Bright Dreams

  • Home
  • Bright Dreams

Bright Dreams It's an unofficial announcement that product will be best more then say.

04/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

এই টুলগুলো ব্যবহার করে আপনি আপনার কাজের গতি যেমন বাড়াতে পারবেন, তেমনি সময় এবং খরচও বাঁচাতে পারবেন।

[collected]

27/04/2025

4-Point Inspection সিস্টেম হল কাপড়ের গুণগত মান মূল্যায়ন করার একটি পদ্ধতি। এই সিস্টেমে কাপড়ে থাকা ত্রুটির ধরন এবং তার আকার অনুযায়ী পয়েন্ট প্রদান করা হয়। এরপর এসব পয়েন্টের সমষ্টি বের করে কাপড়ের গ্রেড নির্ধারণ করা হয়। নিচে 4-Point Inspection সিস্টেম বিস্তারিতভাবে বুঝানো হলো:

4-Point সিস্টেমের পয়েন্ট প্রদান:

0-3" ত্রুটি = 1 পয়েন্ট

3-6" ত্রুটি = 2 পয়েন্ট

6-9" ত্রুটি = 3 পয়েন্ট

9" এর বেশি ত্রুটি = 4 পয়েন্ট

যে কোন হোল = 4 পয়েন্ট (এটা সর্বোচ্চ পয়েন্ট)

ত্রুটির পয়েন্ট হিসাব:

যেমন ধরুন,

1 পয়েন্ট এর 5টি ফল্ট,

2 পয়েন্ট এর 3টি ফল্ট,

3 পয়েন্ট এর 0টি ফল্ট,

4 পয়েন্ট এর 1টি ফল্ট।

এখন মোট পয়েন্ট হবে:

(1×5) + (2×3) + (3×0) + (4×1) = 5 + 6 + 0 + 4 = 15 পয়েন্ট

কাপরের গুণগত মান নির্ণয়:

এখন মোট পয়েন্টের ভিত্তিতে কাপরের গ্রেড নির্ধারণ করা হয়। নিচে গ্রেড নির্ধারণের সুত্র দেয়া হলো:

0-15 পয়েন্ট = A গ্রেড

16-20 পয়েন্ট = B গ্রেড

21-30 পয়েন্ট = C গ্রেড

30 পয়েন্টের উপরে = R (Reject)

গ্রেড নির্ধারণের উদাহরণ:

ধরা যাক, একটি রুলের পয়েন্ট 15 এবং কাপরের GSM 160, DIA 72।

প্রথমে, 1 কেজি কাপড়ের দৈর্ঘ্য মিটার হিসেবে বের করতে হবে:

1 কেজি = (1000 × 39.37) ÷ (GSM × DIA)
= 39370 ÷ (160 × 72)
= 39370 ÷ 11520
= 3.42 মিটার

এখন, 30 কেজি কাপড়ের দৈর্ঘ্য হবে:

30 কেজি = 3.42 × 30 = 102 মিটার

এখন, পয়েন্টের উপর ভিত্তি করে গ্রেড নির্ধারণের সুত্র প্রয়োগ করা হবে:

(মোট পয়েন্ট × 39.37 × 100) ÷ (Roll length (মিটার) × Actual width (ইঞ্চি))
= (15 × 39.37 × 100) ÷ (102 × 72)
= 59055 ÷ 7344
= 8.04

এখানে, 8.04 পয়েন্ট এসেছে, যা A গ্রেড।

যদি 8.04 না হয়ে 17.04 হত, তবে সেটা B গ্রেড হত। এবং যদি পয়েন্ট 21-30 এর মধ্যে পড়ত, তবে সেটা C গ্রেড হত। 30 পয়েন্টের বেশি হলে সেটা R (Reject) হয়ে যেত।

05/11/2024

ফিরতি গাড়ি ভাড়া দেওয়া হয়।! মোবাইল 01325431994
ঢাকা, গাজীপুর ও নারায়নগঞ্জ থেকে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ এবং বরিশাল যে কোন বিভাগে ছোট বড় ফিরতি গাড়ি ভাড়া দেওয়া হয়। (বাসাবাড়ি, ফার্নিচারসহ যে কোন পন‍্য পরিবহনে)
আপন ট্রান্সপোর্ট
গাজীপুর বাইপাস!!
মোবা:01325431994

22/10/2024

আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হলো- মানুষের জীবনে মুভি দারুণ প্রভাব ফেলে। মুভি আপনাকে হাসাবে, কাদাবে,
আ ত্ম হ ত্যা থেকে ফিরিয়ে আনবে, নতুন করে স্বপ্ন দেখাবে..

✅ আত্মহত্যা করতে ইচ্ছে করছে? আপনার জন্য..
Its a wonderful life
Shawshank Redemption
Life is Beautiful

✅ জীবনসঙ্গী খুজতে চান? আপনি দেখুন..
Midnight in Paris
Mucise
Vivah

✅ মনকে আবিস্কার করতে চান? দেখুন
তিতলী
বাড়িওয়ালী
অপরিচিত
Raincoat

✅ জীবনে হারতে হারতে ক্লান্ত? দেখুন...
Revenant
Fall
Survival Family

✅ ভাংচুর প্রেমে পড়তে ইচ্ছে করছে? দেখুন-
Dilwale Dulhaniya Le jayenge
Mohabbatein
Before Sunrise
The Notebook

✅ স্কুল/কলেজ/ভার্সিটি লাইফ মিস করছেন? দেখুন...
96
Three Idiots
Chichoree

✅ তুমুল প্রতিশোধপরায়ন মুভি দেখতে চান? দেখুন...
No Mercy
City of God
Orphan (সাইকো থ্রিলার)

✅ ব্যক্তিত্ব কাকে বলে জানতে চান? দেখুন...
অগ্নীশ্বর

✅ আপনি মেডিকেল প্রফেশনাল হলে দেখুন-
সাগরিকা
সপ্তপদী
অগ্নীশ্বর

✅ শিক্ষকতা ভাল লাগলে দেখুন...
Dead Poet Society
Madam Gita Rani
Tare Zamin par

✅ মুভির কল্পনায় হারিয়ে যেতে ইচ্ছে করছে? দেখুন..
Apocalypto
Perfume

✅ আপনার বিদ্রোহ মন যুদ্ধ সংঘাত পছন্দ করে? দেখুন...
Braveheart
Troy

✅ টাইম ট্রাভেলে (ব্যাকওয়ার্ড) হারিয়ে যেতে চান? দেখুন...
Casablanca
Lagaan

✅ আপনি চেইন অব কমান্ড পছন্দ করেন? দেখুন...
Down*fall

✅ পোষাপ্রাণী পছন্দ করেন? আপনার জন্য..
Hachi
Charlie 777

✅ রাতে ঝড় বৃষ্টি হচ্ছে, ভয়ের ফিল নিতে চান? দেখুন...
Woh Kaun Thi

✅ এনিমেশন ভাল লাগে? দেখুন...
Coco
Finding Nimo
Up

✅ মুসলিম কালচার মুভি দেখতে চাইলে...
Children of Heaven
The messege
Baren

✅ ২য় বি*শ্ব*যু*দ্ধ নিয়ে মুভি দেখতে চাইলে..
The Pianist
Parl Harbour
Down*fall

✅ বাংলা ভাল সিনেমা নাই মনে হলে, দেখুন...
সীমানা পেরিয়ে
সূর্যকন্যা
মেঘের অনেক রঙ
আয়নাবাজি

আপাতত আর মনে পড়ছে না। এরপর মনে পড়লে..
আরও ক্যাটাগরি ও চলচ্চিত্রের নাম যুক্ত করবো।
মুভি লাভার হলে পোস্টটি শেয়ার করে রাখুন 🙂

80 JUNGLE MOVIES 🌳 🎬 1. Apocalypse Now (8.5)2. Raiders of the Lost Ark (8.4)3. Jurassic Park (8.2)4. Papillon (8.0)5. Ag...
26/08/2024

80 JUNGLE MOVIES 🌳 🎬
1. Apocalypse Now (8.5)
2. Raiders of the Lost Ark (8.4)
3. Jurassic Park (8.2)
4. Papillon (8.0)
5. Aguirre, the Wrath of God (7.9)
6. The African Queen (7.9)
7. Predator (7.😎
8. Apocalypto (7.😎
9. Avatar (7.😎
10. Embrace of the Serpent (7.😎
11. Indiana Jones and the Temple of Doom (7.6)
12. The Jungle Book (2016) (7.4)
13. The Jungle Book (7.4)
14. The Mission (7.4)
15. Black Panther (7.3)
16. The Adventures of Tintin (7.3)
17. Tarzan (1999) (7.3)
18. King Kong 1 (7.2)
19. King Kong (2005) (7.2)
20. Out of Africa (7.2)
21. Tropic Thunder (7.0)
22. Jumanji (7.0)
23. Jumanji: Welcome to the Jungle (7.0)
24. Welcome to the Jungle (6.9)
25. Romancing the Stone (6.9)
26. The Ghost and the Darkness (6.9)
27. The Emerald Forest (6.9)
28. Journey to the Center of the Earth (6.9)
29. The Naked Jungle (6.😎
30. The Mummy (6.😎
31. King Solomon's Mines (6.😎
32. Sanctum (6.7)
33. Jumanji: The Next Level (6.7)
34. The Rundown (6.7)
35. Jungle (6.7)
36. Jungle Cruise (6.6)
37. The Lost City of Z (6.6)
38. The Lost World: Jurassic Park (6.6)
39. Mosquito Coast (6.6)
40. The Mosquito Coast (6.6)
41. Congo (6.5)
42. Rambo: First Blood Part II (6.5)
43. The Green Inferno (6.3)
44. Tarzan (6.3)
45. The Legend of Tarzan (6.2)
46. Anaconda (6.1)
47. Jungle 2 Jungle (6.0)
48. Medicine Man (6.0)
49. The Lost City (6.1)
50. Tropic of Cancer (6.1)
51. The Goonies (7.😎
52. The Blue Lagoon (6.2)
53. The Rundown (6.7)
54. The Lost World (6.6)
55. Anaconda (6.5)
56. The Ruins (6.0)
57. Jumanji: Welcome to the Jungle (7.0)
58. Tarzan (1999) (7.3)
59. Tarzan and His Mate (7.3)
60. The Jungle Book (2016) (7.4)
61. The Lost World: Jurassic Park (6.6)
62. The Legend of Tarzan (6.2)
63. George of the Jungle (5.5)
64. Crocodile Dundee (6.6)
65. Crocodile Dundee II (5.6)
66. King Kong (1976) (5.9)
67. The Heart of Darkness (7.1)
68. The Naked Jungle (6.😎
69. Beyond the Gates (5.1)
70. Fitzcarraldo (8.1)
71. Medicine Man (6.0)
72. The Lost World: Jurassic Park (6.6)
73. Welcome to the Jungle (6.4)
74. Tarzan (2013) (4.😎
75. Tarzan and the Amazons (6.2)
76. Tarzan Finds a Son! (6.6)
77. The Lost World (1960) (6.5)
78. Rambo III (5.😎
79. Romancing the Stone (6.9)
80. Beyond the Poseidon Adventure (4.6)

যারা শুধু লিংক খু‌জে বেড়ান তা‌দের জন‌্য বেস্ট টেলিগ্রাম চ্যানেল । সকল নিউ মু‌ভি ও ও‌য়েব‌সি‌রিজ সা‌থে সা‌থে পাওয়া যায়। অনলাইনে ও দেখা যায়। টেলিগ্রাম চ্যানেলে লিংক :-

13/04/2024

Alien Invasion movies top tier list A 👌🏿💯👽

1. No one will save you (2023)
2. Arrival (2016) - Rating: 7.9
3. Tomorrow War (2021)
4. Prey (2023)
5. Predator vs. Alien (2004) - Rating: 5.6
6. Predator vs. Alien: Requiem (2007) Rating: 4.7
7. Mars Needs Moms (2011) - Rating: 5.4
8. Invasion of the Body Snatchers (1956) - Rating: 7.7
9. Starship Troopers (1997) - Rating: 7.2
10. E.T. the Extra-Terrestrial (1982) - Rating: 7.8
11. The Fourth Kind (2009) - Rating: 5.9
12. The Host (2006) - Rating: 7.1
13. Prometheus (2012) - Rating: 7.0
14. Alien: Covenant (2017) - Rating: 6.4
15. The Abyss (1989) - Rating: 7.5
16. The Cloverfield Paradox (2018) - Rating: 5.5
17. Cloverfield (2008) - Rating: 7.0
18. 10 Cloverfield Lane (2016) - Rating: 7.2
19. Star Trek: First Contact (1996) - Rating: 7.6
20. Star Trek (2009) - Rating: 7.9
21. Star Trek Into Darkness (2013) - Rating: 7.7
22. Star Trek Beyond (2016) - Rating: 7.1
23. The Fifth Element (1997) - Rating: 7.7
24. Battleship (2012) - Rating: 5.8
25. Attack of the 50 Foot Woman (1958) - Rating: 5.0
26. The Blob (1958) - Rating: 6.3
27. The War of the Worlds (2005) - Rating: 6.5
28. Men in Black (1997) - Rating: 7.3
29. Men in Black II (2002) - Rating: 6.2
30. Men in Black 3 (2012) - Rating: 6.8
31. Men in Black: International (2019) - Rating: 5.6
32. The Puppet Masters (1994) - Rating: 5.9
33. Signs (2002) - Rating: 6.7
34. They Live (1988) - Rating: 7.3
35. The Thing (1982) - Rating: 8.1
36. Mars Attacks! (1996) - Rating: 6.3
37. Edge of Tomorrow (2014) - Rating: 7.9
38. Attack the Block (2011) - Rating: 6.6
39. The Invasion (2007) - Rating: 5.9
40. Skyline (2010) - Rating: 4.4 (rating not available)
41. Battle Los Angeles (2011) - Rating: 5.8
42. Pacific Rim (2013) - Rating: 6.9
43. The Faculty (1998) - Rating: 6.5
44. Predator 1987 rating 7.8
45. Underwater 2023
46. 65 million 2023
47. The Darkest Hour 2011
48. Life 2021
49. Knowing 2009
50. Pitch Black 2000

07/02/2024

জীবনে যে ৫০০টি বই পড়া উচিত:

তালিকা তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বেশ কিছু শিক্ষার্থীরা। আপনি মিলিয়ে নিতে পারেন।

---

১. যদ্যপি আমার গুরু - আহমদ ছফা
২. বদলে যান এখনই - তারিক হক
৩. রাজনৈতিক আদর্শ - বার্ট্রান্ড রাসেল
৪. আর্ট অব ওয়ার - সান জু
৫. অন দ্য শর্টনেস অব লাইফ - সেনেকা
৬. বেগম মেরী বিশ্বাস - বিমল মিত্র
৭. কবি - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৮. সুবর্ণলতা - আশাপূর্ণা দেবী
৯. নারী - হুমায়ুন আজাদ
১০. প্রদোষে প্রাকৃতজন - শওকত আলী
১১. দ্যা লস্ট সিম্বল - ড্যান ব্রাওন
১২. জননী - শওকত ওসমান
১৩. গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
১৪. পথের দাবী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৫. পাক সার জমিন সাদ বাদ - হুমায়ুন আজাদ
১৬. নারী - হুমায়ুন আজাদ
১৭. মা - ম্যাক্সিম গোর্কি
১৮. সংগঠন ও বাঙালি - আবদুল্লাহ আবু সায়ীদ
১৯. গাভী বিত্তান্ত - আহমদ ছফা
২০. দ্য অ্যালকেমিস্ট - পাওলো কোয়েলহো
২১. এইসব দিনরাত্রি - হুমায়ূন আহমেদ
২২. অসমাপ্ত আত্নজীবনী - শেখ মুজিবুর রহমান
২৩. আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর - আবুল মনসুর আহমদ
২৪. বাংলাদেশ রক্তের ঋণ - এন্থনি মাসকারেনহাস
২৫. ছোটদের রাজনীতি ও অর্থনীতি - অধ্যাপক নীহারকুমার সরকার
২৬. বাংলাদেশের ইতিহাস ১৯০৫-১৯৭১ - ড. আবু মো. দেলোয়ার হোসেন
২৭. যোগাযোগ - রবীন্দ্রনাথ ঠাকুর
২৮. ফেরা - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
২৯. অগ্নিরথ - সমরেশ মজুমদার
৩০. শিকল অন্তরে- জাঁ পল সার্ত্রে
৩১. আমি বিজয় দেখেছি - এম আর আখতার মুকুল
৩২. কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী - এম আর আখতার মুকুল
৩৩. আমার দেখা দেশ, সমাজ ও রাজনীতির তিনকাল - সাদ আহমেদ
৩৪. কবির আত্মবিশ্বাস - আল মাহমুদ
৩৫. জীবনের শিলান্যাস - সৈয়দ আলী আহসান
৩৬.গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ - মুহাম্মদ হাবিবুর রহমান
৩৭. বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'র' এবং সিআইএ -মাকসুদুল হক
৩৮. বাঙালী জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ -আবদুল হক
৩৯. সুখ - বাট্রার্ন্ড রাসেল
৪০. অনুস্মৃতি - পাবলো নেরুদা
৪১. জোছনা ও জননীর গল্প - হুমায়ূন আহমেদ
৪২. দেয়াল - হুমায়ূন আহমেদ
৪৩. সাতকাহন -সমরেশ মজুমদার
৪৪. উত্তরাধিকার - সমরেশ মজুমদার
৪৫. কালবেলা- সমরেশ মজুমদার
৪৬. কালপুরুষ- সমরেশ মজুমদার
৪৭. দূরবীন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৮. মানবজমিন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৯. যাও পাখি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫০.পার্থিব - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৫১. আরণ্যক - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫২. পথের পাঁচালী - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫৩. আদর্শ হিন্দু হোটেল- বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৫৪. সত্যবতী ট্রিলজি- আশাপূর্ণা দেবী
৫৫. পূর্ব-পশ্চিম - সুনীল গঙ্গোপাধ্যায়
৫৬. প্রথম আলো:সুনীল গঙ্গোপাধ্যায়
৫৭. বাদশাহ নামদার - হুমায়ূন আহমেদ
৫৮. মা - আনিসুল হক
৫৯. একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম
৬০. বরফ গলা নদী - জহির রায়হান
৬১. বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস : সাম্প্রতিজ বিবেচনা - আহমদ ছফা
৬২. প্যারাডক্সিক্যাল সাজিদ - আরিফ আজাদ
৬৩. তুমিও জিতবে - শিব খেরা
৬৪. ডাকঘর - রবীন্দ্রনাথ ঠাকুর
৬৫. সেপিয়েন্স - ইউভ্যাল নোয়া হারারি
৬৬. যে গল্পের শেষ নেই - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
৬৭. অরিজিন অফ স্পিসিস - চার্লস ডারউইন
৬৮. ক্যাপিটাল - কার্ল মার্ক্স
৬৯. পরিবার, রাষ্ট্র ও ব্যক্তিগত সম্পদের উদ্ভব - ফ্রেড্রিখ এঙ্গেলস
৭০. ওঙ্কার - আহমেদ ছফা
৭১. এক জেনারেলের নীরব সাক্ষী - জেনারেল মঈন আহমেদ
৭২. রক্তাক্ত বাংলাদেশ - ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন
৭৩. আহমদ ছফার প্রবন্ধসমগ্র
৭৪. রাইফেল রোটি আওরাত - আনোয়ার পাশা
৭৫. বায়তুল্লাহর মুসাফির - আবু তাহের মিসবাহ
৭৬. ভিঞ্চি কোড - ড্যান ব্রাউন
৭৭. তোমাকে ভালবাসি হে নবী - গুরুদত্ত সিং
৭৮. উইংস অব ফায়ার - এপিজে আবুল কালাম আজাদ
৭৯. তেঁতুল বনে জোৎস্না - হুমায়ূন আহমেদ।
৮০. ধৈর্য ও কৃতজ্ঞতার সুফল - হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী ( রহঃ)
৮১. অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী - আহমদ ছফা
৮২. মহৎ জীবন - লুৎফর রহমান
৮৩. মানব - লুৎফর রহমান
৮৪. উন্নত জীবন - লুৎফর রহমান
৮৫. জলেশ্বরী -ওবায়েদ হক
৮৬. সংস্কৃতি-কথা - মোতাহের হোসেন চৌধুরী
৮৭. Sapiens: A Brief History of Humankind - Yuval Noah Harari
৮৮. অলৌকিক নয় লৌকিক - প্রবীর ঘোষ
৮৯. হাজার বছরের বাঙালি সংস্কৃতি - গোলাম মুরশিদ
৯০. উল্টো নির্ণয়- মোহাম্মদ তোয়াহা আকবর
৯১. enjoy your life - আব্দুর রহমান আরিফী
৯২. বিশ্ব রাজনীতির ১০০ বছর- তারেক শামসুর রেহমান
৯৩. নয়া বিশ্বব্যবস্থা ও আন্তর্জাতিক রাজনীতি - তারেক শামসুর রেহমান
৯৪. সিনিয়র জুনিয়র- খায়রুল ইসলাম
৯৫. কষ্টিপাথর- আরেফিন সিদ্দিক
৯৬. ডাবল স্টান্ডার্ড- আরেফিন সিদ্দিক
৯৭. আরজ আলী সমীপে- আরিফ আজাদ
৯৮. আঙ্কেল টম'স কেবিন - হ্যারিয়েট বিচার স্টো
৯৯. গর্ভধারিণী - সমরেশ মজুমদার
১০০. বিষাদসিন্ধু - মীর মশাররফ হোসেন
১০১. ফেলুদা সমগ্র - সত্যজিৎ রায়
১০২. ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের উচ্চশিক্ষা - সৈয়দ আবুল মকসুদ
১০৩. বিশ্ববিদ্যালয়ের ইতিহাস : আদিপর্ব - শিশির ভট্টাচার্য
১০৪. গনতন্ত্র ও উন্নয়নের চ্যালেঞ্জ - মওদুদ আহমেদ
১০৫. দ্য পার্ল - জন স্টেনবেইক
১০৬. অগ্নিবীণা - কাজী নজরুল ইসলাম
১০৭. বিষের বাঁশী - কাজী নজরুল ইসলাম
১০৮. সাম্যবাদী - কাজী নজরুল ইসলাম
১০৯. প্রলয় শিখা - কাজী নজরুল ইসলাম
১১০. ছায়ানট - কাজী নজরুল ইসলাম
১১১. মৃত্যুক্ষুধা - কাজী নজরুল ইসলাম
১১২. সিন্ধু-হিন্দোল - কাজী নজরুল ইসলাম
১১৩. বাঙালি বলিয়া লজ্জা নাই - হায়াৎ মামুদ ১১৪. দেবদাস - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১১৫. মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম - পিনাকী ভট্টাচার্য
১১৫. প্রেমের কবিতা - নির্মলেন্দু গুণ
১১৬. উপমহাদেশ - আল মাহমুদ
১১৭. কাবিলের বোন - আল মাহমুদ
১১৮. মাতাল হাওয়া - হুমায়ূন আহমেদ
১১৯. ওঙ্কার - আহমদ ছফা
১২০. একজন আলী কেনানের উত্থানপতন - আহমদ ছফা
১২১. আনোয়ারা- নজিবুর রহমান সাহিত্যরত্ন
১২২. ক্রীতদাসের হাসি - শওকত ওসমান
১২৩. পুতুল নাচের ইতিকথা - মানিক বন্দ্যোপাধ্যায়
১২৪. পদচিহ্ন - সত্যেন সেন
১২৫. আল কুরআন
১২৬. বাইবেল
১২৭. মহাভারত
১২৮. রামায়ণ
১২৯. আল কুরআন, বাইবেল ও বিজ্ঞান - ড.মরিস বুকাইলি
১৩০. অপরাজিত - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
১৩১. আনন্দমঠ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
১৩২. গল্পগুচ্ছ - রবীন্দ্রনাথ ঠাকুর
১৩৩. বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী - মাইকেল এইচ হার্ট
১৩৪. কত অজানারে - শংকর
১৩৫. মূলধারা একাত্তর - মইদুল ইসলাম
১৩৬. গীতা
১৩৭. তাও তে চিং - লাও ৎসে
১৩৮. মুকাদ্দিমা - ইবনে খালদুন
১৩৯. রিপাবলিক - প্লেটো
১৪০. Alchemy of happiness - Imam Gazzali
১৪১. Hamlet - Wiliam Shakespeare
১৪২. Faust - Goethe.
১৪৩. বাংলাদেশ সংবিধান
১৪৪. Outliers- Malcolm Gladwell
১৪৫. How to win friends and influence people - Dale Carnegie
১৪৬. Rich dad poor dad - Robert kiyosaki.
১৪৭. The oldman and the Sea - Ernest Hemingway.
১৪৮. The Globalization of Inequality - Francois Bourguignon
১৪৯. শুভ্রসমগ্র - হুমায়ূন আহমেদ
১৫০. ফেরা - সিহিন্তা শরিফা
১৫১. The God of Small Things - Arundhati Ray
১৫২. লা মিজারেবল - ভিক্টর হুগো
১৫৩. A Glimpse of The World History-Jawharlal Neheru
১৫৪. জননী- মানিক বন্দ্যোপাধ্যায়
১৫৫. শেষের কবিতা- রবীন্দ্রনাথ ঠাকুর
১৫৬. The Subtle Art of Not Giving a F*ck - Mark Manson
১৫৭. ক্রাচের কর্নেল - শাহাদুজ্জামান
১৫৮. পুষ্প বৃক্ষ বিহঙ্গ পুরাণ - আহমদ ছফা
১৫৯. সারেং বউ - শহীদুল্লাহ কায়সার
১৬০. শবনম - সৈয়দ মুজতবা আলী
১৬১. সূর্য দীঘল বাড়ি - আবু ইসহাক
১৬২. সব কিছু ভেঙগে পড়ে - হুমায়ুন আজাদ
১৬৩. সপ্তপদী - তারাশঙ্কর বন্দোপাধ্যায়
১৬৪. গণদেবতা - তারাশঙ্কর বন্দোপাধ্যায়
১৬৫. জলপুত্র - হরিশংকর জলদাস
১৬৬. জাগরী - সতীনাথ ভাদুরী
১৬৭. ভয়ের সাংস্কৃতি - আলী রিয়াজ
১৬৮. ক্ষুধা - নুট হ্যামসন
১৬৯. ছোটগল্প সমগ্র - মানিক বন্দ্যোপাধ্যায়
১৭০. নুন চা – বিমল লামা
১৭১. রাজনগর - অমিয়ভূষণ মজুমদার
১৭২. গড় শ্রীখন্ড - অমিয়ভূষণ মজুমদার
১৭৩. ক্রান্তিকাল - প্রফুল্ল রায়
১৭৪. কেয়াপাতার নৌকা - প্রফুল্ল রায়
১৭৫. মহাস্থবির জাতক - প্রেমাঙ্কুর আতর্থী
১৭৬. আরজ আলি মাতুব্বরের রচনাসমগ্র
১৭৭. গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৭৮. দেনাপাওনা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৭৯. শ্রীকান্ত- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১৮০. ভোলগা থেকে গঙ্গা - রাহুল সাংকৃত্যায়ন
১৮১. নারী, সৃষ্টি ও বিজ্ঞান - পূরবী বসু
১৮২. ঈশ্বরের বাগান - অতীন বন্দোপাধ্যায়
১৮৩. নীলকণ্ঠ পাখির খোঁজে - অতীন বন্দোপাধ্যায়
১৮৪. আয়না - আবুল মনসুর আহমদ।
১৮৫. ত্রিপিটক - গৌতমবুদ্ধ
১৮৬. গঙ্গা - সমরেশ বসু
১৮৭. প্রজাপতি - সমরেশ বসু
১৮৮. কবি অথবা দন্ডিত অপুরুষ - হুমায়ূন আজাদদ
১৮৯. খেলারাম খেলে যা - সৈয়দ শামসুল হক
১৯০. তিস্তাপারের বৃত্তান্ত - দেবেশ রায়
১৯১. উদ্ধারণপুরের ঘাট - দুলালচন্দ্র মুখোপাধ্যায়
১৯২. বারো ঘর এক উঠোন - জ্যোতিরিন্দ্র নন্দী
১৯৩. নকশীকাঁথার মাঠ - জসীমউদদীন
১৯৪. বাঙালি মুসলমানের মন - আহমদ ছফা
১৯৫. লৌহকপাট - জরাসন্ধ
১৯৬. অন্তর্লীনা - নারায়ণ সান্যাল
১৯৭. খোয়াবনামা - আখতারুজ্জামান ইলিয়াস
১৯৮. চিলেকোঠার সেপাই - আখতারুজ্জামান ইলিয়াস
১৯৯. সঞ্চয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
২০০. সঞ্চিতা - কাজী নজরুল ইসলাম
২০১. মেমসাহেব - নিমাই ভট্টাচার্য
২০২. লালসালু - সৈয়দ ওয়ালীউল্লাহ
২০৩. কাঁদো নদী কাঁদো - সৈয়দ ওয়ালীউল্লাহ
২০৪. হাজার বছর ধরে - জহির রায়হান
২০৫. দৃষ্টিপাত - যাযাবর
২০৬. তেইশ নম্বর তৈলচিত্র - আলাউদ্দিন আল আজাজ
২০৭. লোটা কম্বল - সঞ্জীব চট্টোপাধ্যায়
২০৮. কড়ি দিয়ে কিনলাম - বিমল মিত্র
২০৯. ন হন্যতে - মৈত্রেয়ী দেবী।
২১০. তিতাস একটি নদীর নাম - অদ্বৈত মল্লবর্মণ
২১১. ওদের জানিয়ে দাও - শাহরিয়ার কবির
২১২. কেরী সাহেবের মুন্সী - প্রমথনাথ বিশী
২১৩. নিষিদ্ধ লোবান - সৈয়দ শামসুল হক
২১৪. সেই সময় - সুনীল গঙ্গোপাধ্যায়
২১৫. নন্দিত নরকে - হুমায়ূন আহমেদ
২১৬. শঙ্খনীল কারাগার - হুমায়ূন আহমেদ
২১৭. জেনারেল ও নারীরা - আনিসুল হক
২১৮. ছাপ্পান্নো হাজার বর্গমাইল - হুমায়ুন আজাদ
২১৯. গোধূলিয়া - নিমাই ভট্টাচার্য
২২০.আগুনপাখি - হাসান আজিজুল হক
২২১. পদ্মা নদীর মাঝি - মানিক বন্দোপাধ্যায়
২২২. নূরজাহান - ইমদাদুল হক মিলন
২২৩. আবদুল্লাহ - কাজী ইমদাদুল হক
২২৪. শেষ বিকেলের মেয়ে - জহির রায়হান।
২২৫. তিথিডোর - বুদ্ধদেব বসু
২২৬. দেশ বিদেশে - সৈয়দ মুজতবা আলী
২২৭. পঞ্চম পুরুষ - বাণী বসু
২২৮. মাধুকরী - বুদ্ধদেব গুহ
২২৯. হাজার চুরাশির মা - মহাশ্বেতা দেবী
২৩০. ঈশ্বর পৃথিবী ভালোবাসা - শিবরাম চক্রবর্তী
২৩২. শাপ মোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
২৩৩. আমার মেয়েবেলা - তসলিমা নাসরিন
২৩৪. উতল হাওয়া - তাসলিমা নাসরিন
২৩৫. সংশপ্তক - শহীদুল্লাহ কায়সার
২৩৬. জীবন আমার বোন - মাহমুদুল হক
২৩৭. উপনিবেশ - নারায়ন গঙ্গোপাধ্যায়
২৩৮. অলীক মানুষ - সৈয়দ মুস্তফা সিরাজ
২৩৯. মরণবিলাস - আহমদ ছফা
২৪০. কালের নায়ক - গাজী তানজিয়া
২৪১. আমি তপু - মুহম্মদ জাফর ইকবাল
২৪২. আকাশ বাড়িয়ে দাও - মুহম্মদ জাফর ইকবাল
২৪৩. আমার বন্ধু রাশেদ - মুহম্মদ জাফর ইকবাল
২৪৪. অনীল বাগচীর একদিন - হুমায়ূন আহমেদ
২৪৫. জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক স্মারকগ্রন্থ
২৪৬. ফুল বউ - আবুল বাশার
২৪৭. নিশি কুটুম্ব - মনোজ বসু
২৪৮. উত্তম পুরুষ - রশীদ করিম
২৪৯. কাবুলিওয়ালার বাঙালি বউ - সুস্মিতা বন্দোপাধ্যায়
২৫০. আমি বীরাঙ্গনা বলছি - নীলিমা ইব্রাহিম
২৫১. দ্য প্রফেট - কাহলিল জিবরান
২৫২. উপদ্রুত উপকূল - রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
২৫৩. পুত্র পিতাকে - চানক্য সেন
২৫৪. দোজখনামা - রবিশংকর বল
২৫৫. চতুষ্পাঠী - স্বপ্নময় চক্রবর্তী
২৫৬. নামগন্ধ - মলয় রায়চৌধুরী
২৫৭. বিষাদবৃক্ষ - মিহির সেনগুপ্ত
২৫৮. বিষবৃক্ষ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
২৫৯. জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা
২৬০. ছোটগল্পসমগ্র - সৈয়দ ওয়ালী উল্লাহ্‌
২৬১. শ্রেষ্ঠ ছোটল্প - তারাশংকর বন্দ্যোপাধ্যায় ২৬২. ছোটগল্পসমগ্র - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
২৬২. নবীর বাগান - কাহলিল জিবরান
২৬৩. গল্পমালা - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২৬৪. নিমন্ত্রন - তসলিমা নাসরিন
২৬৫. প্রথম প্রতিশ্রুত - আশাপূর্না দেবী
২৬৬. সুবর্ণলতা - আশাপূর্না দেবী
২৬৭. বকুল কথা - আশাপূর্না দেবী
২৬৮. বলাকা - রবীন্দ্রনাথ ঠাকুর
২৬৯. সময়ের সংক্ষিপ্ত ইতিহাস - স্টিফেন হকিংস
২৭০. কারাগারের রোজনামচা - শেখ মুজিবুর রহমান
২৭১. বাংলাদেশের অভ্যূদয় - রেহমান সোবহান
২৭২. রবীন্দ্রনাথ কেন জরুরি - সিরাজুল ইসলাম চৌধুরি
২৭৩. আদমবোমা - ড. সলিমুল্লাহ খান
২৭৪. কুবের সাধু খাঁর বিষয় আশয় - শ্যামল গঙ্গোপাধ্যায়
২৭৫. বসুধারা - তিলোত্তমা মজুমদার।
২৭৬. দুচাকায় দুনিয়া - বিমল মুখার্জী
২৭৭. আমার সশস্ত্র শব্দবাহিনী - মুহম্মদ নূরুল হুদা
২৭৮. শোণিতে সমুদ্রপার - মুহম্মদ নূরুল হুদা
২৭৯. ছাড়পত্র - সুকান্ত ভট্টাচার্য
২৮০. হরতাল - সুকান্ত ভট্টাচার্য
২৭১. ঘুম নেই - সুকান্ত ভট্টাচার্য
২৭২. ক্ল্যাশ অব সিভিলাইজেশন - সাম্যুয়েল পি. হান্টিংটন
২৭৩. ভায়োলেন্স এন্ড ইল্যুশন - অমর্ত্য সেন
২৭৪. কলকাতার কাছেই - গজেন্দ্র কুমার মিত্র
২৭৫. পৌষ ফাগুনের পালা - গজেন্দ্র কুমার মিত্র
২৭৬. উপকন্ঠ - গজেন্দ্র কুমার মিত্র
২৭৭. নদী ও নারী - হুমায়ুন কবির
২৭৮. অসাধু সিদ্ধার্থ - জগদীশ গুপ্ত
২৭৯. কথোপকথন - পূর্ণেন্দু পত্রী
২৮০. সেয়ানা - সত্যেন সেন
২৮১. লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
২৮২. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে - শামসুর রাহমান
২৮৩. যে জলে আগুন জ্বলে - হেলাল হাফিজ
২৮৪. নিস্ফলা মাঠের কৃষক - আবদুল্লাহ আবু সায়ীদ
২৮৫. কাশবনের কন্যা - শামসুদ্দীন আবুল কালাম
২৮৬. জলরাক্ষস - আবুবকর সিদ্দিক
২৮৭. বিলোরিস - অঞ্জলি লাহিড়ী
২৮৮. উড়ুক্কু - নাসরীন জাহান
২৮৯. কুহেলিকা - কাজী নজরুল ইসলাম
২৯০. কারাগারে রাত দিন - জয়নাব আল গাজালী।
২৯১. কাছের মানুষ - সূচিত্রা ভট্টাচার্য
২৯২. ইলিয়াড
২৯৩. ওডিসি
২৯৪. 48 laws of power - রবার্ট গ্রীন
২৯৫. দ্যা প্রিন্স - নিকোলো ম্যাকিয়াভিলি
২৯৬. The art of seduction - রবার্ট গ্রীন
২৯৭. Bangladesh:State of the Nation -Abdur Razzaq.
২৯৮. Bangladesh :A Biography of a Muslim Nation - Charles Petter O'donnell.
২৯৯. জীবন যাপনের শিল্পকলা -আন্দ্রে মারোয়া
৩০০. রেনেসাঁ -অন্নদাশঙ্কর রায়
৩০১. শাশ্বত বঙ্গ- কাজী আবদুল ওদুদ
৩০২. দেবযান - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৩০৩. রজনী - হুমায়ূন আহমেদ
৩০৪. হলুদ হিমু কালো র্যাব - হুমায়ূন আহমেদ,
৩০৫. হুমায়ুন আজাদের প্রবচনগুচ্ছ
৩০৬. নীললোহিত সমগ্র
৩০৭. সক্রেতিসের জবানবন্দি - প্লেটো
৩০৮. কর্মযোগ - স্বামী বিবেকানন্দ
৩০৯. ভবঘুরে শাস্ত্র- রাহুল সাংকৃত্যায়ন
৩১০. কমিউনিস্ট মেনিফেস্টো- কার্ল মার্কস, ফ্রিডরিক এঙ্গেলস
৩১১. অন লিবার্টি - জন স্টুয়ার্ট মিল
৩১২. মাই এক্সপেরিমেন্টস উইদ ট্রুথ - মহাত্মা গান্ধী
৩১৩. নেপোলিয়ন ইমমোর্টাল - জেমস কেম্বেল, জন মারি
৩১৪. ফ্রিডম এট মিডনাইট - ডমিনিক লেপিয়ার ও ল্যারি কলিন্স
৩১৫. হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলসফি - বাট্রার্ন্ড রাসেল
৩১৬. দ্য গ্রেটেস্ট মাইন্ড এন্ড আইডিয়াজ অব অল টাইম - উইল ডুরান্ট
৩১৭. সোফির জগত - ইয়োস্তেন গার্ডার
৩১৮. দ্য লিটল প্রিন্স - আন্তোন সেইন্ট দ্য এক্সিপেরি
৩১৯. এ ক্রিটিকাল হিস্ট্রি অব গ্রিক ফিলসফি - ডব্লিউ টি. স্টেইস
৩২০. এমিল অর অন এজুকেইশন -জ্যাঁ জ্যাক রুশো
৩২১. অর্থশাস্ত্র - কৌটিল্য
৩২২. এ হিস্ট্রি অব ওয়েস্টার্ন ফিলসফি - রালফ ম্যাকলনার্নি
৩২৩. শেষপ্রশ্ন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩২৪. চরিত্রহীন - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩২৫. দত্তা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩২৬. শুভদা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩২৭. মতিচূর - বেগম রোকেয়া
৩২৮. সুলতানার স্বপ্ন - বেগম রোকেয়া
৩২৯. দিবারাত্রির কাব্য - মানিক বন্দ্যোপাধ্যায়
৩৩০. অহিংসা - মানিক বন্দ্যোপাধ্যায়
৩৩১. চিহ্ন - মানিক বন্দ্যোপাধ্যায়
৩৩২. চাঁদের পাহাড় - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩৩৩. হাঁসুলি বাঁকের উপকথা - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৩৪. নাগিনী কন্যার কাহিনী - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৩৫. আরোগ্য নিকেতন - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৩৩৬. কারুবাসনা - জীবনানন্দ দাশ
৩৩৭. মাল্যবান - জীবনানন্দ দাশ
৩৩৮. বেনের মেয়ে - হরপ্রসাদ শাস্ত্রী
৩৩৯. গীতাঞ্জলী - রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪০. অন্তর্জলী যাত্রা -কমলকুমার মজুমদার
৩৪১. সুহাসিনীর পমেটম - কমলকুমার মজুমদার
৩৪১. নিম অন্নপূর্ণা - কমলকুমার মজুমদার
৩৪২. রাত ভর বৃষ্টি - বুদ্ধদেব বসু
৩৪৩. মোক্তার দাদুর কেতু বধ - সমরেশ বসু
৩৪৪. চাঁদের অমাবশ্যা - সৈয়দ ওয়ালিউল্লাহ
৩৪৫. জলাঙ্গী - শওকত ওসমান
৩৪৬. ঢোঁড়াই চরিত মানস - সতীনাথ ভাদুড়ী
৩৪৭. নৌকাডুবি - রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪৮. চোখের বালি - রবীন্দ্রনাথ ঠাকুর
৩৪৮. আট কুটুরী নয় দরজা - সমরেশ মজুমদার
৩৪৯. তালাশ - শাহীন আখতার
৩৫০. মুসলমানমঙ্গল - জাকির তালুকদার
৩৫১. কালোবরফ - মাহমুদুল হক
৩৫২. আই এম মালালা - মালালা ইউসুফজাই
৩৫৩. পরিণীতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৩৫৪. কপালকুণ্ডলা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৫৫. দুর্গেশনন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৫৬. সে রাতে পূণিমা ছিল - শহীদুল জহির
৩৫৭. জীবন ও রাজনৈতিক বাস্তবতা - শহীদুল জহির
৩৫৮. আবু ইব্রাহীমের মৃত্যু শহীদুল জহির
৩৫৮. একুশে ফ্রেব্রুয়ারি - জহির রায়হান
৩৫৯. হার্বাট - নবারুণ ভট্টাচার্য
৩৬০. অগ্নিরথ - সমরেশ মজুমদার
৩৬১. দৃষ্টিপ্রদীপ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৩৬২. নীল ময়ূরের যৌবন - সেলিনা হোসেন
৩৬৩. হাঙর নদী গ্রেনেড - সেলিনা হোসেন
৩৬৪. আওয়ামীলীগের ইতিহাস : ১৯৭১ - মহিউদ্দিন আহমদ
৩৬৫. আওয়ামীলীগের ইতিহাস : উত্থানপর্ব ১৯৪৯-১৯৭০ - মহিউদ্দিন আহমদ
৩৬৬. বিএনপির সময়-অসময় - মহিউদ্দিন আহমদ
৩৬৭. জাসদের উত্থানপতন : অস্থির সময়ের রাজনীতি - মহিউদ্দিন আহমদ
৩৬৮. শাপ মোচন - ফাল্গুনী মুখোপাধ্যায়
৩৬৯. ফাউন্ডেশন - আইজ্যাক আসিমভ
৩৭০. জুলভার্ণসমগ্র
৩৭১. একাত্তরের যীশু - শাহরিয়ার কবির
৩৭২. বিবাহবার্ষিকী - দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
৩৭৩. কালকেতু ও ফুল্লরা - সুব্রত অগাস্টিন গোমেজ
৩৭৪. রাজপাঠ - তিলোত্তমা মজুমদার
৩৭৫. বসুধার জন্য - তিলোত্তমা মজুমদার
৩৭৬. জাহান্নাম হইতে বিদায় - শওকত ওসমান
৩৭৭. অলাতচক্র - আহমদ ছফা
৩৭৮. আগুনের পরশমণি - হুমায়ূন আহমেদ
৩৭৯. নেকড়ে অরন্য - শওকত ওসমান
৩৮০. উত্তরকাল - আমজাদ হোসেন
৩৮১. দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা - মুহাম্মদ নুরুল কাদির
৩৮২. পাকিস্তানীদের দৃষ্টিতে মুক্তিযুদ্ধ - মুনতাসির মামুন ও মুহিউদ্দিন আহমেদ
৩৮৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধ : ভারত, রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের ভূমিকা - মেজর রফিকুল ইসলাম পিএসসি
৩৮৪. প্রবাসে মুক্তিযুদ্ধের দিনগুলি - আবু সাঈদ চৌধুরী
৩৮৫. বাংলাদেশের জন্ম - রাও ফরমান আলী খান
৩৮৬. ১৯৭১ : ভেতরে বাইরে - এ কে খন্দকার
৩৮৭. দ্য বিট্রেয়াল অফ ইস্ট পাকিস্তান - লে. জে. এ এ কে খান নিয়াজি
৩৮৮. আনব্রোকেন - লরা হিলেনব্রান্ড
৩৮৯. দ্য এম্পেরর অব অল ম্যালাডিস - সিদ্ধার্থ মুখার্জি
৩৯০. লেটস টেক দ্য লং ওয়ে হোম - গেইল কল্ডওয়েল
৩৯১. দ্য লাস্ট বয় - জেন লেভি
৩৯২. ব্রিলিয়ান্ট - জেন ব্রোক্স
৩৯৩. ওয়ার - সেবাস্টিয়ান জাঙ্গার
৩৯৪. লাইফ - কেইথ রিচার্ডস
৩৯৫. হেলহাউন্ড অন হিজ ট্রেইল - হ্যাম্পটন সাইডস
৩৯৬. কিওপেট্রা - স্টেসি স্কিফ
৩৯৭. ইউ আর নট এ গ্যাজিট - জ্যারন ল্যানিয়ার
৩৯৮. ফ্রিডম - জনাথন ফ্রাঞ্জেন
৩৯৯. অ্যা ভিজিট ফ্রম দ্য গুন স্কোয়াড - জেনিফার এগান
৪০০. স্কিপ্পি ডাইস - পল মুরে
৪০১. দ্য থাউজেন্ডস অটামস অব জ্যাকব ডি জোয়েট - ডেভিড মিশেল
৪০২. লর্ড অব মিসরুল - জেইমি গর্ডন
৪০৩. উইলসন - ডেনিয়েল কোয়েস
৪০৪. ম্যাটারহর্ন - কার্ল মারলানটিস
৪০৫. হাউ টু লিভ সেফলি ইন এ সায়েন্স ফিকশনাল ইউনিভার্স - চার্লস য়ু
৪০৬. দ্য প্যাসেজ - জাস্টিন ক্রোনিন
৪০৭. ফেইথফুল প্লেস - টানা ফ্রেঞ্চ
৪০৮. ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ - সরদার ফজলুল করিম
৪০৯. পলিটিক্স - এরিস্টটল
৪১০. প্রাইড অ্যান্ড প্রেজুডিস - জেন অস্টেন
৪১১. দ্য ফরটি রুলস অব লাভ - এলিফ শাফাক
৪১২. দ্য কাইট রানার - খালেদ হোসাইনি
৪১৩. ইন প্যারিস অব আইডলনেস অ্যান্ড আদার এসেজ - বার্ট্রান্ড রাসেল
৪১৪. বৃষ্টির ঠিকানা - মুহম্মদ জাফর ইকবাল
৪১৫. ইউক্রেনের লোককথা - ভ্লাদিমির বইকোর
৪১৬. একজন কমলালেবু - শাহাদুজ্জামান
৪১৭. বিশ্ব সাহিত্য কেন্দ্র ও আমি - আবদুল্লাহ আবু সায়ীদ
৪১৮. ভারতীয় দর্শন - দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
৪১৯. মেঘনাদ বধ কাব্য - মাইকেল মধুসূদন দত্ত
৪২০. আত্নকথা - মহাত্মা গান্ধী
৪২১. আরব জাতির ইতিহাস - সৈয়দ আমীর আলী
৪২২. পরার্থপরতার অর্থনীতি - আকবর আলি খান
৪২৩. মাদাম বোভারি - গুস্তাভে ফ্লবার্ট
৪২৪. আনা কারেনিনা - লিও তলস্তয়
৪২৫. ওয়ার অ্যান্ড পিস - লিও তলস্তয়
৪২৬. এন্ড অব দ্যা হিস্ট্রি - ফ্রান্সিস ফুকুয়ামা
৪২৭. ললিতা - ভ্লাদিমির নাবোকভ
৪২৮. দ্য অ্যাডভেঞ্চার অব হাকলবেরি ফিন - মার্ক টোয়েন
৪২৯. ইন সার্চ অব লস্ট টাইম - মারসেল প্রোস্ট
৪৩০. দ্য স্টোরিজ অব অ্যানটন শেকভ - অ্যানটন শেকভ
৪৩১. মিডলমার্চ - জর্জ এলিয়ট
৪৩২. মুজেস এন্ড মনোথিইজম - সিগমুন্ড ফ্রয়েড
৪৩৩. থিওরি অব এভরিথিং - স্টিফেন হকিং
৪৩৪. তাজউদ্দীন আহমদ : নেতা ও পিতা - শারমিন আহমদ
৪৩৫. দ্য গডফাদার - মারিও পুজো
৪৩৬. ভবিষ্যতের বাঙালি - এস ওয়াজেদ আলি
৪৩৭. ক্যাপিটাল - কার্ল মার্ক্স
৪৩৮. এনিম্যাল ফার্ম - জর্জ অরওয়েল
৪৩৯. বুখারী শরীফ
৪৪০. মেশকাত শরীফ
৪৪১. তিরমিজি শরীফ
৪৪২. আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না - বার্ট্রান্ড রাসেল
৪৪৩. বিশ্বাসের ভাইরাস - অভিজিৎ রায়
৪৪৪. অবিশ্বাসের দর্শন - অভিজিৎ রায়
৪৪৫. মেটামরফোসিস - ফ্রানজ কাফকা
৪৪৬. আমার একাত্তর - আনিসুজ্জামান
৪৪৭. সিদ্ধার্থ - হেরমান হেস
৪৪৮. Love in the Time of Cholera - Gabriel Garcia Marquez
৪৪৯. The History of Sexuality - মিশেল ফুকো
৪৫০. সংস্কৃতি - আহমদ শরীফ
৪৫১. The story of a shipwrecked sailor - Gabriel Garcia Marquez
৪৫২. রাজা ইডিপাস - সফোক্লিস
৪৫৩. ফুড কনফারেন্স - আবুল মনসুর আহমদ
৪৫৪. মাও সে তুং - রাহুল সাংকৃত্যায়ন
৪৫৫. পৃথিবীর পাঠশালায় - ম্যাক্সিম গোর্কি
৪৫৬. জেগে উঠছে ইরান - শিরিন এবাদি
৪৫৭. পুঁজিবাদ : এক ভৌতিক কাহিনী - অরুন্ধতী রায়
৪৫৮. ক্ষমতা - বার্ট্রান্ড রাসেল
৪৫৯. দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি - আর্নেস্ট হেমিংওয়ে
৪৬০. জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা ও জনগণের মুক্তি ১৯০৫-৪৭ - সিরাজুল ইসলাম চৌধুরী
৪৬১. Dreams From My Father - বারাক ওবামা
৪৬২. মিডনাইট চিলড্রেন্স - সালমান রুশদি
৪৬৩. বিবাহ ও নৈতিকতা - বার্ট্রান্ড রাসেল
৪৬৪. মাই নেম ইজ রেড - ওরহান পামুক
৪৬৫. প্লেগ - আলবেয়ার কাম্যু
৪৬৬. মিগুয়েল স্ট্রিট - ভি এস নাইপল
৪৬৭. ইছামতী - বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
৪৬৮. রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর শ্রেষ্ঠ কবিতা
৪৬৯. পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি -বদরুদ্দীন উমর
৪৭০. বাঙলাদেশে ইতিহাস চর্চা - বদরুদ্দীন উমর
৪৭১. স্মৃতিকথায় ঢাকা বিশ্ববিদ্যালয় - মুহাম্মদ জাহাঙ্গীর
৪৭২. ঢাকা বিশ্ববিদ্যালয় চেতনার বাতিঘর - ড. সৌমিত্র শেখর
৪৭৩. ঢাকা বিশ্ববিদ্যালয় : নতুন যুগের সন্ধানে - ইমতিয়াজ আহমেদ
৪৭৪. শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় - স্বপন কুমার দাস
৪৭৫. স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় - রফিকুল ইসলাম
৪৭৬. ঢাকা বিশ্ববিদ্যালয় ও এলাকার ইতিহাস - মোহাম্মদ আশরাফুল ইসলাম
৪৭৬. নারী প্রগতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রোকেয়া হল - সেলিনা চৌধুরী
৪৭৭. ঢাকা বিশ্ববিদ্যালয় : স্মৃতি নিদর্শন - ড. আয়শা বেগম
৪৭৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৫৩৮ দিন - কাজী আল মামুন
৪৭৯. ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশি বছর - রফিকুল ইসলাম
৪৮০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্রন্থিত ইতিহাস - ড. রতন লাল চক্রবর্তী
৪৮১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা - বিভাগের ইতিহাস - মোহাম্মদ মনিরুজ্জামান
৪৮২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ১৯৪৭-১৯৫১ - এ. জি. স্টক
৪৮৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণহত্যা: ১৯৭১ (জগন্নাথ হল) - রতনলাল চক্রবর্তী
৪৮৪. ঢাকা বিশ্ববিদ্যালয়: রাজনীতি ও বিবিধ প্রসঙ্গ -গালিব আহসান খান
৪৮৫. ঢাকা বিশ্ববিদ্যালয়: আগষ্টের ঘটনা গ্রেপ্তার রিমান্ড ও কারাগারের দিনগুলি - ড. হারুণ অর রশিদ
৪৮৬. বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় (১৯৪৭-১৯৭১) - ড. রতন লাল চক্রবর্তী
৪৮৭. কাঠগড়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় : রিমান্ড ও কারাগারের দিনলিপি - ড. মোঃ আনোয়ার হোসেন
৪৮৮. ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ : ইতিহাস ও ঐতিহ্য - ডক্টর প্রদীপ রায়
৪৮৯. স্যার ফিলিপ হার্টগ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য - সৈয়দ আবুল মকসুদ
৪৯০. কান্টের নীতিদর্শন - শেখ আবদুল ওয়াহাব
৪৯১. চে - মুস্তাফিজ শফি
৪৯২. রাজনীতিকোষ - হারুনুর রশিদ
৪৯৩. আন্তর্জাতিক রাজনীতিকোষ - তারেক শামসুর রেহমান
৪৯৪. গবেষণায় হাতেখড়ি - রাগিব হাসান
৪৯৫. দর্শনকোষ - সরদার ফজলুল করিম
৪৯৬. ইতিহাস গবেষণা পদ্ধতি - আহমেদ কামাল
৪৯৭. বাংলাদেশের নায়কেরা : সফলদের স্বপ্নগাথা - মতিউর রহমান
৪৯৮. পৃথিবীর ইতিহাস - জওহরলাল নেহরু
৪৯৯. দর্শনের সমস্যাবলি - বার্ট্রান্ড রাসেল
৫০০. মনঃসমীক্ষা - সিগমুন্ড ফ্রয়েড

🌻তালিকাটি তৈরি করতে সহায়তা করেছে : ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Bright Dreams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bright Dreams:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share