
05/01/2025
প্রাচীন মায়া সভ্যতার অন্তর্গত টেওটিহুয়াকান নামক জায়গায় একটি আর্কিওলজিক্যাল সাইটে খুঁজে পাওয়া গেল একজন নারীর কংঙ্কাল। অবশ্য এমন প্রাচীন কংঙ্কাল তো এই প্রাচীন সাইটগুলিতে কতই খুঁজে পাওয়া গেছে। তবে এর বৈশিষ্ট কী?
আজ থেকে প্রায় এক হাজার সাতশো বছর আগের মাটির নিচে চাপা পড়ে থাকা এই কংঙ্কালটির একটি বিশেষ বৈশিষ্ট খুঁজে পাওয়া গেছে। কংঙ্কালের বেশ কয়েকটি দাঁত এখনও ইন্টাক্ট অবস্থায় রয়েছে। আশ্চর্যের বিষয় হল সেই দাঁতগুলোর মধ্যে একটি আবার বাঁধানো। সেই বাঁধানো দাঁতটি তৈরি হয়েছিল সেই সময়ে মায়া সভ্যতায় পাওয়া যেত এমন একটি মূল্যবান পাথর দিয়ে। মায়ানরা জেড পাথর দিয়ে নানান মূল্যবান সামগ্রী তৈরি করতো। এই নারীর বাঁধানো দাঁতটিও সেই জেড পাথরের তৈরি। সম্ভবত বাঁধানো দাঁতের এই কনসেপ্ট মায়ানদের ক্ষেত্রে প্রাচীনতম। দাঁতটি তার ম্যান্ডিবলের সাথে আশ্চর্য পন্থায় সিমেন্ট বা ফাইবার জাতীয় কোনো এঢিসিভ দিয়ে সংযুক্ত ছিল। কার্বন ডেটিং পরীক্ষার ফল বলছে, এটি ৩৫০ খ্রিস্টাব্দ থেকে ৪৫০ খ্রিস্টাব্দের মধ্যে কোনো এক সময়ে তৈরি। বর্তমানে মিউজিয়াম অফ আর্টিফেক্টস'এ কংঙ্কালটি সংরক্ষণ করে রাখা আছে...
(Collected)