Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস

  • Home
  • Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস

Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস, .
(322)

Rupsa/Seemanta Express train pair is an intercity train running between Khulna-Chilahati.Since 1986 serving with confidence for 38 years!and one of the fastest trains in Bangladesh.🔥
This is an unofficial page, we run this page with love for these trains

12/07/2025

ট্রেন এর প্রাইভেট কারের এ যেনো মহা রেস! শেষ পর্যন্ত কে জেতে দেখুন♥️ ট্রেনের নাম কি হতে পারে আন্দাজ করুন! ৬৬ সিরিজের শর্ট হুড ইঞ্জিনের সাথে রেস! রেয়ার ফুটেজ👌
©সংগৃহীত।

রাতের রাজা ৭৪৮ ডাউন সীমান্ত এক্সপ্রেস ধেয়ে আসছে নাটোরের দিকে!যাত্রীরা প্রস্তুত হোন।বিলম্ব: ০০.৪০ মিনিটসময়:২৩.০৭
11/07/2025

রাতের রাজা ৭৪৮ ডাউন সীমান্ত এক্সপ্রেস ধেয়ে আসছে নাটোরের দিকে!
যাত্রীরা প্রস্তুত হোন।
বিলম্ব: ০০.৪০ মিনিট
সময়:২৩.০৭

11/07/2025

রাতের রাজা ৭৪৭ আপ সীমান্ত এক্সপ্রেস ধেয়ে আসছে মোবারকগঞ্জের দিকে!
যাত্রীরা প্রস্তুত হোন।
বিলম্ব: ০০.০৩ মিনিট
সময়:২২.৫৫

এই সেই ল্যাগেজ ভ্যান! যার কোনো সুফলই পাচ্ছে না রেলওয়ে তথা যাত্রীসাধারণ। এইযে ৩০০/৩৫০ কোটি টাকা ব্যয় করে এইসব জিনিস কিন...
11/07/2025

এই সেই ল্যাগেজ ভ্যান! যার কোনো সুফলই পাচ্ছে না রেলওয়ে তথা যাত্রীসাধারণ। এইযে ৩০০/৩৫০ কোটি টাকা ব্যয় করে এইসব জিনিস কিনে আনা হলো! এগুলার ব্যবহার কি বাংলাদেশে হচ্ছে? ল্যাগেজ ভ্যান সহ মালগাড়ি কিনে সেগুলো ধামাচাপা দিতে ফেলে রাখা হয়েছে রূপপুর স্টেশনে! ওখানে গেলে দেখা যায় ফ্রিজিং গাড়ির ল্যাগেজ ভ্যান! যার একটাও এখন পর্যন্ত কোনো ট্রেনে যুক্ত করা হয়েছে বলে জানা নাই।
এখন উপায়?
যে দুর্নীতিবাজ অফিসারদের কথাই এই সকল ফালতু প্রজেক্ট নেওয়া হয়েছে! ওনাদের বেতন থেকে এই লসের ঋণ পরিশোধ করা হোক। তাহলে পরবর্তীতে টাকার লোভে পড়ে এই সমস্ত দুর্নীতি করার সাহস পাবে না। যেখানে মিটারগেজ ইঞ্জিন সংকটে ট্রেন চলে না, ব্রডগেজ ট্রেনগুলো পর্যাপ্ত লোডে চলতে পারে না কোচ নাই বিধায়! সেখানে মাল পরিবহনের জন্য এই ঢঙের আগাছা ল্যাগেজ ভ্যানের কি দরকার ছিল? কি সুন্দর করে হরিলুট করে নিয়ে গেলো। অথচ আমরা জনগন সবসময় শুনি রেল নাকি লোকসানে চলে। আরে ট্রেনের টিকেট কেটে মানুষ সিট পায় না, দাঁড়ায় দাঁড়ায় যে দেশে মানুষ ট্রেনে ভ্রমণ করে, সে দেশের ট্রেনে লস কিভাবে হয়?
প্রশ্ন আমার আপনার সমস্ত জনগণের! ওই সমস্ত দুর্নীতিবাজ রেল অফিসারদের পাকড়াও করার সময় এসে গিয়েছে।

আজকে ডাউন সীমান্ত এক্সপ্রেসের লাগেজ ভ্যানে পরিবহনের জন্য ভ্যান ভর্তি করে মরিচ ও ফল যাচ্ছে সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে💜...
11/07/2025

আজকে ডাউন সীমান্ত এক্সপ্রেসের লাগেজ ভ্যানে পরিবহনের জন্য ভ্যান ভর্তি করে মরিচ ও ফল যাচ্ছে সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে💜
ল্যাগেজ ভ্যানের পরিপূর্ণ সদ্ব্যবহার রেলওয়ে রূপসা সীমান্ত এক্সপ্রেস থেকে নিঃসন্দেহে পাচ্ছে, সাথে সুফল পাচ্ছে ব্যবসায়ীরাও।
ছবি: নীলসাগর এক্সপ্রেস পেজ।

ছন্দের মাধ্যমে, বিভিন্ন ট্রেনের সাথে ক্রসিংগুলো জমজমাট করে দেওয়া আপডেট গুলো কেমন লাগে আপনাদের? বিভিন্ন জায়গার বিখ্যাত ...
11/07/2025

ছন্দের মাধ্যমে, বিভিন্ন ট্রেনের সাথে ক্রসিংগুলো জমজমাট করে দেওয়া আপডেট গুলো কেমন লাগে আপনাদের? বিভিন্ন জায়গার বিখ্যাত জিনিসকে মেনশন করে দেওয়া আপডেটগুলো কেমন লাগে আপনাদের! জানাবেন কমেন্ট করে! আপনারা যদি এভাবে আপডেট চান তাহলে ♥️ রিয়েক্ট দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর প্রতিদিন আপনারা কয়টি আপডেট চান এবং কখন কখন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না! আপনাদের মতামতই আমাদের সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা! ফলোয়ারদের জাগ্রত হবার এটাই সেরা সময়। রূপসা/সীমান্ত এক্সপ্রেস লাভারগুলা! জানান দেও তোমরা আছো আমাদের সাথে♥️

রূপের আগুনে জ্বলছি, আমি খুলনাগামী ডাউন রূপসা এক্সপ্রেস বলছি! কপোতাক্ষের ছোটভাই সাগরদাড়ি কে যশোরে রূপের আগুনে ঝলসে দিলাম...
11/07/2025

রূপের আগুনে জ্বলছি, আমি খুলনাগামী ডাউন রূপসা এক্সপ্রেস বলছি! কপোতাক্ষের ছোটভাই সাগরদাড়ি কে যশোরে রূপের আগুনে ঝলসে দিলাম
আমি যে খুব মজা পেলাম।
হিট খেয়ে সাগর যে কান্নাকাটি করছে, রূপসার যাত্রীরা সেটা দেখে যে খিলখিলিয়ে হাসছে🐸

নিজের দেমাগ বজায় রেখে যশোর ছেড়ে এসেছি আমি যে তোমাদের প্রিয় রূপসা এক্সপ্রেস বলতেছি😎

কিছুক্ষণ পরেই আমি রূপদিয়া পার হবো! একটু পরে যে আমি গিয়ে নওয়াপাড়া দাঁড়াবো!

নামের শেষে ২০ মিনিট লেট যুক্ত হয়েছে,
তাতে কি এমন ক্ষতি হয়েছে, লেট কভার দেওয়ার সাবান কি আমার কম রয়েছে।

ফলোয়াররা যে নেতিয়ে গিয়েছে, তা দেখে যে আমার ভীষণ কষ্ট লেগেছে।

পোস্টে ঠিক মত লাইক আসছে না, এত কষ্ট করে যে লিখি তোমরা কেন আমাকে মূল্যয়ন করো না?

এভাবে করতে থাকলে একদিন হারিয়ে যাবো, সেদিন কিন্তু খুঁজে ফিরবে, আর কোথাও পাবে নাকো 😊

রূপসা সীমান্ত এক্সপ্রেস এমনই এক আন্তঃনগর ট্রেন যা ২৪ ঘণ্টার ১৯ ঘণ্টায় রেললাইন দাপিয়ে বেড়ায়! প্রতিনিয়ত কত হেটার্স, ক...
11/07/2025

রূপসা সীমান্ত এক্সপ্রেস এমনই এক আন্তঃনগর ট্রেন যা ২৪ ঘণ্টার ১৯ ঘণ্টায় রেললাইন দাপিয়ে বেড়ায়! প্রতিনিয়ত কত হেটার্স, কত লাভার্স যুক্ত হচ্ছে, বদনাম শুনতে শুনতে কানের ১২ টা বেজে গেছে, প্রতিনিয়ত লেট করে ব্লা ব্লা ব্লা!

রূপসা সীমান্তের আরেকটা পরিচয় আছে ওরা গতির রাজা , আর ওদের উপর যখন গতির জ্বীন ভর করে তখন এই গাড়ি দুইটার মধ্যে কি জানি শক্তি চলে আসে।
যেমনি আজকের ডাউন রূপসা এক্সপ্রেস! চিলাহাটি থেকে মিনিট ১৫ বিলম্ব নিয়ে জার্নি শুরু করলো! মহাশয়ের লাইভ ট্র্যাকিং করলাম! ওমা গাড়ির লেট নাই। আর গতির নম্বরটা দেখে চোখ ছানাবড়া! ক্ষিপ্র গতি দিয়ে ১৫ মিনিট লেট কাভার করে ফেলেছে দেদারছে! অল্প সময়ের মধ্যেই গাড়িটা বাগজানা অতিক্রম করব।
সময়: ১১.২৫

ওদিকে আপ রূপসা কম যায় কিসে, মাত্র ৪ মিনিট লেটে ঈশ্বরদী জংশনে এসে থামলো। নেতৃত্বে: ৬৫৪৩

এইবার কন্ট্রোল শুরু করবে তার আসল চেহারা দেখানো।🙂 দেখি দিনশেষে কেমন চলে আমাদের রূপসা এক্সপ্রেস।

11/07/2025

কি এভাবে ভিডিও করছো কেনো? আমাকে কি ভালো লাগে তোমার?😎 টং টং সাউন্ড করে এভাবেই ফ্লার্টিং করছিলো ৬৬০৫! তারপর EMD ইঞ্জিন কার কার পছন্দ?

দেখো অবস্থা, নাইট কিং সীমান্ত কাজটা করছে কি! ঠিকি ঠিকি আমার ঈশ্বরদীর পাগলা ঘোড়া লোকোমাস্টার ডাউন সীমান্তকে রাইট টাইমের ...
11/07/2025

দেখো অবস্থা, নাইট কিং সীমান্ত কাজটা করছে কি! ঠিকি ঠিকি আমার ঈশ্বরদীর পাগলা ঘোড়া লোকোমাস্টার ডাউন সীমান্তকে রাইট টাইমের আগেই খুলনা ঢুকায় দিলো💀
এল এম গুলা একেকটা জিনিষই রে ভাই! বাংলাদেশ ও হারছে, ফলোয়াররাও লাইকের লক্ষ্যমাত্রা পূরণ করে নাই, কিন্তু সীমান্ত এক্সপ্রেস কথা দিয়ে কথা রেখেছে কিন্তু🔥
রাইট টাইমের আগেই ট্রেন খুলনা চলে গেছে।

তারই প্রতিদান হিসেবে কপোতাক্ষ কে কুত্তামারা দাবড়ানি দিতে দিতে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস রাইট টাইমে নওয়াপাড়া ঢুকে যাচ্ছে!
সময়:৭.৫০
যাহাই পাগলা গাড়ি এইটা, ফলোয়াররা! এই পোস্টে যদি ২০০+ লাইক ৫০+ কমেন্ট হয় যাও কথা দিচ্ছি আপ রুপসা কে রাইট টাইমে ঈশ্বরদী ঢুকায় দেবো💀💀💀

কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট টিম গো হারা হেরেছে! একইভাবে কথা রাখে নাই ফলোয়াররাও পোস্টে পর্যাপ্ত লাইক নাই তাই মনে খারাপ ক...
10/07/2025

কথা রাখেনি বাংলাদেশ ক্রিকেট টিম গো হারা হেরেছে! একইভাবে কথা রাখে নাই ফলোয়াররাও পোস্টে পর্যাপ্ত লাইক নাই তাই মনে খারাপ করেছে ডাউন সীমান্ত এক্সপ্রেস💔 বিফোর হবার কথা থাকলেও উজবুক বাংলাদেশ টিমের কর্মকাণ্ড সাথে ফলোয়ারদের কম রেসপন্সে ব্যথিত হইয়া ৭৪৮ ডাউন সীমান্ত এক্সপ্রেস ২৫ মিনিট লেট হয়ে গেছে🙂 বর্তমানে গাড়ি হেলেদুলে নাটোর আসতেছে।

এই পোস্টে যদি ২০০ লাইক আসে তাহলে লেট কভার করে বিফোর টাইমে খুলনা যাবে গাড়ি🐸
আবারো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলাম যাও।

অন্যদিকে জাত ভাই বোয়িং ৭৪৭ আপ সীমান্ত কিন্তু রাইট টাইমে মোবারকগঞ্জ ঢুকে চিনি খাচ্ছে🥹
তার জন্য কোনো চ্যালেঞ্জ কি দিবো ফ্রেন্স?

নোট: সম্পন্নই ভিন্ন আঙ্গিকে আপডেট দেবার উদ্দেশ্যেই মজা করে লিখা! ট্রেন লেট হবার সাথে আমাদের কিন্তু কোনো কানেকশন নাই🐸

সেদিন রূপসা সীমান্ত এক্সপ্রেস প্রথমবারের মতো আধুনিক লাল সবুজ কোচ দ্বারা প্রতিস্থাপিত হয়। নির্বাচনের থমথমে পরিবেশের মধ্য...
10/07/2025

সেদিন রূপসা সীমান্ত এক্সপ্রেস প্রথমবারের মতো আধুনিক লাল সবুজ কোচ দ্বারা প্রতিস্থাপিত হয়। নির্বাচনের থমথমে পরিবেশের মধ্যেই ৯° সেলসিয়াস তাপমাত্রার মাঝেই আমরা গিয়েছিলাম ফুল দিয়ে তাকে বরণ করতে চিলাহাটি♥️

সামনে আবারো নতুন কোচ এলেই আবারো পরিবর্তন হয়ে যেতে পারে রূপসা /সীমান্ত এক্সপ্রেস ট্রেনের কোচ।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share