HimeeHa

HimeeHa Change the world by being yourself.” – 💕

প্রাকৃতিক সৃষ্টি!!!যেন কোনো ভিনগ্রহী পর্বত! কাজাকিস্তানের মাউন্ট বোক্টি এক বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি! যার বহু রঙের স্তর ...
23/03/2025

প্রাকৃতিক সৃষ্টি!!!
যেন কোনো ভিনগ্রহী পর্বত! কাজাকিস্তানের মাউন্ট বোক্টি এক বিস্ময়কর প্রাকৃতিক সৃষ্টি! যার বহু রঙের স্তর ও অদ্ভুত আকৃতি দেখে মনে হয় যেন কোনো অন্য গ্রহের বুকে শিল্পকর্ম তৈরি হয়েছে!

মাঙ্গিস্টাউ অঞ্চলে অবস্থিত এই চুনাপাথর লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয়ে যাওয়ার কারণে এমন গঠন ধারণ করেছে। এটি একসময় টেথিস মহাসাগরের ওপরে বয়ে যাওয়া বাতাস দ্বারা বিবর্তিত হয়েছে। এর পাদদেশ সাদা, হলুদ, কোরাল ও বাদামি ডোরাযুক্ত, যেন এক বিশাল কেকের স্তর! ঊষার আলো বা সূর্যাস্তের সময় এটি সোনালি ও লালচে আভায় ঝলমল করে, যা দর্শকদের জন্য সত্যিই এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে! বোক্টি পর্বত ইতিহাসেরও এক সাক্ষী, কারণ প্রাচীন সিল্ক রোডের একটি গৌণ পথ একসময় এখান দিয়ে গিয়েছিল, যা একে রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে!
cp

22/03/2025

Big shout out to my newest top fans! DO RE MI

মানুষের বিবেকবোধ কতটা নিচে নামলে কারো অসুস্থতা নিয়ে ফান করা যায় ! ব্যক্তি হিসেবে ওনাকে আপনার পছন্দ নাই হতে পারে , ওনি ...
22/03/2025

মানুষের বিবেকবোধ কতটা নিচে নামলে কারো অসুস্থতা নিয়ে ফান করা যায় !
ব্যক্তি হিসেবে ওনাকে আপনার পছন্দ নাই হতে পারে , ওনি কোনো কন্ট্রোভার্সিয়াল কথা বললে- কাজ করলে সেটা নিয়ে সমালোচনা করা যায় । কিন্তু Sabnam Faria Androgenic Alopecia এ ভুগছেন জেনেও সেটা নিয়ে বুলি করা আর সেই পোস্টে হাজার হাজার হাহা দেখে ভাবতেছি- আমাদের সেন্স অফ হিউমার কোথায় গিয়ে ঠেকছে!

©️

"আফ্রিকান হাতির দুধে 62% অ্যালকোহল পাওয়া যায় ; বিষয়টি কী সত্যি নাকি কেবলই মিথ !!! "চলুন জেনে নিই -হাতিরা আখ এবং অন্যা...
21/03/2025

"আফ্রিকান হাতির দুধে 62% অ্যালকোহল পাওয়া যায় ; বিষয়টি কী সত্যি নাকি কেবলই মিথ !!! "

চলুন জেনে নিই -

হাতিরা আখ এবং অন্যান্য ফলমূল খেতে পছন্দ করে, এবং সেগুলোতে প্রচুর শর্করা (sugar) থাকে। কিছু ফল এবং গাছপালার মধ্যে স্বাভাবিক গাঁজন (fermentation) প্রক্রিয়ার মাধ্যমে ইথানল তৈরি হতে পারে। বন্যপ্রাণীরা মাঝে মাঝে এই ধরনের গাঁজনজাত ফল খেয়ে মৃদু মাত্রায় মদ্যপানের মতো আচরণও করতে পারে।
তবে:
১. হাতির শরীরে ইথানল তৈরি হওয়া: হাতির পাচনতন্ত্র অনেক শক্তিশালী এবং জটিল। যদিও কিছু গাঁজন হতে পারে, তা সাধারণত অল্প পরিমাণে হয়। এর ফলে শরীরে সামান্য ইথানল উৎপন্ন হতে পারে, কিন্তু সেটা বিপজ্জনক মাত্রার কাছেও যায় না।
এবং যেই অ্যালকোহল তৈরি হয় তা তার পাকস্থলীতেই হজম হয়ে যায়।

2. দুধে ইথানল পাওয়া: হাতির শরীরে গাঁজনের মাধ্যমে উৎপন্ন ইথানল রক্তপ্রবাহে মিশে যায়, কিন্তু সেটা দুধের মাধ্যমে নির্গত হওয়ার কোনো প্রমাণ নেই। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে মাতার খাদ্যাভ্যাসের প্রভাব দুধের গঠনেও পড়তে পারে, তবে অ্যালকোহল দুধে মিশে যাওয়া অসম্ভব।

3. ৬২% অ্যালকোহল: এই সংখ্যাটি অত্যন্ত অবাস্তব। সাধারণ মদের অ্যালকোহলের মাত্রা সাধারণত ১২-৪০% হয়, আর ৬২% অ্যালকোহল বিশুদ্ধ স্পিরিট বা হাই-প্রুফ মদের সমান। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এমন উচ্চমাত্রার অ্যালকোহল তৈরি হওয়া অসম্ভব।

এ কারণে, হাতির দুধে ৬২% অ্যালকোহল থাকার দাবিটি বিজ্ঞানের দৃষ্টিতে ভিত্তিহীন।

Here are my some reference & source:
1.Milk, in general, is designed to nourish young mammals and doesn't contain alcohol. Alcohol is produced through the fermentation of sugars, a process that doesn't occur naturally in the mammary glands.
- Sciencedirect.com

2.Elephant milk can be destablised by alcohol:
Elephant's milk is quite unique and has some very special characteristics. You will be surprised to know that a female elephant’s milk can be destablised by alcohol, as claimed by a research. The rich diet of sugarcane may have some connection with it. On an average an elephant eats 150 kgs of food per day. With such massive consumption, the milk produced by the animal is dense in nutrients and hence it cannot be digested and absorbed by the human gut.
-Times of india
(That means elephant milk can be destabilize by alcohol,it doesn't mean it contains alcohol)

3.The milk formula of the African elephant :
Analyses have been made of milk collected from thirty wild African elephants immediately after they were shot. 2. The milk contained an average of 5.1% protein, 9.3% fat and 3.6% lactose. The concentration of lactose decreased and the concentration of protein and fat increased with advancing lactation. Inorganic constituents were present in approximately the same proportions as in bovine milk. 3. The contribution of capric acid to the total fatty acids, previously shown to be extremely high, increased with advancing lactation. 4. The significance of these findings to the preparation of a milk for rearing young elephants by hand is discussed.
- Researchgate

21/03/2025

আমি একবার রান্না করতে গিয়ে যতবার হাত ধুই, আপনি সারা জীবনে অতবার রান্নাও করেন নাই

19/03/2025

আমি একজন high maintenance মেয়ে।আমার বাবা-মা তাদের সাধ্যের বাহিরে গিয়ে আমাকে pamper করেছেন। আমাকে অনেক খরচ করতেও যেমনি শিখিয়েছেন, ঠিক তেমনিভাবে আমাকে সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুতে খুশি থাকতেও শিখিয়েছেন। আমার বাবা-মা আমাকে এমন lifestyle এ অভ্যস্ত করেছেন যাতে আমি নিজেকে ততটুকু যোগ্য করে তুলতে পারি যাতে high maintenance ভাবেই নিজেকে সামলানোর মতো ক্ষমতা আমার নিজের থাকে। একইভাবে আমাকে প্রয়োজনে low maintenance হতেও শিখিয়েছেন, তাও নিজের জন্য। Wife material হওয়ার জন্য না। সর্বোপরি আমার বাবা-মা আমাকে efforts এর মূল্য বুঝিয়েছেন, আর বুঝিয়েছেন তাদের কন্যা এবং পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো efforts deserve করে। একইসাথে এসব শিক্ষা আমার ভাইকেও দিয়েছেন এবং দিচ্ছেন। So, if it implies that I’m not wife material, I’ll gladly accept it. My parents didn’t raise me just to be somebody’s wife someday.
কী অদ্ভূত তাই না? ছেলেরা খরচে হলে husband material আর মেয়েরা হলে বিলাসবহুল ?

©️

তরমুজ মিষ্টি করার অভিনব কৌশল!চীনের কিছু অঞ্চলে তরমুজের ওপরে একটি পাথর রাখতে দেখা যায়। অনেকেই ভাবতে পারেন, এটি তরমুজকে গ...
19/03/2025

তরমুজ মিষ্টি করার অভিনব কৌশল!

চীনের কিছু অঞ্চলে তরমুজের ওপরে একটি পাথর রাখতে দেখা যায়। অনেকেই ভাবতে পারেন, এটি তরমুজকে গড়িয়ে পড়া থেকে বাঁচানোর জন্য বা চুরি ঠেকানোর জন্য রাখা হয়েছে। কিন্তু আসল কারণটা আরও চমকপ্রদ!

দিনের বেলায়, এই পাথর সূর্যের তাপ শোষণ করে, যাতে তরমুজ বেশি গরম না হয়। আর রাতে, ধীরে ধীরে সেই তাপ ছেড়ে দেয়, যার ফলে তরমুজের পাকানোর গতি বাড়ে এবং এটি আরও মিষ্টি হয়ে ওঠে।

প্রকৃতির সাথে মানুষের এই বোঝাপড়া সত্যিই অবাক করার মতো!

© Abdullah bin mahbub

ভিক্টোরিয়ান যুগের ফ্যাশন: সৌন্দর্যের জন্য নারীদের কঠিন ত্যাগভিক্টোরিয়ান যুগ কঠোর সৌন্দর্যের মানদণ্ডের জন্য পরিচিত ছিল,...
19/03/2025

ভিক্টোরিয়ান যুগের ফ্যাশন: সৌন্দর্যের জন্য নারীদের কঠিন ত্যাগ

ভিক্টোরিয়ান যুগ কঠোর সৌন্দর্যের মানদণ্ডের জন্য পরিচিত ছিল, যেখানে আওয়ারগ্লাস (Hourglass) ফিগার পেতে কর্সেট ছিল অবিচ্ছেদ্য অংশ। তবে এই কাঙ্ক্ষিত শারীরিক গঠন অর্জনের জন্য নারীদের চরম শারীরিক কষ্ট সহ্য করতে হতো।

কর্সেটের ক্ষতিকর প্রভাব:

🔴 অতিরিক্ত শক্তভাবে বাঁধার ফলে পাঁজরের হাড় বিকৃত হয়ে যেত,
🔴 ফুসফুস সংকুচিত হয়ে শ্বাস-প্রশ্বাসের সমস্যা দেখা দিত, এবং
🔴 অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের স্থানচ্যুতি ঘটত, যার ফলে দীর্ঘমেয়াদি ব্যথা ও অসুস্থতা দেখা দিত।

১৯শ শতকের চিকিৎসা প্রতিবেদনগুলোতে দেখা যায়, কর্সেট পরার ফলে নারীদের মধ্যে বেহুঁশ হয়ে পড়া, দীর্ঘস্থায়ী ব্যথা ও শ্বাসকষ্ট ছিল খুব সাধারণ সমস্যা। এমনকি এক্স-রে এবং সংরক্ষিত কঙ্কালগুলোর মাধ্যমে প্রমাণ মিলেছে যে কর্সেট দীর্ঘদিন ব্যবহার করলে পাঁজরের হাড় স্থায়ীভাবে বিকৃত হয়ে যেত।

More details in the comment section.
18/03/2025

More details in the comment section.

18/03/2025

রাফির বউ আর এক্স নিয়া গবেষণা শেষ হলে একটু লেখাটা পড়েন।

রাজধানীর মিরপুরে এক নির্মাণাধীন ভবনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন একজন সিনিয়র নারী সাংবাদিক। ওই নারী সাংবাদিক একটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসাবে কর্মরত।

তিনি এক মাস আগে জানতে পারেন একটি সংঘবদ্ধ চক্র ক্যান্টেনম্যান্টের মাটিকাটা এলাকায় নিরীহ নারী-পুরুষদের এনে প্রলোভন দিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করে।

চক্রটি ধরতে ওই নারী সাংবাদিক নিজেই উদ্যোগ নেন। এ জন্য তথ্য সংগ্রহের লক্ষ্যে সোমবার রাত ১১টায় মাটিকাটা এলাকার সিঙ্গার শোরুমের গলিতে যাবার পর তাকে চারদিক থেকে ঘিরে ফেলে।

তাকে এলোপাতাড়ি পিটিয়ে টেনেহিঁচড়ে একটি নির্জন স্থানে নিয়ে যায়। রাত ১টার দিকে তাকে মাটিকাটা এলাকা থেকে পল্ল­বী থানার বালুরঘাট এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তিন তলার একটি অন্ধকার ফাঁকা রুমে তাকে রাতভর ধর্ষণ করা হয়।
-আহনাফ তাহমীদ
(নিউজ লিংক কমেন্টে দিচ্ছি)

18/03/2025

Don't waste time on toxic people, choose peace, live freely and enjoy every moment.🖤

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when HimeeHa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HimeeHa:

Share