Abu Sayed Gen-Z

Abu Sayed Gen-Z আমার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম পেজটি ভালো লাগলে একটি ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ ❤️

11/06/2025

প্রকৃতি কখনো কথা বলে না, তবুও তার নীরবতা হৃদয়ের গভীরে এক অদ্ভুত শান্তি এনে দেয়।

06/06/2025

﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮_𝐀𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنكُمْ

❝ত্যাগের মহিমায় উজ্জীবিত হোক আমাদের জীবন!❞

ঈদ মোবারক ✨
ঈদুল আযহার শুভেচ্ছা ❤️‍🩹
আবু সাঈদ

19/05/2025

ইয়া রাব্ব, আমি জানি না তুমি আমার জন্য কী পরিকল্পনা করেছো। তবুও, আমি সবসময় তোমার উপর আস্থা রাখতে পছন্দ করব। এমনকি কষ্টের মধ্যেও, এমনকি অশ্রুতেও, এমনকি অনিশ্চয়তার মধ্যেও, আমি তোমার পরিকল্পনায় সম্পূর্ণ আস্থা রাখি🥰

04/05/2025

কলম যতই দামী হোক, ভিতরে
কালি না থাকলে তা মূল্যহীন।
মানুষ যতই শিক্ষিত হোক, ভিতরে
বিবেক না থাকলে তা মূল্যহীন।

-মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ,  অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র ।
01/05/2025

-মানুষ নিজের ভুল দেখার বেলায় অন্ধ,
অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র ।

মানুষের চাইতে "রঙ চা" হাজার গুনে ভালো, অন্তত শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে-বদলায় না....!
23/04/2025

মানুষের চাইতে "রঙ চা" হাজার গুনে ভালো, অন্তত শেষ না হওয়া পর্যন্ত একই রঙে থাকে-বদলায় না....!

21/04/2025

জাস্ট ইমাজিন!
আপনি আপনার বন্ধুদের সাথে হাসাহাসি করছেন তখন পাশ দিয়ে যাওয়া তথাকথিত মর্ডান মেয়ে ভেবে বসলো আপনি তার দিকে তাকিয়ে হাসছেন! এই হাসার বিনিময়ে আপনার জান গেলো!

রাসূল (সা.) বলেন:
“আমি আমার পরে পুরুষদের জন্য নারীদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না।”
(বুখারী: ৫০৯৬, মুসলিম: ২৭৪০)

19/04/2025

মানুষ এখন আর সুখ চায় না—
মানুষ এখন চায়, "অন্যদের চেয়ে বেশি সুখী" হতে।

তাই তো এক কাপ চা খেয়েও কেউ তৃপ্ত,
আর কেউ রেস্টুরেন্টে বসে হাজার টাকা বিল দিয়ে‌ও মুখ গোমড়া করে বসে থাকে।

আসলে সমস্যা সুখে নয়,
সমস্যা তুলনায়।
যেখানেই তুলনা আসে,
সেখান থেকেই শান্তি পালাতে থাকে।

নিজের জীবনের মানে খোঁজো—
অন্যের সাথে মেলালে মান হারিয়ে যাবে।

12/04/2025

চলবে বি'প্লব চলবে, ইসলামের পথে প্রতিটি সংগ্রাম'ই মুক্তির জন্য ল'ড়বে। আল -আকসা আমাদের, চিরকাল আমাদেরই !

11/04/2025
11/04/2025

আজ জুম্মাবার সকাল টা শুরু হোক আল্লাহর শুকরিয়া আদায় করে..!
আলহামদুলিল্লাহ 🌸🤲

10/04/2025

ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ❤️
শহীদ আলী রায়হান ভাইকে নিয়ে একটি সংগীত 🌸

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Sayed Gen-Z posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share