাবি করেছে, ইসরায়েলের দিকে শত শত ক্ষে'পণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অনুমান করছে যে প্রকৃত সংখ্যা ১০০-র কম।

কয়েকটি ক্ষে'পণাস্ত্র মধ্য ই'সরায়েলে আ'ঘাত হানে। তেল আবিব এলাকায় বড় বড় বি'স্ফোরণের শব্দ শোনা যায়। বেশ কয়েকটি আ'ঘাতের এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়।

আইডিএফ জানিয়েছে, তেল আবিব এলাকার একটি ভবনে ব্যালিস্টিক ক্ষে'পণাস্ত্র আ'ঘাত হানে। অন্যান্য শহরেও ক্ষে'পণাস্ত্র আ'ঘাত হেনেছে। উদ্ধার অভিযান চলছে। হোম ফ্রন্ট কমান্ডের সৈন্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়।

রাতে ইরান ইসরায়েলের দিকে কয়েক দফায় বেশ ব্যালিস্টিক ক্ষে'পণাস্ত্রের ব্যারেজ নি'ক্ষেপ করে। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকে। ইরানের হা'মলায় ৬০ জনের বেশি আহত এবং একজন নি'হত।

ইরানের বিরুদ্ধে যু'দ্ধজাহাজ পাঠাচ্ছে আমেরিকা। ব্যালিস্টিক ক্ষে'পণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বং'সকারী যু'দ্ধজাহাজ USS Thomas Hudner (ইউএসএস টমাস হাডনার)-কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করে।
ইরানের হা'মলায় ই'সরায়েলের দুইটি যু'দ্ধবিমান ভূপাতিত হয়েছে। পরে যু'দ্ধবিমানগুলোর একজন নারী পাইলটকেও আটক করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ফোনে কথা বলেছেন কাতারের আমির। উত্তেজনা হ্রাস এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় বি'স্ফোরণ। এরপরই সেখানে আগুন ধরে যায় এবং কালো ধোয়ায় আশপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।

ইরানে ইসরায়েলের এমন ভ'য়াবহ হা'মলার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ ‘শুরু হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন এক রুশ জেনারেল। ৫১ বছর বয়সী আপতি আলাদিনোভ নামের ওই মেজর জেনারেল রাশিয়ার সামরিক বাহিনীর বেশ প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, সম্মুখ যু'দ্ধে ই'সরায়েলকে মোকাবিলা করার জন্য ইরানের সামরিক বাহিনী প্রস্তুত। কঠোর প্রতিশো'ধ নেওয়া হবে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when BanglaTweet.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share