
08/08/2025
উপরে দেওয়া প্রতিটি হাদিসের আরবি, বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ নিচে দেওয়া হলো:
১. ঈমানের শাখা
আরবি:
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْإِيمَانُ بِضْعٌ وَسَبْعُونَ شُعْبَةً، فَأَفْضَلُهَا قَوْلُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَدْنَاهَا إِمَاطَةُ الْأَذَى عَنْ الطَّرِيقِ، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنْ الْإِيمَانِ.
বাংলা উচ্চারণ:
আ'ন আবী হুরাইরাহ (রা) ক্বালা, ক্বালা রাসূলুল্লাহি (সা.): আল-ঈমানু বিদ'উন ওয়া সাব'ঊনা শু'বাতান, ফা-আফদালুহা ক্বাওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত-তারীক্ব, ওয়াল-হায়াউ শু'বাতুম মিনাল-ঈমান।
বাংলা অর্থ:
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "ঈমানের সত্তরের অধিক শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম শাখা হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলা এবং সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। আর লজ্জা হলো ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা।" (সহিহ মুসলিম)