BR Hridoy

BR Hridoy ⚽🏏
ফুটবল এবং ক্রিকেট ভিত্তিক তথ্য নিয়ে আলোচনা.. পাশে থাকার জন্য ধন্যবাদ।
(2)

01/08/2025
🚨ব্রেকিং নিউজ ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় ঘরোয়া  আসর গুলো শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই।১৫ আগস্ট :-লা লিগা, ইংলিশ প্রিমিয়...
29/07/2025

🚨ব্রেকিং নিউজ

ইউরোপের ফুটবলের সবচেয়ে বড় ঘরোয়া আসর গুলো শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই।

১৫ আগস্ট :-লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এবং লিগ ওয়ান।
২২ আগস্ট:- বুন্দেসলিগা ।
২৩ আগস্ট:-সিরিয়া
এবং ১৬ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়ন্স লিগ।

যেনো এক যুগ কেটে গেলো খেলা দেখি না আরো কত সময় অপেক্ষা করতে হবে ।🥺

এই রিউমার সত্যি হলে সবথেকে বেশি খুশি হতাম । কারণ Dunnarumma মতো একজন গোলকিপার ওই পারবে এডারসনের জায়গা পূরণ করতে ❤️‍🩹🙂
29/07/2025

এই রিউমার সত্যি হলে সবথেকে বেশি খুশি হতাম । কারণ Dunnarumma মতো একজন গোলকিপার ওই পারবে এডারসনের জায়গা পূরণ করতে ❤️‍🩹🙂

এইযে দেশের মানুষের এতো মন খারাপ এবং বলতে গেলে দেশের অবস্থাও খারাপ,জয় পরাজয়ের কথা না ভেবে সবাই গেছে এই টিমকে সাপোর্ট দিতে...
22/07/2025

এইযে দেশের মানুষের এতো মন খারাপ এবং বলতে গেলে দেশের অবস্থাও খারাপ,জয় পরাজয়ের কথা না ভেবে সবাই গেছে এই টিমকে সাপোর্ট দিতে আর আপনারা ভাবেন ক্রিকেট শেষ? LONG LIVE BANGLADESH CRICKET🇧🇩

©️

প্রফেশনাল ফুটবলে ৩০০০০ পাস কমপ্লিট করলেন রদ্রিগো হার্নান্দেজ। প্রো ফুটবলে রদ্রির সফল পাসের সংখ্যা ৩০২৮৫ টি, অ্যাকুরেসিতে...
20/07/2025

প্রফেশনাল ফুটবলে ৩০০০০ পাস কমপ্লিট করলেন রদ্রিগো হার্নান্দেজ। প্রো ফুটবলে রদ্রির সফল পাসের সংখ্যা ৩০২৮৫ টি, অ্যাকুরেসিতে যা কিনা ৯১% এর মত।
ক্যারিয়ারের মোট পাসের ৬৭% ই কমপ্লিট করেছেন সিটির জার্সি গায়ে। মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পাস দিয়েছেন ১২২৭ টি ও চ্যাম্পিয়নস লিগে ৪৪০৮ টি। টিম ওয়াইজ:

• ম্যান সিটি - ২০২৭১ টি
• স্পেন - ৩৭৭০ টি
• ভিয়ারিয়াল - ৩৮৪৩
• আটলেটিকো মাদ্রিদ - ২৪০১

রদ্রির আগে অনেকেই এই এলিট মাইলস্টোন স্পর্শ করেছেন। তবে ইতিহাসের সর্বোচ্চ পাস কমপ্লিট করতে হলে রদ্রিকে পারি দিতে হবে অনেকটা পথ। তারই ন্যাশনাল লিজেন্ড জাভি হার্নান্দেজ যে দখল করে আছেন মুকুটটি!!

উয়েফা কনফারেন্স লিগ কোয়ালিফায়ার ২ তে অবিশ্বাস্য খেলা খেললো ফিনল্যান্ডের ক্লাব এইচজেকে।  প্রথম লেগে তারা এনএসআই রুনাভিকের...
17/07/2025

উয়েফা কনফারেন্স লিগ কোয়ালিফায়ার ২ তে অবিশ্বাস্য খেলা খেললো ফিনল্যান্ডের ক্লাব এইচজেকে। প্রথম লেগে তারা এনএসআই রুনাভিকের কাছে ৪-০ গোলে হেরেছিল। কিন্তু দ্বিতীয় লেগে তারা ৫-০ গোলে জিতে এগ্রেগেটে ৫-৪ ব্যবধানে জিতে পরের রাউন্ডে উঠলো। গোলমুখে তারা টোটাল শট নিয়েছে ৫৭ টা!!! মানে ৫৭ টা শট!!!

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মূর্তি বানানো হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। অবাক করার মতো বিষয় হলো—এমনকি তা...
17/07/2025

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের মূর্তি বানানো হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। অবাক করার মতো বিষয় হলো—এমনকি তার কনুইয়ের ছোট্ট পুরনো চোটটাও দেখা যাচ্ছে মূর্তিতে! 😲

চিহ্নিত করুন কোনটা আসল ভিনি 🙂

🤍
13/07/2025

🤍

কি নিদারুণ ভাবেই না সৌম্য তার সম্ভবনাকে নষ্ট করেছেন..!!আজকের এই দিনে, সৌম্য সরকারকে নিয়ে আইসিসির পেইজে একটি পোস্টের মাধ্...
08/07/2025

কি নিদারুণ ভাবেই না সৌম্য তার সম্ভবনাকে নষ্ট করেছেন..!!

আজকের এই দিনে, সৌম্য সরকারকে নিয়ে আইসিসির পেইজে একটি পোস্টের মাধ্যমে নিয়ে পোস্ট হয়েছিলো-ধোনি হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত। সৌম্য কি পেরিস্কোপের জন্য বিখ্যাত হবেন.?

সৌম্য সব ধরনের সুবিধা পেয়েও তার সম্ভবনাকে কাজে লাগাতে পারেননি। কি নিদারুণ ভাবেই না তার সম্ভবনাকে গলা টিপে হ/ত্যা করেছেন সৌম্য।
[সংগ্রহীত]

Happy 33rd Birthday to the Pride of Asia – Son Heung-min! 🇰🇷
08/07/2025

Happy 33rd Birthday to the Pride of Asia – Son Heung-min! 🇰🇷

আজকে সবাই দেখে নিন ফাহমিদুল ইসলাম কোন ক্লাব,কোন লিগে খেলে তার মার্কেট ভ্যালু কত।ফাহমিদুল ইসলাম ইতালির Serie D- Girone G ...
07/07/2025

আজকে সবাই দেখে নিন ফাহমিদুল ইসলাম কোন ক্লাব,কোন লিগে খেলে তার মার্কেট ভ্যালু কত।

ফাহমিদুল ইসলাম ইতালির Serie D- Girone G তে খেলেন। আর এই Serie D- Girone G সম্পূর্ণ মার্কেট ভ্যালু -16.53 মিলিয়ন ইউরো।

তার ক্লাব olbia calico মার্কেট ভ্যালু-1.58 মিলিয়ন ইউরো। একটা দেশের ৪র্থ টায়ারের লিগ হয়েও তাদের official page এবং Instagram id আছে verify করা।

এবার আসুন আমাদের দেশের সেরা লিগ Bpl কাছে।
Bpl সম্পূর্ণ মার্কেট ভ্যালু 15.28 মিলিয়ন ইউরো। মানে Serie D- Girone G থেকেও অনেক কম।

আর আমাদের ক্লাব এর মার্কেট ভ্যালু মোহামেডান, বসুন্ধরা, আবাহনী ছাড়া বাকি সব গুলো ক্লাব এর মার্কেট ভ্যালু অনেক কম। বসুন্ধরা, আবাহনী এই দুই ক্লাব ছাড়া কারোর ভালো ফেসবুক পেইজ নাই। আর Instagram এর কথা নাই বললাম 🤣🤣

বসুন্ধরা ছাড়া কোন ক্লাব এর নিজস্ব মাঠ নাই। কোন ক্লাব এর একাডেমি নাই। তাহলে আপনারা কীভাবে চিন্তা করেন এই bpl থেকে বিশ্বমানের প্লেয়ার বের হয়ে আসবে।

যেখানে ভারত isl মতো লিগ বানিয়ে কোটি কোটি টাকা ডেলেও ফুটবল এর উন্নতি করতে পারেনি। আর আমাদের বাফুফে ছেড়া কেথায় শুয়ে স্বপ্ন দেখে 🤣

Bpl একটা ফালতু এবং নিম্ন মানের লিগ। এই লিগের সাথে ইউরোপ এর ১০ম টায়ার লিগের ও তুলনা হয় না।
যারা ফাহমিদুল কে নিয়ে হাসাহাসি করতেন তারা আজ দেখে নিন। ফাহমিদুল কত ভালো লিগ এবং কত ভালো ক্লাব এ খেলে। ইন্টারনেট না ঘেটে আন্দাজি কথাবার্তা বলা বন্ধ করুন।

ফুটবল বিশ্বে বর্তমানে একটাই নাম ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে, রদ্রিগো সিলভা দে গোয়েস। বার্নাব্যুর হৃদপিণ্ডে যিনি নিজের জায়গা...
07/07/2025

ফুটবল বিশ্বে বর্তমানে একটাই নাম ঘুরেফিরে উচ্চারিত হচ্ছে, রদ্রিগো সিলভা দে গোয়েস। বার্নাব্যুর হৃদপিণ্ডে যিনি নিজের জায়গা করে নিয়েছেন নিঃশব্দে, নিঃস্বার্থ খেলায়, সেই রদ্রিগো আজ ট্রান্সফার গুঞ্জনের মধ্যমণি।

বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে রদ্রিগোর এজেন্টের সঙ্গে আলোচনায় বসেছে তিন ইউরোপীয়ন ক্লাব। আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, প্যারিস সেন্ট-জার্মেইন। তবে গুঞ্জনের আবরণ ভেদ করে একটি সত্য এখনো দৃঢ়ভাবে মাথা তুলে দাঁড়িয়ে আছে। রদ্রিগো এখনো হৃদয়ের গভীর থেকে রিয়াল মাদ্রিদেই থাকতে চান। তিনি এই ক্লাবকে কেবল কর্মস্থল নয়, ভালোবাসার ঠিকানা মনে করেন।

২০১৯ সালে মাত্র ১৮ বছর বয়সে সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে আসেন রদ্রিগো। এরপর থেকেই যেন এক অনুজ্জ্বল নক্ষত্র ধীরে ধীরে নিজেকে পরিণত করেছেন আকাশছোঁয়া মহিমায়। যখনই দল বিপদে পড়েছে, ম্যাজিক বয় রদ্রিগো, রূপে আবির্ভূত হয়ে করেছেন বাজিমাত। চ্যাম্পিয়নস লিগ ২০২১–২২ সেমিফাইনাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে। শেষ মুহূর্তে পরপর ২টি গোল করে অলৌকিকভাবে ম্যাচ রিয়ালের পক্ষে নিয়ে যান। এই রাতটাই তাকে মাদ্রিদের মিরাকল বয় হিসেবে চিহ্নিত করে। চ্যাম্পিয়নস লিগ ২০১৯ গালাতাসারায় বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক! মাত্র ১৮ বছর বয়সে ইউরোপে নিজের আগমনের ঘন্টার মতো ছিল সেই রাত।

রিয়ালের আক্রমণভাগে বর্তমানে চলছে এক ভয়ানক প্রতিযোগিতা। এমবাপ্পে, ভিনিসিয়ুস, বেলিংহ্যাম, আরডা গুলার, ব্রাহিম দিয়াজ। কোচের পরিকল্পনায় জায়গা পাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে যদি রদ্রিগো বার্নাব্যু ছাড়েন, তাহলে আর্সেনাল হতে পারে তার সম্ভাব্য ঠিকানা। কারণ তারা রদ্রিগোকে নিয়ে সুস্পষ্ট পরিকল্পনা করছে এবং নিয়মিত খেলানোর প্রতিশ্রুতি দিয়েছে।

রদ্রিগো নিজে বলেছেন: আমি রিয়াল মাদ্রিদকে কেবল একটি ক্লাব হিসেবে দেখি না, এটা আমার জীবনের অংশ। আমি এখানেই বেড়ে উঠেছি, আমার স্বপ্ন গড়ে তুলেছি। তিনি জানেন, মাদ্রিদের মানুষ তাকে ভালোবাসে। আর সেই ভালোবাসার মূল্য দিতে নিজের সবটুকু নিংড়ে দিয়েছেন মাঠে। রদ্রিগো যদি বার্নাব্যু ছাড়েন, তবে সেটা হবে ক্যারিয়ারের বাস্তবতার চাপেই, ভালোবাসার অভাবে নয়। আর যদি থাকেন, তবে নিশ্চয়ই আরো বহু চ্যাম্পিয়ন রাত, আরো অনেক স্মরণীয় গোল অপেক্ষা করছে লস ব্ল্যাঙ্কোস-এর জার্সিতে তার কাছ থেকে।

Address

Rajshahi

Telephone

+8801826206427

Website

Alerts

Be the first to know and let us send you an email when BR Hridoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BR Hridoy:

Share