জান্নাতি জীবন

  • Home
  • জান্নাতি জীবন

জান্নাতি জীবন সত্য প্রচারে নির্ভীক,
পর্দার আড়ালের সৈনিক............

★জীবিকা অন্বেষণ করুন কিন্তু লোভ করবেন না!!! আকাশে যত পাখি আছে তাদের সকলকে আল্লাহ তায়ালার রিজিক দিয়ে থাকেন। তারা সকালে ...
14/08/2025

★জীবিকা অন্বেষণ করুন কিন্তু লোভ করবেন না!!!
আকাশে যত পাখি আছে তাদের সকলকে আল্লাহ তায়ালার রিজিক দিয়ে থাকেন। তারা সকালে খালি পেটে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় ভরপেটে ফিরে আসে। তেমনি ভাবে সমুদ্রের মাছ সমূহকেও আল্লাহ তা,আলাই রিযিক দিয়ে থাকেন।
আমি এমন কিছু লোকেকে চিনি, যারা একমাত্র আল্লাহ তায়ালার সাথে দূরত্বের কারণেই দারিদ্রপীড়িত হয়েছে এবং তাদের জীবনে সংকীর্ণতা নেমে এসেছে। আপনি দেখে থাকবেন হয়তো কিছু মানুষ ধনী ও স্বাস্থ্যবান ছিল। আপনাদের সম্পদের কোন কমতি ছিল না। আল্লাহ তালার অজস্র নিয়ামত ছিল তাদের কাছে। কিন্তু তারা কৃতজ্ঞ হওয়ার পরিবর্তে অকৃতজ্ঞতা প্রকাশ করেছিল। আল্লাহর ইবাদত আনুগত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। নামাজ ছেড়ে দিয়েছিল। বড় বড় গুনাহে লিপ্ত হয়েছিল। ফলে আল্লাহ তাআলা তাদের স্বাস্থ্য সম্পদ ছিনিয়ে নিয়েছেন। বিনিময় তাদেরকে দুঃখ- দুর্দশা, অভাব- অনটন ও রোগ শোক দিয়েছেন।

অতএব, জীবিকা অন্বেষণ করুন কিন্তু লোভ করবেন না। কারণ ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণীকে আল্লাহতালা রিজিক দিয়ে থাকেন।

★জান্নাতি জীবন ★

★নিজের পরিবর্তন আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ঠিক সেভাবেই জীবন যাপন করুন। নিজের কন্ঠকে এবং নিজ সত্ত্বাকে বদলাবেন না। ঐ...
13/08/2025

★নিজের পরিবর্তন
আপনাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে ঠিক সেভাবেই জীবন যাপন করুন। নিজের কন্ঠকে এবং নিজ সত্ত্বাকে বদলাবেন না। ঐশী বানীর আলোকে নিজের বিকাশ ঘটান। অন্যকে অনুসরণ করে নিজের স্বতন্ত্র সত্তাকে বিলিন করবেন না। আপনার জন্য নির্দিষ্ট বিশেষ খাবার আছে। নির্দিষ্ট রং আছে। আমরাও কামনা করি আপনি যেমন আছেন তেমনটি থাকুন। যেহেতু আপনাকে এভাবে সৃষ্টি করা হয়েছে আর আমরাও আপনাকে সেভাবেই জানি। তাই আপনাদের কেউই যেন সুবিধাবাদী না হয় অন্যের প্রভাবে প্রভাবিত না হয়। মানুষ সেতো ধর্ম ও গুণের পরিচয়ের ক্ষেত্রে গাছ-পালা সদৃশ্য টক- মিষ্টি, লম্বা- খাটো ইত্যাদি। অর্থাৎ গাছপালা যেমন কোনটি লম্বা আবার কোনটি খাটো আবার তদ্রূপ মানুষও কেউ লম্বা আবার কেউ খাটো হয়। আপন প্রকৃতি -সৌন্দর্য আপনার স্বাভাবিক অবস্থা বজায় থাকে এমন ভাবেই থাকুন। অন্যের অনুকরণ করে অন্যের মতো হতে চেয়ে এগুলোকে স্বঅবস্থান বিকৃত সাধন করে ক্ষতিগ্রস্ত হবেন না।
নিশ্চয়ই আমাদের ভাষা বর্ণ মেধা ও যোগ্যতার পার্থক্য এই সবই অপার কৃপার অধিকারী মহান স্রষ্টার নিদর্শন।
অতএব তার নিদর্শনে বিকৃতি ঘটিয়ে তা অস্বীকার করে ক্ষতিগ্রস্ত হবেন না।
★জান্নাতি জীবন ★

13/08/2025
★নিজের দায়িত্ব নিষ্কর্মা ও অকর্মা হওয়া মানে নিজের দায়িত্ব  অবহেলা করা। অলসতা হল এক দক্ষ ঘাতক আর আপনার মন হল তার বলি বা...
13/08/2025

★নিজের দায়িত্ব
নিষ্কর্মা ও অকর্মা হওয়া মানে নিজের দায়িত্ব অবহেলা করা। অলসতা হল এক দক্ষ ঘাতক আর আপনার মন হল তার বলি বা শিকার। অতএব কাল বিলম্ব না করে এখনই উঠে পড়ুন এবং প্রার্থনা করুন অথবা ভালো বই পড়ুন। আপনার প্রভুর প্রশংসা করুন এবং লেখাপড়া করুন। আপনার পাঠাগারটি সাজিয়ে গুছিয়ে পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখুন, আপনার বাড়িতে কোন কাজ থাকলে করে ফেলুন, অথবা অন্যের উপকার করুন অন্যের উপকার করুন যাতে আপনার অকর্মণ্যতাকে কাটিয়ে উঠতে পারেন।
আমি আন্তরিকভাবে আপনার কল্যাণ কামনা করি বিধায় এ কথা বলছি। কাজ করে করে অবসরতার বিরক্তি বিনাশ করুন। আপনি যখন শুধু এই সাধারণ নীতি কথাটাই মানবেন তখন দেখবেন আপনি কমপক্ষে 50 ভাগ সুখে পথ পাড়ি দিলেন।
তাই ভালো থাকুন সুস্থ থাকুন, জান্নাতি জীবনের সাথে ❤️❤️

★জান্নাতি জীবন ★

★পরোপকারেই পরম আত্মতৃপ্তি যদি কেউ কাউকে দান করে উপকার করে তাহলে মূলত সে নিজেরই উপকার করে। নিজের মাঝে পরিবর্তন দেখে নিজের...
13/08/2025

★পরোপকারেই পরম আত্মতৃপ্তি
যদি কেউ কাউকে দান করে উপকার করে তাহলে মূলত সে নিজেরই উপকার করে। নিজের মাঝে পরিবর্তন দেখে নিজের আচরণ পরিবর্তন দেখে শান্তি লাভ করে এবং অন্যের মুখে হাসি দেখে পরোপকারী নিজেই আত্ম তৃপ্তি লাভ করে। যদি আপনি নিজেকে সংকটা পূর্ণ ও দুঃখে জর্জরিত তবে অন্যের প্রতি করুণা করুন,তাহলে আপনি নিজেই প্রথমে সান্তনা লাভ করবেন।
তাই আসুন আমরা সবাই সবাইকে সাহায্য করি,আর সান্তনা লাভ করি!!

★জান্নাতি জীবন ★

Address


Opening Hours

Monday 00:00 - 23:59
Tuesday 00:00 - 23:59
Wednesday 00:00 - 23:59
Thursday 00:00 - 23:59
Friday 00:00 - 23:59
Saturday 00:00 - 23:59
Sunday 00:00 - 23:59

Telephone

+8801737579274

Website

Alerts

Be the first to know and let us send you an email when জান্নাতি জীবন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to জান্নাতি জীবন:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share