
01/09/2025
যার হাত ধরে পুরো পৃথিবীটা সাজাতে চেয়েছিলাম,
আজ সেই হাতটাই নেই…
ভালোবাসার আশ্রয় খুঁজতে গিয়ে,
জীবনটা শুধু শূন্যতার দেয়ালে ঠেকে গেলো।
হাজারো মানুষের ভিড়েও আমি একা—
কারণ, তুমি আর আমার পাশে নেই…
#হারানোরকষ্ট #ভালোবাসারব্যথা #শূন্যতা #অশ্রুজল #ভালোবাসারকষ্ট #হৃদয়েরব্যথা #হারানোরযন্ত্রণা #অশ্রুজল #একাকিত্ব #বিচ্ছেদেরব্যথা