আমরা রাজশাহীর পোলা- ᴀʀᴘ

আমরা রাজশাহীর পোলা- ᴀʀᴘ Rajshahi News

11/05/2025
পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 😥স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes sca...
30/04/2025

পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছোঁ'য়া'চে রো'গ ‘স্ক্যা'বি'স’ 😥

স্ক্যাবিস (Scabies) একটি ছোঁয়াচে ত্বকের রোগ। এটি Sarcoptes scabiei নামক ক্ষুদ্র মাকড়সার (mite) কারণে হয়ে থাকে। এই মাকড়সা ত্বকের উপরিভাগে গর্ত তৈরি করে এবং ডিম পাড়ে, যার ফলে ত্বকে তীব্র চুলকানি এবং ফুসকুড়ি দেখা দেয়।

স্ক্যাবিসের প্রধান লক্ষণগুলো হলো:

* তীব্র চুলকানি: বিশেষ করে রাতে চুলকানি বাড়ে।
* ফুসকুড়ি: ছোট ছোট লালচে দানা বা ফোস্কার মতো দেখা যায়।
* গর্তের চিহ্ন: ত্বকের উপর ছোট, আঁকাবাঁকা ধূসর বা সাদা রঙের সরু রেখা দেখা যেতে পারে, যা মাকড়সার তৈরি করা গর্ত।
স্ক্যাবিস সাধারণত নিম্নলিখিত স্থানগুলোতে বেশি দেখা যায়:
* আঙুল ও পায়ের আঙুলের মাঝে
* কবজি
* কনুই ও হাঁটুর ভাঁজে
* বগলের নিচে
* কোমর
* নিতম্ব

স্ক্যাবিস অত্যন্ত ছোঁয়াচে এবং সরাসরি চামড়ার সংস্পর্শে আসা, অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা কাপড়, বিছানা ইত্যাদির মাধ্যমে ছড়াতে পারে।
যদি আপনার মনে হয় আপনার স্ক্যাবিস হয়েছে, তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার সাধারণত শারীরিক পরীক্ষা এবং প্রয়োজনে ত্বকের নমুনা নিয়ে রোগ নির্ণয় করতে পারেন। স্ক্যাবিসের চিকিৎসার জন্য বিশেষ ধরনের ক্রিম বা লোশন পাওয়া যায় যা মাকড়সা এবং তাদের ডিম ধ্বংস করে। পরিবারের সকল সদস্য এবং ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদেরও একই সময়ে চিকিৎসা করানো উচিত, এমনকি তাদের লক্ষণ না থাকলেও। এছাড়া, ব্যবহৃত কাপড় ও বিছানা গরম পানিতে ধুয়ে বা ভালোভাবে পরিষ্কার করে জীবাণুমুক্ত করা জরুরি।

শেয়ার করে সবাই কে জানিয়ে দিন...

✍️ সংগৃহিত✅

রাজশাহীর দড়িখর্বনায় ড্রেনে মিলল অজ্ঞাত লাশ!আজ সকালে দড়িখর্বনা রেলক্রসিংয়ের পাশের ড্রেন থেকে উদ্ধার করা হলো এক অজ্ঞাত ব্য...
30/04/2025

রাজশাহীর দড়িখর্বনায় ড্রেনে মিলল অজ্ঞাত লাশ!
আজ সকালে দড়িখর্বনা রেলক্রসিংয়ের পাশের ড্রেন থেকে উদ্ধার করা হলো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।
স্থানীয়দের চোখে পড়ে ড্রেনে ভেসে থাকা মরদেহ, এরপর খবর দেওয়া হয় পুলিশকে।
পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি, মৃত্যুর কারণও অজানা।

#রাজশাহী #দড়িখর্বনা #অজ্ঞাতলাশ #ড্রেনলাশ #বাংলানিউজ #লোকালনিউজ #মৃত্যুরহস্য #ড্রেনে_লাশ #রাজশাহীনিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগরাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ছোঁয়াচে রোগ ‘ব্য...
28/04/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়েছে ছোঁয়াচে রোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ছোঁয়াচে রোগ ‘ব্যাপকভাবে’ ছড়িয়ে পড়েছে। চর্ম রোগটির নাম ‘স্ক্যাবিস’। এতে বেশি আক্রান্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মেসের শিক্ষার্থীরা।

গতকাল রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চর্মরোগ বিশেষজ্ঞ ডা. মাশিহুল আলম হোসাইন।

তিনি বলেন, ‘শত শত চর্ম রোগের মধ্যে সবচেয়ে ছোঁয়াচে রোগটির নাম স্ক্যাবিস। গত বৃহস্পতিবার রাবি চিকিৎসা কেন্দ্রে রোগী দেখছিলাম। একের পর এক এই রোগে আক্রান্ত রোগীরা এসে হাজির। বিভিন্ন হল, মেসে বসবাসরত ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই ছোঁয়াচে রোগ।‘

রোগটির বর্ণনা দিতে গিয়ে এই চিকিৎসক বলেন, ‘আঙ্গুলের ফাঁকে, কব্জির সামনে, বগলে, নাভিতে ছোট ছোট ফুসকুড়ি নিয়ে শুরু হয়ে যায় এই রোগ। বিশেষ করে রাতের বেলায় চুলকানির মাত্রা ছাড়িয়ে যায়। ক্লোজ কন্টাক্টে যারা থাকেন তাদের মধ্যে রোগটি ছড়িয়ে যাওয়ার মাত্রা অনেক বেশি।’

চিকিৎসা নিতে আসা রোগীদের সতর্ক করে দিয়ে ডা. মাশিহুল আলম বলেন, ‘রাবি চিকিৎসাকেন্দ্রে আমার চেম্বার সামনে যারা অপেক্ষমান থাকেন, তারা একটু দূরত্ব বজায় রেখে বসবেন। তা না হলে আপনার পাশের রোগীর মধ্যে এই রোগ ছড়িয়ে যাবে।’

মেডিকেল সেন্টারের রোগটির ওষুধ থাকার বিষয়ে ডা. মাশিহুল আলম বলেন, ‘অবাক করা বিষয় হলো এই রোগের কোনো ওষুধ চিকিৎসাকেন্দ্রে নেই। তাই বেশি দেরি না করে প্রধান চিকিৎসক ডাক্তার মাফরুহা সিদ্দিকা লীপির কাছে জরুরিভিত্তিতে এ রোগের ওষুধগুলো ছাত্র-ছাত্রীদের জন্য রাবি চিকিৎসাকেন্দ্রে সরবরাহ করার অনুরোধ জানালাম।’

ডা. মাশিহুল আলম আরও বলেন, ‘তিনিও দেরি করেননি। শুক্র-শনি এই দুদিন ছুটি থাকলেও এর মাঝেই এই ওষুধগুলো কেনার ব্যবস্থা করে ফেলেছেন এবং সকল ওষুধ আমাদের ফার্মাসিস্ট মোস্তাকের হাতে তুলে দিলেন। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার এই স্কেবিস রোগের চিকিৎসাসহ সকল ওষুধ রাবি চিকিৎসাকেন্দ্রেই পাবেন।

06/04/2025

রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সামনে সড়ক দুর্ঘটনা।

বাস পুকুরে পড়ে গিয়েছে।এখনো নিহত হয়েছে কি কোনো খবর পাওয়া যায় নি।

11/03/2025
21/02/2025

পদ্মা নদীর পার্শ্ববর্তী লালনশাহ মুক্ত মঞ্চের আশেপাশে একটি বস্তা*বন্দি লা*শ পাওয়া গেছে

Royel Enfield Bike এর শোরুম ২৫ জানুয়ারি থেকে রাজশাহী যাত্রা শুরু করতে যাচ্ছে 👌
21/01/2025

Royel Enfield Bike এর শোরুম ২৫ জানুয়ারি থেকে রাজশাহী যাত্রা শুরু করতে যাচ্ছে 👌

রাজশাহী রেলওয়ে স্টেশনের সময়সূচী।
20/01/2025

রাজশাহী রেলওয়ে স্টেশনের সময়সূচী।

Address

Rajshahi
6000

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমরা রাজশাহীর পোলা- ᴀʀᴘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share