MD ABDUR Rahman

MD ABDUR Rahman Official Page Of MD ABDUR Rahman !!! Press "Like" Button https://www.facebook.com/mdarBD

🌤️ আজকের দিনটি — এক নজরেআসসালামু আলাইকুম।আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।বাংলা তারিখ ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,আরবি...
22/10/2025

🌤️ আজকের দিনটি — এক নজরে

আসসালামু আলাইকুম।
আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ।
বাংলা তারিখ ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ,
আরবি তারিখ ৫ রবিউস সানি ১৪৪৭ হিজরি।

☀️ সূর্যোদয় ও সূর্যাস্ত (ঢাকা)

আজ ঢাকায় সূর্য উঠেছে সকাল ৫টা ৫৯ মিনিটে,
আর অস্ত যাবে বিকেল ৫টা ২৬ মিনিটে।
প্রভাতের আলোয় জেগে উঠেছে নগরী, আর বিকেলের শেষে নামবে শান্ত সন্ধ্যা।

🎉 আজকের বিশেষ দিক

আজ বাংলাদেশের কোনো সরকারি বা জাতীয় ছুটি নেই,
তবে প্রতিটি দিনই আল্লাহর পক্ষ থেকে একটি নতুন দান —
একটি নতুন সুযোগ কৃতজ্ঞতা, ইবাদত ও সুকর্মের জন্য।

🍂 বর্তমান ঋতু

এখন চলছে শরৎ ঋতু —
নীল আকাশে ভাসছে তুলোর মতো সাদা মেঘ,
ধানের শীষে জমছে সোনালি আভা,
প্রকৃতি পরছে স্নিগ্ধতার নতুন পোশাক।

✨ আল্লাহর রহমতে আজকের দিনটি হোক শান্তি, সাফল্য ও বরকতে পরিপূর্ণ।
🌸 “প্রতিটি প্রভাতই এক নতুন শুরু, প্রতিটি দিনই এক নতুন দোয়া।”

🌅 “সন্ধ্যার আলোয় কিছু স্মৃতি জমা থাকুক হৃদয়ে।”
11/10/2025

🌅 “সন্ধ্যার আলোয় কিছু স্মৃতি জমা থাকুক হৃদয়ে।”

☀️ সূর্যের আলোয় জেগে উঠুক তোমার সব স্বপ্ন...প্রতিটা রোদ যেন ছুঁয়ে যাক তোমার আশা,মনের কোণে জমে থাকা ক্লান্তি গলে যাক সকাল...
08/10/2025

☀️ সূর্যের আলোয় জেগে উঠুক তোমার সব স্বপ্ন...
প্রতিটা রোদ যেন ছুঁয়ে যাক তোমার আশা,
মনের কোণে জমে থাকা ক্লান্তি গলে যাক সকালের হাওয়ায় 🌿
নতুন দিনের আলোয় শুরু হোক নতুন অধ্যায়,
যেখানে থাকবে হাসি, শান্তি আর অগাধ ভালোবাসা 💛🌼

“প্রতিটা সন্ধ্যা মনে করিয়ে দেয়, শেষ মানেই কোনো থেমে যাওয়া নয়…বরং এক নতুন পথচলার শুরু 💫সূর্য যেমন ডোবে, তেমনি পরের ভোরে...
07/10/2025

“প্রতিটা সন্ধ্যা মনে করিয়ে দেয়, শেষ মানেই কোনো থেমে যাওয়া নয়…
বরং এক নতুন পথচলার শুরু 💫
সূর্য যেমন ডোবে, তেমনি পরের ভোরে আবার আলো ছড়াবে —
জীবনের প্রতিটা শেষেই লুকিয়ে থাকে নতুন শুরুর ইঙ্গিত 🌅”

✨ নিজের মতো করে বাঁচো, কারণ কপি কেউ ভালোবাসে না।এই দুনিয়ায় সবাই চেষ্টা করে অন্য কারও মতো হতে,কিন্তু আসল স্টাইল হচ্ছে ন...
07/10/2025

✨ নিজের মতো করে বাঁচো, কারণ কপি কেউ ভালোবাসে না।
এই দুনিয়ায় সবাই চেষ্টা করে অন্য কারও মতো হতে,
কিন্তু আসল স্টাইল হচ্ছে নিজের ভেতরের মানুষটাকে চিনে নেওয়া।
চল নিজের পথেই, নিজের বিশ্বাসে — কারণ সত্যিকারের আকর্ষণ লুকিয়ে আছে নিজের ভেতরেই। 💪🔥

🌞 সুপ্রভাত! 🌿নতুন দিনের নতুন আলোয় শুরু হোক এক নতুন আশা,মনের ভেতর থাকুক শান্তি, চারপাশে ছড়িয়ে যাক ভালোবাসা।সকালটা হোক সবা...
22/07/2025

🌞 সুপ্রভাত! 🌿
নতুন দিনের নতুন আলোয় শুরু হোক এক নতুন আশা,
মনের ভেতর থাকুক শান্তি, চারপাশে ছড়িয়ে যাক ভালোবাসা।
সকালটা হোক সবার জন্য শুভ ও সুন্দর। 😊☕
#সুপ্রভাত #নতুনদিন #পজিটিভভাইব

🌙"রাত যতই নিঃশব্দ হোক, মন যেন থাকে আলোর মতো শান্ত।আকাশের তারা আজও জ্বলছে, শুধু তোমার মনের স্বপ্ন জাগিয়ে তুলতে।শুভ রাত্র...
18/07/2025

🌙
"রাত যতই নিঃশব্দ হোক, মন যেন থাকে আলোর মতো শান্ত।
আকাশের তারা আজও জ্বলছে, শুধু তোমার মনের স্বপ্ন জাগিয়ে তুলতে।
শুভ রাত্রি। ✨"

📷
(একটা শান্ত রাত, এক ফোঁটা নিরবতা, আর আমি... ভাবনার গভীরে হারিয়ে।)

"একলা হেঁটে চলেছি, তবুও মন খুঁজে ফিরছে সেই একজনে, যে বুঝবে নিরব চোখের ভাষা... 🌌💔"
18/07/2025

"একলা হেঁটে চলেছি, তবুও মন খুঁজে ফিরছে সেই একজনে, যে বুঝবে নিরব চোখের ভাষা... 🌌💔"

জুম্মা মোবারকআজকের দিনটা হোক শান্তির, বরকতের আর দোয়া কবুলের।🤍
18/07/2025

জুম্মা মোবারক
আজকের দিনটা হোক শান্তির, বরকতের আর দোয়া কবুলের।
🤍

16/07/2025

Good Night 😴

সকালটা যেন আজ একটু বেশি নীরব…ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যাওয়া আমি, একফোঁটা শান্তির খোঁজে চোখ মেলে তাকাই আকাশের দিকে।চ...
27/05/2025

সকালটা যেন আজ একটু বেশি নীরব…
ব্যস্ত শহরের কোলাহলে হারিয়ে যাওয়া আমি, একফোঁটা শান্তির খোঁজে চোখ মেলে তাকাই আকাশের দিকে।
চারপাশে যতই মানুষ থাকুক, ভিড়ের মাঝে কখনো কখনো নিজেকেই সবচেয়ে একা লাগে।
তবুও…
হালকা রোদের ছোঁয়ায়, একটা রঙিন ভাবনা জেগে ওঠে।
হয়তো কোথাও কেউ, আমায় ঠিক এই ভাবেই অনুভব করছে!
এই ছুটে চলা পৃথিবীতে, একটু থেমে… একটুখানি হাসি, একটুখানি ভালোবাসা, একটুখানি শেয়ার করলেই মনটা ভালো হয়ে যায়।
তাই আজ সকালটা শুধু নিজের জন্য—
হালকা রোমান্টিক, হালকা অনুভূতি মাখা, নিজেকে একটু ভালোবাসার সকাল!

শুভ সকাল… মন ভালো রাখো, নিজেকে সময় দাও।

"এই ব্যস্ত শহরের ছুটে চলা পথে হঠাৎ মেঘে ঢাকা আকাশ… মনটা যেন একটু থেমে যেতে চায়, কারও পাশে দাঁড়িয়ে শুধু আকাশটা দেখতে ইচ্ছ...
23/05/2025

"এই ব্যস্ত শহরের ছুটে চলা পথে হঠাৎ মেঘে ঢাকা আকাশ… মনটা যেন একটু থেমে যেতে চায়, কারও পাশে দাঁড়িয়ে শুধু আকাশটা দেখতে ইচ্ছে করে…"

Address

Singra Natore
Rajshahi
6450

Alerts

Be the first to know and let us send you an email when MD ABDUR Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD ABDUR Rahman:

Share