
14/08/2025
★জীবিকা অন্বেষণ করুন কিন্তু লোভ করবেন না!!!
আকাশে যত পাখি আছে তাদের সকলকে আল্লাহ তায়ালার রিজিক দিয়ে থাকেন। তারা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় ভরপেটে ফিরে আসে। তেমনি ভাবে সমুদ্রের মাছ সমূহকেও আল্লাহ তা,আলাই রিযিক দিয়ে থাকেন।
আমি এমন কিছু লোকেকে চিনি, যারা একমাত্র আল্লাহ তায়ালার সাথে দূরত্বের কারণেই দারিদ্রপীড়িত হয়েছে এবং তাদের জীবনে সংকীর্ণতা নেমে এসেছে। আপনি দেখে থাকবেন হয়তো কিছু মানুষ ধনী ও স্বাস্থ্যবান ছিল। আপনাদের সম্পদের কোন কমতি ছিল না। আল্লাহ তালার অজস্র নিয়ামত ছিল তাদের কাছে। কিন্তু তারা কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করেছিল। আল্লাহর ইবাদত আনুগত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। নামাজ ছেড়ে দিয়েছিল। বড় বড় গুনাহে লিপ্ত হয়েছিল। ফলে আল্লাহ তাআলা তাদের স্বাস্থ্য সম্পদ ছিনিয়ে নিয়েছেন। বিনিময় তাদেরকে দুঃখ- দুর্দশা, অভাব- অনটন ও রোগ শোক দিয়েছেন।
অতএব, জীবিকা অন্বেষণ করুন কিন্তু লোভ করবেন না। কারণ ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীকে আল্লাহতালা রিজিক দিয়ে থাকেন।
★জান্নাতি জীবন ★