মোহাম্মদ রসুলল্লাহ’র কে আমি ভালবাসি

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • মোহাম্মদ রসুলল্লাহ’র কে আমি ভালবাসি

মোহাম্মদ রসুলল্লাহ’র কে আমি ভালবাসি ইসলামের পথে চলতে হলে রাসুল (সঃ)এর জীবন বিধান অনুসারে আমাদের চলতে হবে

ইরানের ছোড়া ৪র্থ প্রজন্মের 'হায়দার ক্ষে-প-ণা-স্ত্রে'র লক্ষ্যবস্তুতে বি-ধ্ব-স্ত অবস্থা ই-স-রা-ইলের তেল আবিব শহর। ছবিঃ ইর...
23/06/2025

ইরানের ছোড়া ৪র্থ প্রজন্মের 'হায়দার ক্ষে-প-ণা-স্ত্রে'র লক্ষ্যবস্তুতে বি-ধ্ব-স্ত অবস্থা ই-স-রা-ইলের তেল আবিব শহর।

ছবিঃ ইরান মিলিটারি ও রয়টার্স

30/04/2025

বাজপাখি প্রায় ৭০বছর বেঁচে থাকে, অথচ ৪০বছর পেরুতেই তাকে জীবন মরনের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হয় !
এ সময় তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দূর্বল হয়ে পরে...!

১. শিকার ধরতে পায়ের নখ
২. চিঁরে খেতে ইস্পাত কঠিন ঠোঁট
৩. ভর করে উড়ে মেলবার ডানা..

শিকার খোঁজা, শিকার ধরা আর ক্ষুধা নিবারণ এ তিনটি কাজই তার জন্যে ধীরে ধীরে কঠিন হয়ে পরে। তখন তার জন্যে ৩টি পথ খোলা থাকে ...
১.আত্মহত্যা
২. শকুনের মত মরা খাওয়া
৩. নিজেকে নতুন করে তৈরি করা

আত্ম-প্রত্যয়ী বাজপাখিরা তৃতীয়টি অর্থাৎ সংগ্রামী পথটিই বেছে নেয়...সে একটা উচু পাহাড়ে বাসা বাঁধে, শুরু করে নতুন করে বাঁচার সংগ্রাম।
প্রথমে সে পাথরে আঘাত করে করে নিজের ঠোঁট আর নখ গুলো ভেঙে ফেলে। তারপর অপেক্ষা করে নতুন করে ঠোঁট আর নখ গঁজার..

নখ আর ঠোঁট গঁজালে সে তার সমস্ত পালক ছিঁড়ে ফেলে।
প্রচন্ড কষ্ট সহ্য করে সে অপেক্ষায় থাকে নতুন পালকের...
সব মিলিয়ে ১৫০দিনের কঠিন পরীক্ষার পর।

বাজপাখি ফিরে পায় তার 'নুতুন জীবন'। হয়ে উঠে আগের চেয়ে চৌকস, আগের চেয়ে ক্ষিপ্র।

জীবনে কখনো কখনো 'Time and Life' নিজের বিপক্ষে চলে যায়! তার মানে এই নয় 'আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। ঘুরে দাঁড়ানোর জন্য বাজপাখির উদাহরনটা অনুপ্রেরণা হতে পারে।৷ (কালেক্ট)

اللهمّ احفظهم من الظالمين، آمين
07/04/2025

اللهمّ احفظهم من الظالمين، آمين

07/04/2025
৫৪ বছরের অপেক্ষার অবসান! অবশেষে বাংলাদেশ পেল এক সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতা!যখন মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া ব...
02/04/2025

৫৪ বছরের অপেক্ষার অবসান! অবশেষে বাংলাদেশ পেল এক সৎ, মেধাবী ও দেশপ্রেমিক নেতা!

যখন মাহাথির মোহাম্মদের নেতৃত্বে মালয়েশিয়া বদলে গেছে, লি কুয়ান ইউ-এর হাতে সিঙ্গাপুর হয়ে উঠেছে এশিয়ার টাইগার, তখন আমরা অপেক্ষায় ছিলাম... একজন যোগ্য নেতা, যিনি সত্যিকারের দেশকে বদলে দিতে পারবেন!

আজ, ড. মুহাম্মদ ইউনূস মাত্র ৭ মাসে প্রমাণ করেছেন— যোগ্য নেতৃত্ব থাকলে ৭ মাসেই যে উন্নয়ন সম্ভব, তা ৭ বছরেও অন্য কেউ করতে পারেনি, পারবেনা !

🚀 ১ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ
🚀 খারাপ সময়েও ২৫ বিলিয়ন ডলারের রিজার্ভ
🚀 বাংলাদেশের নতুন মহাসাগরীয় বাণিজ্য জাহাজ
🚀 চীনের সঙ্গে বিনাশুল্ক বাণিজ্য সুবিধা
🚀 তিস্তা ব্যারেজ বাস্তবায়ন চূড়ান্ত

এটাই কি সেই সময়, যখন বাংলাদেশ নতুন ইতিহাস গড়তে যাচ্ছে? খেলা মাত্র শুরু!

আমাদের রাজনৈতিক দল গুলোর যদি সত্যিকারের দেশপ্রেম থাকে তাহলে দেশ ও দেশের মানুষের জন্য ড.ইউনুস এর হাতকে স্থানীয়ভাবে শক্তিশালী করতে সহায়তায় এগিয়ে আসার অনুরোধ রইল। ভারত কি করল, কি বলল তাতে কি আসে যায়! এভাবে আগামী ৫ বছরে যদি ড. ইউনূস রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, তাহলে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার পরবর্তী সুপার পাওয়ার! 🇧🇩🔥

➡️ আপনি কি বিশ্বাস করেন? মন্তব্যে জানান!

#বাংলাদেশ #ডইউনূস #নতুনবাংলাদেশ #উন্নয়ন #নেতৃত্ব #বাংলাদেশ

19/03/2025

হে আরশের মালিক!
তুমি আমাদের মাজলুম ভাইবোনদের সহায় হও। তাদের উপর রহম করো।

29/11/2024

জুম্মা মোবারক

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদ রসুলল্লাহ’র কে আমি ভালবাসি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share