BCS and Govt. Job Preparation

BCS and Govt. Job Preparation Practice makes a man perfect.

24/06/2025

মসজিদ এর শহর বলা হয়-
ক) রাজশাহী
খ) কুমিল্লা
গ) ঢাকা
ঘ) চট্টগ্রাম

কমেন্টে উত্তর জানান-
22/06/2025

কমেন্টে উত্তর জানান-

22/06/2025

বিগত সালে বিসিএস পরীক্ষায় বাংলা
সাহিত্য অংশে আসা গুরুত্বপূর্ণ ১০৮ টি
প্রশ্ন-উত্তরগুলো দেখে নিন।

1.ছাড়পত্র কাব্য- সুকান্ত ভট্টাচার্য
2.পঞ্চতন্ত্র গ্রন্থঃ সৈয়দ মুজতবা আলী
3.নজরুলের প্রথম উপন্যাসঃ বাঁধনহারা
4.মেঘনাদ বধ কাব্যে সর্গঃ ৯টি
5.“পদ্মাবতী ’’ কে রচনা করেন ?
উঃ মহাকবি আলাওল।
6.“পদ্মাবতী ’’ কোন জাতীয় রচনা?
উঃ ঐতিহাসিক প্রণয় উপাখ্যান।
7.‘প্রসন্ন প্রহর’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ সিকান্দর আবু জাফর।
8.‘বাংলা ছাড়ো’ গ্রন্থের রচয়িতা কে ?
উঃ সিকান্দার আবু জাফর।
9.‘প্রেমের সমাধি’র রচয়িতা কে?
উঃ মোহাম্মদ নজীবর রহমান।
10.‘পদ্মা-মেঘনা-যমুনা’ উপন্যাসের
রচয়িতা কে?
উঃ আবু জাফর শামসুদ্দিন।
11.‘পদ্মরাগ’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ বেগম রোকেয়া।
12.‘পারস্য প্রতিভা’ গ্রন্থের রচয়িতা
কে?
উঃ মুহাম্মদ বরকতউল্লাহ।
13.‘পথে প্রবাসে’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ অন্নদাশঙ্কর রায়।
14.‘পলাশীর যু্*দ্ধ’ গ্রন্থের লেখক কে?
উঃ নবীন চন্দ্র সেন।
15.‘নির্জন স্বাক্ষর’ গ্রন্থটির রচয়িতা
কে?
উঃ বুদ্ধদেব বসু।
16.‘নুরনামা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উঃ আব্দুল হাকিম।
17.‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের
রচয়িতা কে ?
উঃ মানিক বন্দোপাধ্যয়।
18.‘পথের পাচালী’ উপন্যাসের রচয়িতা
কে?
উঃ বিভূতিভূষন বন্দোপাধ্যায়।
19.‘পথের পাঁচালী’ উপন্যাসের উপজীব্য
বিষয় কি?
উঃ গ্রামীন জীবন।
20.‘পথের দাবী’ উপন্যাসটির রচয়িতা
কে?
উঃ শরৎচন্দ্র চট্টপ্যাধায়।
21.‘বেদান্ত’ গ্রন্থটির রচয়িতা কে ?
উঃ রাজা রামমোহন রায়।
22.বাংলা ভাষার প্রথম সামাজিক
নাটক কোনটি ?
উঃ কুলীনকুল সর্বস্ব।
23.‘বত্রিশ সিংহাসন’ গ্রন্থের রচয়িতা
কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
24.‘বেদান্ত চন্দ্রিকা’ ও ‘প্রবোধ
চন্দ্রিকা’ গ্রন্থ দুটির রচয়িতা কে?
উঃ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার।
25.শায়ের কারা?
উঃ পুঁথি সাহিত্যের রচয়িতার শায়ের
বলা হয়।
26.পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির
রচয়িতা কে ?
উঃ ফকির গরীবুল্লাহ।
27.উল্লেখযোগ্য শায়েরের নাম কি?
উঃ ফকির গরীবুল্লাহ, সৈয়দ হামজা,
মালে মুহম্মদ, আয়েজুদ্দিন, মুহম্মদ মুনশী,
দানেশ প্রমুখ।
28.পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার
সংমিশ্রন ঘটেছে?
উঃ আরবী, ফার্সি, বাংলা, হিন্দি,
তুর্কি প্রভৃতি।
29.কালুগাজী ও চন্দ্রাবতী কোনধরনের
সাহিত্য?
উঃ পুঁতি সাহিত্য।
30.কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে
আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন ?
উঃ চিতোরের রানী পদ্মীনির কাহিনী।
31। আবদুল্লাহ উপন্যাসঃ কাজী ইমদাদুল
হক
32। অরন্য গোধুলী কাব্যঃ বন্দে আলী
মিয়া
33।বটতলার উপন্যাসঃ রাজিয়া খান
34। নজরুল ইসলামের দারিদ্র কবিতাঃ
সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত
35।চিলেকোঠার সেপাইঃ
আখতারুজ্জামান ইলিয়াস
36। শান্তিধারাঃ এয়াকুবআলী চৌধুরী
37।বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাঃ
চন্ডীদাস
38.ইসমাইল হোসেন সিরাজী যে
কাব্যগ্রন্থের জন্য কারাবরণ করেন তার
নাম কি?
উঃ অনল প্রবাহ।
39.‘উমর ফারুক’ কবিতা কাজী নজরুল
ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তভুক্ত?
উঃ জিঞ্জির।
40.‘উদাসিন পথিকের মনের কথা’
উপন্যাসের রচয়িতা কে?
উঃ মীর মশার্রফ হোসেন।
41.‘উত্তম-পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রশীদ করিম।
42.‘এ গ্রামার অব দি বেংলী
ল্যাঙ্গুয়েজ’ এররচিয়তা কে?
উঃ ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
43.‘একেই কি বলে সভ্যতা’ প্রহসণটি
কার রচনা?
উঃ মাইকেল মধুসুদন দত্ত।
44.‘এসো বিজ্ঞানের রাজ্যে’ গ্রন্থটির
রচিয়তা কে?
উঃ আব্দুল্লাহ আল মুতী সরফুদ্দিন।
45.‘ওরা কদম আলী’ নাটকের রচিয়তা
কে?
উঃ মামুনুর রশিদ।
46.‘ওজারতির দুই বছর’ গ্রন্থটির রচিয়তার
নাম কি?
উঃ আতাউর রহমান খান।
47.‘প্রধানমন্ত্রীত্বের নয় মাস’ গ্রন্থটির
রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
48.‘স্বৈরাচারেরদশ বছর’ গ্রন্থটির
রচিয়তার নাম কি?
উঃ আতাউর রহমান খান।
49.‘কড়ি দিয়ে কিনলাম’
উপন্যাসটি রচনা করেন কে?
উঃ বিমল মিত্র।
50.‘কড়ি ও কোমল’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
51.‘কমলাকান্তেরদপ্তর’ গ্রন্থের
রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
52.‘কমলাকান্তেরদপ্তর’ কোন ধরনের
রচনা?
উঃ র্তীযক ব্যঙ্গাত্মক।
53.‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের
রচিয়তা কে?
উঃ বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়।
54.‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের
রচিয়তা কে?
উঃ শওকত ওসমান।
55.‘কুলীনকুল সর্বস্ব’ নাটকের রচিয়তা
কে?
উঃ রামনারায়ন তর্করত্ন।
56.‘কাফেলা’ নাটকের রচিয়তার নাম
কি?
উঃ ইব্রাহিম খাঁ।
57.‘কামাল পাশা’ ও ‘আনোয়ার পাশা’
গ্রন্থ দুটির রচয়িতার নাম কি?
উঃ ইব্রাহিম খাঁ।
58.‘কবর’ নাটকটির রচিয়তা কে?
উঃ মুনীর চৌধুরী।
59.‘কবর’ নাটকের পটভুমি কি ?
উঃ ৫২-এর ভাষা আন্দোলন।
60.‘কবর’ নাটকটি প্রথম কোথায়
মঞ্চায়িত হয়?
উঃ ঢাকা কেন্দ্রীয় কারাগারে।
61.‘কবর’ কাবিতাটির রচয়িতা কে?
উঃ জসীমউদ্দিন।
62.‘কবর’ কাবিতাটি যে কাব্যগ্রন্থের
অর্ন্তগত?
উঃ রাখালী
63.‘কৃষ্ণপক্ষ’ গ্রন্থটির রচিয়তা কে?
উঃ আব্দুল গাফ্ফার চৌধুরী।
64.‘কাদোঁ নদী কাঁদো’ উপন্যাসের
রচিয়তা কে?
উঃ সৈয়দা ওয়ালী উল্লাহ।
65.‘খেয়া’ রবীন্দ্রনাথের কোন ধরনের
রচনা?
উঃ কাব্য রচনা।
66.‘গ্রানাডার শেষ বীর’ গ্রন্থটির
রচয়িতা কে?
উঃ এস. ওয়াজেদ আলী।
67.গোলাম মোস্তফার বিখ্যাত গ্রন্থ
কোনটি?
উঃ বিশ্বনবী।
68.চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়?
উঃ নবদ্বীপে।
69.‘চোখের বালী’ উপন্যাসটি লিখেছেন
কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
70.The Captive Lady-র রচয়িতা কে ?
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
71.‘দুই বোন’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন
শ্রেনীর রচনা ?
উঃ উপন্যাস।
72.‘দুধে ভাতে উৎপাত’ গ্রন্থের রচয়িতা
কে?
উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
73.‘দত্তা’ উপন্যাসটির লেখক কে?
উঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
74.‘নবী কাহিনী’ গ্রন্থের রচয়িতা কে?
উঃ কাজী ইমদাদুল হক।
75.‘নয়া খান্দান’ নাটকের রচয়িতা কে?
উঃ নূরুল মোমেন।
76.‘নীল দর্পন’ নাটকের রচয়িতা কে?
উঃ দীনবন্ধু মিত্র।
77.‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির
রচয়িতা কে?
উঃ জসিম উদ্দিন।.
78.‘চাচা কাহিনী’ গ্রন্থের রচিয়তা কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
79.‘চণ্ডীমঙ্গল’কাব্যের কবি কে?
উঃ কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী।
80.‘জমিদার দর্পন’ নাটক রচনা করেছেন
কে?
উঃ মীর মোশারফ হোসেন।
81.‘জিব্রাইলের ডানা’র গল্পকার কে?
উঃ শাহেদ আলী।
82.‘আরেক ফাল্গুন’, হাজার বছর ধরে’,
‘বরফ গলা নদী’ এগুলো কার রচিত
উপন্যাস?
উঃ জহির রায়হান।
83.‘তোতা ইতিহাস’ গ্রন্থটি কোন ভাষা
থেকে অনূদিত?
উঃ ফারসি।
84.‘তেইশ নম্বর তৈলচিত্র’ উপন্যাসের
রচিয়তা কে?
উঃ ডঃ আলাউদ্দিন আল-আজাদ।
85.‘নরুল দীনের সারাজীবন’ নাটকের
রচয়িতা কে?
উঃ সৈয়দ শাসসূল হক।
86.‘পায়ের আওয়াজ পাওয়া যায়’
নাটকের রচয়িতা কে?
উঃ সৈয়দ শামসুল হক।
87.‘খেলা রাম খেলে যারে’ কার রচনা?
উঃ সৈয়দ শামসুল হক।
88.‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের
রচয়িতা কে?
উঃ অদ্বৈত মল্লবর্মণ।
89.‘তারাবাঈ’ নাটকটির রচিয়াত কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
90.‘দেওয়ানা মদিনা’ পালার রচয়িতা
কে ?
উঃ মনসুর বয়াতী।
91.‘নবীন মাধক’ কোন নাটকের চরিত্র?
উঃ নীল দর্পন নাটকের।
92.‘নারীর মূল্য’ প্রবন্ধের রচয়িতা কে?
উঃ শরৎচন্দ্র চট্টপাধ্যায়।
93.‘নৌকাডুবি’ উপন্যাসের রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
94.‘ধন্যবাদ’ কবিতাটি কার রচিত?
উঃ আহসান হাবিব।
95.‘নৈবেদ্য’ গ্রন্থটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
96.‘নকশী কাঁথার মাঠ’ কাব্যটির
ইংরেজি অনুবাদক কে?
উঃ E. M. Milford.
97.‘দেশে বিদেশে’ গ্রন্থটির রচয়িতা
কে?
উঃ সৈয়দ মুজতবা আলী।
৩৬.‘দন্ডকারন্য’গ্রন্থটির রচয়িতা কে?
উঃ মুনীর চৌধুরী।
98.‘ধন ধান্যে পুষ্পে ভরা’-
দেশাত্মবোধক গানটির রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
100.আরাকান রাজসভায় বাংলা
সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকের
নাম কি কি?
উঃ দৌলত কাজী, আলাওল, কোরেশী
মাগন ঠাকুর, মরদন, আব্দুল করিম
খোন্দকর।
102.আরাকানকে বাংলা সাহিত্য কি
নামে উল্লেখ করা হয়েছে?
উঃ রোসাং বা রোসাঙ্গ নামে।
103.কবি আলাওল কোথায় জন্মগ্রহন
করেন?
উঃ ফতেহাবাদের জালালপুরে।
104.মাগন ঠাকুর কে ছিলেন?
উঃ রোসাঙ্গ রাজ্যের প্রধানমন্ত্রী।
105.“নসীহত নামা” কোন জাতীয় গ্রন্থ?
কে রচনা করেছেন?
উঃ মরদন রচিত কাব্যগ্রন্থ।
106.কার আদেশে দৌলত কাজী ‘সতি
ময়না ও লোরচন্দ্রানী’ কাব্য রচনা
করেন?
উঃ শ্রী সুধর্ম রাজার আমলে তাঁর লঙ্কর
উজির আশরাফ খানের আদেশে।
107.‘সতি ময়না ও লোরচন্দ্রানী’ কোন
শতকে কাব্য?
উঃ সপ্তদশ শতাব্দী।
108.সতী ময়না ও লোরচন্দ্রানী হিন্দি
ভাষার কোন কাব্য অবলম্বনে রচিত?
উঃ হিন্দী কবি সাধন এর ‘মৈনাসত’।

বাংলা সাহিত্যে যা কিছু প্রথম-
21/06/2025

বাংলা সাহিত্যে যা কিছু প্রথম-

20/06/2025

জাতিসংঘ বিষয়ক প্রশ্নোত্তর :

১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?— ১ জানুয়ারি, ১৯৪২।
৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে? — মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়? — নিউইয়র্ক,যুক্তরাষ্ট্র।
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয়—
জেনেভা,সুইজারল্যান্ড।
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।
৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি— ডব্লিউ হ্যারিসন।
৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে — ২৬জুন,১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে— ২৪ অক্টোবর, ১৯৪৫।
১১.জাতিসংঘের সনদের রচয়িতা— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়— ২৪শে অক্টোবর।
১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য? — সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি।
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? — লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ বছরের জন্য।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয় — সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত? — ১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র — ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়— ২বার।
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ২ বছরের জন্য।
২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়— ১ মাসের জন্য।
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন সাধারণত বছরে কয়বার বসে— বছরে দু’বার একমাসব্যাপী।
২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়— ৩ বছরের জন্য।
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি— ৫৪টি।
২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র তিন বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়— ১৮টি।
২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয় — ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।
২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত— ১৫ জন।
৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল— ৯ বছর।
৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?— ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।
৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়— সাধারণ পরিষদে।
৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে— ৫১টি দেশ।
৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন — ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন — ইংরেজি অথবা ফরাসি।
৩৬. জাতিসংঘের কোন মহাসচিব.শান্তিতে মরণোত্তর নোবেল পুরস্কার পান— দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে)।
৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি— মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।
৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি— ট্রুভ্যালু।
৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়— পোল্যান্ড।
৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত— টোকিও (জাপান)।
৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে— মহাসচিব।
৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে— সাধারণ পরিষদের।
৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান — দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।
৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর প্রতিষ্ঠিত— ১৭ একর।
৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী— সদস্য দেশসমূহের চাঁদা।
৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন— নিরাপত্তা পরিষদের।
৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে— কফি আনান (ঘানা) (৭ম)।
৪৮. উ থান্ট কোন দেশের অধিবাসী ছিলেন— মিয়ানমার।
৪৯. জাতিসংঘে দেয় বাংলাদেশের চাঁদার পরিমাণ কত— নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?— ২৯তম।

18/06/2025

সাধারন জ্ঞান.......
বাংলাদেশ সম্পর্কিত.......

১। যুক্তফ্রন্ট গঠিত হয়—১৯৫৩ সালের ৩ ডিসেম্বর, ৪টি দলের সমন্বয়ে।
২। ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩’ কার্যকর করা হয়—১ ফেব্রুয়ারি ২০১৫।
৩। শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু' উপাধি দেওয়া হয়—২৩ ফেব্রুয়ারি ১৯৬৯, ছয় দফা দাবির জন্য।
৪। পূর্ব পাকিস্তানের নাম ‘বাংলাদেশ’ রাখেন—শেখ মুজিবুর রহমান।
৫। বড় কাটরা নির্মাণ করেন—শাহ সুজা।
৬।
চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর করা হয়—১৭৯৩ সালের ২৩ মার্চ, যা ছিল রাজস্ব সম্পর্কিত।
৭। বাংলাদেশ সংবিধানের মোট অনুচ্ছেদ—১৫৩টি।
৮। ভবানি পাঠক জড়িত ছিলেন—ফকির-সন্ন্যাসী আন্দোলনের সঙ্গে।
৯। বঙ্গভঙ্গ রদ করেন—রাজা পঞ্চম জর্জ; যা লর্ড হার্ডিঞ্জের সময়।
১০। ক্যাপ্টেন এম মনসুর আলী মুজিবনগর সরকারের যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন—অর্থ মন্ত্রণালয়।
১১। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে প্রথম আন্তর্জাতিক পরিসরে পরিচিত করে দেন—ইন্দিরা গান্ধী।
১২। চিত্তরঞ্জন দাস যে জন্য স্মরণীয় হয়ে আছেন—বেঙ্গল প্যাক্ট (চুক্তিটি ১৯২৩ সালে সম্পাদিত হয়, যা বাংলার হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সমস্যা রোধে করা হয়)।
১৩। অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী মাথাপিছু আয়—১৬০২ মার্কিন ডলার।
১৪। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয়—১০ এপ্রিল ১৯৭১ সালে।
১৫। বিলোনিয়া স্থলবন্দর অবস্থিত—ফেনী।
১৬। প্রথম বাংলাদেশি হিসেবে সেভেন সামিট জয় করেন—ওয়াসফিয়া নাজরীন।
১৭। বক্সারের যুদ্ধ সংঘটিত হয়—১৭৬৪ সালে।
১৮। কক্সবাজারে অবস্থিত মেরিন ড্রাইভওয়ের দৈর্ঘ্য—৮০ কিলোমিটার।
১৯। মহিষ প্রজননকেন্দ্র—বাঘেরহাট।
২০। গৌড় নামটির উল্লেখ পাওয়া যায়—পাণিনির গ্রন্থে।
২১। অর্থনৈতিক সমীক্ষা ২০১৭ অনুযায়ী বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু—৭০.৯।
২২। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিট্যান্স আয় করে—সৌদি আরব থেকে।
২৩। ২০১৭-১৮ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ—চার লাখ ২৬৬ কোটি টাকা।
২৪। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি—গাজীপুরে।
২৫। বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়—পোশাক খাত থেকে........

ধন্যবাদ.........

17/06/2025

বিখ্যাত ব্যক্তিদের উপাধি:
------------------
১. বাংলার বাঘ – শেরে বাংলা ফজলুল হক
২. ডটার অব দা ইস্ট – বেনজীর ভুট্টো
৩. দেশ বন্ধু – চিত্তরঞ্জন দাস
৪. শিল্পাচার্য – জয়নুল আবেদিন
৫. পন্ডিতজী – চাচা জওহরলাল নেহেরু
৬. মাস্টার দা – সূর্যসেন
৭. নাইটিংগেল অব ইন্ডিয়া – সরোজিনী নাইডু
৮. সীমান্ত গান্ধী – আব্দুল গাফফার খান
৯. আতাতুর্ক – কামাল পাশা
১০. ফুয়েরার – এডলফ হিটলার
১১. আরবের নাইটিংগেল – উম্মে কুলসুম
১২. উন্মাদ সন্নাসী – রাসপুটিন
১৩. লেডি উইথ দি ল্যাম্প – ফ্লোরেন্স নাইটিংগেল
১৪. কুমারী রাণী – রাণী প্রথম এলিজাবেথ
১৫. জিবিএস – জর্জ বার্নাড’শ
১৬. লিটল কর্পোরাল, ম্যান অব ডিসটিনি – নেপোলিয়ন বোনাপার্ট
১৭. ব্লাইন্ড বার্ড – হোমার
১৮. সাজ মোট অব দি নাইল – রানি ক্লিওপেট্রা
১৯. গ্রে উলফ – কামাল আতাতুর্ক
২০. চে আর্নেসেটা – চে গুয়েভারা
২১. বার্ড অব হ্যাভেন – উইলিয়াম সেক্সপিয়ার
২২. লৌহ মানবী – মার্গারেট থ্যাচার
২৩. মহীশূরের বাঘ – টিপু সুলতান

16/06/2025

মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হলো -
ক. কুমিল্লা
খ. ঢাকা
গ. যশোর
ঘ. শেরপুর
কমেন্টে উত্তর জানাবেন।

10/06/2025

'ভাষার ইতিবৃত্ত' প্রবন্ধটির লেখক হলেন সুকুমার সেন কিন্তু 'বাংলা ভাষার ইতিবৃত্ত' প্রবন্ধটির লেখক হলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ
'দেনা পাওনা' ছোটগল্পটির লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু 'দেনা পাওনা' উপন্যাসটির লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
'মৃত্যুক্ষুধা' উপন্যাসটির লেখক হলেন কাজী নজরুল ইসলাম কিন্তু 'জীবনক্ষুধা' উপন্যাসটির লেখক অাবুল মনসুর অাহমেদ ।

10/06/2025

আমাদের মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর:

১. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ
উদ্ধার করা সম্ভব হয়নি?
উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।
-
২. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কোনো
খেতাবি কবর নেই?
উত্তর : বীরশ্রেষ্ঠ রুহুল আমীনের।
-
৩. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান
থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?
উত্তর : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।
-
৪. প্রশ্ন : বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর
কোথায় ছিল?
উত্তর : পাকিস্তানের করাচির মাশরুর বিমান ঘাঁটিতে।
-
৫. প্রশ্ন : কোন বীরশ্রেষ্ঠের কবর
বাংলাদেশে ছিল না?
উত্তর : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
-
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি
-
৬. প্রশ্ন : বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর
কোথায় ছিল?
উত্তর : ভারতের আমবাসা এলাকায়।
-
৭. প্রশ্ন : দু’জন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার
নাম কি?
উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
-
৮. প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত ইতালির
নাগরিকের নাম কী?
উত্তর : মাদার মারিও ভেরেনজি।
-
৯. প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক
খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি কে?
উত্তর : হোসাইল হেমার ওয়াডার, অষ্ট্রেলিয়া।
-
১০. প্রশ্ন : বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী
মুক্তিযোদ্ধা কে?
উত্তর : শহীদুল ইসলাম লালু বীর প্রতীক।
-
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি
-
১১. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠন করা হয়
কবে?
উত্তর : ২১ নভেম্বর ১৯৭১।
-
১২. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথবাহিনী কবে হানাদার
বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?
উত্তর : ৬ ডিসেম্বর ১৯৭১।
-
১৩. প্রশ্ন : ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের
সেনাধ্যক্ষ কে ছিলেন?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরা।
-
১৪. প্রশ্ন : মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল
কোথায় স্বাক্ষরিত হয়?
উত্তর : রেসকোর্স ময়দানে।
-
১৫. প্রশ্ন : জেনারেল এ কে নিয়াজী কার কাছে
আত্মসমর্পণ করে?
উত্তর : জেনারেল জগজিৎ সিং অরোরার।
-
বিসিএস ও ব্যাংক জব প্রস্তুতি
-
১৬. প্রশ্ন : জেনারেল নিয়াজী আত্মসমর্পণের
সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা কত ছিল?
উত্তর : ৯৩ হাজার।
-
১৭. প্রশ্ন : কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের
জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?
উত্তর : আবদুস সাত্তার।
-
১৮. প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের
চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?
উত্তর : এম আর আখতার মুকুল।
-
১৯. প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম
মৃত্যুবরণ করেন কে?
উত্তর : মোস্তফা কামাল, ৮ এপ্রিল ১৯৭১।
-
২০. প্রশ্ন : বীরশ্রেষ্ঠদের মধ্যে
সর্বশেষে মৃত্যুবরণ করেন কে?
উত্তর : মহিউদ্দিন জাহাঙ্গীর, ১৪ ডিসেম্বর ১৯৭১।

10/06/2025

গ্যাস ও জ্বালানি ---------------------------------
১. সবচেয়ে হালকা গ্যাস কোনটি?
> হাইড্রোজেন
২. সবচেয়ে ভারী গ্যাস কোনটি?
> রেডন
৩. নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি?
> ৬ টি; যথা - হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপটন, জেনন, রেডন
৪. কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়?
> হিলিয়াম
৫. নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে কোনটি তেজস্ক্রিয়?
> রেডন
৬. টিউব লাইটের ভেতর কোন গ্যাস ব্যবহার করা হয়?
> আর্গন ও নিয়ন
৭. সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কোন গ্যাস ব্যবহার করা হয়?
> নাইট্রোজেন
৮. বেলুন ও উড়োজাহাজে কোন গ্যাস ব্যবহার করা হয়?
> হিলিয়াম গ্যাস
৯. ডুবুরিরা পানিতে ভাসার জন্য কোন গ্যাস ব্যবহার করে?
> হিলিয়াম গ্যাস
১০. পারমানবিক বোমা তৈরিতে কোন গ্যাস ব্যবহার করা হয়?
> হাইড্রোজেন
১১. সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তার প্রধান উপাদান কি?
> বিউটেন
১২. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?
> নাইট্রোজেন
১৩. বাজারে প্রচলিত কোক জাতীয় পানীয়র বোতলে কোন গ্যাস থাকে?
> কার্বন-ডাই-অক্সাইড
১৪. পচা ডিম থেকে কোন গ্যাস বের হয়?
> হাইড্রোজেন সালফাইড
১৫. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি?
> মিথেন
১৬. প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত শতাংশ?
> ৮০% - ৯০%
১৭. আমাদের দেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?
> ৯৫% - ৯৯%
১৮. আমাদের দেশে ইউরিয়া সার তৈরীর প্রধান কাঁচামাল হিসেবে কি ব্যবহার করা হয়?
> প্রাকৃতিক গ্যাস
১৯. ইউরিয়া সারে কত শতাংশ নাইট্রোজেন থাকে?
> ৪৬%
২০. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার তৈরি করা হয়?
> ইউরিয়া
২১. ইউরিয়া সারের প্রধান উপাদান কি?
> নাইট্রোজেন গ্যাস
২২. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির মূল কারণ কি?
> পৃথিবীর অভ্যন্তরে প্রচণ্ড তাপ ও চাপ
২৩. প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
> রাসায়নিক শক্তি
২৪. CNG - এর পূর্ণরূপ কি?
> Compressed Natural Gas
২৫. LNG - এর পূর্ণরূপ কি?
> Liquefied Natural Gas
২৬. সিএনজিতে কোন গ্যাস কমপ্রেস করা হয়?
> মিথেন
২৭. বাসা বাড়িতে আমরা যে গ্যাস ব্যবহার করি সেটা কোন কোন গ্যাসের মিশ্রণ?
> মিথেনের সাথে বিউটেন ও প্রোপেনের মিশ্রণ
২৮. মোমকে পুড়লে কোন গ্যাস উৎপন্ন হয়?
> কার্বন-ডাই-অক্সাইড
২৯. বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাস?
> CFC ( ক্লোরোফ্লোরো কার্বন)

10/06/2025

Which one is correct?

A.Comitte
B.Committe
C.Committee
D.Comitee

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS and Govt. Job Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share