Rajshahi University News24

Rajshahi University News24 It is a media page deals with current news and information of Rajshahi University.

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন অধ্যায়ের  সূচনা হয়েছে। আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।...
25/07/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমে বিজ্ঞাপিত পদ সংখ্যার তিন গুণ বা তার বেশি আবেদনকারী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। লিখিত পরীক্ষার নম্বর এবং মৌখিক পরীক্ষার পারফরম্যান্স মূল্যায়ন করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

লিখিত পরীক্ষার প্রশ্ন বোর্ডের সদস্যবৃন্দ বোর্ডে উপস্থিত হয়ে হাতে লিখে বোর্ডের সভাপতির নিকট জমা দেন এবং সেগুলোর মধ্য থেকে বোর্ডের সভাপতি মাননীয় উপাচার্য প্রশ্ন মডারেশন করে চার/পাঁচটি প্রশ্ন ৪৫/৫০ মিনিট পরীক্ষার জন্য নির্ধারণ করেন। পরীক্ষা শেষে একজন সদস্য উত্তরপত্র কোডিং করেন এবং কোডিংকৃত উত্তরপত্র সকল প্রশ্নকারী তার নিজ প্রশ্নের উত্তর মূল্যায়ন করেন। মূল্যায়ন শেষে সকলের নম্বর যোগ করে মেধাক্রম ঠিক করে ডিকোডিং করে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত আবেদনকারীদের রোল নম্বর জানিয়ে দেয়া হয়।
এর মধ্য দিয়ে আশা করি যোগ্য ও মেধাবী শিক্ষার্থী শিক্ষকতার সুযোগ লাভ করবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অনবদ্য ভূমিকা রাখবেন।
-
ফরিদ খান, প্রো ভিসি, রাবি

01/07/2025

দেশে আমার এক ভাগিনা বিসিএসে চাকরি পাইছে। বেতন বলে মাত্র ২২ হাজার। পুরা গ্রামে মিষ্টি বিলাইছে শুনলাম। বেটা তুই মিষ্টি না বিলাইয়া সামনের মাসে কি খাইয়া বাচবি সেটা চিন্তা কর। এখনকার দিনে ২০-২২ হাজার টাকা কি কোনো টাকা হইলো? ওর মারে বলছি ছেলেটারে দুবাই পাঠাও। ভালো দালাল আছে। দালাল ধরে আমার কাছে নিয়ে আসবো। এই দেশে ডেরাইবিং জানলেও ভালো ইনকাম। আমার কথা শুনলোনা। এখন বুঝোক। চাকরি করে কোন আটিটা বাধা যায়, দেখুক এখন।

©আবুল কালাম, প্লাম্বার
সুইজারল্যান্ড প্রবাসী

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. কুদরত-ই-...
03/06/2025

বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন রাবি রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।

হার্ভার্ড ইউনিভার্সিটিতে কী চলতেছে জানেন?ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ট্রাম্প এর সাথে সরাসরি মামলায় জড়াইছে বড় দাগে দুইটা...
24/05/2025

হার্ভার্ড ইউনিভার্সিটিতে কী চলতেছে জানেন?

ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ট্রাম্প এর সাথে সরাসরি মামলায় জড়াইছে বড় দাগে দুইটা কারণে।

১. বিদেশি আন্দোলনকারী শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সরকারকে দিতে অস্বীকৃতি জানাইছে।

২. ফিলিস তিনের পক্ষে কথা বলা শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন শেল্টার দিচ্ছে।

আরো কিছু কারণ আছে, তবে মোটাদাগে এই দুইটা কারণে হার্ভার্ড ইউনিভার্সিটির ফান্ডিং পুরোপুরি বন্ধ করে দিছে ট্রাম্প প্রশাসন। এরপর আসলে কী হইলো?

এইটাই সবচে মজার বিষয়।

প্রথমবার যখন ২.৩ বিলিয়ন ডলারের ফান্ডিং বন্ধ করে দিলো, ভার্সিটি প্রশাসন তখন এলামনাইদের আহবান করে ফান্ডিং তুলে আনলেন।

এরপর আবার যখন রিসার্চ ফান্ডিংও বন্ধ করে দিলো, তখন টিচাররা নিজেদের বেতনের অংশ রিসার্চ তহবিলে জমা দেয়া শুরু করলেন, তবুও ট্রাম্পের সাথে আঁতাত করলেন না।

এরপর কোনভাবেই হার্ভার্ডকে নিজের আওতায় আনতে না পেরে শেষমেশ বিদেশী শিক্ষার্থীদের ভিসা বাতিলের ঘোষণা দিলো ট্রাম্প প্রশাসন। এবার শিক্ষার্থীদের পক্ষে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ঠুকে দিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। কারণ ইউনিভার্সিটি মনে করছে, শিক্ষার্থীদের সাথে মানবিক মূল্যবোধহীন আচরণ করছে সরকার। তারপরও তারা নিজেদের শিক্ষার্থীদের অসুবিধায় ফেলার কথা ভাবেন নাই।

এবার আমাদের দেশের শ্রেষ্ঠ(!) বিশ্ববিদ্যালয়ের কথা বলি?

জুলাইতে যখন আন্দোলন তীব্র হচ্ছিলো, বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ দায়িত্বে আমাদের সবার হল ভিত্তিক ব্যক্তিগত তথ্য গোয়েন্দা বিভাগের হাতে তুলে দিছিলো। এইটুকুই শেষ না, ছাত্রলীগের গুন্ডাদের হাতেও সেইসব তথ্য তুলে দেয়া হইছিল শুধু নিজেদের দলের প্রতি ভালোবাসা দেখাইতে যেয়ে। এরা কিন্তু সবাই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক!

সমস্যা হচ্ছে, আমাদের দেশে কিছু মানুষের হওয়ার কথা ছিল মেথর, কিন্তু হয়ে গেছে ভার্সিটির টিচার। এই দুর্ভাগ্য আমাদের, আমাদেরই সয়ে যেতে হয়!

লেখা - যুবায়ের আহমেদ

রাকসুর খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আচরণ বিধি প্রকাশ এবং শতভাগ আবাসিকতার দাবীতে আজকের "ছাত্র সমাবেশ" সফল হোক।
19/05/2025

রাকসুর খসড়া ভোটার তালিকা প্রণয়ন, নির্বাচনী আচরণ বিধি প্রকাশ এবং শতভাগ আবাসিকতার দাবীতে আজকের "ছাত্র সমাবেশ" সফল হোক।

একটা মেয়ে, যার বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। অথচ সেই মেয়ে কেন নিজে শিক্ষকের রুমে গেলো শুধু রেজাল্টের জন্য? এটা কি সত্যিই শ...
16/05/2025

একটা মেয়ে, যার বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গেছে। অথচ সেই মেয়ে কেন নিজে শিক্ষকের রুমে গেলো শুধু রেজাল্টের জন্য? এটা কি সত্যিই শুধুই রেজাল্টের জন্য ছিলো?

মূল সমস্যা রেজাল্ট নয়। আর দোষ শুধু শিক্ষকেরও নয়। এখানে দু’জনেরই নৈতিক অবক্ষয় স্পষ্ট। একজন ‘শিক্ষক’, যিনি হওয়া উচিত ছিলেন পিতার মতো পথপ্রদর্শক; আর একজন শিক্ষার্থী, যার চোখে থাকা উচিত ছিলো লজ্জা ও সীমারেখা—দু’জনেই সরে গেছে সেখান থেকে।

একজন মেয়ের সতীত্ব কি তার ক্যারিয়ার কিংবা রেজাল্টের চেয়ে তুচ্ছ? আজকাল এসব প্রশ্ন করাও যেন অপরাধ! অথচ সমাজ ভাঙছে এখানেই—সীমাহীন ‘স্বাভাবিকতায়’।

এই ঘটনার সহজ সমাধান একটাই দু’জনের বিয়ে দিয়ে দেওয়া হোক। তারা নিজের ভুলের দায় সারাজীবন বইবে, আর সমাজের জন্য সেটাই হবে সবচেয়ে বড় শিক্ষা।

বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গা, মানুষকে গড়ে তোলে ঠিকই, কিন্তু আপনি কিছুদিন চোখ ফিরিয়ে রাখলেই সেটা এমনভাবে আপনাকে বদলে দেবে যে, নিজের প্রতিফলনেই অপরিচিত মনে হবে।

সব কিছুই স্বাভাবিক লাগবে—পরে বুঝবেন, আপনি নিজেই আর আগের মতো নেই।

এসব করে মানসিক শান্তি কখনোই পাবেন না ১০০% গ্যারান্টি।

© The Beauty of JU campus

চিকিৎসা দেশে দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বদেশে প্রত্যাবর্তন
06/05/2025

চিকিৎসা দেশে দেশমাতা বেগম খালেদা জিয়ার স্বদেশে প্রত্যাবর্তন

01/05/2025
24/04/2025

RUAA নির্বাচন বর্জন করেছে বিএনপিপন্থী এলামনাই সদস্যরা

শুভ নববর্ষ
14/04/2025

শুভ নববর্ষ

08/04/2025

রাবির 'বি' ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড শুরু কাল

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi University News24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rajshahi University News24:

Share